নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দায়বদ্ধতার দায়ে ......
দারুন ফাগুন যাইছে বহিয়া
নিত্য ফোটে কত ফুল।
বসন্তের কিবা যায় আসে বলো,
হইছে কে, কবে, কখন আকূল।।
অবশেষে দিনশেষে হিসাবের মিলাইতে খাতা,
চেয়ে বুঝি, জীবনটা, মিছে ষোল আনা।
সবই যদি দিই দায় তোমারও বাটে
জেনো,কিছু দায় তার, আমারও বটে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪
আরাফআহনাফ বলেছেন: শুভ সকাল।
বিজন রয় - আপনার মন্তব্যে আমি প্রীত, প্রেরনা পাই প্রতিনিয়ত।
আপনার একটা "+" আমার কাছে হাজারো হয়ে আসে।
ভালো থাকবেন কবি।
শুভ কামনা সতত।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮
রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০
আরাফআহনাফ বলেছেন: শুভ সকাল।
আপনাকে চমৎকৃত করতে পেরে ভালো লাগছে।
ধন্যবাদ জানবেন।
অশেষ শুভ কামনা রইলো।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর। +
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
আরাফআহনাফ বলেছেন: শুভ সকাল।
পাঠে,প্লাসে ও মন্তব্যের জন্যে ধন্যবাদ জানবেন।
অশেষ শুভ কামনা রইলো রাজপুত্র।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
কল্লোল পথিক বলেছেন: অবশেষে দিনশেষে হিসাবের মিলাইতে খাতা,
চেয়ে বুঝি, জীবনটা, মিছে ষোল আনা।
বাহ !চমৎকার।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
আরাফআহনাফ বলেছেন: কবি স্বাগতম।
আপনার মন্তব্য - অনুপ্রাণিত করে সবসময়।
ভালো থাকবেন নিরন্তর - এ শুভ কামনা।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
মহা সমন্বয় বলেছেন: আসলেই তাই সব দায় শুধু অন্যের ঘারে চাপালে হয় না.. নিজেরও কিছু দায় থাকে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ "মহা সমন্বয়" পাঠে ও মন্তব্যে।
নিজের দোষ সবাই দেখতে পায় কি?
শুভ কামনা রইলো।
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১
মহা সমন্বয় বলেছেন: নিজের দোষ সবাই যদি দেখতে পেত তাহলে কতই না ভল হত। সবাই যার যার যুক্তি দিয়ে নিজেকেই নিরাপদ রাখতে ব্যাস্ত।
আমার থিওরী হচ্ছে- কারো অধঃপতনের জন্য সর্বপ্রথম সে নিজে দায়ী.. তারপর ক্রমান্বয়ে হয়ত.. ব্যাক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তাথা মাহাবিশ্বা দায়ী কিন্তু প্রথম দায় তার নিজের তার পর অন্যকিছু।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০
আরাফআহনাফ বলেছেন: না পাওয়ার যে বেদনা, যে শুন্যতা, না পেয়ে যে মনো:কষ্ট এটাকে কি অধ:পতন বলবেন? বলা যায়?
মানলাম "অধঃপতনের জন্য সর্বপ্রথম সে নিজে দায়ী.." কিন্ত আমার বলায় সেটা বলিনি কিন্তু।
দায়ভার ও অস্বীকার করিনি।
মন্তব্য ও আলোচনায় প্রীতবোধ করছি।
ভালো থাকবেন সতত।
৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫
মহা সমন্বয় বলেছেন: না পাওয়ার যে বেদনা, যে শুন্যতা, না পেয়ে যে মনো:কষ্ট এটাকে কি অধ:পতন বলবেন? বলা যায়?
না.... মোটেও না.. আসলে আমি একটু অন্য দিকে চলে গেছিলাম। ...
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭
আরাফআহনাফ বলেছেন: শুভ সকাল।
সুন্দর সমাধানে স্বস্তি পাচ্ছি - শংকায় ছিলাম, জল অনেক দূর গড়ায় কি না ?
সহমতের জন্য কৃতার্থ।
শুভ কামনা জানবেন।
৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লাগা রইল।
ভাল থাকবেন।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
আরাফআহনাফ বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী - আপনার ভালো লাগা মানে আমার কথামালাও স্বার্থক।
আপনিও ভালো থাকুন - নিরন্তর। কবিতার সাথেই থাকুন।
শুভ কামনা জানবেন।
৯| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
অর্বাচীন পথিক বলেছেন: +++++
০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৫৫
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ অর্বাচীন পথিক।
পাঠক মন্তব্য সবসময়ের অনুপ্রেরনা, ভালো করার তাগাদা।
ভালো থাকুন, কবিতার সাথে থাকুন।
শুভ কামনা।
১০| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৩৫
মাসুদ মাহামুদ বলেছেন: ভালো থাকবেন কবি।
শুভ কামনা সতত।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:০৮
আরাফআহনাফ বলেছেন: মাসুদ মাহামুদ - ধন্যবাদ আপনাকে।
নিজেকে কবি মানতে রাজি নই - গেঁথে যাই কথামালা নিত্যদিনেরই শুধু।
ভালো থাকুন, কবিতার সাথে থাকুন।
শুভ কামনা।
১১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "সবই যদি দিই দায় তোমারও বাটে
জেনো,কিছু দায় তার, আমারও বটে।"
ভাল লাগা রেখে গেলাম কবিতায়।
ভাল থাকা হোক সবসময়।
০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫৯
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ পুন:মন্তব্যে।
আপনার জন্য শুভ কামনা। বাঁচুন কবিতাদের নিয়ে।
শুভ রাত্রি।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭
বিজন রয় বলেছেন: দারুন ফাগুন যাইছে বহিয়া
নিত্য ফোটে কত ফুল।
বসন্তের কিবা যায় আসে বলো,
হইছে কে, কবে, কখন আকূল।।
অসাম।
++++