নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম-জন্মান্তরের চক্রে অবিরাম লয় প্রলয়
শুধুই তোমার জন্য, হে স্বাধীনতা!
অবিনাশী চলমানতায় নিত্য সংগ্রাম
শুধুই তোমার জন্য, হে স্বাধীনতা!
অগনন ছায়াপথ বেয়ে, মিল্কিওয়ে
চুরাশি লক্ষ প্রহর খুঁজে চলেছি- স্বাধীনতা;
জঠর থেকে যাপিত জীবন- প্রতিটি ক্ষনে
চেতনায়, অনুভবে চাতকী তিয়াস স্বাধীনতা।
প্রেম, সাহিত্য, ধর্ম দর্শন
তোমারই আরাধনা, হে স্বাধীনতা;
স্বপ্ন কল্পনা ধ্যান সাধনা-
তোমারই সন্ধানে হে স্বাধীনতা।
কখনো তুমি জন্ম, কখনো মৃত্যু
কখনো যুদ্ধ কখনো শান্তি;
কখনো প্রিয়ার চোখে স্বপ্ন
কখনো অবসন্নতায় শ্রান্তি।
কখনো তুমি সময় কখনও সময়োত্তর সত্য
কখনো তুমি অবিরাম আশা জন্মান্তরে নিত্য;
কখনো তুমি বাহ্য ধ্বংস, নিত্য লয়-প্রলয়
কখনো তুমি সৃষ্টি নতুন, স্বপ্ন স্বপ্নময়।
স্বাধীনতা তুমি একাত্তর, লাল সবুজে ছাওয়া
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর মুক্তির গান গাওয়া;
স্বাধীনতা তুমি আমজনতার অধিকারের আশা
স্বাধীনতা তুমি গণতন্ত্রের মুক্তি সংগ্রামে ঠাসা।
স্বাধীনতা তুমি লড়াই স্বাধীনতা তুমি স্বাধিকার
স্বাধীনতা তুমি আমার ভোটের নূন্য অধিকার;
স্বাধীনতা তুমি মুক্তির পায়রা বাক-স্বাধীনতার
স্বাধীনতা তুমি আজন্ম-সাধ স্ব-অধীনতার !
ছবি কৃতজ্ঞতা : বরগুনার আলো অনলাইন
২৫ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন প্রিয় আহমেদ জী এস ভায়া।
রুদ্ধ প্রানেও যেভাবে সুপ্ত রয় স্বপ্ন
বন্দী শেকলের ঝনঝনে যেভাবে বাজে স্বাধীনতার গান
হোক না তেমনই
স্বপ্নতো অফুরান।।
অনেক অনেক ধণ্যবাদ আর কৃতজ্ঞতা
২| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১০:১৩
শায়মা বলেছেন: স্বাধীনতা দিবসের যোগ্য কবিতা ভাইয়া।
২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুপ্রাণীত হলাম
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো
৩| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১০:২৩
ওমেরা বলেছেন: আপনার কবিতা পড়ে মনে পড়ল , আগামীকাল ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস।
প্রতিবছর আমাদের এখানে স্বাধীনতা দিবসে প্রগ্রাম করে বিভিন্ন সংগঠন। বাংলাদেশ এ্যামবাসীও প্রগ্রাম করে বাসাও দাওয়াতের চিঠি আসে । এবার করোনার জন্য চারজনের বেশী একত্র হওয়া যায় না। তাই কোন প্রগ্রাম নেই ।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনার জন্য।
কবিতার জন্য ধন্যবাদ।
২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাধীনতা দিবস সবার জীবনে আসুক স্বাধীনতার পূর্ণ অর্থ লয়ে
স্বাধীনতা দিবসে এই কামনা।
গত স্বাধীনতা দিবসতো গেলো করোনার ভয়াবহতায়
এবার স্বাধীনতা দিবসে স্বাধীনতা হারা জনতা মোদিজি'র শুভেচ্ছায়
নিরাপত্তা আর করোনা দুই ইস্যুতে এবারও অন্যরকম্ই যাচ্ছে দিবসটি!
৪| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১০:৫২
নেওয়াজ আলি বলেছেন: আমারা ৫০ বছর বয়সী দেশের নাগরিক । কী পেলাম আর কেনো পেলাম না
২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছড়াকার আবু সালেহ-র ছড়া মনে পড়ে যায় এমন ক্ষনে
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!
যার পিছনে জানটা দিলাম যার পিছনে রক্ত
সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার মরার স্বাধীনতা!
বাঁচতে চেয়ে খুন হয়েছি বুলেট শুধু খেলাম
উঠতে এবং বসতে ঠুঁকি দাদার পায়ে সেলাম,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা!
৫| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: স্বাধীনতা তুমি দুষ্টলোকের হাতের ক্ষমতা।
স্বাধীনতা তুমি দূর্নীতিবাজের হাতের মোয়া।
২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
বেশ বলেছেনতো!
অনেক অনেক ধন্যবাদ ভায়া
স্বাধীনতা দিবসে এই কামনা
দুষ্ট লোকেরা নিপাত যাক
দূর্নীতিবাজেরা করোনায় মরুক
মুক্তি পাক স্বাধীনতা
৬| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:১৯
ঢুকিচেপা বলেছেন: যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীন দেশে বাস করতে পারছি তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
কবিতা সুন্দর হয়েছে।
২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
তাদের আত্মা বুঝিবা ধিক্কারে আজ
এই কি আমাদের জীবন দানের প্রতিদান?
হায়! পরাধীন বাংলাতেও ছিলনা এমন সাজ
স্ব-দেশী অনাচারের একি ঘাত? এ, ঘোর অপমান।।
অনেক অনেক ধন্যবাদ ঢুকিচেপা।
শুভেচ্ছা রইলো
৭| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ৮:১০
মলাসইলমুইনা বলেছেন: বিদ্রোহী ভৃগু,
অনেক পাওয়া, অনেক না পাবার হাসি কষ্টের পরেও স্বাধীনতা দিবসে স্বাধীনতার কবিতায় ভালো লাগা।আপনাকে মিস করছি ব্লগে।
আশাকরি ভালো আছেন।
২৬ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাইমুল ইসলাম ভায়া
স্বাধীনতা বোধটাই যে এমন- না পেলেও পাবার আকাঙ্খা
পেলেও আরো পূর্নতার স্বপ্ন
স্বাধীনতা
ক্রীতদাসের কাছে মুক্তি
ক্ষুধার্তের কাছে অন্ন
সাতান্ন মুক্ত সমাজ
রাতের আঁধারে ভোট চুরি না হবার আশা!
আমার মতো নগন্যের জন্যে আপনার অনুভবে কৃতজ্ঞতা।
আমিও মিস করছি- তবু জীবনের টানাপোড়েন লাগাম দেয় কখনো কখনো!
মেলায় গেলে দেখা পাবার স্বপ্ন বুকে পুষে রাখলুম
৮| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিদ্রোহী ভৃগু।
২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি
করোনা আর মোদি'জির নিরাপত্তায় আমজনতার স্বাধীনতাহীন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
৯| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: একাত্তরে স্বাধীনতার জন্য বাংলারর মুক্তিপাগল মানুষ আওয়ামীলীগ করেছে....
২৬ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হুম। তখনেতা আর কোন দলের জন্মই হয়নি। তাই না।
ধন্যবাদ কবি।
১০| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের তিন প্যারা বেশি ভাল লেগেছে। ++++++++
যাদের আত্মত্যাগে পেয়েছি স্বাধীনতা তারা অনন্তে চির শান্তিতে থাকুক।
২৬ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: শেষের তিন প্যারা যে প্যারা দেয়নি তাতে দারুন কৃতার্থ বোধ করছি
ভাললাগা এত্তগুলোন প্লাসে অনুপ্রাণীত কৃতজ্ঞ।
শুভকামনায় সহমত।
যাদের জন্য, যে জন্য দিলেন জীবন তাইতো আজ স্ব-দেশী ভার্সনে পুনরজ্জীবিত!!!!
তবেই আরো বলীদান চাই তার!!!!
আরো ত্যাগ!!!???
আরো জীবন!!?
টক ঝাল গল্পের অপেক্ষায়
১১| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:৩২
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
২৭ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাতো অতি সাধারণ ভব্যতা। ধন্যবাদ দেবার কিছু নেই ভায়া।
ভাল থাকবেন। সৎ, সত্য আর সুন্দরে।
১২| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৪
আখেনাটেন বলেছেন: 'স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা আরো কঠিন'.........আমাদের কূটিল আমলা ও জটিল রাজনীতিবিদরা সেটা আমাদের হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে পাঁচ দশক ধরে.........
এরপরও পাকি প্রেতাত্মাকে দেখতে হচ্ছে না আমাদের সে পরম পাওয়া.......যদিও আরেক প্রেতাত্মা এসে ভর করেছে......এগুলোই হয়ত গরীবের বউয়ের ভবিতব্য........।
কবিতায় ভালোলাগা........
২৭ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন!
ভালো লেগেছে জেনে অনুপ্রাণ পেলুম।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইলো ভায়া
১৩| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৪
কল্পদ্রুম বলেছেন: স্বাধীনতার বহু রূপ প্রকাশ পেয়েছে কবিতায়।এই যে স্বাধীনতাকে একেক জন এক এক রূপে ভাবতে পারছি।এটাও তো স্বাধীনতা।
কবিতা ভালো লেগেছে।
২৭ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সেতো স্বাধীনতা বটেই! উত্তর কোরিয়ার মতো মনো টিউনড হয়নি এখনও তাতে স্বস্তি পেতেই পারে বটে
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত বোধ করছি।
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন।
১৪| ২৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: স্বাধীনতার কবিতা ভাল হয়েছে। শেষের স্তবকটা বেশি ভাল হয়েছে। + +
স্বাধীনতার লক্ষ্য এখনো অর্জিত হয়নি। কিভাবে তা অর্জন করা যায়, তা নিয়ে নাগরিকদের ভাবা উচিত।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৯:৪৫
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,
আমরা সবাই স্বাধীনতাকে সর্ব বিশেষণে ভুষিত করলেও স্বাধীনতা আসলে যে কোনটাই নয় তা আমাদের চারদিকের আকাশেই উদ্ভাসিত।
তবুও আমরা তাকে নিয়ে কবিতা লিখি , স্বপ্ন আঁকি চোখে!