নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ত দিয়ে নয়রে বোকা
কর্ম দিয়ে প্রমাণ কর;
নবীর শান মান রাখিতে
আছেন, পরওয়ারদিগার।
কল্লা কেটে হয়না বড়
আমার নবীর শান
মৌলবাদী তকমা জোটে
হারায় ধর্ম মান।।
“পুড়িয়ে দাও মানুষেরে”
দেয়নি আল্লা নবী আদেশ
হায়! হায়! কি করিলি
কাঁপে খোদার আরশ!
তায়েফের সেই কঠিন আঘাত
রক্ত ঝরে মাথায়
তবু নবী দুহাত তোলেন
দেখো প্রেম মায়ায়।।
বিশ্বাসের ঘরই খালি
পোষাক লয়ে ঘুরিস
আল্লাহ কে নবী কে?
কিছুই কি চিনিস?
থাম! এবার নিজের দিকে
একটু ফিরে দেখ
জ্ঞানের পথে ডুব দে এবার
সত্য ধর্ম শেখ।।
নবী গুনের গুনি হয়ে
দানে, দয়ায় প্রেমে
সেবা কর সৃস্টিকূলে
স্মরন তাঁরিই নামে।
দয়ার নবী প্রেমের নবী
নবী কত মহান
বিধর্মীও ভরসা পেতো
এমনই তাঁর শান।।
নিজের খাবার দিয়েছিস কি
কভু আপন ভাইয়ের পর?
দেখ নবীর পানে চেয়ে-
না খেয়ে ভরান, শত্রুর উদর।।
সেই নবীর নামে উল্টা পাল্টা
আর করিসনা দাবী
তওবা করে আজ থেকে নে
কঠিন শপথ আজি।
দয়ায়, প্রেমে, মানবতায়
দানে, ক্ষমায় উদারতায়
নবীর পথে চলবো সবাই
ভুলে যেনো কেউ না যাই।।
৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই বর্বর বেদুইনদেরই সুশিক্ষা দিয়ে সর্বোচ্চ মানের মানুষের বদলে দিয়েছিলেন -তিনি।
২| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে অন্ধকার যুগের শুরু হয়ে গেছে ।
এই অন্ধকার যুগ সমাপ্ত হতে বাংলাদেশের কমপক্ষে 500 বছর লাগবে।
৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: মধ্যরাত দিয়ে যার শুরু তার বহুমাত্রিক বিষফলের এগুলৌও এক ধরনের!
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে- কবিতা মনে করুন।
আপনি জাগলেই হবে ভোর
৩| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক মানবিক এবং সময়োপযোগী কবিতা ! ++
ধর্ম, সমাজনীতি, রাষ্ট্রনীতি এসবই মানুষের জন্য। কিন্তু যে যার সুবিধা মতো কাস্টমাইজ করে ফেলেছে মানুষকে বঞ্চিত ও শোষণ করার জন্য। আর কিছু দলকানা এবং ধর্মান্ধকে এই সুবিধাবাদীরা ব্যবহার করছে এই অপব্যাখ্যার মাধ্যমে।
সবাই আপনার মতো ধর্মের মর্মার্থ অনুধাবন করতে পারতো তবে এই বিশ্ব অন্য রকম হতে পারতো।
৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবাই আপনার মতো ধর্মের মর্মার্থ অনুধাবন করতে পারতো তবে এই বিশ্ব অন্য রকম হতে পারতো।
এটাই চরম সত্য!
মানুষের মুন্যষত্ব বোধ জাগুক আগে।
ধর্মতো মানুষের জন্য। পশু প্রানীর জন্যে নয়।
দু-পেয়ে জীব থেকে মানুষের উত্তরণের ক্লাশটাই পেরুতে পারেনা ৯৮ভাগ!
তাই চলে যার যার মতন করে সত্যকে কাস্টমাইজ করা।
ধন্যবাদ ভায়া
৪| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০২
মা.হাসান বলেছেন: মানুষ যদি দৃষ্টি নত করতো তাহলে নিজের উপর দৃষ্টি পড়তো, বুঝতো নিজেই কতো ভাবে আল্লাহ আর তার নবীকে অসন্তোষ্ট করছে। এরকম হলে নিজেকে সংশোধন করার চেষ্টা করতো। কিন্তু সামনের দিকে বা উপরে তাকিয়ে অপরের ছিদ্রান্বেষনই হয়, লাভ হয় না।
এই অসহিষ্ণুতা শুধু ব্যক্তি পর্যায় উদ্ভুত এমন না। সর্বোচ্চ পর্যায় থেকেই এটার সিলসিলা চলে আসছে। অসহিষ্ণুতার জবাব অসহিষ্ণুতা দিয়ে হয় না। যারা নবী প্রেমের দাবি করেন তাদের বোঝা উচিৎ মানুষকে আঘাত করে সমস্যার সমাধান হবে না। অসহিষ্ণু ভন্ড নেতাদের অনুসরন বাদ দিয়ে সত্য ও সুন্দরের পথ আকড়ে ধরাতেই সফলতা।
৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই সত্যটা না বুঝে? না মানুষকে বুঝতে দেয়! তথাকথিত আলেম সমাজ!
তাইতো পোষাকি হুহুংকারে কাঁপছে ধরনী...
নজরুল শত বৎসর আগে যে দু:খ করে গেছেন তার থেকে এগিয়ে যেতে পারলাম কই
বরং পিছিয়েছি!
‘তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত।
ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত।’
সেই সত্য আজও কত তীব্র সত্য
মানুষেরে ঘৃণা করি,
ও' কারা কোরান, বেদ, বাইবেল
চুম্বিছে মরি মরি,
ও' মুখ হইতে কেতাব গ্রন্থ
নাও জোর ক' রে কেড়ে
যাহারা আনিলো গ্রন্থ-কেতাব
সেই মানুষেরে মেরে।
পূজিছে গ্রন্থ ভন্ডের দল!
মূর্খরা সব শোনো,
মানুষ এনেছে গ্রন্থ;
গ্রন্থ আনেনি মানুষ কোনো।
অসহিষ্ণু ভন্ড নেতাদের অনুসরন বাদ দিয়ে সত্য ও সুন্দরের পথ আকড়ে ধরাতেই সফলতা।- সকলরে সত্য বুঝ আসুক
৫| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৪
ঢাবিয়ান বলেছেন: ধর্মান্ধতা একটা অপরাধ। যে রাস্ট্রে কোন ল এন্ড অর্ডার নাই সে রাস্ট্রে চুরি, ডাকাতি, দুর্নীতি ইত্যাদি অপরাধের সাথে ধর্মান্ধতা নামক অপরাধও পাল্লা দিয়ে বাড়তে থাকে।
৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
মধ্যরাতের ভৌতিক প্রতিক্রিয়া সর্বত্রই ছাপ ফেলে বৈকি!
৬| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৪
নেওয়াজ আলি বলেছেন: অনন্য উপস্থাপন। যার প্রতিটি স্তবক নন্দিত ।
৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া।
সত্যি ঘটনাক্রম দেখে খুবই আতংকিত!
তাই সরল মনের সরল প্রকাশ।
আপনার প্রশংসায় অনুপ্রানীত হলাম।
৭| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মূল বক্তব্যের সাথে একমত। পিটিয়ে এ মানুষটাকে মেরে ফেলার জন্য যে গ্রামবাসী জড়ো হয়েছিল, খুঁজতে গেলে হয়ত দেখা যাবে তাদের মধ্যে মাত্র অল্প ক'জন সেদিন নামাজ পড়েছিল, বাকিরা রোজা-নামাজের ধারও ধারে না। অথচ, মানুষটাকে মারার জন্য তাদের রক্তে ইসলামি চেতনা মাথাচাড়া দিয়ে উঠলো।
৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এমনটাই ঘটছে যুগে যুগে
ধর্মের চেয়ে ধর্মের পোষাক, আচার, কিতাব বড় হয়ে গেছে মানুষের চেয়ে।
যে গ্রন্থ শেখায় মানুষকে ভালবাসতে, সেই গ্রন্থের নামেই মানুষ মারে!!!???
জাতীয় কবি নজরুলের উচ্চারন আজো প্রয়োজন
ও' কারা কোরান, বেদ, বাইবেল
চুম্বিছে মরি মরি,
ও' মুখ হইতে কেতাব গ্রন্থ
নাও জোর ক' রে কেড়ে
যাহারা আনিলো গ্রন্থ-কেতাব
সেই মানুষেরে মেরে।
পূজিছে গ্রন্থ ভন্ডের দল!
৮| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলাম আল্লাহ রাসুলের ধর্ম।মানুষের জন্য মানব ধর্ম।
৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ও তুই দেখনা চেয়ে
আপনা মাঝেই বিরাজ করে আল্লাহ রাসুলে রে..........
অমন আকুতি দিয়ে দিয়ে যুগ যুগ ধরে সূফি, সাধুরা গেয়ৈ গেলেন গান, হলোনা কি এখনো জ্ঞান ??
মানুষের মাঝেই সব- এইতো কলেমার কলরব।
অনুবাদকের ভুলেতো বাক্যের দায় নেই!
তুমি খুঁজে নাও হে অনুসন্ধানী মন!
৯| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলাম আল্লাহ রাসুলের ধর্ম।মানুষের জন্য মানব ধর্ম।
এই কথার ব্যখ্যা কি হবে?
৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: নুরুল ইসলাম অর্থ জানেন তো নূর আল ইসলাম বা ইসলামের আলো
উনার উত্তরে বলেছি - ভেবে দেখুন কিছূ মেলে কিনা?
১০| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০০
পদাতিক চৌধুরি বলেছেন: খুবই অস্থির লাগছে। চারদিকে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি।কবে যে এসব বন্ধ হবে বুঝতে পারছি না।
কবিতার বিষয়ের সঙ্গে শতভাগ সহমত++। দ্বীনের ইলম না থাকার বহিঃপ্রকাশ। দেখনদারীর সংখ্যা অত্যধিক বেড়ে গেছে কিন্তু প্রকৃত ঈমানদার কমে গেছে।ফলে জিঘাংসা এত বাড়ছে। সঙ্গে আইন নিজ হাতে তুলে নেওয়ার ভয়ঙ্কর প্রবনতা।
৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সঠিক বলেছেন প্রিয় দাদা
পুথিগত বিদ্যার সাথে পাল্লা দিয়ে যেন বাড়ছে অজ্ঞানতা!
দ্বীনের বরকন্দাজরাই হয়ে গেছে আঁধারের বাতিঘর!!!!
ধর্মের প্রাণ যে প্রেম তাকে ছুড়ে ফেলে পোষাক আচার আর বাহ্য ক্রিয়া কর্মে বুদ!
আর আইন প্রসঙ্গে রাষ্ট্রের দায়ও চলে আসে। সরকারের ব্যার্থতায় রাষ্ট্র এমন মাৎসানায় সময়ের ফেসে যায়।
অন্ধকার সময় কেটে যাক।
১১| ৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০০
ফয়াদ খান বলেছেন: চমৎকার একটা বিশ্লেষণ মুলক লিখনি !!!!!
অন্ধবিশ্বাস নয়, জেনে বুঝে ধর্মের অনুসরণ কঅরা উচিত !!!
৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
যে ধর্মের শুরু ইক্বরা দিয়ে তার অনুসারীরা অন্ধ হয় কেমনে? ভাবতেই অবাক লাগে
১২| ৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০১
অধীতি বলেছেন: সময়োপযোগী ছড়া। এগুলো আমাদের শিশুদের পড়ানো উচিত।তাহলে আগামী প্রজন্ম সঠিক পথ খুঁজে পাবে।
৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
আসলে বিশ্বাসের মাঝে যে ঘাটতি থাকে তা ঢাকতে মানুষ পোষাকে আর বাহ্যিকত কাঠিন্যের আড়াল নেয়।
আর যিনি বোঝেন জানেন তার কাছে এই ছড়ার মতোই সব সহজবোধ্যতায় বোধগম্য হয়।
শুভেচ্ছা রইল
১৩| ৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৩
জাফরুল মবীন বলেছেন: সহীহ বুখারিতে একখানা হাদিস আছে ‘আদম সন্তানদের প্রতি হাজারে ৯৯৯ জন দোযখে যাবে’।এটা জানার পর চারিদিকের সকল ধর্মীয় বিকৃতি ও অনাচারকে সেই ভয়াবহ এলানের বাস্তবরূপ বলে মনে হয়।কাজেই খুব বেশি আশাবাদী হওয়ার কারণ দেখি না।তটস্থ থাকি নিজেকে ক্ষুদ্র দলে দেখতে পাবো কিনা সে বিষয়ে।
সুন্দর কাব্যিক আহবানে ভালোলাগা জানিয়ে গেলাম।
শুভকামনা জানবেন।
৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা বিশ্বাসীরা যদি এই সত্যানুভব হৃদয়ে রেখে সত্য সন্ধান করতো!
ধর্ম কতইনা কল্যানের তার সন্ধান পেত।
অনেক ধন্যবাদ প্রিয় ভায়া
শুভেচ্ছা আপনার জন্যেও
১৪| ৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে হানাহানি আর হত্যা কি কোনো দিন বন্ধ হবে?
৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধর্ম নিয়ে হত্যা তো নেই।
ধর্মকে ব্যবহার করে , ব্যক্তিক, সামাজিক, সামষ্টিক লোভ লালসা চরিতার্থ করতে ধর্মকে আবরণ করে হত্যা আছে।
প্রকৃত ধার্মিক কখনোই হত্যাকারী হতে পারেনা।
সে সর্বদা প্রভুর প্রতি নিবেদিত থাকে। এবং তটস্থ থাকে নিজের ভুলের ভয়ে।
প্রকৃত ধর্ম প্রতিষ্ঠা হলে কোন হত্যা থাকবে না। হানাহানি থাকবে না। শান্তিই শান্তি।
১৫| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৭
নীল আকাশ বলেছেন: খুব সুন্দর ভাবে ইসলামের মূলভাব প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে।
এটা যদি ইসলাম বিরোধী পোস্ট হতো তখন দেখতেন কত মন্তব্য আর কত লাইক আসতো।!
মাঝে মাঝে মনে হয় অমুসলিম একটা দেশে বাস করি এখন।
০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া
১৬| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫১
কবিতা পড়ার প্রহর বলেছেন: ভালোবাসার জয় হোক।
০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় গুরু
জয় হোক ভালবাসার
১৭| ২৬ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ স্তবকটির মর্ম উপলব্ধি করে সবাই তা মেনে চললে পৃথিবীটা আজ অনেক সুন্দর হতো এবং মানবজাতি নিরাপদ হতো।
ইসলাম শুধু মুসলিমদের কল্যাণের জন্য আসেনি, সমগ্র মানবাজাতির কল্যাণের জন্য এসেছে।
কবিতায় সপ্তম ভাল লাগা + +।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
বেদুইনরা প্রথমে হত্যা করতো, তারপর কারণ জানতে চাইতো, সেটাই চলে আসছে।