নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সীমিতকরণ অনুচ্ছেদ

০৯ ই মে, ২০২০ দুপুর ২:১৭

সীমিতকরণের দাবী নিয়ে এসোনা
আমার প্রেমের কাছে
মৃত্যুভয় ভুলেই আঁকব চকিত চুম্বন
গভীর আলিঙ্গনে প্রেয়সির ঠোঁটে।


সীমিত করণের দাবী নিয়ে এসো না
আমার ভালবাসার কাছে
মিলনের উদ্দামতায়- কৃচ্ছতা নিরুপায়
সীমিতকরণ: পরামর্শ টিকবেনা ধোপে!

সীমিত করণের দাবী নিয়ে এসোনা
আমার স্বপ্নের কাছে
স্বপ্নতো সবার অসীম, লাগামহীন
ধারা-উপধারায় বাঁধতে পারবেনা স্বপ্নকে।


সীমিত করণের দাবী নিয়ে এসো না
বাংলার কাছে; বুঘলকপুর স্বাধিকারে
একাত্তর আমার প্রেরণা: বায়ান্নর চেতনায়
স্বাধীনতা, আমার অসীম সাংবিধানিক অধিকার।

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২০ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: বোবার শত্রু নাই।
বোবা হয়ে যেতে হবে।

০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...

আবার সকল অনাচারে যখন প্রকৃতি রুদ্ররোষে ফেটে পরে
তার আগেও কিন্তু অসীম নিরবতা নেমে আসে..

ধন্যবাদ ভায়া

২| ০৯ ই মে, ২০২০ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

৩| ০৯ ই মে, ২০২০ বিকাল ৪:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: অনুচ্ছেদ সীমিতকরণে ভালোলাগা।
তবে আবেগ সীমিত করণে নৈব নৈব চ।
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দা'
সময়ের সাথে বদলায় সময়...

শুভেচ্ছা রইল

৪| ০৯ ই মে, ২০২০ বিকাল ৪:৪০

সাইন বোর্ড বলেছেন: দ্রোহের একটা আবহাওয়া পাওয়া যায় কবিতায় !

০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এক রাশান কৌতুক মনে পড়ে গেল।
এক দম্পতি বাসে যাচ্ছিলেন। ভদ্রলোক এক বড় দীর্ঘশ্বাস ছাড়লেন।
বাসের সকলে তার দিকে রাগত চোখে তাকালে গিন্নি বললেন
-তোমাকে না কত করে বলেছি দেশবিরোধী কিছু বলবে না!!!!


ভাল থাকুন।

৫| ০৯ ই মে, ২০২০ রাত ৮:২০

নেওয়াজ আলি বলেছেন: খান আর ঘুমান এর বাহিরে কথা বলা নিষেদ। খাওয়া না থাকলে উপবাস থাকেন

০৯ ই মে, ২০২০ রাত ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
সেই সত্যের জ্বালাতেই তো প্রকাশিত!

স্বপ্নকে কে কবে বাঁধতে পেরেছে বলুন?
স্বাধীনতার কামনাকে?

মাঝে যা হয় একদল চিহ্নিত হয় অত্যাচারী হিসেবে অন্যদল মুক্তিকামী।
আমি মুক্তিকামীর দলে।
আপনি?
;)

৬| ১০ ই মে, ২০২০ রাত ২:১৪

সোহানী বলেছেন: রাজীব নুর বলেছেন: বোবার শত্রু নাই।
বোবা হয়ে যেতে হবে।

১০ ই মে, ২০২০ সকাল ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কে বলেছে তোমায়?
কত্ত দেখলাম বোবার ফাইটিং ;) গো গো করে আর্তনাদ
বোবা ভার্সেস বোবা, আবার বোবা ভার্সেস নরমাল ;) হা হা হা

অনেক ধন্যবাদ।
সেই পথেইতো চলছে জাতি . . .

৭| ১০ ই মে, ২০২০ সকাল ৭:০৩

ইসিয়াক বলেছেন: অনবদ্য

১০ ই মে, ২০২০ সকাল ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক

৮| ১০ ই মে, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম..আবার সকল অনাচারে যখন প্রকৃতি রুদ্ররোষে ফেটে পরে
তার আগেও কিন্তু অসীম নিরবতা নেমে আসে..
ধন্যবাদ ভায়া

নিরবতাই কাম্য।

১০ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই নিরবতাযে ধ্বংসের ভায়া!
প্রচন্ড ঝড়েরর আগে দেখবেন প্রকৃতি অদ্ভুত রকম নিরব হয়ে যায়।

পুন:মন্তব্যে ধন্যবাদ।

৯| ১০ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




সবকিছুর সীমিতকরণ ঠিক নয়।
এই যেমন - "আমি সেই দিন হব শান্ত...." এই কথার সীমিতকরণ করা যাবেনা। সীমিতকরণের মামলায় আপনি শান্ত হয়ে গেলে অশান্ত হবেন কে? :P

আপনার প্রেমের কাছে সীমিতকরণের দাবী নিয়ে আসা নিষেধ। কেন, আপনি কি ঘরে-ঘরে, জনে-জনে প্রেম বিলোতে চান? সেটা কি ঠিক হবে? প্রতারণার জন্যে পুলিশে ........ :D

কিন্তু আপনার ভালোবাসায় সীমিতকরণের দাবী তোলা ঠিক হবেনা। কারন "ভালোবাসা" কোনও সীমানা মানেনা, তার পাসপোর্ট লাগেনা, লাগেনা ভিসাও! সে সর্বত্রগামী। :|

১৩ ই মে, ২০২০ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

প্রেমে প্রতারণার অনুযোগ ;) করলেন ঠিকাছে
ভালোবাসায় চাড় দিলেন তাও ঠিকাছে
অসীম স্বাধীনতার সাংবিধানিক অধিকার নিয়ে কিছু বললেন না যে ভায়া ;)
প্রেম স্বপ্ন আর ভালবাসা সব যে ওখানেই সাকার হয় :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

১০| ১৩ ই মে, ২০২০ সকাল ৯:২৭

জাফরুল মবীন বলেছেন: নিজের চিন্তা-চেতনা ভাষায় প্রকাশ করা মানুষের সহজাত প্রবৃত্তি।সেখানে সীমিতকরণ দ্রোহের উপাদান সৃষ্টি করে।শক্তি সঞ্চয় করে তা আরও বেশি সম্প্রসারিত হয়।আর তার ভারে চাপা পড়ে সীমিতকারী।

চমৎকার কবিতায় অফুরন্ত ভালোলাগা।

অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

১৩ ই মে, ২০২০ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার দারুন বিশ্লেষন অনুপ্রাণ যোগাল . . .
দ্রোহের আগুন জ্বলে উঠলে হৃদয়ে হৃদয়ে সীমিতকারীরা চাপা পড়বেই।

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল
ভাল থাকুন নিরাপদ থাকুন।

১১| ১৩ ই মে, ২০২০ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




জ্বী, ওটাও বলতে পারতুম। বলিনি কারন, সেই অসীম স্বাধীনতার সাংবিধানিক অধিকার নিয়েই তো এতো কিছু বললেন। কেউ কি সীমিতকরণ করেছে ? :|| চকিত চুম্বনে কে বাঁধা দিয়েছে আপনাকে ? :-*
প্রেম স্বপ্ন আর ভালবাসা আপনার সাংবিধানিক অধিকার না যে সব সংবিধানেই সাকার হবে! সংবিধানের কতো নম্বর ধারায় আপনার প্রেম ভালোবাসার অধিকারের কথা লেখা আছে? ওসব হলো নিজস্ব সংবিধানে "গোপন ধারা"র অধিকার। :P

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তা যা কয়ছেনে বটে!
কিন্তু প্রেম আর ভালবাসার অধিকারে বাঁধা নেই বটে
কিন্তু বাক স্বাধীনতার এমন খোঁজাকরণও বুঝি কেউ দেখেনি কোনদিন ;)
গোপন ধারার চর্চা গোপনেই থাকুক- আমায় বলতে দাও আমার সাংবিধানিক সীমানায়।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া।

১২| ১৬ ই মে, ২০২০ রাত ৮:৫০

জুন বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো তবে সীমিত পরিমানে নয় কিন্ত ভৃগু :)
+

১৬ ই মে, ২০২০ রাত ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অসীম ভাললাগায় অন্তহীন কৃতজ্ঞতা জুনাপি :)

নিরাপদ থাকুন, ভাল থাকুন।

১৩| ০২ রা জুন, ২০২০ রাত ১০:২০

খায়রুল আহসান বলেছেন: সীমিতকরনের বিরুদ্ধে দ্রোহ প্রকাশ মানুষের সহজাত প্রবৃত্তি। এ প্রবৃত্তি যখন সামষ্টিক রূপ পায়, তখন সীমিতকরণের শৃঙ্খল ভেঙে পড়ে।
কবিতায় ষষ্ঠ ভাল লাগা + +।

০৩ রা জুন, ২০২০ সকাল ১১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা
কবে আসবে সেই সামষ্টিকতার শুভ ক্ষন ;)

অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)
প্লাসে উৎসাহিত হলাম। কৃতজ্ঞতা অন্তহীন।

১৪| ০২ রা জুন, ২০২০ রাত ১০:৩৯

কল্পদ্রুম বলেছেন: সীমার মাঝে, অসীম, তুমি
বাজাও আপন সুর।
আমার মধ্যে তোমার প্রকাশ
তাই এত মধুর।

কবিতায়

০৩ রা জুন, ২০২০ সকাল ১১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন চিরন্তনী অনুভব।

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অফুরান।

১৫| ০৩ রা জুন, ২০২০ দুপুর ২:২২

পদ্মপুকুর বলেছেন: অবস্থাদৃষ্টে এখন জীবন সীমিতকরণের সময় এসে গেছে বলে মনে হচ্ছে, তবে ভালোবাসা বা স্বপ্নের নয়।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ ক্ষমা করুন।

জীবনই যদি না থাকে ভালবাসা আর স্বপ্ন ভুই রুইবে কোথা?
আগে চাই জীবন
পরে ভালবাসার আর স্বপ্নের গাথুনী ;)

নিরাপদ থাকুন। শুভচ্ছো রইল

১৬| ০৭ ই জুন, ২০২০ দুপুর ২:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ফুল ফল লতা পাতা
ঘাস নদী জোসনা পাহাড়
ফুল ফল লতা পাতা
ফুল ফল লতা পাতা

এরকম মন্তব্যের অভ্যাস করতে হবে।

০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সীমিত করণের মাৎসানায় সময়ে-
সাতা্ন্নর ভুবনে কতকিনা করতে শিখে গেছে সবাই!
শুধু ভুলে গেছে তিতুমির ক্ষুদিরাম, প্রীতিলতাদের
ভুলে গেছে নিজেকে
আত্মমর্যাদা, অধিকার আর স্বাধীকারের লড়াই মন্ত্র।

নূন্যতম চিৎকার দিতেও ভুলে গেছে - আই কান্ট ব্রিথ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.