নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অষ্পর্শীয় বৃহষ্পতির রাত
বৃহষ্পতি এখন আর তুঙ্গ হয় না,
তুঙ্গের বৃহষ্পতিরা গত হয়ে গেছে আগেই।
সে একটা সময় ছিলো -
বৃহষ্পতিরা আসতো মায়া নিয়ে, আকুলতা নিয়ে।
আর বাকী দিনের স্বপ্নদের জেগে ওঠার প্রস্তুতিতে,
অনেক স্বপ্নের জড়ো হয়ে - পূর্ণতা প্রাপ্তিতে।
বৃহষ্পতিরা আসতো অনেক প্রতিক্ষার অবসান ঘুচিয়ে,
রাতের অন্ধকার চিরে ছুটে যাওয়া বিলাসী বাসে কিংবা
কখনো কখনো ট্রেনের দীর্ঘ হুইসেল বাজিয়ে।
দীর্ঘ, ক্লান্ত পথ পেরিয়ে - মনে হতো
সাহারা বা সাইবেরিয়া পাড়ি দিচ্ছি - ফুরোবেনা সহসাই।
ফুরোয় পথ তারি নিয়মে, যথারীতি
ফিরে আসি আপন আলয়ে, স্বপ্ন ভুবনে -
আহা শান্তি, আমার শান্তি।
সবশেষে রাত গভীরতরো হয়ে আসে,
গভীরতার গহ্বরে ডুবতে থাকি, নিজেকে হারাই-নিজে হারি,
সুনসান নিরবতায় 'আর-স্বপ্নে'রা ফুটতে থাকে একে একে
এঁকে যাই চিহ্ন আমার অবিরাম - খোলা মাঠে।
সে একটা সময় ছিলো -
আর এখন -
সেই সময়টা কখন যে পাল্টে গেল? - টেরও পাইনি !
বৃহষ্পতিরা এখনো আসে -
শুধু স্বপ্নেরা থাকে না, জড়ো স্বপ্নেরা পায়না ডানা, পায়না পূর্ণতা।
ঝরে ঝরে পড়ে সব, বাঁধ ভাঙার আওয়াজে
শূন্য থাকে চারপাশ, শূন্য থাকে ভালোবাসা
শূন্য থাকে ভরা যৌবন, শূন্যের জয়গানে।
সব শূন্যের আনাগোনায় - বৃহষ্পতিরা এখনো আসে -
দীর্ঘশ্বাসে ভেসে, নির্ঘুম চোখের কালিতে,
না পাওয়ার বেদনাতে, গুমরে উঠা আত্ন-চিৎকারে,
ভালোবাসাহীন দিন যাপনে - ক্ষনে ক্ষনে প্রতিক্ষনে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
আরাফআহনাফ বলেছেন: চমৎকার কিনা জানি না তবে জানি কবি হতে পারবোনা।
শুধু কথামালা রেখে যাই ব্লগে একজনের নীল অনুপ্রেরনায়।
আপনার মঙ্গল কামনা করছি।
সতত ভালো থাকুন।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮
তার আর পর নেই… বলেছেন: সুন্দর, মোলায়েম হাহাকার …+
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০
আরাফআহনাফ বলেছেন: "মোলায়েম হাহাকার....." ভারী চমৎকার শব্দ চয়ন আপনার।
অযুত ভালো লাগা জানবেন।
ভালো থাকুন নিরন্তর - এই শুভ কামনা।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১
পথে-ঘাটে বলেছেন: চমৎকার ভাল লাগার কবিতা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
আরাফআহনাফ বলেছেন: চমৎকৃত করতে পেরেছি জেনে ধন্য হলাম।
আমার শুভ কামনা রইলো - ভালো থাকুন সবসময়।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: বৃহস্পতির কবিতা, বেশ লাগলো!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
আরাফআহনাফ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
কবিতার সাথে থাকুন।
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
ভালো থাকুন সবসময়।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২
আমি ময়ূরাক্ষী বলেছেন: সময় পাল্টায়, বদলায় চিত্র।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
আরাফআহনাফ বলেছেন: এমনতো চাইনি, এমনতো ভাবিনি।
কবিতার সাথে থাকুন।
অবিরত শুভ কামনা আপনার জন্য।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
রাফা বলেছেন: বৃহস্পতিরা না আসলেও শনির আনাগোনা বেশি হয়ে গেছে আজকাল-
ভালো লেগেছে বৃহস্পতি নিয়ে কবিতা।
ধন্যবাদ,আ.আহনাফ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০
আরাফআহনাফ বলেছেন: বৃহস্পতিরা না আসলেও শনির আনাগোনা বেশি হয়ে গেছে আজকাল--সহমত।
শুভ কামনা আপনার জন্য।
ভালো থাকুন সবসময়।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭
বিজন রয় বলেছেন: সুন্দর আর চমৎকার।
+++
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ বিজন রয়
শুভ কামনা আপনার জন্য।
ভালো থাকুন সবসময়।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
উল্টা দূরবীন বলেছেন: কবিতা ভালো লাগছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
আরাফআহনাফ বলেছেন: আপনিও আমার ভালো লাগা জানবেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ভালো থাকবেন সতত - শুভ কামনায়।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার লাগলো। অযুত শুভেচ্ছা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
আরাফআহনাফ বলেছেন: নিযূত শুভেচ্ছা জানবেন আপনিও।
মন্তব্য সবসময় অনুপ্রেরনাদায়ী।
ভালো থাকবেন সতত - এ শুভ কামনায়।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: এক কথায় দুর্দান্ত।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ জানবেন।
ভালো থাকুন সবসময় - এ শুভ কামনায়।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৮
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ সুমন কর।
ভালো থাকুন নিরন্তর। কবিতার সঙ্গে থাকুন।
শুভ রাত্রি।
১৩| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৯
আরাফআহনাফ বলেছেন: সুজন ভাই, আপনার ভালো লাগা আমার অনেক পাওয়া।
আড্ডায় কম পাই মনে হয়!
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন কবি।