নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুঞ্জয়ী (শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে)

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

বিজয়ের পূর্বাহ্নে
বিষাদে ভরে যায় মন!

মাঠের লড়াইয়ে যখন পরাজয় সু-নিশ্চিত

কুচক্রিরা আঁকে ভয়ংকর
গোপন নীলনকশা!

রাতের আঁধারে চুপি চুপি নামে হায়েনারা

ঠক ঠক ঠক, চলুন কথা আছে- ছলনায়
রাতের আঁধারে চোখ বেঁধে নিয়ে যায়
সেরা বুদ্ধিজীবি, শিল্পী, সাংবাদিক, ডাক্তার,
প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় শিক্ষক –মেধাবীরা হারিয়ে যায়!

বিজয়ের উষা লগ্নে
অলখে যাতনার এক গহীন গহব্বরে ডুবে যায় জাতি
যারা যায় আর ফেরে না; সময়ের চোরাবালিতে
অদৃশ্য হয়ে যায় ভোজবাজির মতো!

সকলের অগোচরে বধ্যভূমির বাতাস ভারী হয়!
শকুনিরা চাপা উল্লাস করে অন্ধকারে

বিমর্ষ ভোরে লাল সূর্য হতবাক স্তব্দ, বিমর্ষ, শোকাহত

এ শুন্যতা পুরিবার নয়
হে শহীদ জেনো, তোমরা মৃত্যুঞ্জয়ী, অমর আমাদের চেতনায়

বেঁচে আছো বেঁচে রবে অনন্তকাল, অনন্ত শ্রদ্ধায় ।।


ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

ইসিয়াক বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইলো সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইসিয়াক ভায়া

অন্তহীন শ্রদ্ধা অনন্ত কালের - - -

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:




১৪ ডিসেম্বর সহ ১৯৭১ এর মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন আর্কাইভ পোষ্টের লিংক দেয়ায় কৃতজ্ঞতা

অনেক অনেক ধণ্যবাদ ভায়া

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

রাবেয়া রাহীম বলেছেন: শহীদ বুদধীজীবিদের প্রতি অনন্ত শ্রদ্ধা

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ বুবু :)

শহীদ বুদ্ধিজীবিদের প্রতি সশ্রদ্ধ সালাম
উনাদের আত্মার পারলৌকিক মঙ্গল কামনা করছি।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

তারেক ফাহিম বলেছেন: বিনম্র শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবিদের জন্য।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং পারলৌকিক শুভকামনা।

শুধু দিবসে নয়,
সার্বজনীনতায় ছড়িয়ে থাকুক শহীদদের চেতনা - - -

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: আসন্ন বিজয় দিবসে শহীদ ভাষা প্রেমী বুদ্ধিজীবীদের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।
কাব্যে ভালোলাগা।
শুভকামনা প্রিয় কবি ভাইকে।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা :)

শুধু দিবসে নয়,
সার্বজনীনতায় ছড়িয়ে থাকুক শহীদদের চেতনা - - -

শুভেচ্ছা অন্তহীন

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:

বাংলার স্বাধীনতা চাওয়ার কারণে ৩০ লাখ মানুষকে প্রান দিতে হয়েছে; এর মাঝে গ্রামের কৃষক থেকে ইউনিভার্সিটির প্রফেসর আছেন, নীরিহ কুমোর থেকে অস্ত্রধারী মুক্তিযোদ্ধারা আছেন, সবাই আছেন। শিক্ষার কারণে, ১১০০ জনের মত বাংগালীকে আলাদাভাবে "বুদ্ধিজীবি" হিসেবে ৩০ লাখ থেকে আলাদা করা ঠিক হয়নি; এদেরকে একটা সময়ে টার্গেট করা হয়েছিলো; তবে, ৯ মাস পুরো জাতিই টার্গেট হিসেবে ছিলো।

৩০ লাখ শীদের পরিবারগুলোর প্রতি কৃতজ্ঞতা ও সহানুভুতি রলো।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

এক অর্থে আপনার কথা পুরোটাই সঠিক। সাড়ে সাতকোটিই তখন টার্গেট হিসেবে ছিল!
কিন্তু আলাদা ভাবে বুদ্ধিজীবি দিবস ঠিক আছে এই কারণে যে একটা বিশেষায়িত পরিকল্পনাতেই
তাঁদের হত্যা করা হয়েছিল। জাতিকে বুদ্ধিবৃত্তিক ভাবে শুন্য করে দেবার জন্য। নয় মাসের শেষে লগ্নে রাতে আঁধারে যেহেতু উনাদের বিশেষ টার্গেটে পরিণত করা হয়, তােই উনারা বিশেষ সম্মানের দাবী রাকেন বৈকি।

৩০ লাখ শহীদের পরিবার ২ লাখ সম্ভ্রম হারা মা বোন এবং যারা খাবার, আশ্রয় এবং সহযোগীতা দিয়ে মুক্তিযোদ্ধাদের সর্বাত্বক সহযোগীতা করেছেন সকলের প্রতি রইলো কৃতজ্ঞতা।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "নয় মাসের শেষে লগ্নে রাতে আঁধারে যেহেতু উনাদের বিশেষ টার্গেটে পরিণত করা হয়, তােই উনারা বিশেষ সম্মানের দাবী রাকেন বৈকি। "

-ইসলামী ছাত্র সংঘের জল্লাদেরা উনাদের টার্গেট করেছিলো "বুদ্ধির" জন্য নয়, উনাদের "নন্দলাল জাতীয় বক্তব্যের" জন্য; বুদ্ধিমানরা জাতির হয়ে যুদ্ধ করছিলেন, কিংবা শত্রু থেকে পালিয়ে ছিলেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি যেহেতু সশস্ত্র মুক্তিযোদ্ধা এবং সক্রিয় মুক্তিযোদ্ধা- আপনি ভাল জানবেন অবশ্যই।

সেই ক্ষেত্রে জাতিকে অবহিত করাও আপনার নৈতকি দায়ই বটে।
আশা করি শুধু এই দিবস বা হত্যাকান্ড নয়, পুরো মুক্তিযুদ্ধ নিয়েই দিশামূলক সত্যাসত্য ঘটনা নিয়ে
নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধ তথ্যভিত্তিক ঐতিহাসিক বই লিখবেন।

শুভেচ্ছা রইল।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




বিনম্র শ্রদ্ধা সকল শহীদদের প্রতি।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জি এস ভায়া :)

বিনম্র শ্রদ্ধা

শুধু দিবসে নয়,
সার্বজনীনতায় ছড়িয়ে থাকুক শহীদদের চেতনা - - -

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভায়া :)

শহীদদের স্মৃতি প্রেরণা হয়ে আমাদের চালিত করুক সবসময়।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

মনিরা সুলতানা বলেছেন: যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি , এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি ,সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি ....
শ্রদ্ধা সকল শহীদের করকমলে।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন

যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি ,
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি ,সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি ....

শহীদদের স্মৃতি প্রেরণা হয়ে আমাদের চালিত করুক সবসময়।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৬

হাবিব বলেছেন: আপনার সুরে সুর মিলিয়ে বলতে চাই , বেঁচে আছো বেঁচে রবে অনন্ত কাল, অনন্ত শ্রদ্ধায়

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি ,
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি ,সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি ....

শহীদদের স্মৃতি প্রেরণা হয়ে আমাদের চালিত করুক সবসময়।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩২

শের শায়রী বলেছেন: খুব অসুস্থ্য লাগে যখন উনাদের কথা ভাবি। হাত বাধা, চোখ বাধা পাশের জন গুলির শব্দে মৃত্যুর জন্য কাতড়াচ্ছে। এরপর আমার পালা। কোন শব্দই উনাদের কষ্টের কথা প্রকাশ করতে পারবে না ভায়া। শুধু অনুভবে। শুধু কষ্ট।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয়ের গহনে অনুভবে
কেবলই চাপ চাপ যাতনা
অস্ফুেট উচ্চারে মন- আহ!

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৯

অব্যক্ত কাব্য বলেছেন: বিনম্র শ্রদ্ধা সকল শহীদদের প্রতি

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি ,
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি ,সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি ....

শহীদদের স্মৃতি প্রেরণা হয়ে আমাদের চালিত করুক সবসময়।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২১

অন্তরন্তর বলেছেন: সকল শহীদদের শ্রদ্ধাঞ্জলি।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি ,
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি ,
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি ....

শহীদদের স্মৃতি প্রেরণা হয়ে আমাদের চালিত করুক সবসময়।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
যুদ্ধে মারা গেলে সেটা নাহয় মেনে নেয়া যেত। পরাজয় নিশ্চিত জেনে জেনেশুনে দেশের শিক্ষিত মাথাদের তালিকা করে মেরেফেলা, এসব কুলাঙ্গার ঘাতক ও ঘাতক সমর্থকরা কুকুরেরও অধম।

যারা বলে ছাত্র সংঘের জল্লাদেরা উচ্চশিক্ষিত বুদ্ধিজীবিদের টার্গেট করেছিলো "বুদ্ধির" জন্য নয়, উনাদের "নন্দলালীয় বেকুবপনার" জন্য। এই শ্রেনির গাধারা প্রকৃতই গর্ধব।
"বুদ্ধির" কারনে টার্গেট না হলে ৬ মাস আগে পরিকল্পনা করে তালিকা রেডি করে রাখা হত না।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
শুনেছি গাধারা নাকি জল খেতে গিয়ে স্বচ্ছ জলে নিজের চেহারা দেখে ফেলে
তাই পানের আগে জল ঘোলা করে পরে পান করে :P
চিরন্তন সত্য অস্বীকারে কোন বাহাদুরি নেই মূর্খতা ছাড়া!


বিনম্র শ্রদ্ধা সকল শহীদানের প্রতি

শুধু দিবসে নয়,
সার্বজনীনতায় ছড়িয়ে থাকুক শহীদদের চেতনা - -

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: কবিতার প্রতিটা লাইন বুকে এসে লাগে।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয়ের গহন থেকে অনুভবে কৃতজ্ঞতা

অনেক অনেক শুভেচ্ছা ভায়া

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

আখ্যাত বলেছেন:
সকল শহীদের প্রতি শ্রদ্ধা

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
যারা জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি ,
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি ,
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি ....

শহীদদের স্মৃতি প্রেরণা হয়ে আমাদের চালিত করুক সবসময়।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে......................।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: - আমার হৃদয় রেখে যেতে চাই. তাদের স্মৃতির চরণে।

অনেক অনেক ধন্যবাদ ভায়া

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

আলমগীর কাইজার বলেছেন: কবিতা ভালো লাগলো। বিজয়ের শুভেচ্ছা।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

শহীদের স্মরণে বিজয়ানন্দ হোক দায়বদ্ধতায় পূর্ন :)

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: তাঁদের জন্য শ্রদ্ধা .....


বিজয়ের এই লগ্নে তো আমার ব্লগে এসো কবি ;)


বিজয়ের শুভেচ্ছা ....

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন শ্রদ্ধা অনন্তকাল - - -

অমন করে বলো নাগো তুমি ;)
হা হা হা

অফুরান শুভকামনা ভায়া

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা !!!

১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

বিজয় দিবসের শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.