নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

বিষণ্ণতা এসেছে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

বিষণ্ণতা এসেছে

আসোনি, আসবে বলে
যাইনি, আরও অধিক ভালোবাসি বলেই।
এখানেই থেকে গেছি – কোথথাও যাইনি,
না – কোথথাও যাইনি।
বিষণ্ণতার বিকিকিনি করতে রয়ে গেছি,
- কোথথাও যাইনি।
মন কখন বিষণ্ণ হয় – জানো? তুমি?
আমাকে জিজ্ঞেস করোনা – কখন?
আমার জানা নেই – আমার যে মন বিষণ্ণ হতে নেই!

তবে সবাই বলে,
মন বিষণ্ণ হয় সাঁঝের বেলায় –
একাকী সব আঁধারেরা যখন জড়ো হয় - নিঃসঙ্গ মনের একজনকে ঘিরে,
“হারিয়ে যাচ্ছে” যখন তীব্রতরো হয়ে উঠে – মনের গহীনে,
প্রতীক্ষার কেউ যখন পরীক্ষা নেয় - প্রতীক্ষার,
অনেক প্রত্যাশার কেউ যখন আরো দূরে যায় – রাতের আঁধারে,
অনুভুতিরা যখন নিঃস্ব হয়, নিঃস্বতার আবেগে -

সবাই বলে বিষণ্ণতা এসেছে ।


(সময়ের বিবেচনায় পুন:প্রকাশিত)

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

বিজন রয় বলেছেন: অনুভুতিরা যখন নিঃস্ব হয়, নিঃস্বতার আবেগে -এটাই তো বিষণ্ণতা।
++++

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ বিজন আপনাকে - পড়ার জন্য, মন্তব্যের জন্য, প্লাসের জন্য।
"অনুভুতিরা যখন নিঃস্ব হয়, নিঃস্বতার আবেগে -

সবাই বলে বিষণ্ণতা এসেছে ।"

আপনার মত আমিও বলি - এটাই বিষন্নতা।

ভালো থাকবেন সবসময়।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

আরাফআহনাফ বলেছেন: কবি,
আপনার মন্তব্য অনুপ্রেরনা যোগায় - সবসময়।
পথ চলায় আপনাকে ও আপনার মন্তব্যগুলো পেয়ে নিজেকে ধন্য মনে করি।

নিজেকে ধন্য মনে করার সুযোগ করে দেয়ার জন্য চিরকৃতজ্ঞ থাকলাম।

ভালো থাকবেন।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

জনৈক অচম ভুত বলেছেন: বিষণ্ণতা দীর্ঘজীবি না হোক। :(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

আরাফআহনাফ বলেছেন: আপনার শুভকামনা সত্য হোক।
শুভকামনাসিক্ত হৃদয়ের অশেষ ধন্যবাদ গ্রহণ করুন।

ভালো থাকুন, সবসময়।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

তার আর পর নেই… বলেছেন: সুন্দর!

পুরোটাই ভাল।

সাঁঝের বেলা যখন দিন তার আলো হারায়,
অন্ধকারেরা ফিরে আসে
ফিরে আসে আমার মন খারাপেরা ……

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

আরাফআহনাফ বলেছেন: "তার আর পর নেই… " আপনাকে আমার পাতায় পেয়ে নিজেকে সম্মানিত মনে হচ্ছে।
আপনার মন্তব্য, আমার জন্য অনুপ্রেরনা।

পুরোটাই ভালো লেগেছে জেনে খুশী হলাম।
বাকী কথামালাগুলো পড়ার আমন্ত্রন রইলো, ঘুরে আসবেন নিশ্চয়।

ভালো থাকুন সবসময়।
শুভ কামনা জানবেন।

৭| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৪৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:

"“হারিয়ে যাচ্ছে” যখন তীব্রতরো হয়ে উঠে – মনের গহীনে"

খুব সুন্দর এবং সাবলীল ভাষায় বিষণ্ণতার সংজ্ঞা।

দারুন।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:০২

আরাফআহনাফ বলেছেন: শুভ সকাল।
চন্দ্ররথা রাজশ্রী - আপনাকে ধন্যবাদ আপনার পাঠ ও মন্তব্যের জন্য।
মন্তব্য সবসময় অনুপ্রেরনাদায়ী।

ভালো থাকবেন সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.