নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুশীল শব্দের শব দেহ
মুখোশের আড়ালে হায়েনার তীক্ষ্ণ নখর
তেজস্ক্রিয় প্রতিক্রিয়ায় তিল তিল সুবিধাবাদী হন্তারক
মানুষ, মনুষ্যত্ব, গণতন্ত্র, মানবতা!
মাঠের সরলতা, মোটা দাগে মোটা কথা
নেকটাই'র ভীরে, ‘কূট’ নীতির কূটনামিতে হারায়;
মিথ্যা আর প্রবঞ্চনা- মেঠো পথ থেকে হোয়াইট হাউজ
রেসিজমের হাটু চাপায় হাসফাস মানবতা- ‘আই কান্ট ব্রিথ’!
কুন্তা কিন্তে থেকে ফ্লয়েড
সিরাজ শিকদার থেকে ‘সাতান্ন’ শেকলে কোটি জনতা
খুন, গুম, আতংক আর ধারা উপধারায়
উন্নয়নের শ্বেত সন্ত্রাসে নিহত গণতন্ত্র- শ্মশান স্তব্দতায়!
আমিত্ব, ক্ষমতা আর অর্থের অন্ধত্বে
বুনো পাগলা “শুয়োর সভ্যতা”
বানোয়াট অভিযোগে ধ্বংস হয় সার্বভৌমত্ব
জ্ঞাতিগত হত্যাযজ্ঞে উন্মত্ত কুক্কুর- সভ্য মূখোশে, এখানে ওখানে!
আত্মজাগৃতির শুদ্ধ পথে ‘জাগো বাহে’
সভ্যতার খোলনলচে বদল-‘সময়ের প্রয়োজন’
প্রকৃতির সত্যে প্রাকৃতিকতায় সাজাই পুন: এসো,
মানুষ হয়ে গড়ি মানবসভ্যতা -বর্ণবাদহীন ভালবাসায় ।
ছবি কৃতজ্ঞতা: গুগল
০৭ ই জুন, ২০২০ বিকাল ৪:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা
২| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
সাপুড়ে কবিতার প্রার্থনা: সিরাজ শিকদারেরা আবার ফিরে আসুক, বাংলার কৃষকদের জোতদার নাম দিয়ে আবার মাঝরাতে হত্যা করুক, কৃষকের বিধবা স্ত্রীরা "সর্বহারা" ভিখারীতে পরিণত হোক; কিংবা জেনারেল জিয়ারা আবার ঢাকা কেন্টনমেন্ট থেকে বেরিয়ে এসে আবার "আইয়ুবের বেসিক ডেমোক্রেসী" চালু করুক, বাকী মুক্তিযোদ্ধাদের ফাঁসী দেক; না হয়, কমপক্ষে "বাংলাভাই" এসে গণতন্ত্র চালু করুক।
০৭ ই জুন, ২০২০ বিকাল ৪:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
শুয়র চিনে কচু
পাগল বুঝে ঘেচু ... প্রবাদটার কথাই মনে হলো।
অর্থহীন প্রলাপ মন্তব্য নিজের কাছেই রাখুন। আর কত হাস্যকর বানাবেন নিজেকে নিজে।
সবার জন্য সবকিছু নয়।
৩| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত কবিতা।
প্রতিটা শব্দ বুকে এসে লাগে যেন।
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর।
শুভেচ্ছা রইলো
৪| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
"সিরাজ শিকদার" ও তার দল, প্রতিদলসমুহ কি পরিমান কৃষক ও নিজ দলের মানুষ হত্যা করেছে?
০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অপ্রাসংগিক মন্তব্য না করলে খুশি হবো।
স্টেরিওটাইপ ভাবনা -আগের দিনের কলের গানের কথা মনে করিয়ে দেয় ...
ঘুরতে ঘুরতে প্যাচ কেটে গেলে- একই ট্র্যাকে ঘুরতো আর গানের একই কথা বারবার বাজতো -
যতক্ষন না কেউ আঙুলে খোঁচা দিয়ে ঠিক করে দিতো
৫| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫০
মীর আবুল আল হাসিব বলেছেন: কবিতার ৬০% ই বুজিনি (কবিতার ভাষা) ছবিটা না যুক্ত করলে হয়তো আরও কম বুঝতাম। তবে খুব ভালো লাগলো।
কবিতার ইসিয়াক ভাই এর কবিতার ভাষা অনেক সহজ আর সরল। আপনার কবিতা বুঝতে গেলে আরও পড়াশোনা করতে হবে + ভাষার উপর দখলদারিত্ব বাড়াতে হবে।
০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই দু:খিত বোঝাতে না পারায়।
ব্যার্থতার দায় টুকু মাথা পেতে নিনু ..
অনেক অনেক শুভেচ্ছা
৬| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
নেওয়াজ আলি বলেছেন: শাসকদের হাতে গুম খুন অতীতের সব রেকর্ড় তছনছ
০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সে আর বলতে।
দলান্ধদের তারপরো চোরের মায়ের বড় গলার মতোই ....
তবে ইতিহাস কাউকে ক্ষমা করে না।
আর ইতিহাসের এই শিক্ষাটাও কেউ মনে রাখে না।
চলুক ভাইস ভার্সা
৭| ০৭ ই জুন, ২০২০ রাত ৮:৩৮
মীর আবুল আল হাসিব বলেছেন:
লেখক বলেছেন: খুবই দু:খিত বোঝাতে না পারায়।
ব্যার্থতার দায় টুকু মাথা পেতে নিনু ..
অনেক অনেক শুভেচ্ছা
=======================================================
পড়াশোনা করা আর ভাষার উপর দখলদারিত্ব বাড়ানোর কথা কিন্তু আমার নিজের জন্য বলেছি।
০৭ ই জুন, ২০২০ রাত ৮:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম বুঝেছি।
কাব্যানুধাবনে আপনার সহজীয়া অনুভবকে ছুঁতে পারি নাই, তাই স্বীকার করেছি- আমার পক্ষ থেকে।
পুন:মন্তব্যে কৃতজ্ঞতা।
৮| ০৭ ই জুন, ২০২০ রাত ১০:০৬
লোনার বলেছেন: “All animals are equal, but some animals are more equal than others.” - George Orwell
০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজীবন স্বৈরাচার ও একদলীয় মতবাদের বিরুদ্ধে সোচ্চার গুনিজনের মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা
৯| ০৮ ই জুন, ২০২০ রাত ২:১৩
কাছের-মানুষ বলেছেন: সমসাময়ি বিষয় নিয়ে চমৎকার একটি কবিতা পড়লাম। মানবতার জোয় হোক।
সুনিপুণ শব্দের ব্যাবহার কবিতাকে ভিন্ন মাত্রা দিয়েছে।
মুগ্ধতা রেখে গেলাম। +++
০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানবতার জয় হোক।
আপনার ভাললাগা, অনুপ্রেরণা দায়ক বিশ্লেষন এবং প্লাসে কৃতজ্ঞতা।
অন্তহীন ধন্যবাদ আর শুভকামনা রইল প্রিয় "কাছের মানুষ"
১০| ০৮ ই জুন, ২০২০ সকাল ১১:৫৯
কাওসার চৌধুরী বলেছেন:
সুশীলের আড়ালে স্বৈরাচার; সভ্যতার আড়ালে বর্ণবাদ। এগুলো এই একবিংশ শতাব্দীতে এসেও দাপিয়ে বেড়াচ্ছে। মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করা, রাষ্ট্রকে কল্যাণের কাজে ব্যাবহার করা এবং মুখোশধারী সুশীলদের পাছায় লাথি মারা না গেলে পৃথিবী কখনো 'মানুষ' হবে না। এই পৃথিবীকে মানবিক করতে মানুষ হওয়া চাই।
০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাওসার ভায়া
সত্যিই তখন মনে প্রশ্ন দানা বাঁধে- আসলেই কি আমরা সভ্য হয়েছি?
মানুষ হতে পেরেছি?
অহংকার, লোভ, দম্ভ আর ভোগের উন্মাতাল নেশায় পাশবিকতাকে পেছনে ফেলেছে দু পেয়ে জীব
পশুরাও ক্ষুন্নিবৃত্তির বাইরে আগ্রাসী নয়! অথচ মানুষ কি নির্মমতায় মানুষ, সমাজ দেশকে ধ্বংস করে চলছে অবলীলায়!
মানুষ তুমি মানুষ হও। তবেই সভ্য হতে পারবে।
শুভেচ্ছা রইল।
১১| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৯
পদ্মপুকুর বলেছেন: বুঝতে পারছি বৈশ্বিক অন্যায়ের প্রতিবাদ উঠে এসেছে কবিতায়, তবুও আমার মত নাদান পাঠককুলের জন্য আরেকটু সহজিয়া কড়চা হলে সুবধিা হয়।
অবশ্য আপনি নিজেই তো বিদ্রোহী ভৃগু, তো সবকিছুতেই বেশি তেজ থাকবে এটাই স্বাভাবিক
০৮ ই জুন, ২০২০ দুপুর ১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আপনার উদার প্রশংসায় লজ্জ্বিত।
সহজিয়া করতে না পারার দায় টুকু দায় হয়ে রইল
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল
১২| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১:৩৪
কল্পদ্রুম বলেছেন: আমার কাছে সেরকম দুর্বোধ্য মনে হয় নি।প্রথমবার পড়ার সময় একটু এলোমেলো লেগেছিলো।আবার পড়ার পর স্বাভাবিক ছন্দটা ধরা গেছে।কেবল 'কিনতা কুনতে থেকে ফ্লয়েড' এবং 'সাতান্ন শেকলে কোটি জনতা' বুঝতে পারিনি।
০৮ ই জুন, ২০২০ দুপুর ১:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
আলেক্স হ্যালি তাঁর রুটস নায়ক দাস ” কুন্তা কিন্তে ”
কিন্তা কুন্তে আগে পড়ে হয়ে গেছে। ঠিক করে দিচ্ছি এখুনি।
কুন্তা কিন্তে থেতে আজকের বর্ণবাদের শিকার ফ্লয়েড কে একই সূতোয় তুলে ধরা...
এর প্যারালালে আমাদের ৫৭ ধারায় কোটি জনতার মতপ্রকাশকেও তেমনি চেতনায় অনুভব।
অনিচ্ছাকৃত দুর্বোধ্যতার জন্য আমার দায়টুকু মেনে নিলাম।
শুভকামনা রইল অফূরান
১৩| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১:৩৬
পদ্মপুকুর বলেছেন: ভুল না হলে, সাতান্ন শেকল = ৫৭ ধারা
০৮ ই জুন, ২০২০ দুপুর ১:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ
অনুভবে পুন:মন্তব্যে কৃতজ্ঞতা আর ধন্যবাদ অন্তহীন
১৪| ০৮ ই জুন, ২০২০ দুপুর ২:০৮
মৃন্ময়ী শবনম বলেছেন: ধর্ম-বর্ণ সহিংসতা চলতেই থাকবে, চলতেই থাকবে।
হত্যার দায়ে আসামীর বিচার চলতেই থাকবে, চলতেই থাকবে।
বিশ্ববাসী অবাক হয়ে দেখবে এই চলতে থাকা - - -
০৮ ই জুন, ২০২০ বিকাল ৪:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এক নিষ্ঠুর বাস্তবতা . . .
যা থেকে মুক্তি পেতেই মানুষের মানুষ হবার সাধনা।
আজো যা হওয়া হলো না..
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা
১৫| ০৮ ই জুন, ২০২০ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: প্রায় এক হাজার কবিতা লিখেছি।
কিন্তু আজও একটা ভালো কবিতা লিখতে পারি নাই।
অবশ্য আমি চেষ্টা অন্যহত রেখেছি। গাইতে গাইতেই গায়েন।
০৮ ই জুন, ২০২০ বিকাল ৪:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও...
বিশাল সংগ্রহ তবে।
এই অতৃিপ্তই সকল সৃষ্টির প্রাণ।
একটা ভাল মুভি, একটা ভাল গান, একটা ভাল কবিতা
এই চেতনাই সৃষ্টিকে এগিয়ে নিয়ে যায়....
১৬| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: রেসিজম এর হাঁটুচাপায় হাঁসফাস মানবতা কবিতার চমৎকার একটা লাইন!
আর শেষ দুটো লাইনের জন্যই বিশেষ করে কবিতায় ভাল লাগা + +।
০৯ ই জুন, ২০২০ সকাল ৭:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বরাবরের মতোই পাঞ্চ লাইন বের করলেন দারুন প্রজ্ঞায়, ধন্যবাদ প্রিয় সিনিয়র।
বিশেষ ভাললাগা আর প্লাসে অনুপ্রাণীত হলাম।
ধন্যবাদ কৃতজ্ঞতা আর শুভকামনা অন্তহীন
১৭| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: সাব্বাশ! মিথ্যার বেসাতিতে ভরা মানবিকতার আড়ালে ভয়ঙ্কর পশুত্বের দাপাদাপি। ++ কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।
০৯ ই জুন, ২০২০ সকাল ৭:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় পদাতিক দাদা,
বড্ড জ্বালা বুকে
অক্ষমতার
প্রতিবাদহীনতার
মানবতার ক্রমাবনতির . . .
সেই জ্বালার জ্বলনে কিছু প্রকাশের ক্ষুদ্রাতিক্ষুদ্র চেষ্টায় প্লাসে অনুপ্রানীত।
বদলে যাক এই দু:সময়।
শুভেচ্ছা
১৮| ১২ ই জুন, ২০২০ সকাল ১০:৪০
জাফরুল মবীন বলেছেন: ব্লগে বেশ ক'টা দিন আসতে না পারায় কয়েকটা দিন দেরি হলো ১০নং লাইক বাটন চাপতে :-)
নামের সাথে কামের কী অসাধারণ মিল! বিদ্রোহী ভাইয়ের বিদ্রোহের আহবান।
অসাধারণ কবিতায় মুদ্ধতা জানিয়ে গেলাম প্রিয় ভাই।
১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিনয়াবনত কৃতজ্ঞা জানবেন ভায়া
হা হা হা
শাস্ত্রেতো নাকি এমনই বলে।
আপনার মুগ্ধতা, প্লাস আমার অনুপ্রেরণা হয়ে রইল
অনেক অনেক শুভকামনা
১৯| ১৩ ই জুন, ২০২০ রাত ৮:২৯
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,
আপনার কবিতাগুলো খন্ড খন্ড অসম্পূর্ণ বাক্যে লেখেন কেন? এতো সুন্দর বক্তব্য আপনার কবিতার, দ্রোহের আগুনের মতো জ্বাজল্যমান অথচ পড়তে গিয়ে হাসফাঁস করতে হয়।
আর একটু সহজ করে লিখলে সকলের পক্ষে বোঝা সহজ হয়। আশা করি, আপনি এমন কথায় মর্মাহত হবেন না। কারন আপনার
প্রায় সব কবিতায় বক্তব্যের যে জোরালো বাস্তবতা তাকে অস্বীকার করার কোনও উপায় নেই কিন্তু শব্দ জটিলতা আর বিন্যাসের কারনে কবিতার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনার সুযোগ কমে যায়, অনেকে মনে হয় উৎসাহও পান না। আপনার সমসাময়িক মিথ্যা আর প্রবঞ্চনার যে চিত্র আপনার কবিতায় প্রকাশ হতে চায় তার ভাব খন্ড খন্ড বিধায় সব সময় জোড়া লাগানো কঠিন হয়ে পড়ে। অথচ দেশ-কাল -মানুষ নিয়ে আপনার কবিতাগুলো আরও প্রশংসার দাবী রাখে।
ভালোবাসি বলে এতো কথা বলা।
১৪ ই জুন, ২০২০ সকাল ১০:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া
হুম...
বড় ভাই বলে কথা! আপনার পরামর্শ শিরোধার্য করে নিলুম।
কবিতা যদি সর্বজনীন পাঠকের না হয় দিন শেষে তা প্রশ্ন তোলে বৈকি
আপ্রাণ চেষ্টা থাকবে সহজিয়া কাব্য স্নানের
আর দেশের বর্তমান অবস্থায় সহজ কথা সহজ করে বলে গুম হবার আতংকের দায়ও কম নয়
২০| ১৬ ই জুন, ২০২০ সকাল ৮:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগা...
১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অর্কি ভায়া
শুভকামনা রইল নিরাপদ থাকুন, বেঁচে থাকুন
২১| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:২৩
মনিরা সুলতানা বলেছেন: রেসিজমের হাটু চাপায় হাসফাস মানবতা- ‘আই কান্ট ব্রিথ’!
মানবতার জয় হোক !
১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মনিরাপু
মানবতার জয় হোক।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল
২২| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
এভাবে মানুষ হত্যার দায়ভার আজ সমগ্র বিশ্বকে টানতে হচ্ছে। গত এক শতকে মানুষ হত্যার দায় যদি করোনাভাইরাস হয়ে থাকে তাহলে আশ্চর্য্য হবার মতো কিছু নেই - হতেও পারে।
মানুষের রক্তের উপর উন্নত দেশগুলো দাড়িয়ে আছে।
১৮ ই জুন, ২০২০ সকাল ১০:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
হুম। উন্নত দেশগুলোর বর্বরতার উপাখ্যান তাদের ভেতর থেকেই বেরিয়ে আসছে।
যাদের পূজো হতো তাদের টেনে মাটিতে নামিয়ে দেয়া হচ্ছে!
ইতিহাসের এভাবেই বুঝি সত্যাসত্য মূল্যায়িত হয়।
ভাল থাকুন। নিরাপদ থাকুন।
২৩| ১৮ ই জুন, ২০২০ সকাল ১০:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এক কবিতায় কতকিছু গেয়ে গেলেন হে কবি বিদ্রোহী ভৃগু!
আই কান্ট ব্রিদ - এটি কোন ফ্লয়েডময়েডের কথঅ নয় এটি বিশ্বজনতার আহাজারি।
সাম্প্রতিক বিশ্ব আর শ্বাসরুদ্ধ।
কেন সেটি আপনার কবিতায় আছে।
১৮ ই জুন, ২০২০ সকাল ১০:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: চেষ্টা করেছি।
আপনার অনুভবে প্রীত বোধ করছি।
হুম।
আই কান্ট্র ব্রিদ এখন সকল মজলুমের, বিশ্বজনতার আহাজারি
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।
২৪| ২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৫
শায়মা বলেছেন: কুন্তা কিন্তে থেকে ফ্লয়েড!!
এই মানবতার বিবর্তন বুঝি .....
২০ শে জুন, ২০২০ বিকাল ৪:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খজনক পথেই চলছে সভ্যতা
ভালোর বদলে মন্দের পথে
আলোর বদলে কালোর পথে
আপাত কন্টকিত 'দা রোড নট টেকেন', আজো তেমনি অব্যবহৃত রয়ে গেল!
২৫| ২৪ শে জুন, ২০২০ রাত ১১:০৭
শেরজা তপন বলেছেন: আমিত্ব ক্ষমতা আর অর্থের অন্ধত্বে
বুনো পাগলা''শুয়োর সভ্যতা''
বানোয়াট অভিযোগে ধ্বংস হয় সার্বভৌমত্ব...
এই লাইন চারটে মনে গেথে গেল- ভাল লাগা রইল
২৬ শে জুন, ২০২০ সকাল ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ, আপনি এয়েচেন!
কি সৌভাগ্যি
অনেক দিন পর আপনাকে পেয়ে ভাল লাগছে।
আপনার মনে গেথে যা্ওয়া লাইনগুলো লিখা সার্থখ তবে।
অনেক অনেক কৃতজ্ঞতা।
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল
২৬| ২৬ শে জুন, ২০২০ সকাল ১১:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ব্লগে উঁকি -ঝুঁকি পাচ্ছি না কেন?
খায়রুল কবিরের উঁকিকে পাঠাবো নাকি
২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
রংধনু গ্রুপে যাইয়েন না ভায়া
এই লক ডাউনের শুন্যতায় শুধু উঁকি, উঁকি দিলে মন্দ হয় না
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৪:০৩
ফেনা বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।