নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি অতুলনীয় নিয়ামত
তোমরা কি করে অস্বীকার করবে?
তোমার জন্ম, লালন, বিকাশের মূলাধারকে?
অথচ জ্ঞানান্ধতা তোমাদের বিভ্রান্ত করে বারবার - - -
তোমরা বিচ্যুত হয়ে যাও - বস্তু আর বাস্তু অহমে
ভোগ আর পূজির ভীরে মনুষ্যত্ববোধ হারাতে হারাতে
লস এন্ড প্রফিটের টালিখাতায় বিপর্যস্ত জীবনে
নারী থেকেও কেড়ে নাও তার মৌলিক অবস্থান।
অথচ এমনতো হবার কথা নয়
মা, বোন, প্রেয়সী, স্ত্রী কি অমূল্য নেয়ামত!
স্তরে স্তরে সকলেরই পাবার কথা- অন্তরিক
কৃতজ্ঞতা আর শ্রদ্ধা, ভালবাসা আর সম্মান!
কঠোর হৃদয়কে কোমল করো জ্ঞানে
স্নেহ আদর সূখ- কোন একটিকে অনুভব করো প্রজ্ঞায়
মাথা নুয়ে আসে –রবের অনুকম্পায় সৃষ্টির অপূর্ব বিচক্ষণতায়
উচ্চারে মন- ফাবি আইয়ি আ-লায়ি রাব্বিকুমা তুকাজ্জিবান।
ছবি কৃতজ্ঞতা: Click This Link
০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
প্রথম মন্তব্যে ধন্যবাদ
নবুয়তের সমাপ্তি ঘটায় আপনার প্রার্থনা পূরণের সম্ভাবনা শুন্য হলেও সকল নারীতেই যে কেউ স্বস্তি পাবেন অনুভবে
যদি জ্ঞান আর প্রজ্ঞার স্ফুরণ ঘটে থাকে।
আপ ভালা তো জগত ভালা কথা শুনেছেন আশা করি।
২| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
আল্লাহ নারীকে এত সুন্দর করলেন, সবচেয়ে বড় দায়িত্ব (সন্তান ধারন ) দিলেন, কিন্তু নবী বানালেন না; উনার স্ত্রী না থাকায়, নারীর মর্ম বুঝতে পারেননি, মনে হয়। আপনার কবিতার পর, উনার সিদ্ধান্ত বদলাতে পারেন।
০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবার উচিত নিজের সীমাবদ্ধাকে অতিক্রমের চেষ্টা করা।
যা জ্ঞানের মাধ্যমেই বিকশিত হয়।
সীমাবদ্ধ বোধী মানুষ সবকিছুকেই প্রান্তিক সীমাবদ্ধতায় আটকে থাকে।
আপনার এই প্রশ্ন আহামরি বাহাদুরির বা সাহসের কিছু নয়। বরং মূর্খতার আবু জেহেল যেমন করেছিল চৌদ্দশত বছর আগে!
আল্লাহর স্ত্রী নেই বা নিজেই স্ত্রী জাতীয় আহাম্মকি বোধের প্রতি উত্তরেই তিনি বলেছেন-
- বল, তিনিই আল্লাহ্ এক! আল্লাহ অমুখাপেক্ষী । তিনি কাউকে জন্ম দেন নি এবং কেউ তাকে জন্ম দেয়নি।
তাঁর সমতুল্য আর কেউ নেই!
৩| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫২
স্থিতধী বলেছেন: ভালো লাগলো কবিতা।
মা, বোন, প্রেয়সী, স্ত্রী এর পাশাপাশি বন্ধু ও সহকর্মী রুপেও নারী কে দেখার চোখ থাকা দরকার আমাদের সকলের । এই সব কিছুকে মিলিয়েই আমরা নারীকে তার মানুষ হবার মর্যাদা দিতে পারবো বলে মনে হয়।
০৮ ই মার্চ, ২০২১ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
হুম। এই বোধের বিকাশই ঐ বোধের ভিত্তি মজবুত করে।
নারীকে তার মানুষ হবার মর্যাদা দিতেই হবে। এ তাঁর অধিকার।
আমাদের জ্ঞান বিকশিত হোক সত্যানুভবে।
৪| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নারী কোন নেয়ামত নয়।নারী একজন মানুষ।ধর্ম তাদেরকে ছোট করতে চেয়েছে, কর্ম তাদের বড় করছে।আজ আর তারা পিছিয়ে নেই।
০৮ ই মার্চ, ২০২১ রাত ৮:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: নেয়ামত অর্থ কি?
মেহেরবানি, কৃপা, অনুগ্রহ। দয়া, করুণা, অনুকম্পা, বদান্যতা
কার প্রতি মানব জাতির প্রতি।
ধর্ম কখনোই নারীকে ছোট করতে চায়নি। বরং বকধার্মিকের দায়ে ধর্ম দোষী হয়েছে, বারবার।
দু’পেয়ে জীব হলেই যেমন মানুষ হয়না। তেমনি আলখেল্লা টুপি দাড়িই ধর্ম নয়।
নজরুলের ভাষায় বলতে হয়-
ইসলাম সেতো পরশ মানিক তারে কে পেয়েছে খুঁজি
তার পরশে সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি!
দৃষ্টিভঙ্গি আর কোন অবস্থান থেকে আপনি বিবেচনা করছেন সেটা একটা বড় ফ্যাক্টর যে কোন অবস্থান অনুভবে।
একজন বিশ্বাসী হিসেবে আমার কাছে ধর্ম - নারীকে জ্যান্ত কবর দেয়ার নির্মম সো কল মানুষী কালচার থেকে রক্ষা করেছে।
মানুষেরা নারীকে কেবলই ভোগের বস্তা ভাবতো, সেখান থেকে নারীকে সম্মানের আসনে বসিয়েছে, নারীকে স্রষ্টার পর তিনবার স্থান দেবার পর পিতার স্থান নির্ণিত হয়েছে। নারীর পূর্ণ বিকাশের তাগিদ, নারী প্রতি ন্যায় বিচারের তাগিদ বারংবার দেয়া হয়েছে।
এক্ষনে আমি না মানলে তা আমার দোষ। ধর্মের তো নয় কোনক্রমেই। নয় কি?
৫| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৮:২১
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লেগেছে++। নারী দিবসে যথার্থ শ্রদ্ধাঞ্জলি।
শুভেচ্ছা শ্রদ্ধেয় কবি ভাইকে।
০৮ ই মার্চ, ২০২১ রাত ৮:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় দাদা
ব্যস্ততার দিনান্তে শুন্যতায় অবগাহনে
এলো ভাবনা কিছু চরনে
তাই সাজিয়ে দিলেম
সকলের করকমলে - - -
অন্তহীন শুভেচ্ছা রইলো
৬| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৫
মনিরা সুলতানা বলেছেন: নারী দিবসে'র শ্রদ্ধাঞ্জলিতে ভালোলাগা!
শুভেচ্ছা কবি।
০৮ ই মার্চ, ২০২১ রাত ৮:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরাপু
নারী জেগে উঠুক আপন শক্তিতে
পুরুষ রাখুক হাত তার হাতে
৭| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৪
শায়মা বলেছেন: আমি তো বারবার নারী হয়েই জন্মাতে চাই ভাইয়া।
অনেক সুন্দর কবিতা।
০৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও! দারুন কামনা।
জন্ম জন্মান্তরে আপনার ইচ্ছে পূর্ন হোক
অনেক অনেক ধন্যবাদ আর নারী দিবসের শুভেচ্ছা
৮| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: হাদিস কোরানে বার বার বলা হয়েছে নারী ভোগের উপকরণ। শুধু উপকরণই না উত্তম উপকরণ ।নারী দিবসে কোরান হাদিসের কথা বলে তাদের আর কত ছোট করবেন।নিজের মতো করে বলুন।পৃথীবির কোন ধর্মই নারীকে সন্মান দেয় নাই।
০৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার বোধের দায় একান্ত আপনারই। তা দিয়ে সত্য মিথ্যে হয়না হবে না।
ভাল থাকুন। শুভেচ্ছা রইল।
৯| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৬
জগতারন বলেছেন:
যার নাই বউ
তার নাই কেউ (!)
০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
জলদি শাদী করে ফেলুন
আর নারীকে ভালবাসুন নারীর সম্মানে পূর্ণতর মর্যাদায়
১০| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৩
নেওয়াজ আলি বলেছেন: মাঝে মাঝে কোথায় হারিয় যান। নারী দিবসে নারীর প্রতি সম্মান জানাতে অতুলনীয় কবিতা।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবেনর নিত্য টানাপোড়েন
কেড়ে নেয় সময় নির্মমতায়
স্বপ্নরা অধরাই রয়ে যায়
কত অযুত নিযুত - - -
অনেক অনেক ধন্যবাদ ভায়া।প্রীত হলাম।
শুভেচ্ছা রইলো
১১| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৮
রাজীব নুর বলেছেন: এই ভক্তি প্রনাম কি গার্মেন্টেসের মেয়েরা, বাসার ঝু চাকরানী এবং নিশিকন্যা পাবে?
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: নারী মাত্রই তার হকদার!
পদাধিকারীর জন্য কোথাও এই নৈবদ্য বিশেষায়িত করা হয়নি। হয়েছে কি?
মানব অনুভেব যখন তাকাবেন মানুষের দিকে
সকলেই মাঝেই দেখবেন সেই পরমের ঝলক
১২| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:০৯
কাছের-মানুষ বলেছেন: বরাবরের মতই অসাধারন কবিতা পেলাম আপনার থেকে।
নারীদের প্রতি শ্রদ্ধা রইল।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ফিকশন লেখক
আপনার বইয়ের সুখবর দেখলাম মাত্রই। নিউক সিরিজটাতো দারুন লেগেছিল আমার!
বুজি এটা আরো চললেও কোন আগ্রহের ঘাটতি হতো না!
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল
১৩| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:১১
ওমেরা বলেছেন: কবিতায় ভালো লাগা ।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা
নারী দিবসের নৈবদ্য স্বার্থক হয়ে ওঠে নারীরই ভাললাগায়
অন্তহীন শুভেচ্ছা রইলো
১৪| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:৩৪
সোহানী বলেছেন: কিন্তু এ নেয়ামতের মূল্য কেউই বুঝে না। আর তাইতো নারী হয়ে উঠে পুরুষের প্রতিপক্ষ।
অনেক ভালো লাগলো তোমার ভাবনায়।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: পুথিগত পাঠের বাইরে জীবন বোধের পাঠ যে হারাতে বসেছে প্রায়!
সুস্থ সুন্দর যে পাঠশালা বৃহৎ পরিবারে ছিল- একান্নবর্তীতে তা প্রায় হারানোর উপক্রম।
তাইতো -নেকটাই ছুটিয়ে উর্ধশ্বাসে চলা পিতা বা সিরিয়ালাসক্ত মাতার সন্তানেরা গড়ে উঠছে বনজ বুনোফুলের মতো!
প্রকৃতির কাছ থেকে শুভাশুভ বোঝার আগেই আসক্তি কেড়ে নিচ্ছে শুভবোধ!
তোমার এত্ত ভাললাগা আমার লেখনিকে স্বার্থক করে তুললো বটে!
নারী দিবসের নৈবদ্য নারী খুশি- আর কি চাই
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা
১৫| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ৭:৩৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক দিন পর হাজিরা দিলেন ! সম্ভবত: ছয় মাস দিন আর ছয় মাস রাত্রির অন্য ভুবনে আছেন।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
না দাদা, একুশেতে উঁকি দিয়েছিলাম!
অফিসের প্রচন্ড চাপ আর নিজেরও কিছু ঝামেলায় বেশ ব্যাক ব্যাঞ্চার হয়ে গেছিলাম!
চেষ্টা থাকবে নিয়মিত হবার! নইলে যে আপনাদের সবাইকে মিস করতে হয়
শুভেচ্ছা রইলো
১৬| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ৮:৫০
মৃন্ময়ী শবনম বলেছেন: মানুষ সমগ্র জীবন নিরাপাদ নীড় খোঁজে, মানুষ সমগ্র জীবন বিশ্বস্ত মানুষের পাশে থাকতে এবং পাশে রাখতে পছন্দ করে। নারী পুরুষ একে অপরের হোক নিরাপাদ ও বিশ্বস্ত সঙ্গি। নারী পুরুষ উভয়ের পথা চলা হোক সুস্থ সুন্দর সাবলীল ও সামাজিক, আর পারিবারিক বন্ধন হোক আরও মজবুত।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন শুভকামনায় শতভাগ সহমত। তাই হোক, তবে তাই হোক।
কত সাধের জীবন এই মানব তরনী- তারে অনুভব না করে; বিভ্রমে জীবন পেরিয়ে গেলে আর কি ফিরে পাবো তারে!
যতদ্রুত মানুষ হওয়া যায় তত বেশি জীবনের রুপ রস গন্ধ স্বাদ অনুভব করা যায়!
মাঝে মাঝে মনে হয় মানুষ গুলো কি বোকা! মিথ্যা অহম আর ইগোর চাঁদরে নিজেরে আবৃত করে নিজেকেই বঞ্চিত করছে।
জীবনের অমৃত সুধাস্বাদন থেকে।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা
১৭| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । বিদ্রোহী কবি সাম্যের গান গেয়েছেন ।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
কবি বলেছেন? হুম কবি বলেছেন
অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা রইলো
১৮| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম কে কি মন্তব্য করেছেন সেটা দেখতে।
০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ।
কি দেখলেন?
১৯| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৮
মিরোরডডল বলেছেন:
আমার কাছেও তাই
নারী পুরুষে ভেদাভেদ নাই
সবাইকে মানুষ বলেই মনে হয়
এর বেশী কিছু নয়
০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ হওয়াইতো বড় সাধনা
দু'পেয়ে জীব সব মানুষ না
মান আর হুশ যার জাগেনা
মনহুশ সে মানুষ না!
অনেক অনেক ধন্যবাদ
২০| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৩
মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার
০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মেহেদী হাসান ভায়া
শুভেচ্ছা রইল
আপনার সামুযাত্রা শুভ হোক
২১| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩০
অক্পটে বলেছেন: চমৎকার ভৃগুদা বরাবরের মতো।
১২ ই মার্চ, ২০২১ রাত ৯:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা রইলো
২২| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১০:৫২
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
কেন যে নারী একটি অতুলনীয় নেয়ামত আর সেই সব গুনাবলী দিয়ে কিভাবে সৃষ্টিকর্তা একজন নারীকে সৃষ্টি করেছেন সে সম্পর্কে একটি অনিন্দ্য সুন্দর গল্প আছে । যেমন- নারী কোমল হৃদয়া তা বোঝানোর জন্যে সৃষ্টিকর্তা নারীকে কোমল মাংশপেশী দিয়ে আবৃত করেছেন... ইত্যাদি...ইত্যাদি। এই মূহুর্তে সবটা আমার মনে নেই। কারো মনে থাকলে লিখতে পারেন।
১২ ই মার্চ, ২০২১ রাত ৯:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা অবশ্য আমার জানা নেই।
আপনি জানলে শেযারের আবদার রইলো প্রিয় জিএস দাদা।
অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
২৩| ২০ শে মার্চ, ২০২১ রাত ১২:০৮
২২ শে মার্চ, ২০২১ রাত ৯:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ঘুরে এলাম সুখবরের লিংকে
২৪| ০৪ ঠা মে, ২০২১ রাত ৯:৩৩
খায়রুল আহসান বলেছেন: "কঠোর হৃদয়কে কোমল করো জ্ঞানে" - একটা আপ্তবাক্য প্রায়ই শোনা যায়, 'যে যত জ্ঞানী, সে তত বিনয়ী'। কথাটা নিতান্তই সঠিক।
আক্রমণাত্মক মন্তব্যগুলি সঠিকভাবে মোকাবিলা করার জন্য সাধুবাদ।
নারীদের প্রতি এমন ভক্তি-শ্রদ্ধাঞ্জলি নিবেদিত কবিতায় চতুর্দশতম ভাল লাগা রেখে গেলাম। + +
১৮ ই মে, ২০২১ রাত ৮:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র
প্রতিমন্তব্যেও সূক্ষ নজরী সাধুবাদে কৃতজ্ঞতা
ভাললাগা প্লাস আর দারুন অনুেপ্ররণাদায়ী মন্তব্যে প্রীত
দু:খিত দেরীতে উত্তর দেয়ায়। মাঝে রমজানে প্রায় ব্লাক আউট ছিলাম্
তাই এই অনাকাংখিত, অনিচ্ছাকৃত দেরী। ক্ষমা করবেন।
২৫| ০৫ ই মে, ২০২১ রাত ২:২৪
সিগনেচার নসিব বলেছেন: নারীর প্রতি বৈষম্য প্রতিরোধ হোক।
নারীর সমতার যাত্রা এগিয়ে যাক এই কামনা।
অনেকদিন পর অসাধারণ কবিতা পড়লাম।
অশেষ শ্রদ্ধা ও ভালো লাগা রেখে গেলাম।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি জীবন্ত আছেন নিজের কবিতায়; মনে হয়, আপনার জীবনে নারী নবী দেখে যেতে পারবেন।