নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সময়ের প্রয়োজনে: প্রকৃতিতে সমপর্ণে

১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫০

স্তব্দ বিশ্ব চরাচর পিন-পতন নিরবতায়
কেবল মৃত্যুর সাইরেন জাগায় প্রাণের স্বাক্ষ্য
দম্ভে কুচলে দেয়া পৃথিবীর অ-মানুষগুলো
সাম্রাজ্যবাদী নখর লুকায় লাশের আস্তিনে...

মৃত্যুর মিছিল লম্বা হতে হতে
শত, হাজার, লক্ষ ...পেরিয়ে চলে বিরামহীন
প্রযুক্তি আর বিজ্ঞানকে কাঁচকলা দেখিয়ে
ক্ষুদ্রাতি-ক্ষুদ্র ভাইরাস হাসে অট্টহাসি আনমনে...

পারমানবিক দম্ভ, অত্যাধুনিক যুদ্ধবিমান
জলে,স্থলে,অন্তরীক্ষে জাতিস্বত্তা বিনাশী জুলুম
মিথ্যা আর ষড়যন্ত্রের জাল বিশ্বব্যাপী
নারী শিশু আর নিরপরাধ আমজনতার রক্তের হোলি...

সুশোভন নান্দনিক মিথ্যা, শঠতা, প্রতারণায়
বিশ্বকে জুজুর ভয় দেখিয়ে তোমরা হাসছিলে!
অলক্ষ্যের ভ্রুকুটি হাসিটুকু দেখোনি-যিনি সব জানেন
তাইতো প্রকৃতির লেজের আগুন ওম’ভেবে এড়িয়েছিলে ...

"আমি আল্লাহকে সবকিছু বলে দিবো!"
ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, কাশ্মীর, মায়ানমার ...
আয়লান থেকে তোহাইত লাখো শিশুর অস্ফুট প্রার্থনায়
জেগে ওঠে প্রকৃতি আপন মহিমায় ভারসাম্য রক্ষায়...

করোনাত্তের সভ্যতায় হোক ট্যাংকের বদলে গোলাপের চাষ
প্রেমে, প্রাণের সেবায়, প্রকৃতির কোলে, সময়ের প্রয়োজনে
সময়কে মন্দ বলো না-বলেন তিনি; কারণ- আমিই সময়, আমিই প্রকৃতি
কেন করো মিছে এত দম্ভ? যখন কবরে শ্মশানেই শেষ ঠাই।।

মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: কবিতায় করোনা পরিস্থিতি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া

নিরাপদ থাকুন, সুস্থ থাকুন

২| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৯

পদাতিক চৌধুরি বলেছেন:
চমৎকার অনুধাবন শ্রদ্ধেয় কবি ভাই।
করোনাত্তর পৃথিবীতে ধ্বংস হোক ট্যাঙ্ক সাঁজোয়া,
হাইড্রোজেন-পরমাণু নিপাত যাক, জায়গা নিক গোলাপ-হেনা।
সঙ্গে কিন্তু চাই চাই আপনার কাছেও প্রেম-প্রেরণা।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দা'

কবিরা যদি নিতে পারতো নিয়ন্ত্রন য়তো স্বপ্ন পূরণ হতো।
কবিরা যে্বড্ড ছন্নছাড়া ;)

যদি বেঁচে থাকি সোতো থাকবো আপনাদের এই ভালবাসাতেই :)

শুভকামনা রইল
নিরাপদে থাকুন সুস্থ থাকুন

৩| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৭

বিজন রয় বলেছেন: মানব ইতিহাস দম্ভে ভরা.........

এরা ট্যাংক আর গোলাপ একসাথে চাষ করবে।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খজন জনক। তারা সেই পর্যন্ত থামেনা যতক্ষন না কবরে বা শ্মশানে পৌঁছায়!!

আমরা স্বপ্নিকেরা তাদের থোরাই কেযার করি।
চলুন করি স্বপ্নের চাষবাস
সুন্দর পৃথিবীর স্বপ্নে :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

৪| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৪

নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর লিখনশৈলি । শুভেচ্ছা ।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।

৫| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৮

নতুন নকিব বলেছেন:



অল্প কথায় অসাধারণ কবিতা। +++

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ! নকিব ভায়া যে!
কতদিন পর পেলাম আপনায়!

ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা

শুভকামনা রইল
নিরাপদে থাকুন সুস্থ থাকুন।

৬| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৯

ইসিয়াক বলেছেন: চমৎকার কবিতায় ভালো লাগা প্রিয় কবি।
শুভকামনা।

১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি :)

শুভেচ্ছা রইল

৭| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৯

গন্ধহীন বেলী ফুল বলেছেন: "করোনাত্তের সভ্যতায় হোক ট্যাংকের বদলে গোলাপের চাষ"
এই কামনা থাকলো..........

২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

কামনা সত্য হলে বিশ্ব সত্যি হয়ে উঠবে স্বপ্নের মতো।

শুভেচ্ছা সতত :)

৮| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: সময়ের প্রামাণ্য দলিল এ কবিতা। চমৎকার অনুভব ও উপলব্ধি, এবং চমৎকার তার প্রকাশ।
শেষের স্তবকটি অতি চমৎকার!
কবিতায় প্লাস + +

২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র

ভাললাগা, আর প্লাসে যারপরনাই অনুপ্রানীত হলাম।
অনেক অনেক শুভকামনা।

নিরাপদ থাকুন। সুস্থ থাকুন।

৯| ০১ লা মে, ২০২০ সকাল ১১:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার কেনো জানি মনে হয় করোনা থেকে এবারের মতো পৃথিবী রেহায় পেলেও জনপদ পরিবর্তন হবে না। আগের মতো হতে বড়জোর ১৫ দিন লাগবে। যে মন্দ সে মন্দই থেকে যাবে।

তারপরও অদৃষ্টের কাছে প্রার্থনা এবারের মতো পৃথিবী রেহায় পাক।

০৩ রা মে, ২০২০ বিকাল ৫:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঠাকুর ভাই :)

তাই হোক। পৃথিবী মুক্তি পাক সকল মন্দ থেকে।
শুভেচ্ছা রইল

১০| ০২ রা মে, ২০২০ সকাল ৮:০৯

জাফরুল মবীন বলেছেন: এ যাবৎ পাঠ করা করোনা বিষয়ক শ্রেষ্ঠ কবিতা।অভিনন্দন হে মানবতার কবি।ভালবেসে নিয়ে গেলাম খাজানায়।

০৩ রা মে, ২০২০ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!
হেটস অফ ভায়া!

আপনার মন্তব্যে গর্বিত এবং লজ্জিত অনুভভ করছি।
এ সামান্য সৃজনে আপনার ভাললাগা আর মুগ্ধতা অনুপ্রেরণা হয়ে রইল।
খাজানায় নিয়েছেন জেনে কৃতার্থ বটে।

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল।

১১| ০৩ রা মে, ২০২০ বিকাল ৫:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গোলাপের চাষ তাহলে শুরু হয়ে যাক সর্বত্র।

অসাধারণ একটি কবিতা, ভাইয়া।

০৭ ই মে, ২০২০ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

তা সত্যি শুরু হলে পৃথিবীই হয়ে উঠতো স্বর্গ।

শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.