নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

দুর্লভ উৎসর্গ

২১ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৮

এই যে আপনি
হুম, জ্বি.. জ্বি..
আপনাকেই বলছি- কোরবানী দিয়েছেন?
সত্যিই দিয়েছেন তো?

রাগ করবেন না জনাব-
ভাগা নিয়ে ভাগাভাগি দেখলুম তো!
তাই আর কি?
ভাবছি-ত্যাগ করা জিনিষে- নিজের ভাগ হয় নাকি?

একি একি- রাগছেন যে বড়ো!
একটু থামুন দয়া করে-
আপনিতো হাজী সাহেব!
হে হে- এইতো মূখের চওড়া হাসিই বলে দিচ্ছে!

তা, হজ্বে কোরবানী দিয়েছিলেন?
না না, বোকা নই।কারণ আছে বলেই বলছি।
বলুন। তা -ক’ কেজি গোশত এনেছিলেন আরব থেকে??
জ্বি- এক কিলোও নয়! তবেই বুঝূন।

কারণ ত্যাগ করা বস্তুতে
কোন অধিকার থাকে না, রাখতে নেই-
স্বত্ত্ব ত্যাগ আর স্বার্থ ত্যাগে: তবেই পূর্ণতা আসে
তখনই তা দান হয়; হয় দুর্লভ উৎসর্গ -কোরবানী।

আপন মনে হাটে কবি, অর্ন্তদৃষ্টিতে ভাসে
স্বার্থবাদ, অহম, দূর্নীতি, অবৈধ অর্থে
প্রতিযোগীতার পশুহত্যা কি কোরবানী?
সম্প্রদান কারকে ভাগাভাগি! বানায় নতুন ব্যাকরণ!

ঠা ঠা করে হাসে কবি পিলে চমকানো হাসি
হঠাৎ খুলে যায় বোধের দরোজা-
পশুরাও যেতে যেতে ‘জিভ কেটে’ যায়:
লোক দেখানো কোরবানকে ‘উপহাস’ করে।।




সবাইকে ঈদের শুভেচ্ছা :)





মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: কুরবানী হয়ে উঠুক যথার্থ কুরবানী; লোক দেখানো নয়।
ঈদ মোবারক।

২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। লোক দেখানো, শো অফের বদলে আত্মায় স্বত্মায় হয়ে উঠুক প্রকৃত তাকওয়া পূর্ণ

ঈদ মোবারক দাদা

২| ২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য প্রকাশ।


ভাই, শেরজা তপন কি আপনার নিক?

২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সামিউল ইসলাম বাবু

না ভাই, আমি শেরজা তপন ভায়ার ডাইহার্ড ভক্তানুসারী বলতে পারেন :)

ঈদের শুভেচ্ছা রইলো

৩| ২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনাকেও আপনাকেও

২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ

৪| ২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৩

শেরজা তপন বলেছেন: সামিউল ইসলাম বাবু ভাই কেন আপনার এ রকম মনে হোল?
দু'জনের পেছনেই ঝুটি দেখে? :)
না ভাই আমিও ভৃগু ভায়ের লেখার দারুন ভক্ত- সেই সাথে ব্লগের সেরা মন্তব্যকারীদের একজন তিনি। তার কাছাকাছি তো দুরের কথা ধারে কাছের ভাষাগত যোগ্যতা আমার নেই।
আমরা ব্লগের বাইরে কেউ কাউকে চিনি না।

২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভাল জিনিষ বলেছেন তো ভায়া
আপনার ঝুটির দিকে তাকানোই হয়নি! বড্ড অন্যায় হয়ে গেছে !
ক্ষমা প্রার্থী :)

এইবার কিন্তু বেশি কইয়ে ফেললেন! প্রিয় ভায়া। ব্যাপুক জরিমানা হপে! হা হা হা
আপনার দারুন লেখনির শক্তিশালী সিরিজগুলোর পাঠক মাত্রই কে না ভক্ত বলুন?

ভাল কথা কয়েছেন- এই দুরিয়া দূর হয়ে যাক তবে
ব্লগের বাইরেও দুজন হয়ে উঠি দুজনার দারুন পাঙ্খা :) কবে হবে দেখা?

৫| ২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩১

কামাল১৮ বলেছেন: সত্যি দেই নাই।জীবনে একবার দিয়েছিলাম ।ওটাই প্রথম ওটাই শেষ।কোরবানী দেয়ার পেছনে কোন যুক্তি খুঁজে পাই নাই।

২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

যুক্তিতো অনেক আছে।
ভূখা মানুষদের পুষ্টি যোগানোর যুক্তি,
মানব সেবার যুক্তি
সেবা চক্রে মানুষের কর্মসৃজন চক্র
সেবা চক্রে অর্থনীতির চাকা চলার চক্র ;)

তবে ধর্মের নামধারীদের ধর্মহীনতা বড্ড পীড়া দেয়।
আজো বাড়ীওয়ালার কোরবানীর গোস্ত নিতে আসা মানুষদের দূর দূর করে তাড়ানো দেখে
বুকটা হু হু করে উঠেছে! হায় যারা এর পূর্ণ হকদার তাদেরই জন্য দুয়ার বন্ধ!
ছিটে ফোটা দিয়ে দাতা ত্রাতার ভাব নেয়!!!

অথচ এই অসাম্যতার বিরুদ্ধেই সাম্যতার এক বিপুলায়োজনের উৎসব দুই ঈদ!

একটা দানের আরেকটা ত্যাগের
অথচ ধর্মের ভুল ব্যাখ্যায় ভুল চর্চায় সবই হয়ে উঠেছে কেবলই লোকাচারী।

সত্যি কল্যানে জেগে উঠুন কোরবানীর প্রকৃত চেতনায়- এই শুভকামনা রইলো

৬| ২১ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: সঠিক বক্তব্যে উপস্খাপিত চমৎকার লেখা।

৩১ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া

৭| ২১ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৫

কামাল১৮ বলেছেন: একদিন তাদের খাইয়েই পুষ্টি যোগান দিয়ে দিবেন।তার থেকে সারা বছর যাতে ভালো থাকতে পারে সেই চিন্তা করা উচিত।উন্নত দেশে মানুষ প্রয়োজনের অতিরিক্ত পুষ্টি খেয়ে ফেলছে কুরবানী না দিয়েও।
বাংলাদেশেই মনে হয় সবথেকে বেশি কোরবানী দেয়া হয়।আমাদের অর্থনীতির চাকা এতো জোরে ঘুরে যে বিশ্বের দুই একটা দেশের উপরে।
ঈদ প্রকট ভাবে দেখিয়ে দেয় ধনী দরিদ্রের বৈশিষ্ট।কিভাবে ধনীরা তাদের দারিদ্রতা নিয়ে উপহাস করে,তাদের অপমান করে।বরং ঈদ দুটি না থাকলেই মনে হয় ভালো হতো।দরিদ্র হলেই বুঝতে পারতেন এই দুই দিন তারা কতো বেশি অপমানিত হয়,লাঞ্ছিত হয়।
ছোট ছোট বাচ্চারা এক টুকরা মাংসের জন্য কিভাবে অপমানিত হয়,কুকুরের মতো তাড়িয়ে দেয় তাদের,মানুষ কিভাবে এই দৃশ্য দেখে।

৮| ২২ শে জুলাই, ২০২১ রাত ৩:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:

২২ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:

৯| ২২ শে জুলাই, ২০২১ সকাল ৮:৩২

বিজন রয় বলেছেন: অনেকেই নিজের পাপ থেকে উদ্ধার হওয়ার জন্য ধর্মের নিয়মগুলোকে ব্যবহার করে।

ঠা ঠা কবিতা।

২২ শে জুলাই, ২০২১ সকাল ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই পাপীদের জন্যইতো মুন্নী (ধর্ম) বদনাম হুয়ি ;)

নিজেরা ধার্মিকের মুখোশ লাগিয়ে ধর্মকে নিত্য ধর্ষন করে যায় ব্যাক্তি স্বার্ত, ক্ষমতা আর লোভে!
তাদের দেখে ধর্মকেই কত মন্দ কথা শুনতে হয় - অথচ কোন ধর্মই মৌলিক অবস্থানে কোন মন্দ কাজকেই অনুমতি দেয় নি
বকধার্মিকের যার যার সুবিধামতো, মিসইউজ করতে করতে খোলনলচে বদলে ফেলেছে আবরণ আর আচার টুকু ধরে রেখে...

:)
অনেক অনেক ধন্যবাদ বিজন দা'
শুভেচ্ছা আর শুভকামনা রইলো

১০| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: পঞ্চম স্তবকের শেষের দুটো লাইনই (দুঃখিত, পুরোটা লিখে উদ্ধৃত করতে পারলাম না) হচ্ছে এ কবিতার সার-সংক্ষেপ এবং ক্বুরবানির মূলমন্ত্র।

বিজন রয় বলেছেনঃ ঠা ঠা কবিতা। এর পরে আর কিছু বলার নেই! :)

কবিতায় ষষ্ঠ ভাললাগা। + +

৩১ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র

সারসংক্ষেপ অনুভবে কৃতজ্ঞতা
আমাদের লোকজ এবং প্রচলিত ধ্যান ধারনার বাইরে মূল্য সত্যটা খোঁজাই বেশী প্রয়োজন
অথচ তাতে আগ্রহী খুব কমজন!

ভাললাগা, প্লাসে অনুপ্রানীত।
অফুরান শুভেচ্ছা আর শুভকামনা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.