নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাবর্তন

২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৯

হঠাৎ করেই সব শুন্য হয়ে গেল
অর্থ বিত্ত, সম্পদ, সাফল্য
কাল পর্যন্ত যা ছিল অহম আর
পরম ভরসার স্থান, সব অর্থহীন হয়ে গেল!

স্রষ্টা হয়তো আছে, থাকুক
মাঝে মাঝে শুক্রবার হাজিরায়
কিংবা ইমামের হাতে কিছু ধরিয়ে দিয়ে
পরকাল পারি দেবার শর্টকাটে ভরসা ছিল।

আজ এমন লাগছে কেন?
শত তলা ভবন থেকে ঝুপরি
সব একই নিয়তির অনিশ্চিত ছাদনা তলে
কেউ জানে না কি হবে?

মৃত্যুর পর শুন্যতাকে ভয় ছিল
দাফনে এমন নি:সঙ্গতা! ভাবতেই শরীরে কাঁটা দেয়
কাঁদার কেউ নেই, ধরা, ছোঁয়ার কেউ নেই,
আতর নেই লোবান নেই, কাফন নেই.....

আপনাতেই চোখ ফেটে আসে জল
এতদিন পর; তুমি কি ক্ষমা করবে প্রভূ
ক্ষমতার অন্ধত্বে ডাকিনি কখনো আজ নিতান্ত ভয়ে
তুলেছি দুই হাত- ফিরিয়ে দেবে কি তবুও?

গন্ড ভেসে যায় তপ্ত জলে
অনুশোচনার, ফিরে আশার, সত্য অনুভবের
দয়া করো ওগো দয়াময়-উসিলায় সাল্লে আ’লার
তোমার রহমতের কোলে তুলে নাও প্রভু।

মন্তব্য ৫০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
চমৎকার কবিতা।

২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ সকাল

অনেক ধন্যবাদ।
করোনার মুক্তির শুভকামনা রইলো

২| ২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪০

সোহানী বলেছেন: সেইফ থাকো......

২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা কৃতজ্ঞতা অন্তহীন

করোনামুক্তির প্রার্থনা রইলো

৩| ২২ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩১

মিরোরডডল বলেছেন: কবিতাটা পড়ে যেটা মনে হচ্ছে এসময়টায় অনেক মানুষই মানসিকভাবে ডিপ্রেসড হচ্ছে বা হবে ।
মন ভেঙে যাবে । নেগেটিভ থিংকিং হবে । এটা একটা মানসিক প্রেশার ।
স্বাভাবিক পরিস্থিতিতেই একজন মানুষ যখন মানসিক অবসাদে থাকে তখন ওটা তার শারীরিকভাবেও ইমপ্যাক্ট করে । এজ বোথ আর কানেকটেড টু ইচ আদার ।
এখন সময়টা কঠিন ।
We have to fight for it to be sounds strong physically, mentally and encourage & support to each other along with maintaining all rules and precautions.
লেখাটা ভালো লেগেছে । সেইফ থাকুন ।

২২ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

যথার্থ বলেছেন।
বাস্তবতার একটা চিত্র তুলে ধরেছি.. সময়ের চিত্র হিসেবে।
আশ্বাস আর ভরসার কথাও বলতে হবে বৈকি।

অনেক অনেক ধন্যবাদ । নিরাপদ থাকুন।

৪| ২২ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পরম করুণাময় আমাদেরকে রক্ষা করুন!

২২ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।

আল্লাহ আমাদের সকলকে নিরাপদ রাখুন।

৫| ২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা

২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফি আমানিল্লাহ

৬| ২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মৃত্যু অনিশ্চিত। গতকালও চট্টগ্রামের লোহাগারায় এক্সিডেন্টে ১৩ জন মারা গেল। এর আগে সম্ভবত রাজশাহীতে বাইকের সংঘর্ষে মারা গেল ২ জন। তবুও আমরা মৃত্যুকে ন-ডরাই। অথচ 'করোনা' আসার পর সামান্য সর্দি/কাশিতেও মৃত্যু চিন্তা ঢুকে গিয়েছে মনে(কিছু ব্যবসায়ী বাদে)। বাংলাদেশীরা এখনও লক ডাউন দেখছে না। দেখলে বুঝত দুনিয়া এখন এই ভাইরাসের কাছে কত অসহায়...

২য় প্যারাটা সেই রকম প্যারা দিল শর্টকাট মুসলিমদের...

'করোনা'-তে বয়স্কদের বেশী ঝুঁকি
তাই আশা দিচ্ছে উঁকি।
যাক, আমি তো এখনও যুবক আছি-
এখন তো আর মরছি না!
এখনই এই দুনিয়া থেকে ঝরছি না!!

স্রষ্টা হয়তো আছে, থাকুক
মাঝে মাঝে শুক্রবার হাজিরায়
কিংবা ইমামের হাতে কিছু ধরিয়ে দিয়ে
পরকাল পারি দেবার শর্টকাটে ভরসা এখনও আছে
(আরেকজন শর্টকাট মুসলিম)

২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

অনিশ্চিত মৃত্যুই একমাত্র নিশ্চিত।
সড়ক দূর্ঘটনাতো আমাদের দেশের জন্য বহু দিনের এক মাহামারী! যা ইগনোর করা হচ্ছে! দায়হীনতায়

হা হা হা
অনেক সত্যই করোনা সামনে এন দিয়েছে!
এটাও তেমনি আরকি?

;)

অনেক অনেক ধন্যবাদ
আল্লাহ করোনা থেকে মুক্ত রাখুন আপনাকে, আমাকে আমাদেরকে, বিশ্বাবাসীকে।

৭| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: হৃদয়ছোঁয়া আকুতি।প্রভু নিশ্চয়ই সাড়া দেবেন।

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

সেটাই যে এখন পরম পাওয়া

ভাল থাকুন। করোনা মুক্ত থাকুন।

৮| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৩

শের শায়রী বলেছেন: ম্যাভাই স্বান্ত্বনা এটাই যে আল্লাহর রাসুল বলে গেছে

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, পাঁচ প্রকার মৃত শহীদঃ মহামারীতে মৃত, পেটের পীড়ায় মৃত, পানিতে ডুবে মৃত, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত এবং যে আল্লাহ্‌র পথে শহীদ হলো। (বুখারি, হাদিস : ২৮২৯)

অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, মহামারিতে মৃত্যু হওয়া প্রতিটি মুসলিমের জন্য শাহাদাত। (বুখারি, হাদিস : ২৮৩০)

আমাদের যে পরম করুনাময় ছাড়া আর কেউ নেই।

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটাই ম্যা' ভাই।

মিরপুরে করোনায় মৃত ব্যক্তির ছেলের ফেসবুক ষ্ট্যটাস অনেক সত্যকে সামনে নিয়ে আসলো!
অনেক অব্যবস্থাপনা, শুধূ বিদেশ ফেরতদের টেষ্টে গুরুত্বদেয়াযে ভুল এি্ মৃত্যুর পরও কি টনক নড়বে সবার?
কোন হাসপতাল দায় নিতে না চাওয়া!!! আইিসইউর স্বল্পতা, আর করোনা ধারনা করার পর রোগী ফেলে রেখে দূরে সরে থাকা!
কোনটাই কাংখিত নয়। অথচ ঘটছে...

বিশ্বাসীর সেই ভরসাই শক্তি। আল্লাহর রহমতে শেষ ভরসা।
নিরাপদ থাকুন ভাল থাকুন। সবার জন্য শুভকামনা

৯| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: দেশে নতুন ৩ করোনা রোগী শনাক্ত। মোট শনাক্ত ২৭ ও মৃত্যু ২

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মৃত্যুর মিছিল আর আক্রান্তের ষংখ্যা বাড়ছে..
যদিও পরীক্ষার আগেই অনেকে মরেও যাচ্ছে! পরীক্ষা কিটের স্বল্প আর দীর্ঘসূত্রিতা বোধকরি সংক্রমনকে আরো বাড়িয়ে দিচ্ছে। কারণ যতদিনের নিশ্চয়ত হওয়া যাচ্ছে ততদিনে অনেক অনেক লোক সেই রোগীর সংস্পর্শে চলে আসছে করোনা নেই জেনেই। অথচ পরে কাছে যেতেও অস্বীকার করছে। যেমন মিরপুরের মৃত করোনা কেস!

যথাযথ প্রক্রিয়ায় দ্রুত ইমার্জেন্সি না ঘোষনা করলে পরিণতি বোধকরি ভয়াবহই হবে।

১০| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫০

নেওয়াজ আলি বলেছেন: হে করুণাময় । এই মরণ ব্যাথি থেকে আমাদের সকলকে নিরাপদ রাখো, সুস্থ রাখো।

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন। সুম্মা আমিন।

১১| ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৯

রাবেয়া রাহীম বলেছেন:
হে আমাদের রব মহান আল্লাহ

তোমার বিশেষ রহমতের ধারায় আমাদের প্লাবিত করো

এবং এই মহামারী করোনা ভাইরাস ও সব রকম দূরারোগ্য ব্যাধি

হতে আমাদের রক্ষা করো (আমিন)

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।

আজ পবিত্র মিরাজ রজনীতে সকলে কায়মনো বাক্যে প্রার্থনা করুন
আমাদের রাস্ট্রীয় সকল ব্যার্থতা বা অপারগতার ফলে যেন মহামারী আমাদের বিনাশের কারণ না হয়
আল্লাহর অহমতের চাদের ঢেকে যেন আমাদের শেফায়ে কামেলা দান করেন।

১২| ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

রাবেয়া রাহীম বলেছেন: আমিন

২২ শে মার্চ, ২০২০ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুম্মা আমিন।

১৩| ২২ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৮

তারেক ফাহিম বলেছেন: আল্লাহ ভরসা।

২২ শে মার্চ, ২০২০ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফি আমানিল্লাহ

১৪| ২৩ শে মার্চ, ২০২০ ভোর ৫:২২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চমৎকার কবিতা !
ভালো থাকুন, সুস্থ থাকুন !

২৩ শে মার্চ, ২০২০ সকাল ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্বামী জি' :)

করোনা মুক্ত থাকার শুভকামনা রইল

১৫| ২৩ শে মার্চ, ২০২০ ভোর ৫:২৬

সাত ভাই চম্পা বলেছেন:
দারুন একটা কবিতা । চমৎকার হয়েছে।

২৩ শে মার্চ, ২০২০ সকাল ১০:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

শুভেচ্ছা রইল

১৬| ২৩ শে মার্চ, ২০২০ সকাল ৭:১৯

আসোয়াদ লোদি বলেছেন: মানুষের মন খুব বিচিত্র, বিপদে একটা অবলম্বন খোঁজে। ইহত্রিক ও পারত্রিক চেতনার বাস্তব প্রতিফলন ঘটেছে কবিতায়।

২৩ শে মার্চ, ২০২০ সকাল ১০:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম..
নিত্য পরিবর্তনশীল .. সমসায়িকতায় জ্ঞান, প্রজ্ঞানুপাতে আপেক্ষিক!

অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

১৭| ২৩ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: আমরা ইতালির পরিণতি দেখে শিখিনি, ইরানের পরিণতি দেখে শিখিনি। কেননা আমরা নিজেদের পরিণতি থেকেও কোনো দিন কিছুই শিখিনি!

২৩ শে মার্চ, ২০২০ সকাল ১০:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: চোর নিয়ে ভানুর কৌতুক মনে পড়ে যায় -
করোনার আগে দুই মাস ধরে প্রস্তুতি না নিয়ে সরকার মুশাই ভেবেছে - দিকিনা দিকি কি হয়!,

১৮| ২৩ শে মার্চ, ২০২০ সকাল ১০:১০

কাছের-মানুষ বলেছেন: ইতালিতে মৃত্যুর মিছিল শুরু হয়েছে, এত উন্নত দেশ, এত উন্নত চিকিৎসা ব্যাবস্থাও ঠেকাতে পারছে না।
আর আমরা হাতে এত সময় পাওয়ার পরও কোন প্রস্তুতি নিতে পেলাম না, কোন দায়িত্বশীল ব্যাক্তি নেই দেশে। আফসোস।
চিন নিজেদের নিয়ন্ত্রণে এনে ফেলেছে সব কিছু, আমাদের ভঙ্গুর স্বাস্থ্য খাত, ডাক্তারদের প্রয়োজনীয় পোশাক এবং ইকুইপমেন্ট পর্যন্ত জোগায় করতে পারলাম না, ছড়িয়ে পরছে ইতিমধ্যে, এটা কিভাবে নিয়ন্ত্রণে আসবে একমাত্র আল্লাহ মালুম।

সামনের মাসে আমাদের দেশে কি হয় এই নিয়ে চিন্তায় আছি। আল্লাহ উপর ভরসা করা ছাড়া কোন উপায় নেই।

কবিতা বাস্তবতা উঠে এসেছে।


২৩ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দীর্ঘ ২ মাস অবহেলায় আর বাগাড়ম্বরে আত্মতুষ্টিতে জন্মদিনের স্বপ্নে বিভোর ছিল মোদী প্রত্যাখ্যান না করা পর্যন্ত!

সারা বিশ্বের প্রচলীত সকল সিম্পটমের বাইরে উদাসীন অবহেলায় এয়ারপোর্ট, সী পোর্ট, ল্যান্ড পোর্ট ছিল উন্মুক্ত!
নিজেদের শুন্যতা স্বীকার না করে, আমদানীর ব্যবস্থা না করে ১৮ কোটির দেশে মাত্র ২০০০ টেষ্ট কিট- নিয়ে কোন মূখে তারা বলেছিল - আমরা করোনা যুদ্ধের জন্য প্রস্তুত!????? পৃথিবীর উন্নত দেশের চেয়েও নাকি পর্যাপ্ত প্রস্তুতি আছে!!!!!!!!!

তাদের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করা উচিত। মিথ্যা তথ্য প্রচার এবং জনস্বাস্থ্য নিয়ে অবেহলার অভিযোগে।

এরই মাঝে আসতেছে পবিত্র মাহে রমজান! এইচএসসি পরীক্ষা স্থগিত। দিন আনা দিন খাওয়া ৬.৭ কোটি মানুষ পেটের টানে নিরুপায় প্রতিদিন বের হতেই হয়- তাদের রিকভারী প্লান কই?
আসলেই শক্তিশালী বিরোধীদল হীন, নেতৃত্বহীন স্বৈরাচারিতার দেশের প্রকৃত অসহায়ত্বই ফুটে উঠছে।
তাই অসহায় সমপর্ণ আর আল্লাহ ভরাসা ছাড়া উপায় নাই

১৯| ২৩ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো কবিতাটি।

২৩ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার :)

করোনা থেকে মুক্ত থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এইই শুভকামনা সবার জণ্য।

অনুপ্রানীত হলাম।
শুভেচ্ছা অন্তহীন।

২০| ২৩ শে মার্চ, ২০২০ রাত ৮:১৪

নিভৃতা বলেছেন: কবিতা পড়ে চোখে জল চলে এলো। আল্লাহ সবাইকে রক্ষা করুন।

২৪ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন অনুভব লেখকদের বাঁচিয়ে রাখে!

আপনার মন্তব্যে টুপি খোলা অভিবাদন ও কৃতজ্ঞতা।
পাঠকের অনুভবেই লেখকের অস্তিত্ব।

আল্লাহ সবাইকে রক্ষা করুন। এইই প্রার্থনা।
অন্তহীন শুভেচ্ছা আর করোনা মুক্তির শুভকামনা রইলো।

২১| ২৪ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখক বলেছেন: আসলেই শক্তিশালী বিরোধীদল হীন, নেতৃত্বহীন স্বৈরাচারিতার দেশের প্রকৃত অসহায়ত্বই ফুটে উঠছে।

বাংলাদেশ উদ্ভট এক উঠের পিঠে চড়ে চলছে বলেই নেতা/পাতি নেতারা লাগামহীন কথাবার্তা সহজেই বলে পার পেয়ে যান | তাদের জবাবদিহিতার প্রয়োজন পড়ে না জনগণের কাছে |

২৪ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ স্বামী'জি।

হুম। জবাবদিহিতার যে প্রাণ -দায়বদ্ধতায়, তাইতো নেই। কারণ জ্ঞান নেই। বিশ্বাস নেই।
জীবনবোধের উপরই তো জীবনের নীতিমালা দাড়িয়ে থাকে। আর জীভন বোধ গড়ে ওঠে বিশ্বাসের ভীতে দাড়িয়ে।

এখন বিশ্বাসেই যখন প্রতারণা, ঠকানো, মানুষকে অবজ্ঞা তখন যা ঘটার তাই ঘটছে,
দায়িত্বের ভারে ট্রুডো সব দেবার পরও বিনয়ে কাঁদছে
আর দায়হীন নেতৃত্ব মিথ্যাচার মানাতে বল প্রয়োগ করার পথে হাটছে ...

আগে বদলাতে হবে আমাদের নিজেদের। তখন নেতৃত্ব আপনাতেই বদলে যাবে।

২২| ২৪ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৮

মলাসইলমুইনা বলেছেন: গন্ড ভেসে যায় তপ্ত জলে
অনুশোচনার, ফিরে আশার, সত্য অনুভবের
দয়া করো ওগো দয়াময়-উসিলায় সাল্লে আ’লার
তোমার রহমতের কোলে তুলে নাও প্রভু।


হ্যা, নিজেদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো মনে হয় উপায় নেই । কবিতায় ভালো লাগা ।

২৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং দয়া করুন।

২৩| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: দেশের রাজনীতি ররাজনীতিকদের নয়, গণ প্রতিনিধিদের নয়, অসাধু, ভন্ড ব্যবসায়ীদের দখলে- এ অবস্থায় রাষ্ট্র একটি সঠিক কর্ম-পদ্ধতি ও দিক নির্দেশনামূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে, এটা আশা করিনি কখনও। তবে, বরবরের মত জনগণ সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে, এটা আশার কথা।

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সেটাই ভরসা এখন।

কিন্তু এতো আপৎকালীন। স্থায়ী সমাধানের জন্য চাই বুঝদার মানুষদের জাগরণ।
জাগবে কি?
দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে, আত্মার আহবানে?

২৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কোবতে ভালো লেগেছে :)

উইকিপিডিয়ার পোস্টটাতে ডিটেইলস চাওয়ায় দিলাম গুগলের ট্রান্সলেট ;)

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ ভায়া যে.........
করোনাকালে ভাল এবং নিরাপদ আছেন আশা করি

অনুপ্রানীত হলাম অনেক অনেক.।

হা হা হা
দিয়েছেন বটে, দানের দায়ে যে আটকে দিলেন ;) ভাবছি শুধিব কেমনে ;)
:)

অনেক অনেক শুভকামনা

২৫| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৩

গন্ধহীন বেলী ফুল বলেছেন: কয়েকবার পড়লাম,মনে হচ্ছে অন্তরের কথা গুলা পড়তেছি।



শেষ পর্যন্ত আপনার নিক খোঁজে পেলাম,আলহামদুলিল্লাহ।

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অভিনন্দন বিজয়ীনিকে :)

অনেক অনেক ধন্যবাদ । স্বাগতম ব্লগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.