নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে শোক সাগরে ভাসিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বৃহস্পতিবার দিবাগত রাত চারটার দিকে বর্ষীয়ান এই রাজনীতিক চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। চট্টগ্রামের লালদীঘি ময়দানে বাদ আসর সফল এই নগরপিতার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে চশমাহিলে দাফন করা হবে বলে পাবিারিকসূত্রে জানা গেছে। প্রায় ১৭ বছর চট্টগ্রামের মেয়র ছিলেন মহিউদ্দিন। রাজনীতি ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য চট্টগ্রামবাসী তাকে চট্টল বীর হিসেবে জানে।
মহিউদ্দিন চৌধুরীর জীবনে রয়েছে নানা সংগ্রামী ঘটনা। নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে এগিয়ে যেতে হয়েছে তাকে। শ্রমিকনেতা থেকে শুরু করে জীবনের তাগিদে তাকে করতে হয়েছে অনেক ধরনের কাজও। সেই তিনি আবার চট্টগ্রামের লালদীঘিতে যখন হাজির হন তখন তার জ্বালাময়ী বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ হুমড়ি খেয়ে পড়ে। রাজনৈতিক জীবনের শুরুতেই সান্নিধ্যে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। মুক্তিযুদ্ধকালীন অস্ত্রসহ গ্রেপ্তার হন পাকিস্তান নৌবাহিনীর হাতে। সে সময় অমানবিক নির্যাতনের শিকার হন তিনি। সে ক্ষত সারাজীবন বয়ে বেড়িয়েছেন মহিউদ্দিন চৌধুরী। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় স্বেচ্ছাসেবী হিসেবে তার নিরলস কাজ করার কথা এখনও অনেকেই স্মরণ করেন।
মেয়র থাকা অবস্থায় যখন যে দলই ক্ষমতায় থাকুক, চট্টগ্রামের স্বার্থে আন্দোলন প্রতিরোধ গড়ে তোলতে কখনো কুণ্ঠাবোধ করেননি তিনি।
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে তিনি চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ইস্যু নিয়ে একাধিকবার আন্দোলনের ডাক দিয়েছেন। ২০১০ সালে তিনি বিএনপির প্রার্থী এম. মঞ্জুরুল আলমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র নির্বাচনে পরাজয় বরণ করলেও জনগণ থেকে কখনো বিচ্যুত হননি। শরীরের নানা রোগ-ব্যাধিকে উপেক্ষা করে অসীম সাহস, তাৎক্ষণিক সিদ্ধান্ত আর জনগণের সুখ-দুঃখে পাশে থাকার মাধ্যমে তিনি সকল শ্রেণি পেশার মানুষের আপনজনে পরিণত হয়েছিলেন।
তাঁর মৃত্যুতে চট্টগ্রামবাসী হারালো তাদের এক অসীম সাহসী বন্ধুকে, দেশ হারালো এক বীর মুক্তিযোদ্ধা- বীর সেনানীকে।
তথ্যসুত্র ও ছবি: অনলাইন নিউজ।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ জানবেন জনাব খায়রুল আহসান, আপনার সুন্দর বিশ্লেষনের জন্য।
ভালো থাকুন সবসময়।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ হেনা ভাই।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
চট্টগ্রাম বন্দর এক মাফিয়ার হাত থেকে সাময়িকভাবে বেরিয়ে এসেছে হয়তো কিছুদিনের জন্য; মহিউদ্দিন বাগদাদের চোর ছিল না, ছিল চট্গ্রাম পোর্টের মালিক; সে পোর্টকে নিজের বাড়ীর জেটি মনে করতো; সে, নোমান ও বিএনপি'আরেক ডাকাত মেয়র ছিলো, নাম ভুলে গেছি, এরা পোর্টে সারা বাংলাদেশের শিপমেন্টকে জিম্মি করে রেখেছে ৪৭ বছর।
১৯৭১ সালের ডিসেম্বরে চট্রগ্রাম মুক্ত হো্যার পর, নিউমার্কেটের পাশের মেসিনারিজ মার্কেট থেকে সবকিছু নিয়ে যায় ট্রাকে ট্রাকে; শত্রু পরিত্যক্ত বাড়ী, যা সরকারের সম্পদ, সেটা দখল করে, সেই বাড়ী থেকেই পরপারে গেছেন।
চট্টগ্রাম কিছুদিনের জন্য মানসিক মুক্তি পাবে।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
সে নগরপিতা নয়, নগরের অবৈধ সন্তান।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
চট্টগ্রাম সিটি কলেজের সামনে দোকানে বসে সে বিএ ডিগ্রি নিয়েছে, ২ পকেটে ২টি চুরি থাকতো; তাকে চট্টগ্রামের কসাই উপাধি দেয়া ঠিক হবে।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮
আরাফআহনাফ বলেছেন: দৃস্টিভঙ্গি ও মতামতে ভিন্নতা থাকতে পারে - ভালো মন্দের জন্য।
মন্দটুকু বাদ দিয়ে ভালোটুকু গ্রহন করাই শ্রেয়।
এজন্য ১নং মন্তব্যই(খায়রুল আহসান) যথেস্ট বলে মনে করি।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
রাজীব নুর বলেছেন: এই প্রায়ত মেয়র চিটাগাং এর জন্য কি কি কাজ করেছেন??
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪
আরাফআহনাফ বলেছেন: রাজীব নুর ভাই, ১নং মন্তব্যের দৃস্টি আকর্ষন করছি।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬
কোলড বলেছেন: Good riddance! I know first hand the extent of his corruption. One less mafia to worry about.
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫
আরাফআহনাফ বলেছেন: Drawing your kind attention to the reply of Comment No.5.
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
প্রামানিক বলেছেন: এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪
আরাফআহনাফ বলেছেন: আমীন।
ভালো থাকুন সবসময়।
৯| ২০ শে জুন, ২০১৯ বিকাল ৩:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: পুরনো পোস্ট। লেখার প্রতি পরোতে পরোতে আপনার সম্মান বোধ থেকে প্রয়াত মেয়রের প্রতি জানাই অন্তরের শ্রদ্ধাঞ্জলি। উনার মাগফিরাত কামনা করি ।
বহুদিন আপনাকে ব্লগে দেখছি না। আজ অনলাইনে আছেন দেখেই আপনার পোস্টে এলাম।
শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
১০| ২০ শে জুন, ২০১৯ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন পোস্ট চাই। ব্লগের খরা চলছে
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৮
খায়রুল আহসান বলেছেন: কিছু মানুষের জন্মই হয় যেন অকাতরে জনসেবা করার জন্য, অন্যের জন্য কিছু করার জন্য। তিনি ছিলেন তেমনই একজন।
ভোটারদের স্বার্থ তিনি সর্বশক্তি দিয়ে রক্ষা করার চেষ্টা করতেন। এ জন্যেই তিনি তার দল ক্ষমতায় থাকা কালেও আন্দোলনের ডাক দিতে পেরেছিলেন।