নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনই এক সন্ধ্যায় -
এমনই এক সন্ধ্যায় -
আরেকটা সূর্য্যাস্ত - আরেকটা বিদায় - আরেকটা দিনের অবসান।
এমনই করে,
এক সময় থেমে যাবে সব কোলাহল,
ফুরাবে সব - পুরোনো বা নব যত -
অস্ত পাটে জীবনের সূর্য্যটা!
আরেকটা ভোরের হবে না দেখা -
আজকের মতো হবে না বলা - বিদায় সূর্য্য,
আজকের মতো হবে না বলা - আবার হবে দেখা!
এমনই এক সন্ধ্যায় - এমনই এক সন্ধ্যায়
মিলিয়ে যাবে সব সুর, অসীমের সীমে
মিলিয়ে যাবে সব, নির্লিপ্ত নয়ন মুদিয়ে।
এক ঢল প্রহরে, এমনই এক সন্ধ্যায়, হায়!
ছবি- নেট থেকে..
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯
আরাফআহনাফ বলেছেন: সম্রাট ইজ বেস্ট - আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
অতি বাস্তব কথাটাই কেন যেন সবসময় দিনশেষে মনে পড়ে!!
ভালো থাকুন।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১
আরাফআহনাফ বলেছেন: আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো।
সমান্তরাল কোন ভাবনাই হয়তো লেখায় প্রকাশ পেলো। আপনার কবিতার হাত বেশ।
ভালো থাকুন সবসময় -সুহৃদ।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ছবি ও সুন্দর কাব্য।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮
আরাফআহনাফ বলেছেন: মোঃ মাইদুল সরকার - আপনার মন্তব্যে প্রীতবোধ করছি।
ধন্যবাদ আপনাকে - ভালো থাকুন সবসময়।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০
মোস্তফা সোহেল বলেছেন: মন খারাপ করা কবিতায় প্লাস।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯
আরাফআহনাফ বলেছেন: বাস্তবতায় মন খারাপ হতে পারে কিন্তু অাস্বীকার করা যায় কী?
মোস্তফা সোহেল - আপনার প্লাস, পাঠ ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
পাশেই থাকুন - সুহৃদ
ভালো থাকুন সবসময়।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫
তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল হয়েছে ভাইয়া।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫
আরাফআহনাফ বলেছেন: তারেক মাহমু৩২৮ - আপনার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
আশা করি এমন ভাবেই পাশে পাবো সবসময়।
ভালো থাকুন।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮
কামরুননাহার কলি বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হলাম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭
আরাফআহনাফ বলেছেন: কামরুননাহার কলি - আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
আপনার জন্য শুভ কামনা রইলো।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭
নাদিয়া রহমান চুমকি বলেছেন: জীবন নিয়ে ভাবনা। যা আমাদের শেষ ঠিকানাকেই মনে করিয়ে দেয়। খুব ভালো লেগেছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১
আরাফআহনাফ বলেছেন: নাদিয়া রহমান চুমকি আপনি ঠিকই বলেছেন - জীবন আর এর পরের বিলীনতা নিয়েই ভাবনা।
আপনার ভালো লেগেছে জেনে প্রীতবোধ করছি।
ভালো থাকুন সবসময়।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮
ওমেরা বলেছেন: একদিন সবাইকেই চলে যেতে হবে শেেষ ঠিকানায় ! কবিতায় ভাবনার বিষয় আছে । ধন্যবাদ ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭
আরাফআহনাফ বলেছেন: সত্যিই তাই।
আপনাকে ধন্যবাদ - পাঠ শেষে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
পাঠক মন্তব্য সবসময় অনুপ্রেরনা যোগায়।
ভালো থাকুন।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
জুন বলেছেন: দুটো ছবি অপুর্ব কিন্ত বিদায়ের বাক্যে ম্লান হয়ে গেছে তার সকল সৌন্দর্য্য আরাফ আহনাফ ।
ভালোলাগা জানবেন ।
+
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩
আরাফআহনাফ বলেছেন: জুন আপা - আপনাকে আমার ব্লগ বাড়ীতে পেয়ে খুব অানন্দ লাগছে।
বিদায়ের বাক্য/ক্ষণ সবসময় পারিপার্শ্বিকতাকে ম্লান করে দেয় আর এজন্যই বিদায় সবসময় বিষাদময়। চিরবিদায়ের ক্ষেত্রে এতো আরো বেশি বাস্তব যদিও তা চির-সত্য - সবাইকে যেতে হবে একদিন।
মন্তব্য করে অনুপ্রেরনা যোগালেন অযুত অযুত।ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
ফারিদি বলেছেন: চমৎকার প্রকাশ! ভালো লেগেছে- ধন্যবাদ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫
আরাফআহনাফ বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন।
পাঠক মন্তব্য সবসময় অনুপ্রেরনা যোগায়।
ভালো থাকুন, পাশেই থাকুন ।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
রেবন্ত বলেছেন: ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬
আরাফআহনাফ বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা রইলো।
আশা করি এভাবেই পাশে থাকবেন সবসময়। আমার ব্লগবাড়িতে এলেন যখন বাকী সব প্রকাশগুলোও পড়ে দেখবেন আশা করি।
ভালো থাকুন সবসময়।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন:
মিলিয়ে গেছে । সব মিলিয়ে যাবে।
কবিতা ভাল লেগেছে ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮
আরাফআহনাফ বলেছেন: আঁধারে সব মিলায় - হারিয়ে যায় সব।
ধন্যবাদ - কথাকথিকেথিকথন
কবিতা ভালো লেগেছে জেনে ধন্য হলাম।
ভালো থাকুন সারাবেলা।
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২২
সোহানী বলেছেন: ভালো লাগলো........
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০
আরাফআহনাফ বলেছেন: সোহানী - আপনার মন্তব্য আমার জন্য অনুপ্রেরনা - আশা করি এমনিভাবে থাকবেন - কবিতাদের সাথে।
ভালো থাকুন অজস্র।
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মন খারাপ করা একটি সুন্দর কবিতা।
ধন্যবাদ আরাফআহনাফ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫
আরাফআহনাফ বলেছেন: বিদায় সবসময়ের জন্য মন খারাপ করা একটা বিষয়, চিরবিদায়ে তো সে আরো বেশি হয়ে বাজে অন্তরে।
আমি নাই - অথচ পৃথিবী চলছে তার নিয়মে সব কিছু আগের মতোই - শুধু আমি নাই - ----- এ এক দারুন যাতনাময় ভাবনা।
তারপরও এসব নিয়েই জীবন আর এসব নিয়েই কবিতা-কাব্য।
সুন্দর কবিতা বলে মন্তব্য করে অনুপ্রেরনা যোগানোর জন্য ধন্যবাদ জানবেন।
ভালো থাকুন এ-ক্ষণ, ও-ক্ষণ - প্রতিক্ষণ।
১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: চরম সত্যটাকে ভুলে থাকতেই যত চঞ্চলতা!
যত মোহাবিষ্টতা! যত প্রবোধ প্রবচন!
অথচ তা যে হবার নয়!
লয়-প্রলয়ের এই চক্রে মুক্তি না ঘটা পর্যন্ত!
শুন্য করে দেয় বুকটাকে
একরাশ হাহাকার ছুঁয়ে রয়
আশা, কি দুর্নিবার স্বপ্ন-ব্যাথা ছড়ায়
কুহক বিভ্রমে আবারো ভুলে যাই আদি অন্ত!!
++++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮
আরাফআহনাফ বলেছেন: মন্তব্য করে গেছেন এতেই আমি আবেগে আপ্লুত কবি।
আপনার সুন্দর মন্তব্যে ম্লান হয়ে গেল আমার কথামালা - তারপরও আমি গর্বিত।
আরো লেখার অনুপ্রেরনা যোগায় এমন মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ভালো থাকুন অযুত-নিযুত।
১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫১
আহমেদ জী এস বলেছেন: আরাফআহনাফ ,
এমনি এক সন্ধ্যায়
যাবে থেমে ,
যবে সব পথ চলা
চোখ তুলে হবেনা বলা -
হে বন্ধু : বিদায় !
এমনি এক সন্ধ্যায়
থেমে যাবে যতো গান
পাষান ভারে ব্যথিত পরান
গুমরি উঠিবে শত শোকে ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২
আরাফআহনাফ বলেছেন: "এমনি করে সবাই যাবে - যেতে হবে
দেহের মাপের মাটির ঘরে শুতে হবে
কেউ যাবে না সন্গে করে
যারাই ছিলো দিনে রাতে
চোখের আলোয় ঝাড়বাতিটা নিভিয়ে দিয়ে ....
"
মন্তব্যে অনুপ্রানিতবোধ করছি।
ভালো থাকুন সবসময়।
১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: দারুন কবিতা। বেশ লাগলো
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩
আরাফআহনাফ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ভালো থাকুন সবসময় - পাশে থাকুন কবিতাদের জন্য।
১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭
সৈয়দ ইসলাম বলেছেন: কবিরা আপনার কবিতাকে সুন্দর খেতাব দিয়ে দিছেন। আমি আপনার আত্মাকে সুন্দর খেতাব দিলাম; যেখান থেকে এই কবিতার জন্ম হয়েছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬
আরাফআহনাফ বলেছেন: সৈয়দ ইসলাম - আপনার সুন্দর মন্তব্য আমার জন্য অবিরাম অনুপ্রেরনা।
ভালো থাকুন - পাশেই থাকুন - কবিতাদের জন্য।
১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭
আরাফআহনাফ বলেছেন: আপনার সংক্ষিপ্ত মন্তব্য আমার জন্য অনুপ্রেরনামূলক।
চেস্টা করবো - আরো ভালো কিছু লেখার।
ভালো থাকুন সুহৃদ।
২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯
দিলের্ আড্ডা বলেছেন: কবিতাগুলো কেমন যেনো সাধারন বর্ণনার মতোই হয়ে গেছে এখন। এখানে কবিদের হয়তোবা কিছু করার নেই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১
আরাফআহনাফ বলেছেন: সাধারন করে অসাধারন একটা কথা বললেন - মন্তব্য করলেন।
কোন লেখনীকে কী নামে ডাকবেন সে যার যার নিজস্ব ব্যাপার - কিন্তু যিনি লিখেন -তিনি লিখেই যাবেন।
আমার এ লেখাকে আমি কবিতা বলিনি - এ আমার একান্তই নিজস্ব ভাবনা - শুধু হারিয়ে না যায় যেন এ জন্যই ব্লগে প্রকাশ।
আশা করি সাথেই থাকবেন - সবসময়।
ভালো থাকুন নিয়ত।
২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮
সৈয়দ ইসলাম বলেছেন: পীর সাহেব, মানব বন্দন হবে সামু ব্লগের সামনে। কারণ, আপনার কবিতা বেসম্ভব সুন্দর হয়েছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭
আরাফআহনাফ বলেছেন: আমি বেশ বুঝতে পারছি বন্ধনটা তেমন হবে না কেননা ওটা যে "মানব বন্দন" হয়ে গেছে!! !!
জাস্ট অ্যা জোক! ! !
আপনার এই অসম্ভব অান্তরিক মন্তব্যে প্রীতবোধ করছি, আমার তরফ থেকে অান্তরিক অভিবাদন গ্রহন করুন।
আসলে ধন্যবাদ দেয়ার মতো কোন ভাষা খুঁজে পাচ্ছি না - মাফ করবেন !!
আমার ব্লগ-বাড়ীর বাকী লেখাগুলোও যেন এমন মনোযোগি পাঠ ও আন্তরিক মন্তব্য হতে বাদ না পড়ে।
ভালো থাকুন সুহৃদ - বেলা-অবেলায় - সবসময়ই।
২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫
উম্মে সায়মা বলেছেন: মন খারাপ হয়ে গেল পড়ে । জীবনের চরম সত্য তবু ভাবলেই কেমন লাগে!
ভালো থাকবেন ভাই....
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯
আরাফআহনাফ বলেছেন: উম্মে সায়মা ----- মন খারাপের কিছু নেই যখন বুঝতেই পারছেন চরম সত্য আর বাস্তবতাটুকু।
ভালো থাকুন অজস্র।
২৩| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
সৈয়দ তাজুল বলেছেন: বাহ, কবিতা অসাধারণ হয়েছে।
ছবুগুলোও ভাল লাগল
বাস্তব সন্ধাচিত্র তুলে ধরায় ধন্যবাদ।
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩
আরাফআহনাফ বলেছেন: বিক্ষিপ্ত মনের ক্ষনিকের ভাবনাই তুলে ধরেছিলাম।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ সৈয়দ তাজুল।
২৪| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: বিষন্ন ভাল লাগা।শুভেচ্ছা রইল।
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮
আরাফআহনাফ বলেছেন: অশেষ ধন্যবাদ জানবেন - আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আজ সকালে আপনার ব্লগে ঘুরে এসেছিলাম - বেশ ভালো লেগেছে - সময় নিয়ে পড়ে মন্তব্য করবো ভেবেছিলাম।
আপনার ভ্রমন নেশা আছে বলে মনে হয় - যা আমার সাথে মিলে যায়।
ভালো থাকুন সবসময়।
২৫| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ,আপনি ঠিকই ধরেছেন।সময় পেলে একটুআধটু বার হই বৈকী।আপনারও এই মোহ আছে শুনে মুগ্ধ হলাম।অনন্ত শুভেচ্ছা নিয়েন।
১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৪
আরাফআহনাফ বলেছেন: অনন্ত শুভেচ্ছা সাদরে গৃহিত হলো!
ভালো থাকুন - অশেষ শুভকামনা।
২৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: বিদায়ের, বিষাদের, বেদনার কবিতা।
ছবিদুটো সুন্দর, প্রথমটা বেশী।
কবিতার পঞ্চম লাইনের দ্বিতীয় অংশটুকু ভাল লাগেনি। কিছুটা সম্পাদনা করা যায় কিনা, ভেবে দেখতে পারেন।
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫
আরাফআহনাফ বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল আহসান আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানবেন।
আপনার মন্তব্য পড়ে সহজেই বুঝতে পারছি, খুব প্রখর চোখে - মন দিয়ে পড়েছেন আমার এ লেখাটি।
"পুরোনো বা যত নব" বলে বুঝাতে চাইছিলাম ফুরিয়ে যাবে আমার মনের যত পুরোনো কিংবা নতুন ইচ্ছেগুলো, ফুরিয়ে যাবে শ্বাস, ফুরিয়ে যাবে সব লেনা-দেনা, ফুরিয়ে যাবে ফুরানোর সবকিছুই - হোক তা নতুন বা পুরাতন - সবই ফুরিয়ে যাবে।
আচ্ছা, একটু ঘুরিয়ে, এভাবে হলে কেমন হয় - পুরোনো বা নব যত।
কোথায়, কেমন, কী হলে ভালো হবে জানাবেন - পুন: মতামতের প্রত্যাশায় রইলাম।
ভালো থাকুন শ্রদ্ধেয় - অনেক, অনেক।
২৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: "পুরোনো বা যত নব" এর স্থলে স্রেফ "পুরোনো বা নতুন" লিখতে পারেন, আমার মনে হয় ভালই শোনাবে। অন্য কারো মতও নিতে পারেন। আগে যেহেতু 'সব' আছে, সেহেতু পরে 'যত' না দিলেও চলবে বলে মনে হয়।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬
আরাফআহনাফ বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল আহসান - আপনার পরামর্শ অবশ্যই গুরুত্ব রাখে।
আমি মিলিয়ে চেস্টা করেছি আর শেষ পর্যন্ত মনে হলো "পুরোনো বা নব যত" বলাই ভালো শোনায় "পুরোনো বা যত নব" এর চেয়ে। হয়তো "পুরোনো বা নতুন"ও লেখা যায় তবে আমার কাছে মনে হলো এতে এর (আমি যা বলতে চেয়েছি তা) আবেদন বা আকুতিটা যেন কমে যাবে ! ! আমরা সাধারনত বলে থাকি - "যতগুলো আছে সবগুলো(ই) আমাকে দিয়ে দাও" - মানে সব/যত একত্রেই ব্যবহার করি - তাই ওভাবে লিখলে চলবে বলেই মনে হলো। আর সেমতে প্রয়োজনীয় পরিমার্জনটুকু করে দিলাম।
আপনার পরামর্শে আন্তরিকতার পরশটুকু দারুনভাবে উপভোগ করলাম - এভাবেই বাধিত রাখবেন।
ভালো থাকুন - অজস্র।
২৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০২
নায়না নাসরিন বলেছেন: খুব ভালো লাগলো ভাইয়া ++++++্
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫
আরাফআহনাফ বলেছেন: নায়না নাসরিন - আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার বাকী কবিতাগুলোও পড়ে দেখবেন - আশা করছি।
ভালো থাকুন সবসময়।
২৯| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:৪৯
খালেদা শাম্মী বলেছেন: অসাধারন লেগেছে।
১৪ ই মে, ২০১৮ দুপুর ১:১৬
আরাফআহনাফ বলেছেন: প্রীতবোধ করছি - অসংখ্য ধন্যবাদ জানবেন।
আমার ব্লগ বাড়ীতে আসলেন - বাকী লেখাগুলোও পড়ার জন্য অনুরোধ করছি।
ভালো থাকুন অযুত-নিযুত।
৩০| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: গানটি শুনুন
২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৬
আরাফআহনাফ বলেছেন: অনেকবার শোনা এ গান আপনার সৌজন্যে আবারো শুনলাম।
টুটুল ভাইয়ের গায়কী অসাধারন আর হুমায়ুন আহমেদের কথা কী বলবো?
চোখ ভেজা, মন ভেজা - হৃদয় আর্দ্র
মন তুমি কান্দো - নিরবে, মন তুমি কান্দো !!
৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুন কবিতা। বুকের ভেতর হা হা করে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৫
আরাফআহনাফ বলেছেন: অজস্র ধন্যবাদ মন্তব্য করার জন্য।
বুকের ভেতরের হাহাকার থেকে লেখা এ লাইনগুলো।
ভালো থাকুন - ব্লগসাথী।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অতি বাস্তব কথা। সবই রয়ে যাবে শুধু এই নশ্বর দেহটাই সবার অন্তরালে চলে যাবে।