নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

জল হয়ে যাই

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫২


জল হয়ে যাই



কুয়াশা পায়ে হেঁটে যাও তুমি
সবুজ ঘন ঘাসে শিশির বিন্দুরা হয় জল
আর সাথে, জল হই আমি।

আর জল হই আমি -
হিম থেকে হিমশীতল,
উপেক্ষিত তোমার উষ্ণতার অভাবে !

উষ্ণতার অভাবে, আমি জল হই আর
সবুজ মটরক্ষেতে শুয়ে থাকি,
আল ভেঙে তোমার পায়ের যাওয়া,
আর চন্দনের ঘ্রাণ মাখি ।

চন্দনের ঘ্রাণ মাখি আর
বিমোহিত হয়ে রই ।
শীত শীতলান্তে, আবারো ডুবন্ত আমি,
ডুবে যাই, যেতেই থাকি -
গভীর গহীনের অন্ধ এক কূপে।

অন্ধ এক কূপে, আর -
বুনো এক গন্ধে, মাতোয়ারা হই।
আবার ভাসি, আবার ডুবি
এ কেমন খেলায় আমি মাতি?
হা নিয়তি, এ কেমন খেলা?
নিজের সাথেই কাটা-কুটি।

নিজের সাথেই কাটা-কুটি আর,
নিজের সাথেই বোঝাপড়া,
দিন শেষে মিলাতে হিসেব, বুঝে নিই,
তুমিই আমার, না দেখা বনলতা।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

বিজন রয় বলেছেন: কার তরে জলঘরে আজ জল হয়ে যাই।

প্রকৃতি আর উষ্ণতা।
+++++++

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

আরাফআহনাফ বলেছেন: আজো জল হই,
আজো ঝড়ে ঝরে পড়ি.....

ধন্যবাদ সুহৃদ - পাঠ ও মন্তব্যের জন্য। "+"গুলো অনুপ্রেরনা যোগাবে নিঃসন্দেহে।

ভালো থাকুন - নিরন্তর শুভ কামনা রইলো।

২| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর অনুভূতি ভাই। জীবন খেলার কাটাকুটি বোঝা বড়ই কঠিন।

ভালো লাগা রইল ভাই। খুব সুন্দর একটা কবিতা পড়লাম।
শুভকামনা জানবেন।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৬

আরাফআহনাফ বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন - বলেছেন "জীবন খেলার কাটাকুটি বোঝা বড়ই কঠিন" , অনেকটা তাঈ, মাঝে মাঝে মনে হয় জুীবন মানে সমঝোতা!

প্রকাশিত লাইনগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আপনার জন্যও রইলো শুভ কামনা।

৩| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: দারুণ লাগলো।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৮

আরাফআহনাফ বলেছেন: স্বপ্না ইসলাম ছোঁয়া - ধন্যবাদ জানবেন।

কবিতাদের নিয়ে থাকুন, কবিতাদের পাশেই থাকুন।

আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

৪| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছ।

ধন্যবাদ আরাফআহনাফ।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩২

আরাফআহনাফ বলেছেন: গুরুজী, আপনার মন্তব্যে প্রীতবোধ করছি।

ভালো থাকুন সবসময় - সুস্থ থাকুন প্রতিটি ক্ষণ।

আপনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভ কামনা।

৫| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২০

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
ভাললেগেছে !

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৯

আরাফআহনাফ বলেছেন: মনিরা সুলতানা - আপনার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
নিজের কিছু কথামালা, অন্যের ভাল লেগেছে ------এটাই বড় পাওয়া।

ভালো থাকুন, কবিতার সাথেই থাকুন।
শুভ কামনা রইলো ।

৬| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪১

ইমরান আল হাদী বলেছেন: স্তবকের শেষ লাইন নিয়ে পরের লাইন শুরু করা এটা আমার কাছে ভাল লাগলো এবং কবিতা সাবলিল
হয়েছে।

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৮

আরাফআহনাফ বলেছেন: ইমরান আল হাদী - অনেক ধন্যবাদ।

ভালো থাকুন - শুভ কামনা সবসময়ের।

৭| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা। প্রকাশ ভঙ্গিটা ভাল লেগেছে।

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩০

আরাফআহনাফ বলেছেন: সুজন ভাই,
লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাদের ভালো লাগাই আমার প্রেরনা।

ভালো থাকুন - একরাশ শুভেচ্ছা।

৮| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য লিখে প্রকাশ করলে প্রকাশ হতেই চায় না এ কেমন বিতিকিচ্ছিরি অবস্থা ব্লগের ধ্যত্তেরি ছাই

কত কিছু লিখে পোস্ট করছি প্রকাশ হয় না বলে রিফ্রেশ দিছি হোহাহাহ

সুন্দর হয়েছে

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪১

আরাফআহনাফ বলেছেন: "মন্তব্য লিখে প্রকাশ করলে প্রকাশ হতেই চায় না এ কেমন বিতিকিচ্ছিরি অবস্থা ব্লগের ধ্যত্তেরি ছাই" - একথা এখানে প্রকাশ করতে চাননি, আমি নিশ্চিত কিন্তু এটাই প্রকাশ হয়ে গেল !!!!

হাজারো বিরক্তির পরও মন্তব্য রেখে গেছেন - এ আমার পরম পাওয়া।
সুন্দর বলার জন্য ধন্যবাদ জানবেন।

ভালো থাকুন সারাবেলা, প্রতিটি ক্ষণ - শুভ কামনা সতত।

৯| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৩

আহমেদ জী এস বলেছেন: আরাফআহনাফ ,




............হা নিয়তি, এ কেমন খেলা?
নিজের সাথেই কাটা-কুটি।.................

এরই নাম "জীবন " । শুধুই কাটা-কুটি খেলা ।

ভালো লিখেছেন ।

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৫

আরাফআহনাফ বলেছেন: কাটা-কুটিই জীবন।

আহমেদ জী এস - আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্য আর ভালো লাগায়।

ভালো থাকুন - শুভ কামনা রইলো সবসময়ের জন্য।

১০| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৩

ফারিয়া আলম বলেছেন: প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে গেল... চমৎকার।

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০১

আরাফআহনাফ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন - ফারিয়া আলম।
হৃদয় ছুঁতে পারা সহজ কিছু নয় - তারপরও হৃদয় ছুঁয়েছে আপনার - তাতে সার্থক আমার প্রকাশ।

ভালো থাকুন - একরাশ ভালো লাগা নিয়ে - নিয়ত-নিত্য।

১১| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: কথাগুলোতে যেন হৃদয়ের ছোয়া আছে.......ভালোলাগা জানিয়ে গেলাম কবি।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২১

আরাফআহনাফ বলেছেন: আপনার ভালো লাগা সাদরে গৃহিত হইলো।
হৃদয়ের ছোঁয়ায় লিখেছিলাম হৃদয়েরি কথা - হৃৎকলমের টানে।

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন।

ভালো থাকুন সারাবেলা - শুভ কামনা সবসময়ের।

১২| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন:

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২২

আরাফআহনাফ বলেছেন: কী দরকার ছিলো এসবের....! আচ্ছা, দিলেন যখন- দিলাম চুমুক।

অসাধারন। :D

ভালো থাকুন আপনি।

১৩| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৭

খায়রুল আহসান বলেছেন: ইমরান আল হাদী এর সাথে একমত (৬ নং মন্তব্য), প্রতিটি স্তবকের শেষ লাইন দিয়ে পরের স্তবকের প্রথম লাইন শুরু করা, এটা আমার কাছেও ভাল লাগলো এবং বেশ অভিনব শৈলী বলে মনে হলো।
হা নিয়তি, এ কেমন খেলা?
নিজের সাথেই কাটা-কুটি।
-- জীবনটাই যেন অনেক কাটাকুটি খেলার সমাহার!

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৬

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ আপনাকে, খায়রুল আহসান - আমার সশ্রদ্ধ সালাম জানবেন।
ভিন্ন শৈলীর স্বাদ দিতে পেরেছি বলে গর্ববোধ হচ্ছে।
আরো বেশি বেশি আলোচনা/সমালোচনা হোক, কেননা আপনাদের মন্তব্য আমার সর্বস্ব। অনুপ্রেরনা পাই - নিয়ত।

বলেছেন "জীবনটাই যেন অনেক কাটাকুটি খেলার সমাহার!" - আসলেই তাই।

ভালো থাকুন - অজস্র। শুভ কামনা সবসময়ের।

১৪| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২০

তপোবণ বলেছেন: কি বলব। কবিতাটি পড়ে চুপ হয়ে বসে আছি। কবিতা পড়া শেষ কিন্তু ভেতরে ভেতরে অনেক গুলো ভাবনা আকুলি-বিকুলি কাটছে। সন্দেহ নেই দারুণ কিছু পড়ে ফেলার পর আমার ভেতরের কেউ একজন ভাললাগায় এমনই বুদ হয়ে থাকে। আপনি আমাদের মাঝে থাকুন দীর্ঘকাল!

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৪

আরাফআহনাফ বলেছেন: তপোবণ - আপনার অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য অান্তরিক অভিনন্দন জানবেন।
বলেছেন - "কবিতা পড়া শেষ কিন্তু ভেতরে ভেতরে অনেক গুলো ভাবনা আকুলি-বিকুলি কাটছে" এইতো কবিতা।

আপনার শুভ কামনা, আমার জন্য প্রেরনা - পরবর্তী কাজের সাহস। আশা করছি পাশে থেকে সাহস জোগাবেন এমনি করেই।
আমন্ত্রন রইলো আমার ব্লগ উঠোনে - বাকী কথামালাগুলোও বিচার করবেন। আরো বেশি বেশি আলোচনা/সমালোচনা হোক - আমি তাই চাই। নিজের প্রকাশগুলো পরখ করার মাপকাঠি হলো - পাঠক মন্তব্য।

অযুত নিযুত ভালো থাকুন - শুভ কামনা সবসময়ের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.