নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত ওহি উহ্যই রয়ে গেলো
কোরআন ছুঁয়েই দেখা হলো না
তেলাওয়াত ছাড়া সবই হলো
গিলাফে ঢেকেই চলে গেল কত শতাব্দি!!
অজ্ঞতার পর্দা সত্তর হাজার
সংশয়, ভয়, গতানুগতিকতায় অন্ধত্ব
পুথিগত বিদ্যাই হলোনা শেষ-
লাদুন্নি অধরাই রয়ে গেলো আজব্দি।।
কত ওহি অব্যক্তই রয়ে গেলো
তারা নবীকে দেখেছে অথচ দেখেনি
দেখা না দেখার দোলাচলে আজো উম্মত!
আবু জেহেল তো অস্বীকার করবেই; এইই নিয়তি!!
ওহি আসে মৌমাছির প্রতি
নির্দেশনা, আনুগত্য আর কর্ম সম্পাদনের
আসমান, জমিন, ফেরেশতাও ওহির অনুগত
মূসা’র মাতাতে, এসেছে মরিয়াম, আমেনার প্রতি।।
নিভৃতে আসে ওহি মজনুন হালে
মন, পায় সন্ধান সিরাজাম মুনির
মুর্শিদিয়াত, রিসালাত, মাওলাইয়াত,
বেলায়াত, রবুবিয়াত, ওয়াহদানিয়াত অবধি।।
বলো, ‘নিশ্চয়ই আমার সালাত,
আমার উপাসনা, আমার জীবন ও মরণ,
তোমাতেই উৎসর্গিত হে রাব্বুল আলামিন
জপে নিত্য ওহি, স্মরনে সে পরম স্বত্বায় নিরবধি।।
২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
কৃতজ্ঞতা রইলো। সাথে শুভেচ্ছাও
২| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:১৪
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,
অনেকদিন বাদে এসে মাথার উপর দিয়ে গিলাফ চড়িয়ে গেলেন .............
২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
প্রিয় ভায়া, অনেক অনেক ধন্যবাদ।
এইতো জীবন কেউ চড়ে, কেউ চড়ায় কেউ বা আবার শুধুই চেয়ে রয়....
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
৩| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:৩০
শায়মা বলেছেন: ভাইয়া তোমার কবিতাও তোমার এক আরাধনা।
এমনই মনে হয় আমার।
২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয় শায়মাপুনি
তোমার উপলদ্ধি তোমার মতোই গভীর প্রজ্ঞাপূর্ণ
আমার জন্য অনুপ্রেরণা
অনেক অনেক শুভেচ্ছা
৪| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আধ্যাত্মিকতা নিগূঢ় তত্ত্ব
ফুটে উঠেছে আপনার কাব্যে!
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৃগুদা।
অনিয়মিত কেন?
যদি বলেন আমি কেনো
বড্ড ক্লান্ত আমি!
২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
একই ক্লান্তি কখনো হয় শ্রান্তি কখনো অবসন্নতা
এরই মাঝে আসা যাওয়া, লুকোচুরি, যাপিত জীবনের কতকথা...
তারই সন্ধানেই যে কাটিয়ে দিলাম জীবন
জীবনের ভিতরে জীবনের সত্যতা অনুভবেই ব্যাকুল মন
অনুভবে কৃতজ্ঞতা। অনেক অনেক শুভেচ্ছা রইলো
৫| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৭
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ক্ষমা প্রার্থী আমি হে রব,
বুঝতে অক্ষম এই বান্দা তোমার।
জ্ঞান দাও প্রভু, চোখ খুলে দাও।
২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।
অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা রইলো
৬| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার কবিতার জন্য প্রতীক্ষা এক প্রকার আরাধনার মত।
২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!
আপনিতো আরেক অমর কাব্য কথা লিখে ফেললেন এক লাইনে....
বাঁধিয়ে রাখার মতো
কবি হেলাল হাফিজের এক লাইনের কবিতার বই পাঠে স্যারকে বলেছিলাম মওলা আলী আ: এর একটি কথা
”যার জ্ঞান সম্পন্ন (পরিপুষ্ট) হয়ে যায়, তার কথা সংক্ষিপ্ত হয়ে যায়”
স্যার খুব খুশি হয়েছিলেন।
অনেক অনেক শুভকামনা রইলো, প্রিয় ভায়া
৭| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মারেফাতের একটা স্তরে না গেলে এমন কাব্য লেখা সম্ভব নয়।
২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানব জনমের পূর্ণ স্বার্থকতার মানে খুঁজছি ভায়া! সে চলার পথেই নানা চড়াই-উৎরাই
ভাব, ভাবনা আর অনুভবের নির্যাস ধরে রাখি কাব্যে কথায়।
অনুভবে কৃতজ্ঞতা
অনেক অনেক শুভেচ্ছা রইলো।
৮| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:০৯
নয়ন বিন বাহার বলেছেন: আমরা না পড়েই তো কত বড় আলেম হয়ে যাচ্ছি। পড়ার ঝামেলা কেনো?
শুধু কোরআন খানি পড়লেই ৯৮ ভাগ ঝামেলা কমে যাবে।
২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো দেখি আল্লাহ শুরুতেই বিসমিল্লাহ বা সালাম শুভেচ্ছা না বলে শুরুতেই বলেন- ই্বকরা! ই্বকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক!
আর আমরা সেই পাঠ, গবেষনা, অধ্যয়ন, সন্ধান, অনুসন্ধান, বারবার পড়া, সব ছেড়েছুড়ে
আইয়ামে জাহলের অন্ধ অনুসরনে জীবনপাত করছি।
বাড়ছে অজ্ঞতা, বাড়ছে ফেরকা, দূরাহত হত মানবতার মুক্তির পথ।
ভালো থাকুন। শুভেচ্ছা রইলো।
৯| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:১৯
জুল ভার্ন বলেছেন: প্রতিটি শব্দ রত্নের চেয়েও মূল্যবান। এমন চমৎকার অনুপ্রেরণা মূলক লেখা দুর্বলকে যোগায় শক্তি, দিশেহারাকে দেখায় পথ, অন্ধকারে জ্বালায় আলোর মশাল। হতাশা, ব্যর্থতা, গ্লানির তিক্ত অনুভূতিগুলো যখন ঘিরে ধরে তখন ঘুরে দাঁড়ানোর জন্য সম্বল হয় একটু আশা, একটুখানি সম্ভাবনার হাতছানি। জীবনের কঠিন সময়গুলোতে আপনার এমন একটি লেখা মনোবল ধরে রাখতে হৃদয়ে অনুপ্রেরণা যোগায়। +
২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওহ প্রিয় ভায়া,
আপনার ভালবাসায় মাখা মন্তব্যে আপ্লুত। আপনার প্রতিটি কথাতো আরো বেশি দায় বাড়িয়ে দিলো।
যদি সামান্যতমও প্রেরনার উৎস হয়ে উঠে থাকে তবে স্বার্থক লেখনি। অন্তহীন কৃতজ্ঞতা রইলো
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
আপনার শোক হয়ে উঠুক শক্তি
বেদনারা হয়ে উঠুক প্রেরণা
শান্তি, স্বস্তি আর মুক্তির।
১০| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:২৩
কামাল৮০ বলেছেন: বায়া কোন এলাকার ভাষা।
২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বায়া মানে ভায়া বলছি সেটা বুঝিয়েছেন কি?
১১| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৬
শূন্য সারমর্ম বলেছেন:
চমৎকার।
২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শূন্য সারমর্ম
অনুপ্রানীত হলাম আপনার প্রতিক্রিয়ায়।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানবেন।
১২| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১১:১২
পদাতিক চৌধুরি বলেছেন: বড্ড কঠিন কঠিন শব্দ। যদিও ভালো লেগেছে।
শুভেচ্ছা আপনাকে।
২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এহ! আমার প্রিয় সাহিত্যিক দাদা কি কয়? হা হাহা
আপনার মন্তব্য পড়ে আবার গেলাম। পড়লাম।
নাহ অপ্রচলিত তেমন শব্দের ব্যবহার খুঁজে পেলাম না!!
তাও ভাল- ভাল লেগেছে । যাক স্বস্তি পেলাম দাদা
শুভেচ্ছা অন্তহীণ আপনার জন্যেও
১৩| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৩:১৩
জটিল ভাই বলেছেন:
অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামাতকে অস্বীকার করবে???
জাজাকাল্লাহ্।
২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই অনুভবটা আসতে যে জ্ঞান আর প্রজ্ঞার দরকার তাইতো অনুপস্থিত!
যাপিত জীবনে বিনা কোন শর্তে যে নিয়ামত ভোগ করছি, তা যে কত দামী হায় যদি বুঝতো, সিজদায় লুটিয়ে পড়তো।
করোনায় কিছুটা বুঝিয়ে গেছে! বিনামূল্যের অক্সিজেন যখন আইসিইউতে লাখ লাখ টাকা দিয়ে গ্রহণ করে জীবনা টিকিয়ে
রাখার প্রাণান্ত চেষ্টা করেছে-তখন!
জীবনরে প্রতিটা পদে প্রতিটা পলে এমনি নিয়ামতে ভরপুর আমাদের চারপাশ
শুধু দেখার আর অনুভবের চোখ চাই, বোধ চাই।
অনেক অনেক ধন্যবাদ ভায়া।
১৪| ২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি ভায়া
১৫| ২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪৬
রানার ব্লগ বলেছেন: আপনার কবিতা সবসময় ভিন্ন এক আবহাওয়া নিয়ে আসে !!!
২৭ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রীত, অনুপ্রাণীত হলাম ভায়া
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান
১৬| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৩
বিদ্রোহী সিপাহী বলেছেন: কবিতায় মানব জন্মের স্বার্থকতা ও ব্যর্থতা এমন নিগূঢ় ভাষায় প্রকাশ কবির আত্মোন্নয়নের প্রকাশ। কবিতায়+ ভৃগু ভাই
২৭ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অনুভব লিখনির স্বার্থকতা।
প্রীত ও অনুপ্রাণীত
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভায়া
১৭| ২৯ শে আগস্ট, ২০২২ সকাল ৮:০২
শেরজা তপন বলেছেন: মাসাধিককাল দেখা নেই আপনার ব্লগ বাড়িতে! কোথায় হারালেন প্রিয় ভাই???
মিস করছি আপনাকে
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই
হুম কাজের চাপ, ব্লগের ক্যাচাল, নানাবিধ কারণে মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে।
ক্ষমা করবেন।
কিন্তু এই যে, আপনাদের হৃদয়ের গহন ভালবাসা ঠিকই টেনে আনে
যাত যাই হোক সামু হলো মামু
সামু ছেড়ে আর কই যামু? হা হা হা
১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
খায়রুল আহসান বলেছেন: "তেলাওয়াত ছাড়া সবই হলো" - ছোট্ট একটা পংক্তিতেই একটা কঠিন বাস্তবতার কথা তুলে ধরলেন, অনেক ধন্যবাদ।
জুল ভার্ন এর মন্তব্যটা ভালো লেগেছে।
আধ্যাত্মিক কবিতায় প্লাস। + +
৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র
আহারে কেন যে সময় মিলে না! কেন যে মিস করতে হয় সবাইকে!
প্লাসে আর মন্তব্যে যারপরনাই অনুপ্রাণীত।
অনেক অনেক শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
বাহ!! বেশ অন্যরকম হয়েছে। ভালো হয়েছে।