নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

আচ্ছা, কাঁদো তুমি !

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:১৭



আচ্ছা, কাঁদো তুমি !
যতোটা পারো, কেঁদে নাও।
কত আর কাঁদবে - এক বুক, এক নদী, এক সাগর?
এক পৃথিবী কাঁদলে তো থামবে? থামতে হবে।

নাও, দু্‌ঃখ ভিজিয়ে নাও,
ভারী হয়ে ঝরে ঝরে যাবে তারা।

নাও, ভাসিয়ে নাও সব অভিমান -
জড়ো ছিলো যতো।

দাও ভাসিয়ে বুকের জমানো ক্ষোভ,
হৃদয়হীন কথাবার্তাদের।
আরো ভালো হয় - যদি ভাসিয়ে দিতে পারো অতীত,
দু:সাহসী ভুল কিছু।

ভেবো না সব ভাসিয়ে ভেসে যাবে তুমিও,
শুধু একটু রেখো খেয়ালে -
দেখো, খুব সাবধানে, ভালোবাসারা না আবার ভেসে যায় যেন।

বড্ড আকাল, এই খরা মৌসুমে, নিষ্পাপ আদুরে ভালোবাসার।।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৭

রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ! চমৎকার লাগলো। দুঃখ কষ্ট কমানোর উপায়: কান্না করা।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৪৬

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ রাইসুল ইসলাম রাণা কবিতার সাথে থাকার জন্য।
ভালো থাকুন সবসময়।

শুভ রাত্রি।

২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৪৫

বিজন রয় বলেছেন: কার কাছে এত আবদার? কবিতার সেই মানুষটি কে?
+++++

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৫১

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ জানবেন পড়া ও সুন্দর মন্তব্যের জন্য।
প্রাণসখা হে তব, তারি জন্য - দিবা নিশি যে জড়িয়ে থাকে।

ভালো থাকুন সবসময়।
শুভ রাত্রি।

৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:২১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ জানবেন সুমন কর ।
আপনাদের ভালো লাগায় কবিতারা প্রাণ পায়।

ভালো থাকুন অনেক অনেক।

৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:২৬

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে
++

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ জানবেন রুদ্র জাহেদ ।
আপনাদের ভালো লাগা, মন্তব্য, "+" বাড়িয়ে দেয় লেখার ইচ্ছে।
কবিতার সাথে থাকুন।


ভালো থাকুন অনেক অনেক।

৫| ০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৫:২২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:

"বড্ড আকাল, এই খরা মৌসুমে, নিষ্পাপ আদুরে ভালোবাসার।।"

সত্যিই বড্ড আকাল।

অনেক ভাল লাগার মত কবিতা।

অসামান্য ভাল থাকা হোক।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০

আরাফআহনাফ বলেছেন: আমার প্রচন্ড ভালো লাগার এক কবি/কমরেড "কল্লোল পথিক"।
কিভাবে উনি যেন ধরে ফেলেন ঐ লাইনটুকুই, যাকে ঘিরে কবিতার বাকি লাইনগুলোর জন্ম হয় অথবা আমি যেভাবে ভেবেছিলাম।

"চন্দ্ররথা রাজশ্রী" আপনি যেন তাঁর ছায়াটুকু।

অশেষ ভালো লাগা জানবেন আপনার সুচিন্তিত মতামতের জন্য।
ভালো থাকবেন সতত, কবিতাদের নিয়ে।
শুভ কামনা।

৬| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৫৭

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
ভাল লেগেছে।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

আরাফআহনাফ বলেছেন: কবি,
আপনার অনুপ্রেরনায় অনুপ্রানিত বোধ করছি।

সাথে আছেন - সর্বদাই অনুভব করি।

ভালো থাকবেন।

৭| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫২

নেক্সাস বলেছেন: বড্ড আকাল, এই খরা মৌসুমে, নিষ্পাপ আদুরে ভালোবাসার।।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬

আরাফআহনাফ বলেছেন: অশেষ ভালো লাগা জানবেন আপনার পাঠে ও সুচিন্তিত মতামতের জন্য।
ভালো থাকুন সবসময়, কবিতাদের নিয়ে।
শুভ কামনা।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

সামিয়া বলেছেন: অসাধারন

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩

আরাফআহনাফ বলেছেন: ইতি সামিয়া - ধন্যবাদ জানবেন আপনার পাঠে ও মন্তব্যে।
আপনার কাছে অসাধারন লাগা মানেই আমার কাছে তা "সৃষ্টি সুখের উল্লাস"।
এ উল্লাসটুকু করতে দিয়ে বাধিত করলেন।

ভালো থাকবেন সবসময় - কবিতাদের সংগে নিয়ে।
শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.