নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চায়ের পেয়ালায় ধোঁয়া -
ত্রিমাত্রিক হতে পারেনি,
দ্বিমাত্রিকতায় তার পূর্ণতা ।
বিনিময়মূল্য শুধুই ধোঁয়া - প্রকৃতিতে ।।
লাল সবুজের সাযুজ্যতা,
অর্কিড কিংবা নাম না জানা কেউ
নিরন্তর জানান দেয় -
এ প্রাণের রং - এ প্রকৃতি -
এ প্রকৃতির ধোঁয়া,
খেয়ালে অথবা সচেতনতায় -
অসেচতনতার আবরনে ।।
১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪
আরাফআহনাফ বলেছেন: আপনার ভালো লাগায় ভালো লাগা রইল।
ভালো থাকুন নিরন্তর।
২| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: ধোঁয়াশাচ্ছন্ন শেষ স্তবকটা বেশ সুন্দর হয়েছে।
১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৭
আরাফআহনাফ বলেছেন: আপনার মন্তব্যে প্রীতবোধ করছি। অনেক দেরিতে উত্তর দেয়ার জন্য আন্তরিকভাবে দু:খিত।
অসংখ্য ধন্যবাদ হৃদয়ের হৃদয়স্থল থেকে, বাকী কবিতাগুলো পড়ার জন্য আমন্ত্রন রইলো।
সতত অনুপ্রাণিত হই আপনাদের মূল্যবান মন্তব্য দেখে।
ভালো থাকুন, সুহৃদ আমার।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
মহা সমন্বয় বলেছেন: এ প্রাণের রং - এ প্রকৃতি -
এ প্রকৃতির ধোঁয়া,
খেয়ালে অথবা সচেতনতায় -
অসেচতনতার আবরনে ।
ভাল লাগল।