নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা মেয়ে - অত তাড়া কিসের ?
বাঁধা সময়ে কি ভালবাসা হয়?
হৃদয়ে হৃদয় বাঁধতে
শরীরে শরীর সাধতেও তো-- সময় চাই
অফুরান । ঝর্ণার মতো উচ্ছল, চঞ্চল
প্রকৃতির কোলে প্রকৃতির সাথে মিলন
তবেই না হবে অবগাহন- একে অন্যে!
কুড়ির মতো ধীরে ধীরে দল মেলে
আলতো দৃষ্টির স্পর্শে জাগিয়ে তুলব তোমায়
বাঁকে বাঁকে দৃষ্টির তীক্ষতায়, উষ্ণতায়
তুমি সর্পিল একেঁবেকেঁ কাৎরাও ভীষন কামনায়
নি:শ্বাস উষ্ণ হতে হতে
অগ্নিগিরি উত্তাপ ঝাঝাল তাপা’ভা গালে
অঙ্গে অঙ্গ ছোঁয়ায় যেন বিদ্যুত চমকায়
শিহরণ কণায় কণায়
ষোলকলা জেগে ওঠে তোমার
জাগিয়ে তোল আমায় হাস্যে, লাস্যে, কামার্ত দৃষ্টিতে
পাপড়ি খসার মতো খসে যায় আবরণ আভরন
সাত সাগর তৃষ্ষায় অধরে অধর হারায়!
আব হায়াতের সন্ধান মেলে দু ঠোটে
তীব্র মিষ্টতা কস্তুরী ঘ্রানে উন্মাতাল স্বাদ
পানোন্মাদনায় দিশেহারা দেহ মন
উতল সন্ধানে উন্মনা - -
মিশে যেতে চায় একে অন্যে
দেহের ভেতর দেহ
শরীরের সাথে শরীর
মনের সাথে মন
অক্টোপাস আলিঙ্গনে পিষ্ট হতে হতে ...
সৃষ্টির আদি অন্তে সৃষ্টির পূর্ণতা
এক পলক -চক্র অবিরাম অন্তহীন অনন্তে গাথা।।
ছবি কৃতজ্ঞতা : সালভেদর ঢালী, গুগল
০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভায়া ...
আপনার ভাললাগা টুকু ছুঁয়ে গেল
শুভেচ্ছা রইল
২| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
অচেনা আগন্তুক বলেছেন: দারুন গভীর কাব্য!
শরীরের ভেতর দিয়ৈ ভাবনার গভীরে টেনে নিয়ে যাওয়া!
অনুভবগুলো খুব তীব্রতায় ফুটিয়েছেন কবি
ভাল লাগলো
০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা রইল
৩| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৪
আখেনাটেন বলেছেন: কবিতা তো নয় যেন কালবৈশাখী ঝড়! ঝড়ের তোড়ে উড়ে গেলুম মনে হচ্ছে!
++++
০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ভায়া যা বল্লেন!
অনুভবে উড়ে যেতে নেই মানা
প্লাসে অনুপ্রাণীত হলাম।
শুভেচ্ছা ।
৪| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
নেওয়াজ আলি বলেছেন: বেশ মন ছুঁয়ে গেল লেখা।
০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া ...
শুভেচ্ছা জানবেন।
৫| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:২৬
সাইন বোর্ড বলেছেন: অনেক ভাল লাগল ।
০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা রইলো
৬| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: ঠিক কি বলে মন্তব্য করবো খুঁজে পাচ্ছিনা।
এমন কাব্যের লহরীতে আমরা যে বড্ড বেমানান...
পোস্টে তৃতীয় লাইক।
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।
০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কাব্যাকাঠিন্যের দায় ঘোচাতে একেবারে জলবৎ তরলং অনুভবে সাতার দিলুম
এখন বাক্য হারা হলে হবে দাদা
এ যে চিরন্তন অনুভব
লাইকের জন্য অন্তহীন ধন্যবাদ
শুভেচ্ছা রইল অফুরান
৭| ০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৬
সোহানী বলেছেন: কবিতার ধারা মনে হয় একটু অন্য দিকে যাচ্ছে । যাক্ সমস্যা নেই.... যা আকাল পড়ছে দিনকাল
ভালো লাগলো বরাবরেই মতো.......
০৬ ই মার্চ, ২০২০ সকাল ৮:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সাইট সিয়িং ট্যুর কি জীবন ধারা বদলে দেয়?
একটু উঁকি ঝুকি দিলাম আর কি? হা হাহা
ভাল লাগায় পরিশ্রম সার্থক
শুভেচ্ছা রইল
৮| ০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৪
সামু পাগলা০০৭ বলেছেন: ইহা আমি কি পড়িলাম! পড়িয়া যাহা বুঝিলাম তাহাতে মাথা ঘুরিতেছে।
সখা, আপনার কি হয়েছে? এসব কি? ব্যাপারস কি?
০৬ ই মার্চ, ২০২০ সকাল ৮:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইহা আমি কি দেখিলাম!
চোখ রড়গে নিলাম!!
আবারো কচলে নিলাম!!!
নাহ সত্যই দেখিতেছি।
সখি'র চরণ আজ অভাগা সখার বাড়ীতে!!
আজ নিগ্গাত সাত কপালের ভাগ্যি নিয়ে ভোর হয়েছে
সেকি সেকি! পড়িয়া শুনিয়া বুঝিয়া তো পুলকিত হইবার কথা
কত সহজ, সরল, সাবলীল করিয়া বয়ান করিয়াছি
হা হা হা
কি করিব সখি,
দেশপ্রেম নিয়া লিখিব সাতান্ন বত্রিশের চোখ রাঙানী
সত্য কথন মহাপাপ- গুম হইবার আতংক
চলমান সমস্য নিয়া বলিলে উন্নয়ন বিরোধী ট্যাগিং
ভাব বাদীতার কথায় কাঠিন্যের অনুযোগ
কি করিব বলো সখি,
অত:পর পৃথিবীর আদি অকৃত্রিম
আদি অন্তের পূর্ণতা চক্রে এক ঝলক অনুভ্রমন
অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আর শুভেচ্ছা অন্তহীন
ভাল থেকো সখি
ভাল রেখো সখি - - -
৯| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভিন্ন মাত্রার কবিতা পাঠ করলাম, গুরু ভৃগু।
আপনার কবিতার গুণমুগ্ধ পাঠক এবং ভক্ত। এটা বারবার বলতে ইচ্ছে করে।
চমৎকার কবিতায় +++
০৭ ই মার্চ, ২০২০ সকাল ১১:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আপনার আন্তরিকতা আর ভালবাসায় প্রীত ভ্রাত
কৃতজ্ঞতা আর ধন্যবাদ অন্তহীন
শুভেচ্ছা অফুরান
১০| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৮:১৩
বিপ্লব06 বলেছেন: ভয়াবহ কবিতা!!!
ভাল্লাগছে!
++++++++
২৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অনেক অনেক ধন্যবাদ ভায়া
মাঝে মাঝে ভুই দেখানি ভালা
১১| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৩
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন। সাথে, তেমনই চমৎকার ও যুৎসই একটি ছবি জুড়ে দিয়েছেন।
সৃষ্টির আদি অন্তে সৃষ্টির পূর্ণতা - কথাটার গভীরতা মাপতে হলে চোখ বুঁজে চিন্তা করতে হয়!
কবিতায় ভাল লাগা +।
১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আপনার ভাললাগা আমার অনুপ্রেরণা
হুম। গভীর অনুভবের গভিরতা অনুভব করায় কৃতজ্ঞতা।
প্লাসে আপ্লুত
শুভ কামনা এবং নববর্ষের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।