নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

তুমি নারী বহ্নিশিখা, উঠো জেগে

০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৯

চোখের জলে নয়
কাকুতি মিনতি নয়
জাগো নারী জাগো হয়ে বহ্নিশিখা
রুখে দাও অনাচার ধর্ষন অবিচার; নিজেই একা।।

তুমি নও দুর্বল মনেতে জাগাও বল
তুমি নারী তুমিই জগজ্জননী
দূর্গা রুপিনী তুমি তুমি দশভূজাতল
জাগাও ক্রোধের অনল এখনি।।


জ্বলে পুড়ে যাক সব ধর্ষক নপুংসক
চোখে চোখ রেখে দাও কষে তারে লাথি
লজ্জ্বা জড়তা ভয় ভুলে হও রক্ষক
চেপে ধর কুচকি দেবে চিৎকার ত্রাহি।।


ছলে বলে বশ করে নিয়ে নিয়ন্ত্রনে
কেটে দাও যন্ত্র পলকে আঘাত হেনে
ক্রোধের আগুন দৃষ্টিতে দাও পুড়িয়ে
কোন অনাচার নিরবে, নিওনা মেনে।।

হে নারী, এ যুদ্ধ তোমার জিততেই হবে
কোমল হাতেই হানো প্রলয় আঘাত সবে
অনাচারী দূরাচারী সব যাবে ভেগে
তুমি নারী বহ্নিশিখা, উঠলে জেগে।।

মন্তব্য ৫০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৯

নেওয়াজ আলি বলেছেন: চলমান বাস্তবতা যথার্থ

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আইন, প্রশাসন যখন নিয়ত ব্যার্থতার সাতকাহর রচে যাচ্ছে
যখন ৮ বছরের বালিকা থেকে ৭২ বছরের বৃদ্ধাও রেহাই পাচ্ছে না- তখন আর পথ কৈ?

তাই নারীকেই অস্তিত্ব রক্ষার তাগিদে জাগতে হবে।

২| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪১

জাদিদ বলেছেন: ধর্ষন থেকে মুক্তির উপায় - নারীদের মেরে ফেলুন। যেহেতু ধর্ষকদের শাস্তি হচ্ছে না, আসুন আবার আগের আইয়ামে জাহেলিয়াতে ফিরে যাই!! শিশু কন্যাকে হত্যা করি। ধর্ষকদের কাছ থেকে মুক্তি দিই।

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কতটা যন্ত্রনা হলে
কতটা অসহায় হলে
কতটা নিরুপায় হলে
এমন ভাবনা আসে। ক্ষমতার কাঁচের ঘরে বসে তারা কি শুনতে পায় আত্মার এ আর্তচীৎকার?
তাদের কি স্পর্শ করে আমজনতার এ করুন আক্ষেপ?

হায়! যদি অনুভব করতো।

তাইতো ভায়া বলেছি - এবার তবে নিজেই হও নিজের রক্ষক।
চোখের জলে নয়
ক্রোধের অনলে ভস্ম হোক ধর্ষক।

৩| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০১

ঢাবিয়ান বলেছেন: সকল ক্ষমতার উৎস, সকল অন্যায়ের উৎস এক জায়গায়। আঘাত সেখানেই হানতে হবে । তা নাহলে অনাচারের এই ধারা অবিরাম চলবেই

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: রুদ্ধদ্বারে যখন আঘাত ফিরে আসে নিজের পরে
পাষান প্রাচীরে মাথা ঠুকে মরে সুবোধ
সুবচন যখন নির্বাসনে....

তখন সেই প্রলয় আহবানেই স্বপ্ন জিইয়ে রয়
মুক্তির স্বাদ পেতে তাই নিজেকেই জাগতে হয়

৪| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: আর ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সোজাসুজি বলেন, ধর্ষণ না থামাতে পারলে গদি ছাড়েন।

দুইদিন পর পর দেশ উত্তাল, এরপর পিঠ বাচাতে আসামি ধরা, কখনো যাবজ্জীবন, কখনো ফাসির আদেশ... অতঃপর বছর সাতেক পরে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মুক্ত!!

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বড্ড খেয়ালী মানুষ যখন স্বপ্ন দেখায় তখন আমজনতা ভীত হয়
কারণ কখন আবার খেয়াল চেপে গেলে বদলে যায় মন!!

হুম এইতো চলছে - দু:স্বপ্নের মতো সত্যরা বাস্তবে নেচে বেড়ায়

৫| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৮

শাহ আজিজ বলেছেন: জাদিদ বলছে মেয়েদের মেরে ফেলতে । কাজ হবে না , তখন পুরুষরা পুরুষদের ধর্ষণ করবে । ধর্ষক চরিত্র বড্ড বিভীষিকাময় ।

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। কওমে লুতে পরিণত হবে তখন।

যে প্রশ্রয়ে যে জবাবদিহী হীনতায়, যে স্বৈরাচারিতায়
বেড়ে উঠেছে মহিরুহ
ঝাড়ে খন্ডে বেড়েছে সোনার ছেলে
মানব পরিণত হয়েছে দানবে

মারতে হলে দানব মারতে হবে।

৬| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৮

স্থিতধী বলেছেন: পুরুষের জায়গামতো কষে কিছু লাথি মারার বিদ্যাটি নারীদের প্রাকটিস করিয়ে রাখাতে হবে কম বয়স থেকেই। সবচেয়ে সহজ কার্যকরী পন্থা আত্ম রক্ষার। আমি আবার প্রয়োজনে আরো বেশী ভায়োলেন্ট হতে বলবো। পিচকিরীর মতো কলম বা এ জাতীয় জিনিষের মাঝে এসিড জাতীয় উপাদান নিয়ে ঘুরে বেড়াতে হবে। পাল্টা শারীরিক আক্রমণ হতে হবে খুব কড়া।

রাষ্ট্র যখন নিরাপত্তার নিশ্চয়তা ও আইনের শাসন দিতে পারেনা, তখন পাল্টা আক্রমণ করে নাগরিকদের নিজে নিজেকে রক্ষা করাটা মৌলিক অধিকার হয়ে যায়। বেশীরভাগ আমেরিকানরা নিজেদের ঘড়ে বন্দুক রাখে এখনো। ওতে যদি এখন সিভিল ওয়ার ও হয়ে যায় তো হোক। শুভ বিনির্মাণের জন্য অনেক সময় ই শুভ প্রলয়ের প্রয়োজন হয়।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কথা সেটাই। আত্ম রক্ষার মিনিমাম সাহস আর বিদ্যেটুকু দিতেই হবে ।

আপনি বলেছেন-
রাষ্ট্র যখন নিরাপত্তার নিশ্চয়তা ও আইনের শাসন দিতে পারেনা, তখন পাল্টা আক্রমণ করে নাগরিকদের নিজে নিজেকে রক্ষা করাটা মৌলিক অধিকার হয়ে যায়। বেশীরভাগ আমেরিকানরা নিজেদের ঘড়ে বন্দুক রাখে এখনো। ওতে যদি এখন সিভিল ওয়ার ও হয়ে যায় তো হোক। শুভ বিনির্মাণের জন্য অনেক সময় ই শুভ প্রলয়ের প্রয়োজন হয়।

শতভাগ সহমত।
আসুক সে প্রলয় শুভ স্বপ্ন শুভকামনার।

৭| ০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

জুন বলেছেন: কিছু বলার মত ভাষা খুজে পাচ্ছি না ভৃগু । এ কোন সমাজ! এ কোন দেশে বসতি আমার! একরাশ ঘৃনা রইলো নরকের পশুদের প্রতি।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু চেতনার নামে জাতিকে বিভক্ত করে, ডিভাইড এন্ড রুলের বিষ ফর্মূলা নিয়ে যে বেশি দূর যাওয়া যায় না মাত্র দু যুগের পচন ধরা পতন চিত্রে।।
মধ্যরাতের পাপের ভাগীদারদের উচু গলায় শাসন করার উপায় কই?
আর সেই ব্লাকহোলে আমজনতার নাভিশ্বাস ওঠার পরও বেদনার চিৎকারেও সাতান্নর ভীতি।
কবরের যে নিস্তব্ধতাকে তারা ভাবচে সাফল্য একদিন তাই বুমেরাং হয়ে ফিরবে শতগুনে তাদেরই উপর!

৮| ০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৪

রামিসা রোজা বলেছেন:
আমাদের চলমান কিছু জঘন্য কাজ চলতি অবস্থায় চলতেই
থাকে এবং একজনকে দেখে আরেকটা নরপশু উথলে ওঠে।
এগুলোকে যদি সোজাসোজি ক্রসফায়ারের মাধ্যমে বিচার
করা হতো তাহলে হয়তো কিছুটা অন্যায় কমতো ।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড তো প্রবচন।

তার সাথে যখন যোগ হয় স্বৈরাচারিতা তার মাত্রা কত বাজে এবং ভয়াবহ হয়- জাতি দেখছে শুনছে বুঝছে।
ন্যায় বিচার করার নৈতিক সাহস টুকু যে নেই ভায়া। বাস্তবায়ন করবে কিভাবে?

৯| ০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৭

আল-ইকরাম বলেছেন: বেশ লিখেছেন। জাগরণে উদ্বুদ্ধ হোক জগতের প্রতিটি অসহায় নারী।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দি না লিখতে হতো অমন বেশ লিখা- তবেই বোধ করি সত্যিকারের বেশ হতো।
বড় জ্বালা বুকেও বোবাপ্রাণ কাৎরায়
বলিতে পারিনা যা বলিতে চাই
শুধু বলে যাই - এ অন্যায় এ অন্যায়।।

১০| ০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:



আমাদের নারী ব্লগারেরা কি ঘুমিয়ে আছেন? সবাই তো নিয়মিত পোষ্ট দিচ্ছেন, দেখলাম!

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: উপরে নীচে অনেক নারী ব্লগারের মতামত এসেছে।
দেখে অনুভব করে নিন।

১১| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৯

উম্মে সায়মা বলেছেন: সমাজটাই নারীদের এমনভাবে দাবিয়ে রাখে, জ্বলে উঠতে দেয়না।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
সেতো চিরকালের দমন অবদমনের চিরচেনা চিত্র!
কিন্তু এরই মাঝে জ্বলে ওঠে বেগম রোকেয়ারা, দিশারী হয়ে।

অবদমনের বাঁধ ভেঙ্গেই তো আসবে জাগরণ। এতো এমনি এমনি হবার নয় - - - -

১২| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৩

মা.হাসান বলেছেন: ঈশ্বর নিন্দা করিবেন না। মাতা ভক্তকে রক্ষা করেন। যে সকল ভক্ত নিয়মিত মাতৃস্তুতি করেন মাতা তাহাদের সদা রক্ষা করেন। ভক্তকূলের সকলেরই উচিৎ নিয়মিত মাতৃ বন্দনা করা।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুর্জন ভক্তযে মাতৃহন্তারক হয়ে উঠেন কখনো কখনো, মাতা যতক্ষনে বুঝতে পারেন ততক্ষনে অনেক বেশি দেরী হয়ে যায়!
বন্দনা ভালো, অতি নয়। তোমারে দংশিবে যে- গোকুলে বাড়িছে সে সর্তকতাও জরুরী বৈকি!

১৩| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৬

সোহানী বলেছেন: অনেক অনেক রাগে দু:খে চুপ আছি। কি লিখবো, একটা অসভ্য, অসুস্থ, নির্লজ্জ কিছু পশুকে নিয়ে??? এদেরকে যাারা এখনো পুষছে, পালছে, মানুষের মাঝে বাস করতে দিচ্ছে তাদের আগে বিচার হওয়া দরকার।

বিচারহীনতাই আজকের এ দিনকে পৈাছিয়ে দিয়েছে আমাদের মাঝে।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অল্প শোকে কাতর
অধিক শোকে পাথর!

আর সে পাথর নিরবতায় কবরের শুন্যতায় তারা ভাবছে - তারা মহাকাল জয়ী, তারা হাসছে হায়েনার অট্টহাসি!
স্বৈরাচারিতা, স্বেচ্ছাচারিতা আর লাগামহীনতায় ডুবছে স্ব-দেশ!
অধিকাংশই তোমার মতো অধিক শোকে পাথর চেতনায়।

বিচার করার জন্যতো চাই নিজের স্বচ্ছ, জবাবদিহী, নৈতিক অবস্থান। তা আর আছে কৈ?

১৪| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




কতটা যন্ত্রনা হলে, কতটা অসহায় হলে,কতটা নিরুপায় হলে এমন বিদ্রোহী হয়ে উঠতে হয়!

রাষ্ট্র যখন নিরাপত্তার নিশ্চয়তা ও আইনের শাসন দিতে পারেনা, তখন পাল্টা আক্রমণ করে নাগরিকদের নিজে নিজেকে রক্ষা করাটা মৌলিক অধিকার হয়ে যায়।
স্থিতধীর এমন কথায় যৌক্তিকতা অনেক অনেক ।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু কাব্যে নয়, কলমের দ্রোহ নয়
সময়ের প্রয়োজন বুঝি ডাকছে সকলে
আর কত বেভুল রইবি ঘুমিয়ে
জেগে উঠ সব ছলা ভুলে।।

যুক্তির বেড়াজালে লুকিয়ে কতকাল
নিজেকে আড়ালে লুকিয়ে রাখা
ঐ দেখো মা বোন, স্ত্রী, কন্যা
রক্ত, অশ্রু আর চোখে জল আঁকা!!

তবুও রইবে পিছিয়ে
যা। তবে চুড়ি পড় গিয়ে।।

সহমত প্রিয় ভায়া।। যৌক্তিকতার পাঠ চুকিয়ে বুঝি সময়ের ডাক শোনার সময় সমাগত।

১৫| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৪

ঢুকিচেপা বলেছেন: “ হে নারী, এ যুদ্ধ তোমার জিততেই হবে
অগ্নি দৃষ্টিতে হানো প্রলয় আঘাত সবে
অনাচারী দূরাচারী সব যাবে ভেগে
তুমি নারী বহ্নিশিখা, উঠলে জেগে।।”


বর্তমান সময়ে এটাই হোক স্লোগান।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কত অসহায় আত্মহনন?
আর কত নিরব অশ্রু বিসর্জন?
আর কত শুধু ধর্ণা দিয়ে থাকা?
আর কত শুধু বিচারের আশে শোকেতে বুক বাঁধা?

আর কত লয়ে মনে ভয়- ভয়ে পথ চলা?
আর কত আপন গৃহেও অনিশ্চয়তার বেলা?
আর কত স্বামীর হাতেও অসহায় স্ত্রীর সম্ভ্রম?
আর কত বাবার সামনে স্ত্রী কন্যার ধর্ষন?

থামো। জাগো। জাগো এ শ্লোগানে- - -
জাগতেই হবে আজ সময়ের প্রয়োজনে।।

১৬| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুকুরের কাজ কুকুর করেছে
কামড়ে দিয়েছে পায়!
তাই বলেকি কুকুর কামড়ানো
মানুষের শোভা পায় !!


নারীরাতো মায়ের প্রতিভূ
কুকুরতো নয়।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কামড়ানো নয়, কুকুরের চাই মৃত্যু
আর যেন কারো হতে না হয় কুকুরের ভৃত্য

কোন কথা নাই
সোজা বলে যাই
কুকুরের আজ
কোন মাফ নাই।

নারীরা মায়ের জাত বলেইতো মায়ার বাঁধনে বাঁধা
সম্ভ্রম বাঁচাতে আজ জাগতে হবে- ভেঙ্গে সে বাঁধা

১৭| ০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:১৩

অধীতি বলেছেন: কবিতাটা যাথার্থ হয়েছে।ছন্দমিল বাস্তবতা।বর্তমানের কবিতা।

০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

যদি লিখতেই না হতো, তবেই বোধকরি ভালো হতো
কেটে যাক এই দু:সময়।

১৮| ০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৫

নীল আকাশ বলেছেন: ধরে ধরে খোজা করে দিতে হবে। পঞ্চাশ একশ মতো খোজা করে দিলে আর কেউ সাহস পাবে না।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: করবেটা কে? ভায়া?
প্রচলিত যে আইন আছে তাইতো যথেষ্ট যদি আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন।

যখন মধ্যরাতে ভোট হয়, প্রধান বিচারপতিকে বিমানে উঠীয়ে দেয়া হয়
তখন আর বিচার বিভাগের স্বাধীনতা পাবেন কই?
আর দু:শাসনে নূন্যতম ন্যায়বোধ আশাও দূরাশা বৈতো নয়!

আগে চাই আইনের প্রতি শ্রদ্ধা। অবৈধ হস্তক্ষেপ মুক্ত স্বাধীন বিচারব্যবস্থা।
এমনিতেই সব ঠিক হয়ে যাবে। সব কিছুতে কালো কোটের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করলে।

১৯| ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ছন্দে নারীকে জাগিয়ে তোলার প্রয়াসকে স্বাগত।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসহায় আবেদন বলতে পারেন।
নিজেদের অসীম ব্যার্থতাকে ঢাকতেই সময়ের কান্না বলতে পারেন।

২০| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৪

করুণাধারা বলেছেন: নারী বহ্নিশিখার মতো জেগে উঠে সব জ্বালিয়ে পুড়িয়ে শুদ্ধ করে তুলতে পারত। সমস্যা হচ্ছে তাদের পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়েছে... আমি কোন আশা দেখিনা। :(

তবে নারীকে জেগে ওঠার আহ্বান জানিয়ে লেখা কবিতাটি চমৎকার হয়েছে।+++

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ বাঁধন ছিড়বো আমি কেমন করে?

চোখের জলের অসহায় পরিণতি যখন বহ্নিশিখা হয়ে জ্বলে- একজন কৃষক কন্যাকে একজন ফুলন দেবী হয়ে উঠতে দেখি!
এখন ফুলন দেবী না হতে পারলে বুঝি শুধু সয়েই যেতে হবে।
তাই অন্তহীন যুগান্ত ব্যার্থতার কান্না ঢাকতেই অসহায় - আহবান!
আমি পারিনি বোন- তুই নিজেই জেগে ওঠ! নিজেকে বাঁচা!!!


২১| ০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩০

স্প্যানকড বলেছেন: শুনেছি খবর

শুনছ ঠিক তুমিও

ব্যস্ততা বড্ড বেশি

ভুলে যাই কেউ কারো!

শুনেছি খবর

শুনছ ঠিক তুমিও

বহুকাল ধরে

নষ্ট স্রোতে

ভেসে বেড়াই আমিও।

টলমল দুটি চোখ

খুঁজে নেয় রশি

মেয়েটা ঝুলে হায়!

সমাজটা বেঁচে যায়।

শুনেছি খবর

শুনছ ঠিক তুমিও

ভেতরে ভেতরে নানা পথ

হেঁটে চলি আমিও।

নর আমি

নারী তুমি

আঁখি মিলাতে লাগে ভয়

ক্ষমা নাই আমার ও।

শুনেছি খবর

শুনছ ঠিক

দেখছে শাসক নিজেও

দেশ মাতা থেঁতলে গেছে

খবর টা রাখিও।

         অনর্থক!

  

০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্পেস কমিয়ে দিলে আরো অল্প জায়গা লাগতো :)

ভাল লাগলো কাব্য মন্তব্য।

২২| ০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ
আহা এ সুন্দর যদি লিখতেই না হতো সেটাই হতো বেশি সুন্দর।

২৩| ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৫

শায়মা বলেছেন: নারী জ্বলে উঠো বলার আগে বলতে হবে যেই মা নারী, যেই বাবা পুরুষ, যেই নারী দাদী নানী চাচী ফুপু খালা বা সমগ্র পরিবারের মানুষগুলোর বিবেক জাগ্রত হোক। যেই বিবেকে নিজের ছেলে সন্তানটিকে শিখাতে পারবে। ধর্ষক আর পশুর মাঝে কোনো ভেদাভেদ নেই। কাজেই মানুষ হতে গেলে নিজেকে সংযত করার সাথে সাথে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, উন্নত মানসিকতার চর্চা করতে হবে।

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। পরিবার হলো শিক্ষার সূতিকাগার।
সেখানে যদি শুভ সুন্দর আর কল্যানের শিক্ষা পায় সে কখনো খারাপ হতে পারে না।

আজ দু:খজনক ভাবে সবই বিপর্যস্ত। ব্যার্থতার সাতকাহন আইন, বিচার, প্রশাসন সর্বত্র।
তাইতো এ নিরুপায় আহবান
নিজেকে রক্ষার জন্য নিজেকেই জেগে ওঠার আহবান।

২৪| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:



অসাধারণ হয়েছে কবিতা। এর প্রতিটি পরতে দ্রোহের অগ্নী স্ফুলিঙগ। দেবীর দশ হাতে থাকা অস্র

যথা মহদেবের দেয়া ত্রিশূল, যমরাজের দেয়া গদা, দেবরাজ ইন্দ্র দেয়া বজ্রাস্ত্র,
নাগের দেয়া সাপ ,অগ্নিদেবের দান অগ্নি, বরুণের দান শঙ্খ, বিষ্ণু চক্র, বায়ু দেবের দান
তির-ধনুক, ব্রহ্মার দেয়া পদ্ম আর মানুষের বুদ্ধির প্রতীক তলোয়ার ৷ যার জোরে সমস্ত বৈষম্য
অনাচার এবং অন্ধকারকে ভেদ করতে পারে মানুষ৷ দেবীর হাতের এসকল অস্র জাগ্রত হতে সময়
নিবে কতকাল আর, সে এখন ভাবনার বিষয় । তবে ধর্ষকের বিরোদ্ধে নারীকে তলোয়ারের ধাড়সম
বুদ্ধি অস্র আর প্রতিবাদী হয়ে জেগে উঠে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার সময় এসেছে এবার ।

নারী তোমরা এগিয়ে চল। আমরা আছি তোমাদের পাশে ।দেয়ালে পিঠ ঠেকে গেছে । প্রতিবাদী
নারীদের সাথে জীবন বাজি রেখে কাধে কাধ মিলিয়ে সকলের চলার সময় এসেছে এবার।
শুভেচ্ছা রইল

১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন প্রতিমন্তব্যে কৃতজ্ঞতা।

দশভূজার দশটি অস্ত্রের সূত্র দেয়ায় ধন্যবাদ।
তবে ধর্ষকের বিরোদ্ধে নারীকে তলোয়ারের ধাড়সম
বুদ্ধি অস্র আর প্রতিবাদী হয়ে জেগে উঠে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার সময় এসেছে এবার ।
দেয়ালে পিঠ ঠেকে গেছে । প্রতিবাদী নারীদের সাথে জীবন বাজি রেখে কাধে কাধ মিলিয়ে সকলের চলার সময় এসেছে এবার।

দারুন কথাগুলোতে পূর্ন সহমত।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ভায়া

২৫| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: "কোমল হাতেই হানো প্রলয় আঘাত সবে" - এটা এখন সময়ের দাবী।
শুভ বিনির্মাণের জন্য অনেক সময়ই শুভ প্রলয়ের প্রয়োজন হয় - চমৎকার বলেছেন এ কথাটা ব্লগার স্থিতধী
সুন্দর কবিতায় ষোলতম ভাললাগা রেখে গেলাম। + +

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র

"কোমল হাতেই হানো প্রলয় আঘাত সবে" - এটাই এখন সময়ের প্রয়োজন
অসাধারন কোটে কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.