নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

।।আমি আছি।।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

।।আমি আছি।।


তুমি এখন দূর কোন দ্বীপে,
অচেনা নয় সে দ্বীপ - তারপরেও ঘুরে আসি মনের দীপ জ্বেলে।
মনে হয় - এইতো তুমি, এইতো আমি - হেঁটে চলি,
তুমি একা নও - আমি আছি।

আমি আছি -
জলে, আকাশে, বাতাসে
রোদ, ছায়া, পাখীর আলসে ডানাতে ।
সমুদ্রের স্বচ্ছ নীল জলে, তিন পায়ে দাঁড়িয়ে থাকা আলোকবর্তিকা হয়ে,
অগভীর পুকুরের ক্ষীণ হয়ে আসা লবনাক্ত পানিতে,
দূর দিগন্তের সাদা মেঘে, আকাশ-সমুদ্রের মিতালীতে,
সবুজ আর নীলের একাকারে, লাল কাঁকড়ার লুকোচুরিতে -
যারা ছুঁয়ে আছে এখন তোমাকে,
যারা ছুঁয়ে থাকে তোমাকে নিয়ত -
আমি যে তাদেরই একজন, যারা ছুঁয়ে থাকে তোমাকে ।
ছুঁয়ে থাকে তোমাকে নিয়ত -

আমি আছি। আমি আছি।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

আরাফআহনাফ বলেছেন: অশেষ ধন্যবাদ অগ্নি কল্লোল।
শুভ কামনা জানবেন।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

আরাফআহনাফ বলেছেন: আপনার শুভ কামনা জানলাম।
আমার শুভ কামনা জানবেন।
আপনার কবিতাই পড়ছিলাম - আপনার মন্তব্য অনুপ্রেরনা যোগায় ।

ভালো থাকবেন , কমরেড।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

আহা রুবন বলেছেন: দূর দিগন্তের সাদা মেঘে, আকাশ-সমুদ্রের মিতালীতে,
সবুজ আর নীলের একাকারে, লাল কাঁকড়ার লুকোচুরিতে

খুব সুন্দর!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২

আরাফআহনাফ বলেছেন: মন্তব্য সবসময় অনুপ্রেরনাদায়ী।
আপনার সুন্দর বলাই আমার পথ চলা।

ভালো থাকুন, কবিতার সাথে থাকুন।
শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.