নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

জিব্রীলের ডানা- অলৌকিক অভিযাত্রা

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৫

যেন জিব্রিলের ডানায় উড়ে যাই...
ব্রহ্মান্ড ছেড়ে দূর, দূর; বহু দূর
মিল্কি ওয়ে ন্যানো সেকেন্ডর পথ
নিরাপদ, প্রশান্ত অথচ-বিস্ময়কর ভ্রমন!

তরঙ্গিত আকাশের পথ বেয়ে
সীমার মাঝেই অসীমের প্রবেশদ্বার!
মিলে গেলে উর্দ্ধারোহনের অনুমতি
পুষ্পালোক বরষে শুভেচ্ছায়: আহলান, সাহলান

প্রথমাকাশের ক্বাবায় ‍সুরক্ষিত জ্ঞান
নিত্য তিলাওয়াতে সত্য হাকিকি কোরআন।
সপ্তাকাশে ক্বাবার হাকিকতি দর্শনে
খুলে যায় জ্ঞানের দরোজা –কলেমার সন্দর্শনে।

লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল আল্লাহ!


রফরফ যেন বয়ে নিয়ে যায় পলকে
সৃষ্টি জগতের রহস্যের কিনারায়,
লওহ, ক্বলম। অনন্ত অসীম মহাশুন্যে
শুভারম্বের তিন বর্ণ বা,সিন,মীম!

বিসমিল্লাহির রাহমানির রাহিম।


নোকতায় দুয়ার খূলে গেলে
চোখ ধাঁধাঁনো আলোর পথে ভ্রমণ
শব্দরা অপ্রতুল, ভাষারা নির্বাক প্রকাশে
কেবলই হৃদয়ের গহন অনুভবে উচ্চারন –

ফাবি আইয়্যিআলায়ি রাব্বিকু মা তুকাজ্জিবান।

ভর বৃষ্টি ফোটায় উছলে ওঠা দীঘির জলে
ছলকে ওঠা জলের ছিটায় এ কোন ভুবন
তলিয়ে যেতে যেতে ডুবে যাই, ডুবে যাই
সময় ঘড়ি পিছিয়ে চলে দ্রুততায় !



তলিয়ে যেতে যেতে যেতে যেতে
চমকে দেখি আমাকেই আমি পঞ্চম মাত্রায়
মাতৃগর্ভের পূর্নরুপে সেই শিশুটি! অবোধ চিৎকার
অদ্ভুত এক চলচ্চিত্র যেন! ছুঁয়ে যায় স্পষ্টতায়!

ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ২৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
ভাষা সুন্দর। আবেগ আছে। শব্দচয়ন অতি মনোরম।

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথম মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ

প্রশংসায় প্রীত বোধ করছি।
শুভেচ্ছা রইল

২| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জিব্রাইলের ডানায় আমরাও যেন ঘুরে এলাম। চমৎকার কবিতা।

ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্মকে নিয়ে কবিতা লেখার চল আজকাল নেই বললেই চলে। আপনি সেই দিকে অনন্য।

অনেক অনেক শুভ কামনা থাকলো প্রিয় বিদ্রোহী ভৃগু।

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞথা প্রিয় সোনা ভাই

সীমার মাঝে অসীমের দুয়ার যাক খুলে যাক
ভাবনারা সব ইচ্ছেমতো ছুটে বেড়াক
মুক্তির পথ মিলে যাবে আপনা আপনি
নিজের মাঝে নিজেকে খুঁজে পাবে যখনি :)

আমার বিশ্বাসকে আমি গর্বের সাথেই ধারন করি। তাই তা কবিতার উপজীব্য হয়ে উঠে স্বাভাবিকতাতেই।
আমার বিশ্বাসইতো আমার সংষ্কৃতির ভীত
আমার প্রকাশইতো আমার বিশ্বাসের মানদন্ড।

অন্তহীন শুভকামনা রইল

৩| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে।

কিন্তু ছবিগুলো মেয়েদের যে :(

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি ছবি :)

নারীইতো সব! ;)
নারী না এলে কি হতো এতো সব!

শুভেচ্ছা রইলো

৪| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ভর বৃষ্টি ফোটায় উছলে ওঠা দীঘির জলে
ছলকে ওঠা জলের ছিটায় এ কোন ভুবন
তলিয়ে যেতে যেতে ডুবে যাই, ডুবে যাই
সময় ঘড়ি পিছিয়ে চলে দ্রুততায় !


চমৎকার

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কোট :)

ভরা বৃস্টিতে গোসল করতে পুকুরে নেমে বুদ হয়ে দেখতাম!
আর কানপর্যন্ত ডুবিয়ে রাখলে অদ্ভুত এক বৃষ্টিরতান বাজতো :)

অনুপ্রানীত হলাম ভায়া
ধন্যবাদ ও কৃতজ্ঞতা

অন্তহীন শুভেচ্ছা রইল

৫| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি

অফুরান শুভেচ্ছা জানবেন

৬| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১২

কানিজ রিনা বলেছেন: পরমে পরমো জানিয়া, পরমে পরমো জানিয়া।
অসম্ভব সুন্দর কবিতা। শ্রদ্ধান্তে ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কানিজ রিনা

পরমে মরম মিশে গেলেই পরম দৃশ্যমান হয়

মন্তব্যে অনুপ্রাণীত হলাম।
শুভেচ্ছা আর শুভকামনা রইল

৭| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৪

ইসিয়াক বলেছেন: মনোমুগ্ধকর।

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ কবি

শুভেচ্ছা রইল

৮| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫০

ঢুকিচেপা বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে।
“সীমার মাঝেই অসীমের প্রবেশদ্বার!”
–কি একটি লাইন লিখেছেন!!!!

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

শুধু দৃষ্টি ভঙ্গি পাল্টালেই অদ্ভুত আর বিস্ময়কর ভুবন ছড়িয়ে ছিটিয়ে চারপাশে!
সবচে বিস্ময়কর দ্বার তো প্রভু নিজেই বলছেন- আমি তোমার শাহরগের চে' নিকটবর্তী!
সপ্তাকাশ ঘুরে দেখি আসলেই তাই- সীমার মাঝেই অসীমের দ্বার :)

অনেক অনেক শুভেচ্ছা

৯| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

আমি সাজিদ বলেছেন: গভীর ধ্যানী আপনি। এই কবিতায় তা প্রমাণিত। কবিতায় ভালো লাগা।

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

চেষ্টা করি মাত্র। সবতো সেই মহান স্বত্তার সানুগ্রহ!
আপনার অনুভবে শ্রদ্ধা

শুভেচ্ছা জানবেন।

১০| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন:

ব্যতিক্রমী কাব্যে ভালোলাগা। শেষ চারলাইন মারাত্মক হয়েছে।
++
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

০৭ ই আগস্ট, ২০২০ সকাল ৮:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দা'

মারাত্বক ভাললাগা আর প্লাসে অনুপ্রানীত, প্রীত ও কৃতজ্ঞ
শুভেচ্ছা রইল অন্তহীন

১১| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ফাবি আইয়্যি লায়ি রাব্বিকুমা তুকাজ্জিবান - সুবাহান আল্লাহ

০৭ ই আগস্ট, ২০২০ সকাল ৮:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ঠা.মা ভায়া :)

কৃতজ্ঞতা অন্তহীন।
শুভেচ্ছা রইল

১২| ০৭ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৩

শেরজা তপন বলেছেন: গতকাল দু'দুবার আপনার কবিতায় মন্তব্য করতে গিয়ে থেমে গিয়েছি। কবিতা আমি নেহায়েত কম বুঝি -তাই গদ্য নিয়ে লড়াই করি।
কদিন আগে একজনের লেখায় মন্তব্য করেছিলাম;
প্রথমে ভেবেছিলাম কবিতা, কিন্তু পরে ভুল ভাঙল নাহ এত গদ্য কবিতার ঢঙ্গে!
লেখিকা বড় নাখোশ হয়েছিলেন! আমাকে প্রতিউত্তরে খানিকটা বে-ইজ্জত করেছিলেন। তার এটা নাকি কোন ধারার কবিতা। আমি মূর্খ বুঝতে পারি নাই!!!!
এজন্য খুব বুঝে শুনে মন্তব্য করব বলে মনস্থির করেছি। তবে আপনার কবিতায় মনে হয় অন্য স্বাদ আছে

০৭ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

না প্রিয় ভায়া, আপনি নির্ভয়ে মন্তব্য করতে পারেন। দ্বিধাহীন- খুল্লম খু্ল্লা :)
যারা ওরকম বলে তাদের জ্ঞানের ঘাটতির কথা বলে নিজে লজ্জ্বা না পাওয়াই উত্তম ;)

অন্য স্বাদ টুকু অনুভব আমার সেরা পাওয়া

মানুষ খোঁজ মানুষ ভজ শোনরে পাগল মন- আমরাতো সেই তিন পাগলের দলে
আমাদের কাছে মানুষই সবচে সম্মানীত, শ্রেষ্ঠ, শ্রদ্বার্হ।

অনেক অনেক শুভকামনা রইল

১৩| ০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধর্ম, প্রকৃতির রূপ নিয়ে কেন জানি এখন কবিতার সংখ্যা কম। ভালোলাগা ...

১০ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ! অর্কি ভায়া যে!

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
জীবনবোধ বদলে গেলে সাহিত্যের তার ছাপ পড়ে বৈকি!!!

১৪| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধর্ম-ধর্মগ্রন্থ কথা কবিতায় খুব কমই আসে

আপনি তা সুন্দরভাবে এনেছেন।

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

আমার বিশ্বাসের বাইরেতো আমি নই। সাহিত্যেও তারই ছায়া তাই প্রকৃতিক বটে! :)

অনুপ্রানীত হলাম।
শুভেচ্ছা আর শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.