নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

আকাশ রেল

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩০

ঐ দেখ আকাশ পথে চলছে আকাশ রেল
কু ঝিক ঝিক নেই তবু চলছে ছাড়া তেল।

ঝা চকচক বগিগুলো, দরজা খোলে অটো
এলে প্রথম, সবাই তোলে সেল্ফি বা ফটো।

ষ্টেশনগুলো ডিজিটাল, দারুন ডিজাইন রুপ
ঢুকেই মনে হয়, বুঝি এলাম ইউরোপ।

অটো বুথে টাচস্ক্রিনে কাটি রেলের টিকেট
টাচ করলেই যায় খুলে অটোমেটিক গেট।

এস্কেলেটরে ঊঠে দাড়াই, আপনি চলে সিড়ি
যায় কি চলে ট্রেন, কতেক ছোটে তাড়াতাড়ি।

জ্যাম নেই, ট্রাফিক নেই ছোটে আকাশ রেল
উন্নয়নের দারুন প্রমাণ, মারছি না ভাই তেল!

দু ঘন্টার পথ বিশ মিনিটে যাচ্ছি ছু’ করে
সত্যি এবার গতি এলো ঢাকার শহরে।।

স্বপ্ন যেন সত্যি হলো- ওয়াও, চিল, কুল,
হাওয়ায় ভেসে যাচ্ছি যেন চড়ে আকাশ রেল।।



ছবিসূত্র:ছবি সূত্র

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫১

গেঁয়ো ভূত বলেছেন: বাহ্! চমৎকার ছন্দবদ্ধ কবিতা!!

অনেক দিন পর আপনার দেখা মিললো!

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

হুম, অনেক দিন পরই বটে!

প্রতিদিনের যাত্রা পথে একদিনের হঠাৎ ভাবনা!
আকাশ রেল শব্দটা মাথায় গেথে গেলো!

তাই ছাড়াতেই ছড়াতেই গাথুনি ছুটালাম :)

২| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এখন তাহলে মেট্রোরেলে যাতায়াত করছেন নিয়মিত?

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

কিন্তু ওয়ান ওয়ে...ভায়া!

মতিঝিল আসতে পারি- ফিরতে পারিনা! :((


৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়ালাইকুম আস সালাম।

অনেক অনেক ধণ্যবাদ ভায়া্

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৪

বিজন রয় বলেছেন: গুরু!!

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় গুরু

অনেক অনেক ধন্যবাদ ভায়া

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:২৫

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা যেমন সুন্দর হয়েছে তেমনি আকাশ রেল নামটিউ হয়েছে চমৎকার।
সত্যিই কি সুন্দর আকাশ রেল, উড়ছে হাওয়ায় লসভবগক গতিবেগ
নাই ধুলো, নাই দূষণ,নাই রগভজট যানজট ,প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশী,
অকাশ রেলের ব্যয় আর টিকেটের দাম নিয়ে রাগ-ঘুষা হানা হানি করে
লাভ কি! যে করেই হোক কর্মযজ্ঞে উন্মোচিত আকাশ রেলে বাংলাদেশ,।
আকাশ রেলে চড়ছে সবাই এদেশেরই দল মত নির্বিবেসে সকল জনগণ।
উত্তরা হতে , দিয়াবাড়ি, আগারগা ,ঢাবি ক্যম্পাস মতিঝিল ।
উত্তরা থেকে মতিঝিল সময় লাগে নাকি মাত্র ৩২ মিনিট ,
এতে করে সময় বাঁচল টাকা বাঁচল আসতে প্রতিদিন্।
যদিউ ফিরতি পথে যাত্রার নির্ধারিত সময়ের পরে কিংবা
দেশের অনেক কর্মজীবিদের রাত্ গভীরে তাদের
ফিরতি পথযাত্রা হয়নিএখনো বিরম্বনা হীন ।

কামনা করি আকাশ রেল যেন চালু থাকে ভোর হতে নীশি
রাত পর্যন্ত। অন্যদিকে প্রতি ৫ মিনিট পর পর যেন ট্রেন
ছেড়ে যায় তার গন্তব্যের পানে ফিরতি পথেও তাই ।
প্রয়োজনে ইঞ্জিন ও বগী সংখ্যা যেন করা হয় বৃদ্ধি
আকাশ রেলের মতই দ্রুত গতিতে । কর্তৃপক্ষকে
মনে রাখতে হবে বেশী সংখ্যক যাত্রীকে সর্বোত্তম
সেবা দেয়াই তাদের কাজ, এটাই হোক আকাশ
রেলের মুল ভিশন ও মিশন ।

শুভেচ্ছা রইল

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ডঃ এম এ আলী ভাইজান।

ভোরে মতিঝিল আসছিলাম। প্রচন্ড ভীরে দাড়িয়ে বাইরে দেখছি।
উচু উচু ভবন আর আকাশ আকাশ আর ভবন.... মাঝে চলছে রেল
ব্যাস মনে ধরে গেলো নামটি - আকাশ রেল :)
একেবারে গেথেই গেলো।
আর শিশুতোষ দৃষ্টিতে তাকিয়েই সেই আকাশ রেলকে অনুভবে তােই ছাড়ায় ভর করা।

শুধু ওয়ান ওয়েই আছি এখনো।
জানুয়ারী থেকে শুনছি রাত ৮ টা পর্যন্ত চলবে। আর জুন নাগাদ রাত ১১ টা পর্যন্ত।
হুম ভাড়া একটু বেশি হলেও সিএনজি/বা পাঠাও তুলনায় অনেক কম।

হুম। রেলবগি, সময়, সেবা সহ শেষের সবগুলো দাবী এখন সময়ের প্রয়োজন। আশাকরি তারা সেইমতোই ভাবছে।

অনেক অনেক ধন্যবাদ ভায়া

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:



উপরে বলা লসভবগক হবে দুরন্ত গতিতে।
লেখার সময় ভুলক্রমে হঠাত করে কি বোর্ডে
হাতের চাপ লেগে আকাশ রেলের মত দুরন্ত
গতিতে ইংলিশ ফন্ট হয়ে যায়, তাই বাংলায়
লিখে মন্তব্য প্রকাশ করে দেখতে পাই বাংলায়
টাইপ করে লেখা দুরন্ত হয়ে গেছে লসভবগক
যাহোক, এ বিষয়টি দেখে মনে হলো সুদক্ষ
ব্যবস্থাপনার অভাবে কিংবা বিবিধ প্রকারের
দুর্ণীতির যাতাকলে এর দুরন্ত গতিবেগ যেন
সত্যিই লসভবগক না হয়ে যায়।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

ভুল থেকে যদি ভাল কিছু হয়.। শেষটায় যেন তেমনি হয়ে গেলো :)
দুর্ণীতির যাতাকলে এর দুরন্ত গতিবেগ যেন সত্যিই লসভবগক না হয়ে যায়।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৫২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কি দারুন! খুব ভাল হয়েছে। আশা করি ছন্দ ও ছড়ার মত ভাল আছেন।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

আপনার আশা সত্যি হোক। ছন্দ ও ছড়ার মত যেন ভাল থাকতে পারি।
শুভেচ্ছা

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

বাকপ্রবাস বলেছেন: সুন্দর ছন্দময়

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

শুভেচ্ছা

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

বিজন রয় বলেছেন: আজকে আকাশ রেলে চড়লাম।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!

অভিজ্ঞতা শেয়ার করবেন!

আকাশ রেলে কি হবে দেখা
হঠাৎ চলতি পথে .......

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

কাছের-মানুষ বলেছেন: চমৎকার ছন্দময় লিখেছেন কবিতা। যে কোন শহরেই যানজট নিয়ন্ত্রণে মেট্রোর কোন বিকল্প নেই।
মেট্রোর ভাড়া কেমন ষ্টেশন প্রতি?

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কাছের মানুষ :)

হুম। অসহনীয় যানজট থেকে মুক্তি মিলেছে ওয়ান ওয়ে আপাতত। তাতেও খুশি।

মেট্রোর ভাড়াটা বিশ্বের অন্যান্য মেট্রোর তুলনায় কিলোপ্রতি ভাড়া তুলনামুলক বেশি।
নূন্যতম ভাড়া ২০ টাকা। উত্তরা টু মতিঝিল ভাড়া ১০০।
বাস ভাড়ার ডাবলের চেয়ে একটু বেশি। তারপরও সবে খুশি! কারণ জ্যামে ২ ঘন্টার অপচয় নেই :)


১১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । এখনো চড়া হয়নি এদেশে। সুযোগ করে একদিন চড়তে হবে ।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
একদিন সময় করে উঠ পড়ুন। ভালোই লাগবে।

১৩| ২৭ শে এপ্রিল, ২০২৪ রাত ২:২৬

ডঃ এম এ আলী বলেছেন:


আকাশ রেল থেকে কোথায় হারিয়ে গেলেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.