নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তরের সদ্যোজাত শিশু আর স্ব-দেশ
বেড়ে ওঠে এক সাথে,
অবোধ শৈশবের নৃশংসতা পেরিয়ে
কৈশোরের উচ্ছাসে তারুন্যে স্বপ্ন ভঙ্গ...
যৌবনের অফুরান স্বপ্ন
প্রৌঢ়ত্বের চিলেকোঠায় আজ বিষন্ন;
ছয় দফা, ছয় মৌলিক অধিকার
খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন
সেলুলয়েডে ভাসে পুরো জীবন
পঞ্চাশ পেরিয়ে মেলি পাওয়া-নাপাওয়ার খেরোখাতা।
অভিমুন্যের চক্রবুহ্যে ফেঁসে যায় অগণন স্বপ্ন
মুক্তির সূর্য বেনিয়ার কর্পোরেট খাঁচায়
সু-বোধ পলাতক। নিজভুমে পরবাসী
রাতের আলো ঝলমল সজ্জ্বা ভ্রুকুটে হাসে!
বিত্ত বিলাসের আড়ালে নীতিকথার তোড়
ক্ষমতা, দম্ভ আর নষ্ট-ভ্রষ্টর উলম্ফনে
মাথা নুইয়ে কায়ক্লেশে যুধিষ্টির;
পা টেনেটেনে পথচলে- মুক্তির স্বপ্ন বুকে।
স্বাধীনতা এক অনন্ত ফিনিক্স চেতনা
গণতন্ত্র, বাক-স্বাধীনতা, মানবাধিকার, স্বপ্ন
বাঁচিয়ে রাখে, বেঁচে থাকে
তুষের আগুন-ধিকি ধিকি জ্বলে অবিরাম।।
রক্তে নাচন তোলে সাতই মার্চ
অনন্ত মুক্তিযুদ্ধ ডাকে আবার- তোলো হাতিয়ার,
একাত্তরের বিজয়ী হে বীর, চলো এবার
মুক্তিযুদ্ধে- “স্বাধীনতা রক্ষার”।।
২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়!
বলাইতো আছে-স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
সেই কঠিন মুক্তিযুদ্ধ এখন সময়ের প্রয়োজন।
২| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৩
জ্যাকেল বলেছেন: ভৃগু ভাইসাহেব অনেক দিন পরে দেখা যাইতেছে।
স্বাধীনতা যা পেয়েছি তাতে চলতে পারতেছি, কিন্তু দরকার যতটুকু তার চেয়ে অনেক কম। স্বাধীন দেশে বাকস্বাধীনতা কেন নেই? আন্দোলন করার স্বাধীনতা কেন নেই? শুধু উন্নয়ন দেখিয়ে দেশের টাকা বিদেশে পাচার করার বৈধতা হয় না।
কোন এক রিপোর্টে দেখেছিলাম বিশ্বের মধ্যে দ্রুত বিলিঅনিয়ার পয়দা করতে বাংলাদেশ শীর্ষে অবস্থান করতেছে।
২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া
হুম অনেক দিন পরেই বটে!
এই কথাটাই বলার স্বাধীনতাটুকুও সীমিত।
অবশ্য শুরুতেই তারা এই মেসেজ দিয়ে রেখেছিল- গণতন্ত্র না উন্নয়ন?
তারা উন্নয়ন চেয়েছে। অর্থাৎ তারা জেনেশুনেই গণতন্ত্রকে হত্যা করেছে!
দশহাজার কোটির পদ্মা সেতু ত্রিশ হাজার কোটি ছাড়িয়ে গেলে তো এমনই হবার কথা!
তাই সব মেগা প্রকল্পের ছড়াছড়ি! মেগা বিলিয়নার হবার পথ খুলে যায়!!!!!
কেবল আমজনতার গলায় ফাঁস চক্রাকারে আরো কঠিন হচ্ছে!!!!
৩| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৩
শায়মা বলেছেন: স্বাধীনতার কবিতাটা কিন্তু সুন্দর ভাইয়া। যদিও একটু হাহাকার মিশানো আছে।
আবার বিদ্রোহীভাবও আছে।
২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: পঞ্চাশ এর খন্ডিত উদযাপন বাস্তবতা চোখে আঙুল দিয়েই যে দেখিয়ে দেয় -এই সত্য!
অনেক অনেক ধন্যবাদ প্রিয়
অফুরান শুভেচ্ছা রইলো
৪| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: কবিতা চমৎকার হয়েছে। এক কবিতায় অনেকখানি বলে দিয়েছেন।
২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা আর শুভকামনা রইলো
৫| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৫২
নেওয়াজ আলি বলেছেন: অনেক দিন পর এসে একটা দেশ প্রেমের সুন্দর কবিতা লিখলেন
২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
হুম আসলেই দীর্ঘ বিরতি হয়ে গেলো!
কখনো ব্যস্ততা, কখনো আক্ষেপ, কখনো কবিতার বাস্তবতা.। সব মিলিয়েই সময় হারিয়ে যায় অলখে.।
প্রীত হলাম অনেক, শুভেচ্ছা রইলো
৬| ২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাধীনতা রক্ষাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। +++
২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি ভায়া
যাদের দায়িত্ব তীব্রভাবে এই সত্যকে চেতনে অনুভব করে গণজাগরনে আম-চেতনায় প্রতিষ্ঠিত করার, তারা বোঝেইনা!
হা হতোম্মি!
৭| ২২ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৩
তারেক ফাহিম বলেছেন: স্বাধীনতা এক অন্ত ফিনিক্স চেতনা।
দুর্দান্ত শব্দচয়ন করছেন।
অনেক দিন পর আপনাকে পেলাম।
ভালো আছেন নিশ্চয়।
২২ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
প্রীত ও কৃতজ্ঞ হলাম।
আপনাদের সকলের শুভকামনায় ভাল আছি।
আপনারাও ভাল আছেন আশা করি।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ হয়েছে কবিতা ।
প্রিয়তে নিয়ে গেলাম ।
কবির বাক স্বাধিনতা রোখার
সাধ্য কারো নাই , কবিতার
সাধারণ কথাও অর্থ ধরে
ব্যপক , যেমন রবিন্দ্রনাথের
কবিতা হিং টিং ছট ।
কবিতার সহজ সরল কথা
যারা বুঝার তারা ঠিকই বুঝিবে
যথা
বিশ্বে কভু বিশ্ব ভেবে হবে না ঠকিতে,
সত্যেরে সে মিথ্যা বলি বুঝিবে চকিতে।
যা আছে তা নাই আর নাই যাহা আছে,
এ কথা জাজ্বল্যমান হবে তার কাছে ।
শুভেচ্ছা রইল
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ড. এম এ আলী ভাইজান।
কেমন আছেন?
মিস করছি অনেক। অনেক কথাও শেষ করতে পারিনি।
আগেই ক্ষমা চেয়ে নিই । নিজ মহত্ত্বে ক্ষমা করে বািধত করবেন।
সামুতে বিচরণ খেয়াল করেলই বুঝবেন-কতটা অনিয়মিত হয়েগেছিলাম।
তার মাঝে অনেক অজুহাত আর না বলি-
তবে সব মনে আছে। ইনশাল্লাহ- হয়ে যাবে সব মহাকালের নির্ধারীত সময়ে
কবিতা প্রিয়তে নিয়েছেন জেনে কৃতজ্ঞতা। লেখা সার্থক হয়ে ওঠে এমন ভালবাসায়।
নতুন বছরের শুভেচ্ছা
অনেক অনেক ভাল থাকুন সুস্থ থাকুন প্রার্থনা।
৯| ২০ শে মে, ২০২২ ভোর ৬:২৩
খায়রুল আহসান বলেছেন: "স্বাধীনতা এক অনন্ত ফিনিক্স চেতনা" - কবিতার ভর-কেন্দ্র এই লাইনটিই!
চমৎকার হয়েছে কবিতা। + +
০৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র
মাঝখানে ডুব সাতারে থাকায় সামুতে লগিন হয়নি। আপনার দারুন অনুপ্রাণী মন্তব্য খানাও মিস হয়ে গিয়েছিলো
অনুভবের তীক্ষ্ণতায় বরাবরই আপনি সেরা। মন্তব্যে পাওয়া যায় তার ছোঁয়া।
কৃতজ্ঞতা অনেক অনেক
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর লিখেছেন। +
স্বাধীনতা স্বাধীনতা নাই,
স্বাধীনতার স্বাধীনতা চাই।