নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমায় বাঁচতে দিও - একটুক্ষণই
দিন দিন আমায় তুমি বাঁচতে দিও, বাঁচতে দাও, বেঁচে থাকতে দাও
শ্বাস নিতে দাও, একটু শ্বাস ।
ভালবাসায়পূর্ণ হৃদয় আমার একটু শ্বাস চাইছে -
একটু শ্বাস।
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, চিৎকার করে উঠি - অক্সিজেন চাই, বুক ভর্তি অক্সিজেন।
আমি নীল হয়ে যেতে থাকি,
আমি লীন হয়ে যেতে থাকি -
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, তোমার দু চোখে-তোমার চুলে-তোমার ঘ্রানে,
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, তোমার রসায়ন, পদার্থ, জীববিজ্ঞানে।
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, তোমার অর্থনীতি, ভূগোল কিংবা সমাজবিজ্ঞানে,
তোমার আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, তোমার ছোঁয়া-চুম্বনে, চেপে বসা তোমার কাঁপা ঠোঁটে।
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, তোমাতে, তুমি সম্পূর্ণাতে।
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, চিৎকার করে উঠি - শেষ চিৎকার।
শেষ চিৎকার!
ওগো একটুক্ষণই -
শেষ চিৎকার শেষ হবার আগেই বাঁধন তোমার আলগ করো - ওগো একটুক্ষণই,
আমাকে বাঁচতে দিও, তোমাকে আরো ভালবাসতে দিও, আরো ভালবাসতে।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ কবি ।
শুভ কামনা জানবেন।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪
মারুফ তারেক বলেছেন: ভালো লাগল
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬
আরাফআহনাফ বলেছেন: শুভ কামনা জানবেন ।
ভাল থাকবেন সবসময়।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
আরাফআহনাফ বলেছেন: শুভ কামনা জানবেন।
আপনার চমৎকার লাগায় আমি ধন্য।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।