নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"'ভাল লাগেনা' বিকিয়ে দেয়া "
এক বুক চুমোতে স্নান করো,
মুছে নাও সযতন শরীর তোমার -
ভালোবাসার তোয়ালেতে - সফেদ আর কোমল তুলতুলে।
শুকিয়ে নাও তোমার এলো চুল
ষ্পর্শের ষ্পর্ধিত পরশে।
গুঁজে দাও একটা টকটকে লাল জবা
ভালোবাসাদের যেখানে অবাধ বিচরন।
রোদ চশমায় ঢেকে দাও পৃথিবী
আর কেউ যেন তোমায় না চিনে - এক আমি আর ঐ ঈশ্বর ছাড়া।
চলে যাও ঝাউবন সমুদ্রের কাছে
বিলিয়ে দাও অকাতরে 'ভাল লাগেনা'-দের।
সমুদ্রেরও ভাল লাগেনা 'ভাল লাগেনা'-দের
তারপরও বুকে নেয় দিনের সূর্য্যাস্ত, দেখো,
তারপরও বুকে নেয় কত লোনা জল।
তোমার মন ভালো হবে, বাঁচবে আনন্দে - আহ্লাদে - ননাইয়ে,
"আমার কিছু ভালো লাগছে না " সমুদ্রই বয়ে নেবে।
০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৭
আরাফআহনাফ বলেছেন: আমার ব্লগ আকাশে আপনাকে পেয়ে আমি ধন্য।
আপনার মন্তব্য আমার অনুপ্রেরনা।
ভালো থাকবেন - শুভ কামনা সবসময়।
২| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৩
খোলা মনের কথা বলেছেন: তোমার মন ভালো হবে, বাঁচবে আনন্দে - আহ্লাদে - ননাইয়ে,
"আমার কিছু ভালো লাগছে না " সমুদ্রই বয়ে নেবে। ভাল লাগল
০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৯
আরাফআহনাফ বলেছেন: "খোলা মনের কথা" আপনাকে অনেক ধন্যবাদ আপনার সচেতন পাঠ ও মন্তব্যের জন্য।
ভালো থাকুন, কবিতার সাথেই থাকুন।
শুভ কামনা জানবেন।
৩| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩২
মাহমুদা আক্তার সুমা বলেছেন: খুব ভালা লাগা রইল। মিষ্টি একটা ভাললাগার ছন্দ।
০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫
আরাফআহনাফ বলেছেন: অনেক ধন্যবাদ "মাহমুদা আক্তার সুমা" আপনাকে - পাঠ ও সুন্দর মন্তব্যে।
ভালো থাকুন - সবসময়, কবিতাদের নিয়ে।
শুভ কামনা রইলো।
৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:০৫
খায়রুল আহসান বলেছেন: শুকিয়ে নাও তোমার এলো চুল
ষ্পর্শের ষ্পর্ধিত পরশে। -- ভালো লেগেছে।
ছবিটাও ভালো।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৫৪
আরাফআহনাফ বলেছেন: বিনীত ও আন্তরিক ভালোবাসা গ্রহন করুন।
আপনার মন্তব্য পেয়ে আমি গর্বিত।
ছবি আমার মোবাইলে সমুদ্রপাড়ের জেলে পল্লীর।
ভালো থাকুন অবিরত।
৫| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাহ্। ভালো লিখেছেন।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৫৬
আরাফআহনাফ বলেছেন: আপনার মন্তব্য আমার অনুপ্রেরনা ।
ভালো থাকবেন।
শুভ কামনা রইলো।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
বিজন রয় বলেছেন: অনেকের ভাল লেগেছে কিন্তু কেউ প্লাস দেয়নি। আমিই দিলাম প্রথম প্লাসটি।
সামগ্রিকভাবে ভাল লাগল দু/একটি শব্দ ছাড়া।
+++++
০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ বিজন রয়।
অনেক গভীরে রাখলাম আপনার "+"গুলো।
খেয়াল করে দেখবেন - খুব বেশী দিন হয়নি কিছু লিখছি। জানি অনেক ভুল ত্রুটি হবে - তারপরও অনুভূতি প্রকাশে পিছিয়ে থাকিনা।
যদি জানাতেন "দু/একটি শব্দ" তাহলে ভবিষ্যতে অবশ্যই আরো সতর্ক থাকবো।
গঠনমূলক সমালোচনায় দ্বার অবারিত রইলো।
অনেক অনেক শুভাশিষ জানবেন।
৭| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ননাইয়ে=?
স্নিগ্ধ কবিতা।
++
ভাল থাকবেন।
০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
আরাফআহনাফ বলেছেন: ননাইয়ে= অতি আদরে, আহ্লাদে, সোহাগে ইত্যাদি।
চন্দ্ররথা রাজশ্রী আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য,প্রশ্ন ও প্লাসের জন্য।
ভালো থাকুন নিরন্তর। কবিতার সাথে থাকুন।
শুভ কামনা।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬
অঘ্রান প্রান্তরে বলেছেন:
রোদ চশমায় ঢেকে দাও পৃথিবী
আর কেউ যেন তোমায় না চিনে - এক আমি আর ঐ ঈশ্বর ছাড়া।
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১
আরাফআহনাফ বলেছেন: অঘ্রান প্রান্তরে - আপনার জন্য শুভ কামনা রইলো।
ভালো থাকুন অজস্র।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর