নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

অত:পর একদিন ভালোবাসারাও

২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৪০






অত:পর একদিন ভালোবাসারাও

অত:পর একদিন ভালোবাসারাও পালিয়ে যায়
ভালোবাসাহীন নগরে জেগে থাকে না
কোন কপোত কিংবা কপোতি।
সকালের সতেজ গোলাপ কিংবা রজনী খুঁজে পায় না তার ঠিকানা,
দুপুরে গাছের ছায়ায় লুকোয় না
কোন প্রেম-পিয়াসি জুটি।
নিয়নবাতির আলোয় আলোকিত হয় না যুগল কোন দৃশ্য,
আস্থার কোন হাত খুঁজে পায় না কোন কোমল পরশ,
কিংবা কোমল কোন স্পর্শ - আস্থার সে হাত।

ভালোবাসার কথামালা ফুরিয়ে যায়,
চোখের ভাষাও অস্পস্ট হতে থাকে ক্রমশ, কী আশ্চর্য ! ! !
না পাওয়ার নিদারুন কস্টগুলো আর ভীড় করে না অশান্ত হৃদয়ে
সব কিছু স্বাভাবিক হয়ে পড়ে - যেন এটাই নিয়ম ! ! !

আজ আমরা পার করছি তেমনই এক দু:সময়
যেখানে অমূল্য ভালোবাসারা মিথ্যে ফেরি করে ফিরে - অচেনা সব অবয়ব, লোভাতুর দৃস্টি নিয়ে।
গ্রাসের কবলে কোমলতা, নিষ্পেশিত নিস্পাপতা আর মূল্যহীন হয় মূল্যবোধ!

অত:পর একদিন ভালোবাসারাও পালিয়ে যায় -
এ শহর ছেড়ে,
এ নগর ছেড়ে।
ভালোবাসার দায় পড়েনি এ মূল্যবোধহীন সমাজে নিজেকে জিইয়ে রাখতে -

অত:পর একদিন ভালোবাসারাও পালিয়ে যায় !! !


ছবি: নেট থেকে

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:০১

মোস্তফা সোহেল বলেছেন: সমাজে এখন বেশির ভাগ ভালবাসাই মেকি।মেকি ভালবাসা বেশিদিন থাকতে পারে না।
তাই পৃথিবী থেকে ভালবাসা পালিয়ে বাঁচতে চাই হয়তো।
তবু্‌ও ভালবাসা বেঁচে থাকুক।ভালবাসাময় হোক পৃথিবীর সমস্ত স্থান।
অনেক দিন পরে এলেন সুন্দর একটি কবিতা নিয়ে কেমন আছেন ভাই?

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৫১

আরাফআহনাফ বলেছেন: মেকি ভালবাসা বেশিদিন থাকতে পারে না। এটাই সত্যি।

ভালো থাকুন, মন্তব্যে অনুপ্রেরনা পেলাম।

২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: স্বচ্ছ পবিত্র ভালোবাসা কখনও পালিয়ে যায় না।

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৫২

আরাফআহনাফ বলেছেন: সহমত।
আর তাই এখনো বেঁচে আছে এ ধরণী।

৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৩

বৃষ্টি বিন্দু বলেছেন:
রাজীব নুর বলেছেন: স্বচ্ছ পবিত্র ভালোবাসা কখনও পালিয়ে যায় না।

সেটাই।

কবিতা ভাল লেগেছে।

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৫৪

আরাফআহনাফ বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
অনুপ্রেরনামূলক মন্তব্যে ধন্যবাদ জানবেন।
ভালো থাকুন সবসময়।

৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫

স্ব বর্ন বলেছেন: শুদ্ধতম ভালোবাসারা কখনও পালিয়ে যায় না পালিয়ে যায় শুধু ভালোবাসার দুস্কৃতিকারীরা।

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৫৫

আরাফআহনাফ বলেছেন: "শুদ্ধতম ভালোবাসারা কখনও পালিয়ে যায় না পালিয়ে যায় শুধু ভালোবাসার দুস্কৃতিকারীরা।" -
১০০% সহমত।

৫| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাজীব নুর ভাইয়ের সাথে সহমত। "স্বচ্ছ পবিত্র ভালোবাসা কখনো পালিয়ে যায় না।'' দূরত্ব সৃষ্টি হলেও বেঁচে থাকে। অনেকটা গাছের মতো - স্থির, বোবা হয়ে!

২৪ শে মে, ২০১৮ সকাল ১১:০০

আরাফআহনাফ বলেছেন: ভালোবাসা বেঁচে থাকা আর পালিয়ে যাওয়া এক নয়।

বলেছেন "দূরত্ব সৃষ্টি হলেও বেঁচে থাকে। অনেকটা গাছের মতো - স্থির, বোবা হয়ে!" তেমন বোবা ভালোবাসা হয়তো ভালোবাসার আরেকটা নামমাত্র - একপক্ষীয় হয়ে যায় এ ভালোবাসা তখন।


ভালো থাকুন একরাশ - সবসময়।

৬| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০৫

তারেক_মাহমুদ বলেছেন: আরাফ ভাই শুভ বিকেল

অনেকদিন পর আপনার একটি লেখা পেলাম।ভালবাসা পবিত্র, ইট পাথরের শহরে মানুষের মন ইট পাথরের মতই, এখানে ভালবাসার স্থান নেই তাই ভালবাসা সত্যি পালিয়ে যায় শহর ছেড়ে।

২৪ শে মে, ২০১৮ সকাল ১১:০৮

আরাফআহনাফ বলেছেন: তারেক ভাই, ধন্যবাদ সহমত আর আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আমাদের এই ইট, কাঠ, পাথরের নগরে ভালোবাসা হাঁসফাঁস করছে - প্রতারিত প্রতিক্ষণ সেটাই বলছে যেন। নির্মল, নির্মোহ ভালোবাসা বিরল হয়ে গেছে আর তাই মনে হচ্ছে ভালোবাসা পালিয়ে যাচ্ছে এ শহর ছেড়ে।


ভালো থাকুন।

৭| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, তবে ভালবাসা বোধহয় অমলিন যা কখনও ছেড়ে যাবার নয়।

শুভ কামনা রইল।

২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩

আরাফআহনাফ বলেছেন: পদাতিক চৌধুরি - আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
বলেছেন - "ভালবাসা বোধহয় অমলিন যা কখনও ছেড়ে যাবার নয়।" হ্যাঁ সেটাই - সত্যিকারের ভালোবাসার ক্ষেত্রে এটা সঠিক কিন্ত এখন কেন যেন তেমন ভালোবাসার দেখাই পাওয়া যায় না - ট্রু লাভ যাকে বলি আমরা।

ভালো থাকুন - অজস্র শুভ কামনা নিরন্তর।

৮| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১৩

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৩৪

আরাফআহনাফ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

ভালো থাকুন।

৯| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: কবিতাটি আসলেই সুন্দর করে গেঁথেছ! মন্তব্য করতে গিয়ে খেয়াল করি দেখি তোমার পোষ্ট।
ভালো থেকো ভাইয়া।

২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৩৬

আরাফআহনাফ বলেছেন: আপুটা, মনের কিছু প্রশ্ন/কৌতুহল লাইন করে লিখে দিলাম - এটুকুই।
তুমিও ভালো থেকো - অজস্র - সারাবেলা - সারাক্ষণ।

অনেক অনেক শুভ কামনা রইলো।

১০| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

জাহিদ অনিক বলেছেন:

প্রেম ধীরে মুছে যায়- নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়---- জীবন বাবু

কবিতাটি ভালো হয়েছে

২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৪০

আরাফআহনাফ বলেছেন: জীবন বাবুই মনে হয় চিন্তা আর জীবনের প্রেরনা। সত্যি কথাগুলো সহজে বলে গেছেন।আমরা কেউ কেউ চোখ বন্ধ করেছিলাম টের পাইনি কখন যে পালিয়ে গেছে সে ভালোবাসা।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

ভালো থাকুন - শুভ কামনা সবসময়ের।

১১| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভালো লাগল

২৮ শে মে, ২০১৮ সকাল ৯:৫২

আরাফআহনাফ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।।
ভালো থাকুন অজস্র।

১২| ০২ রা জুন, ২০১৮ রাত ৮:০১

শায়মা বলেছেন: ভালোবাসাদেরকে পালাতে দেওয়া যাবেনা ভাইয়া। ধরে রাখতে হবে যে কোনো মূল্যে....

০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৩০

আরাফআহনাফ বলেছেন: হুম!
ভালোবাসাহীন এ পৃথিবী আমরা চাই না কখনো - তারপরও চারপাশ কেমন যেন বদলে যাচ্ছে!

অফুরান ভালোবাসা ঘিরে থাকুক আপনাকে -
শুভ কামনা রইলো।

১৩| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৭:৫০

খায়রুল আহসান বলেছেন: আমিত্ব ভালবাসার হন্তারক, তুমিত্ব প্রাণ সঞ্চারক। ভালবাসা হারিয়ে গেলে মানুষ প্রকৃতির কাছে ফিরে যেতে পারে। একটু চোখ মেলে তাকালেই, সেখানে চারিদিকে ভালবাসা পাওয়া যায়।
কবিতা ভাল হয়েছে। + +

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৬

আরাফআহনাফ বলেছেন: আমিত্ব ভালবাসার হন্তারক, তুমিত্ব প্রাণ সঞ্চারক মন্তব্য করে দারুনভাবে অনুপ্রেরনা যোগালেন সুজন।
ঠিকই বলেছেন -প্রকৃতিই শেষ ভরসা ।
একটা প্রবাদ শুনেই বড় হয়েছি - আপনা থেকে পর ভালো, পর থেকে বন(প্রকৃতি) ভালো।

ভালো থাকুন অজস্র।

১৪| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ২:০৯

শুভ_ঢাকা বলেছেন: আরাফআহনাফ ভাতৃদ্বয়ের পিতৃদেব কেমন আছেন। জনাব আমি কেন জানি বেশ অনেকদিন যাবত (২/৩ বছর তো হবেই।) ফিল্ম টিল্ম দেখা হয় না। বাংলা ফিল্ম তো দেখা প্রায় ছেড়েই দিয়েছিলাম। হঠাৎই দেখলাম একদিন আপনি প্রাক্তন নামের প্রশনজিৎ আর ঋতুপর্ণার একটা ফিল্মের লিংক দিয়েছিলেন আড্ডাঘরে। আর আপনার কল্যাণেই ফিল্মটা দেখেছিলাম আর আমার কাছে ভালই লেগেছিল। এরজন্য আপনাকে প্রকাশ্যে এবং মনে মনে থ্যাঙ্ক ইউ বলেছিলাম। একদিন আগে একটা সর্ট ফিল্ম দেখলাম। আমার কাছে বেশ লাগলো। ভাবলাম আপনার সাথে শেয়ার করি। শেয়ার করতে তো আর পয়সা লাগে না। :D

বাই দ্যা ওয়ে আমি আপনার লেখা কখনো পড়িনি। আমি কবিতা গল্প উপন্যাস কদাচিৎই পড়ি।

Anukul

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৭

আরাফআহনাফ বলেছেন: শুভ ঢাকা ভাই, ফ্লিম দেখেন না কিন্তু আজকাল অনেক সুন্দর সুন্দর শর্ট ফ্লিম তৈরী হচ্ছে।
অনুূুকূল ও দেখলাম - বেশ ভালো লাগলো।

"ভাবলাম আপনার সাথে শেয়ার করি। শেয়ার করতে তো আর পয়সা লাগে না। :D
বাই দ্যা ওয়ে আমি আপনার লেখা কখনো পড়িনি। আমি কবিতা গল্প উপন্যাস কদাচিৎই পড়ি। "


আশা করবো আরো আরো শেয়ার করবেন - আরো আরো কবিতা-গল্প পড়বেন।

ভালো থাকুন - অনেক অনেক।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

প্রথমকথা বলেছেন: নামকরণ এবং লেখা অনেক সুন্দর অর্থবহ হয়েছে। ধন্যবাদ লেখককে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০

আরাফআহনাফ বলেছেন: সাদরে ধন্যবাদ গৃহিত হইলো।
পাঠ পরবর্তী মন্তব্যের জন্য আপনাকেও জানাই অনেক অনেক শুভাশিষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.