নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

আপনি লেখা পাঠিয়েছেন তো? আজ কিন্তু শেষ দিন!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২১

কাউন্ট ডাউন চলছে - - -
আর মাত্র ১৫ দিন!
আমাদের ব্লগারদের দারুন রোমাঞ্চকর আয়োজন “ব্লগ ডে” উদযাপন করতে যাচ্ছি।

দারুন একটা স্মরনিকার কথা আপনারা ইতোমধ্যে জেনেছেন সকলেই।
তাতে লেখা জমা দেবার আজ কিন্তু শেষ দিন!
আপনার লেখাটি পাঠিয়েছেন তো?

নোটিশ বোর্ডের ষ্টিকি পোষ্টের পরও স্মরণ করিয়ে দেয়ার কথা মনে হলো- আমাদের ভুলোমনা আর আলসেমীর জন্য
;)
আমি নিজেই দেই দিচ্ছি করে ৩ তারিখ পার হয়ে গেল! অবশেষে পাঠাতে পারলাম কাল। সম্পাদক মন্ডলীর সিজারিয়ান বৈতরনী পার হলে হয়তো ভূমষ্টি হবে সে সন্তান B-)
যদি না দিয়ে থাকেন এক্ষুনি দিয়ে দিন। কারণ শেষ সময় ৬ ডিসেম্বর রাত ১২ টা।
পরে আফসোস হয়না যেন ;) অন্যান্যবার যা অনেকের কাছে শুনেছি! ইশশ... আলসেমী করা দেয়া হলো না!!

সো, রেডি, সেট, গো..

নিয়মাবলীতে আরেকবার চোখ বুলিয়ে নিন লেখা ফাইনাল পাঠানোর আগে।
কাগু খুশি হতেই পারে অবশেষে ;) কারণ প্রেসের সীমাবদ্ধতায় লেখা বিজয় ফন্টে কনভার্ট করে পাঠাতে হবে যে! হা হা হা
লেখার ফন্ট সাইজ ১৪ এবং অবশ্যই ইনবক্সে না দিয়ে ফাইলটি এটাচ করে দেবেন।
যেহেতু পোষ্ট স্টিকিতে আছে তাই বিস্তারিত তথ্য পুন:উল্লেখ করলাম না।

ব্লগ ডেতে দেখা হবে :)
যদি বেঁচে থাকি
হবে কথা, হবে আড্ডা
হৃদ্যতায় মাখামাখি :)












মন্তব্য ৬৫ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনেক শুভ কামনা রইল

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া

শুভেচ্ছা রইল। আসছেন তো ব্লগ ডেতে?

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩

আলমগীর সরকার লিটন বলেছেন: আশা রাখি

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইনশাল্লাহ
জমিয়ে হবে আড্ডা :)

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

নীল আকাশ বলেছেন: লেখা পাঠিয়েছি। বিজয় নেই আমার। কালপুরুষ ফন্ট আমি ব্যবহার করি অভ্রতে।
ধন্যবাদ।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম অভ্রতো অধীকাংশই ব্যবহার করি।

অনলাইনে বাংলা কনভার্টার আছে অনেক
বিজয় টু ইউনিকোড, ইউনিকোড টু বিজয় কনভার্ট করা যায়!

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

তারেক ফাহিম বলেছেন: শুভকামনা

ব্লগডে সফল হোক।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

সর্বাঙ্গীন সফলতা কামনা সকলেরই :)

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১

জুন বলেছেন: আমি বিজয় ব্যবহার করতে পারি না ভৃগু :(

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনলাইনে বাংলা কনভার্টার আছে অনেক
বিজয় টু ইউনিকোড, ইউনিকোড টু বিজয় কনভার্ট করা যায়

পুরো লেখাটা কপি করে কনভার্টােরর ইউনিকোড বক্সে পেষ্ট করে ইউিনেকাড টু বিজয় বাটনে ক্লিক করলেই কনভার্ট হয়ে যায়।
ব্যাস এখন বিজয় বক্স থেকে লেখাটা ওযার্ডে এনে হালকা কিছু কারেকশন করলেই হয়ে যায়।

তারপরো না হলে আমারে ইনবক্সে পাঠায় দেন ঠিক করি দেই ;)

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১

হাবিব বলেছেন: দেখা হবে ব্লগ ডের অনুষ্ঠানে ইনশাআল্লাহ

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইনশাল্লাহ :)

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ৬ ডিসেম্বর রাত ১২:০০ টা অর্থ শুক্রবার আগামীকাল।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আমাদের ৪ টায় অনুষ্ঠান বললে আসতে আসতে সাড়ে ৫ টা বেজে যায় না ;) তাই

একেবারে জিরো মার্জিনে না যেতেই `আজ' ব্যবহার ভায়া :)
নো ম্যানস ল্যান্ডে পৌছার আগেই পাঠিয়ে দিয়েন কিন্তু :)
শুভেচ্ছা রইল

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই বেশি দিন বাকি নেই। ম্যাগাজিন সময়মতো হাতে যেন পাই আছ ি অপেক্ষায় ।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম... দেখতে দেখতে চলে আসছে

আজ কাল আজ হতে হতে
দৌড়ায় ঘড়ির কাটা
টিক টিক
একদিন হবো মূখোমূখি
আমরা সবাই
ঠিক ঠিক :)

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

শাহিদা খানম তানিয়া বলেছেন: জ্বী ভাইয়া পাঠিয়ে দিয়েছি সদ্য প্রসূত একটি কবিতা :)

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

নব প্রসুতিকে থুরি প্রসুত কাব্য দেখতে আমাদের অপেক্ষা করতে হবে ২০ তারিখ পর্যন্ত!
হা হা হা
অপেক্ষার ফল নাকি মিঠা হয়... তাই র'লাম অপেক্ষায়

শুভেচ্ছা অফুরান

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২২

পদাতিক চৌধুরি বলেছেন: আমি এখনও নিজেকে একজন পাঠক ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
বরং চেষ্টায় থাকবো গুনীজনদের লেখা সমৃদ্ধ ম্যাগাজিনটি কিভাবে সংগ্রহ করা যায় সংগ্রহ করা।

শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবি ভাইকে।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ্যহ... তা বললে হবে কেনু!!!

আপনার একটা লেখা চাইই চাই...
দারুন সিরিজে সবাইকে মাতিয়ে এখন এ কথা বললে কিন্তু কঠিন রাগ করবো দাদা!

জলদি মেইল করুন .... পাঠকতো আমরা সবাই। অপেক্ষায় র'লুম কিন্তু

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: না লেখা পাঠাই নাই।
মন মেজাজ বিক্ষিপ্ত অবস্থায় আনন্দময় কিছু লেখা যায় না।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি কথা ভায়া।

মন মেজাজ খারাপ কেন? ভাল হয়ে যাক। শুভকামনা রইলো।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার পোস্ট পড়ে খুব লোভ হচ্ছে, ভাইয়া। কিন্তু, এই বয়সে পরীক্ষা দিতে ভালো লাগছে না। :P

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি! পরীক্ষা আবার কই? ;)

দ্বিধা ঝেড়ে পাঠিয়ে দিনতো দেখি!
ব্লগ ডেতে আসছেন তো?

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইমাত্র পাঠাইছি

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত্ত দেরি কেনু কবি?

তবু ধন্যবাদ । বেটার লেট দেন নেভার ;)

শুভেচ্ছা।
দেখা হবে ব্লগ ডেতে :)

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠিয়েছি। দেখা যাক কি হয় ?

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ধন্যবাদ ।
দেখা হবে ব্লগ ডেতে :)

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা লিখা পাঠাইছি ভাইজান। অতি অখাদ্য !!
আপনার সাথে কোলাকুলির জন্য অধির হয়ে আছি জনাব।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কি যে বলেন না ভায়া! রম্যের রাজার লেখা অখ্যাদ্য হলে আমরা সব ছাই ভস্ম হয়ে যাব না ;)

ভেষ্ট লাগিয়ে নিতে ভুলবেন না কিন্তু! সকল চাপ যাক ওটার উপর দিয়ে ;)
আহা! কত দিন পর আবার দেখা হবে। উন্মুখ হয়ে আছি ভায়া - - -

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩১

জানা বলেছেন: খুব ইচ্ছে ছিল আমিও একটা লেখা পাঠাবো সামুর মডু ভাইকে :``>> । একখানা কবিতা, সনেট কিংবা নিদেন পক্ষে একটি দু'লাইনের ছড়া :-B । কিন্তু সাহসে কুলালো না B:-/ । কারণ:

১। আমার হাতের লেখা খুব খারাপ :(
২। ব্লগারদের এত এত ভাল লেখা পড়েও আজও দু'কলম ঠিকমত লিখতে শিখলাম না। যা কিছু চেষ্টা করি সব ম্যাঁও প্যাঁও হয়ে যায়। নিজেরই মনে হয় 'গরুর রচনা' লিখেছি :((
৩। খুব ভয় লাগে, কি লিখতে কি লিখবো আর চাঁদগাজী ভাই এসে বকা দেবেন। ওনার বকা শুনলে আমার কান্না পায় :((
৪। আমার মত নিরিহ গোবেচারা ব্লগারকে চাঁদগাজী ভাই বকা দিলে আবার সব ব্লগার স্বপ্রনোদিত হয়ে চাঁদগাজী ভাইকে তাড়া করে ব্লগ কাঁপিয়ে দেবে আর সেই সুযোগে মডু এসে আমাকেই শেষ পর্যন্ত বান মেরে... :((
৫। সারাক্ষণ ভয়ে থাকি- এই বুঝি মডুর কালো হাত আর কালো চশমা এ্যাকটিভ হয়ে গেলো B-) :P
৬। মাঝে মাঝে 'গরুর রচনা' লিখি বলে এখানে অনেকেই আমাকে সহ্য করতে পারেননা। নাম বললে তো অনেক বড় লিস্ট হবে, খাতা অপচয় করার অপরাধে মডুও তেড়ে আসবে :P । তাও নাহয় সাহস করে একটু বলি। যেমন: মাঈনুল ভাই, আরজু পনি, হাসান মাহবুব, জী এস ভাই, কাল্পনিক_ভালবাসা, শায়মা, নেক্সাসভাই, জুন আপু, নীল'দা, বিদ্রোহী ভৃগু....আরও আরও... দুই লক্ষ ছাব্বিশ হাজার... :#) । বলেও ভয় লাগছে, ঐযে বাম দিকে মডু বসে আছে :-/ ! এখন যাই, পরে আবার লুকিয়ে লুকিয়ে এসে অনেক দুঃখের কথা বলবো আপনাদের :|
এইসব গুরুত্বপূর্ণ কারণে আমার আর লেখক হওয়া হলো না :(( ! পোড়া কপাল আমার :(( !

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরি আরি আরি
কি সৌভাগ্যি
ব্লগ রাণীর ব্লগধুলি পড়েছে আঙিনায়!
কি করি কি করি কোথায় যাই ;)

'বাণীয়ে জানা' নিয়ে এখন কি করি!
এটাকে বাঁধিয়ে রাখবো? নাকি ব্লগ ডেতে পাঠ করে শোনাবো ;)
কা_ভা ভাই আপনি নাকি বাম পাশে বসে আছেন! জলদি বুদ্ধি দেন

অজুহাত চলবে না! চলবে না! কিবোর্ডের লেখা খারাপ না ;)
আমরা আপনার লেখা চাই! সামুর সাতকাহন ইতিহাস হয়ে থাকুক স্মরনীকায়!

কারণ পইড়া কানতে কানতে টেবিলের টিস্যু সব শেষ!
ফ্যাচ ফ্যাচ শব্দে সবতে ঘাড় ঘুরাইয়া চায় খালি
ব্লগমাতার বিরুদ্ধে এ নিচ্চয়ই বিরোধী দলের চক্কান্ত! নইলে কাগুর পেইড এজেন্টদের প্রোপাগান্ডা!
আরা সে সবে ডরাইনা! ভিপিএন, টর, ক্রোম দিয়া প্রয়োজনে আবার লড়াই হবে!
মুক্তি যখন পেয়েছি মুক্তি আবারো পাবো। কোন ষড়যন্ত্র বাস্তবায়িত হতো দেবো না ইনশাল্লাহ!

এইরে কেউ আবার মৌলবাদী কইয়া তেইরে আসবে নাতো!:P

লিষ্টি ফিস্টি, আমি সহ সব বাদ। আপনি লেখা না দিলে আমরা কিবোর্ড বিরতি পালন করবো।
লক্ষ লক্ষ লেখকের জনম দিয়ে এমন দুষক! এতো সইবার নয়!
স্মরনিকায় যদি লেখা না পাই- সবাই কিন্তু বলবো- পোড়া কপাল আমাদের!!!!! :(( !:(( !:(( !

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: জানা আপু তুমি জানোনা গরুর রচনাই সকল রচনার উৎস! একজন মানুষ যদি ছোটবেলায় গরু রচনাটা লেখা ঠিক ঠাক শিখে ফেলে মানে সূচনা থেকে উপসংহার অব্দি তাহলে আর রক্ষা নেই। তার লেখক হওয়া ঠেকায় কে? বিশ্বাস না হয় আমাদের হামার ছহি রকেট সায়েন্স পড়ে দেখো। হামাকে বলবো তোমাকে বইটা পাঠিয়ে দিতে। গরুর রচনা শুধু সাকসেসফুল রাইটারই বানায় না তা মানুষের সাকসেসফুল লাইফেরও প্রকৃত উৎস!

হামা এ ব্যাপারে আরও ভালো ব্যাখ্যা দিতে পারবে ! :)

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠিক ঠিক বলেছো শায়মাপু :)

হামা ভাই জলদি আসেন।

জানাপু লিখবে না
এমন কথা মানবো না!

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ সামুর সব নক্ষত্রদের এক কাতারে
সামিল করেছেন দেখছি। দেখছি আর
ভাবছি আমার যায়গা হবেতো!!!
ঠাঁই নাই, ঠাঁই নাই-- ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি--
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা সবাই তারা আমাদের এই সামুর আকাশে
নইলে মোদের তারার সনে মিলব কি স্বত্বে!

কোন ভয় নেই ভায়া
এ যে নূহের তরী সম
সবারে দিয়েছে ঠাই
ভয় নাই কারো ভয় নাই ;)

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৯

রুমী ইয়াসমীন বলেছেন: আমিও অতি মহা সাহস নিয়া একখানা ম্যাঁওপ্যাঁও লিখা জমা দিয়েছি লেখা দিতে হবে এই নিয়ম মেনে আরকি! :P
তবে আমাকে লিখা দেয়ার সাহস যুগিয়েছেন ব্লগের রম্য বাদশাহ শ্রদ্ধেয় গিয়াস উদ্দিন লিটন ভাইয়া। :)
তাই আমার এই ম্যাঁওপ্যাঁও লিখা জমা দেয়ার অতি সাহসের জন্য আমি কিন্তু একা দায়ী নই। B-)

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাহস যখন করেই ফেলেছো ভয় নেই বোনটি!

হবেই হবে জয়
নিশ্চয় :)

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৯

নীল আকাশ বলেছেন: @ জানা আপু, আমরা সবাই ছোটবেলায় গরুর রচনা পড়ে, মুখস্ত করে, পরীক্ষার খাতায় লিখেই এত দূর এসেছি।
কেউ গরুর রচনা নিয়ে হতাশ হলে ক্লাস ৫এর বাংলা টিচারের হাতের জালি বেতের মনে পড়ে যায়।
শুভ রাত্রী।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ব্লগমাতা তো মজা ছলৈ বলেছেন। আক্ষরিক নেবেন না!
মহামানবের বিনয় থেকে শুধূ নিরবে শিক্ষা নিতে হয় :)

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:০৫

ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগ দিবসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

সকলের জন্য শুভেচ্ছা রইল ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা শুভকামনায়!

শুভেচ্ছা অফুরান

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:০৫

শের শায়রী বলেছেন: সাহস করে লিখতে পারিনি। নিজের যোগ্যতা তো জানি, ভয় হয় এত এত গুনী মানুষ যাদের লেখা দেখে এখনো শিখছি তাদের সাথে লেখা পাঠাবার মত সাহস হয়ে ওঠে নি। তবে ইচ্ছা তো করেই, কিন্তু ওই যে ভাই সাহস নাই।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: একি!
একি! শুনি আজ মন্থরার মূখে!

আপনার লেখার জন্য যদি আলাদা সহস লাগে
আমাদের তো বহু আগেই ইস্তফা দেয়া উচিত ;)
লেখা মিস করলে খবর আছে! দেখা হলেও কোলাকুলি কররুমনা কিন্তু ;)

২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪০

মলাসইলমুইনা বলেছেন: বিদ্রোহী ভৃগু,
আমার একটা প্রস্তাব আছে-সেটা হলো জানা'র জন্য ম্যাগাজিনের একটা বাণী ম্যান্ডেটরি ধরা হোক। সেটা জানা নিজেই লিখবেনা। আর ব্যস্ততার জন্য জানা ম্যাগাজিনের লেখা না দিতে পারলে তার পুরোনো অনেক সুন্দর সুন্দর লেখা থেকে একটা লেখা সম্পাদক মণ্ডলী ম্যাগাজিনের জন্য বাছাই করুন। জানার লেখা ছাড়া ম্যাগাজিনটা ভালো লাগেব না। এই ব্লগের প্রতিষ্ঠা আর সমস্ত ঝড় ঝঞ্ঝা সামলে সামুকে এতদূর আনার সমস্ত কৃতিত্ব তার একারই প্রায়। তার লেখা ব্লগারস ডে ম্যাগাজিনে অবশ্যই থাকা দরকার বলেই আমি মনে করি যেহেতু এরকম ম্যাগাজিন আগে আর কখনো করা হয়নি । আর সেটাই জানাকে ব্লগারদের পক্ষ থেকে শ্রদ্ধা জানবার একটা ভালো পথ হতে পারে। জাদিদ সাহেবকে একটু জানিয়ে দেবেন আমার প্রস্তাবটা ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন প্রস্তাব

সকলেই সমস্বরে সহমত।


জাদিদ ভাই দৃষ্টি আকর্ষন করছি।

২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

শাহিদা খানম তানিয়া বলেছেন: @জানাপু আমরা সবাই ব্লগ ম্যাগাজিনে আপনার কিছু একটা লেখা পেয়ে খুশি হতে চাই। আপনার লেখা ছাড়া ম্লান হয়ে পরবে। ভালোবেসে আমিও অনুরোধ করলাম।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সহমত।

অনেক অনেক ধন্যবাদ
আশঅকরি জানাপু এবং মডু প‌্যানেল ব্লগারদের এ চাওয়া পূর্ণ করবে।

২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাত ১০টার একটু আগে অনেক তাড়াতাড়ি লিখে পাঠালাম,
সময়ের কাজ সময়ে করাটাই উত্তম,
দেখা যাক, কাভা ভাই, জানা আপু কি করে ।
.........................................................................
ও হ্যাঁ নিবন্ধন করা হয়ে গেছে, যদি ও আমি এখন বিদেশে ।
আশাকরি ব্লগ-ডে তে দেখা হবে ।
..........................................................................

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও

:)

দারুন। হুম দেখা হবে ব্লগ ডে তে, ইনশাল্লাহ

২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: শুভকামনা রইলো ।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৮

ফাহমিদা বারী বলেছেন: অনেকদিন ধরেই কিছু লিখতে পারছিলাম না।

গতকালই নতুন একটা গল্প লিখে ভাবলাম পাঠাবো। এদিকে দেখছি সময় শেষ! :(

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! বিশাল মিস...


দারুন কথাশিল্পীর কথা থেকে বঞ্চিত হবো!!!
ইশশ

কিছু লেখার সংশোধনি সহ পাঠােনার কথা দেখলাম গ্রুপে আলাপ হচ্ছে!
লেট লতিফ হিসেবে সুযোগ টা নিয়ে নিতে পারেন কিনা দেখেন ;) হা হা হা

২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

জুল ভার্ন বলেছেন: যেসব ক্যাটাগরিতে লেখা আহবান করা হয়েছে তার কোনো পদেই আমি নাই!

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সেকি ভায়া! একি করে সম্ভব!

আপনার মতো শক্তিশালী লেখক তা বললে কি মানায়?

২৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫১

ফয়সাল রকি বলেছেন: আমারো হাতের লেখা খারাপ। আমিও পাঠাইনি বোধহয়।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ;)

কি বোর্ডের লেখা কিন্তুক খারাপ না ;)
হা হা হা

লেখায় না পেলে সিরিয়াসলি মিস করবো!

৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

আকতার আর হোসাইন বলেছেন: লেখা পাঠিয়েছি। আমি সচরাচর সময় ও যত্ম নিয়ে লিখি না। হুটহাট লিখে ফেলি। মোবাইলের কি বোর্ডে বিরতিহীন লিখি। যা আসে তাই।

তবে ব্লগ ম্যাগাজ্জনের জন্য সময় ও যত্ন নিয়ে লিখেছি।

আমি ঢাকার বাইরে থাকায় আসতে পারছি না এত্ত সুন্দর একটা একটা মিলনায়তন অনুষ্ঠানে।।। আফসোস। আফসোস।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আফসো আর আফসোস!

সত্যিই আফসোসই বটে।

আপনার যত্নের লেখা পাঠের অপেক্ষায় :)

৩১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: না, ভাইয়া। এইবারে মিস করতে হচ্ছে।

ভালো থাকুন নিরন্তর।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: উহু.. মিস...

সো স্যাড!

হুম ! আপনিও ভাল থাকুন।

৩২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭

জানা বলেছেন: মলাসইলমুইনা বলেছেন: বিদ্রোহী ভৃগু,
আমার একটা প্রস্তাব আছে-সেটা হলো জানা'র জন্য ম্যাগাজিনের একটা বাণী ম্যান্ডেটরি ধরা হোক। সেটা জানা নিজেই লিখবেনা।


কী সর্বনাশ! 'বাণী'? সেটা তো রাষ্ট্রপতি, প্রধাণমন্ত্রী বা আবুল মাল'দের মত 'বড় বড়' মানুষের কাজ :P । আর আমার কথা অন্যেরা লিখে দেবেন আমার নামে? সে কি! এ,তো গোলাপী রঙের ফুরফুরে শাড়ী পরে প্যাডিকিওর করা পায়ের ওপর পা তুলে বসা খুব উঁচু থেকে নীচে হুকুমজারি করা বিশিষ্ট মানুষদের জন্যে :`> । আমাকে এই মহাবিপদে ফেলতে চান কেন ভাই :-/ ? আমি ছোট মানুষ, আমাকে মারবেন না :-/

'ব্লগের প্রতিষ্ঠা আর সমস্ত ঝড় ঝঞ্ঝা সামলে.....।' ঝড় ঝঞ্ঝা লামলানোটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আর এটা সামলানো সহজ হতো না যদি আপনারা পরোক্ষভাবে হলেও সাথে না থাকতেন। সেই শুরু থেকে আজ অব্দি একের পর এক ছোট বড় নানান উপদ্রব চলেই আসছে। আপনারা তো কেউ আমাকে একা রেখে চলে যাননি কখনও। তাই সব কৃতিত্ব আমার একার হবে কেন? আমি এখানে খুব জরুরী একটা কথা বলি, 'আমি' আর 'আমরা' এই দু'টো শব্দের মধ্যে শক্তির যে বিশাল পার্থক্য তা আমি খুব ছোটবেলা থেকেই বুঝতে শিখেছি। 'আমরা' আমার খুব পছন্দের শব্দ। শুধু উচ্চারণেই আমি শক্তি অনুভব করি। এ জন্যে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা রয়েছে আমার।

সকলের এত এত ভালবাসার মূল্য অনেক। ধারণ করার গৌরবটুকু আমার আছে বৈকি! অশেষ ভালবাসা সবার জন্যে। আনন্দ ভাগাভাগিতে ১১তম বাংলা ব্লগ দিবস সুন্দর হোক, সফল হোক।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরাতো শক্তি সতত প্রমাণিত।

আমরার প্রতি আপনার বোঝা, ভালবাসা আর ধারন করার চিহ্ণ আমরা সবসময়ই অনুভব করি।

তারপরো, আপনার লেখনি আমাদের সমৃদ্ধ করবে এই আশাতেই সকলের আন্তরিক অনুরোধ।
আশা করি এই 'আমরার' অনুরোধকেও ভালবাসায় ধারন করবেন।
'আমরা' দের কষ্ট দেবেন না ;)

শুভকামনা অন্তহীন।

৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

খায়রুল আহসান বলেছেন: ব্লগ ডে-২০১৯ উদযাপনে আপনার আনন্দ, উচ্ছ্বাস আর উল্লাসের ভাগীদার হতে আপনার এ পোস্টে কিছুটা দেরীতে হলেও, এলাম এবং আমার ভাল লাগার প্রতীকটি (+) রেখে গেলাম।
লেখা তো দিয়েছি, সেই আলসেমী এর কারণেই শেষ সীমার কয়েক মিনিট আগে। তবে জানিনা, সেটা নির্বাচনী বৈতরণী পার হতে পারবে কিনা। পারুক বা না পারুক, ব্লগ ডে আড়ম্বরে পালিত হচ্ছে, স্মারক সাময়িকীও বের হচ্ছে- এটাই বড় আনন্দের কথা।
মূল আয়োজকরা এটা আয়োজন করতে গলদঘর্ম হচ্ছেন তাতে সন্দেহ নেই, এজন্য তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। কিন্তু তাদের পিছু পিছু আপনিও যে সময়মত সবকিছু সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন, এজন্য অবশ্যই আপনারও ধন্যবাদ প্রাপ্য।

ভাল লাগলোঃ
* জানা এর কথাগুলো (৩২ নং মন্তব্য), যা আমার জানাই আছে।
* ২৭ নং প্রতিমন্তব্য
* "গরুর রচনা" সংক্রান্ত শায়মা এর ১৭ নং এপিক মন্তব্যটি - "গরুর রচনা শুধু সাকসেসফুল রাইটারই বানায় না তা মানুষের সাকসেসফুল লাইফেরও প্রকৃত উৎস!"
* ১৬ নং মন্তব্য, বিশেষ করে "ওনার বকা শুনলে আমার কান্না পায়" বাক্যটি।
* "ম্যাঁও প্যাঁও" বিশেষণটি ইতোমধ্যে সার্বজনীনতা পেয়ে গেছে, এটা দেখে। এটা একটি ট্রেডমার্ক টার্ম।
* "তারপরো না হলে আমারে ইনবক্সে পাঠায় দেন ঠিক করি দেই" - অত্যন্ত চমৎকার এ সহযোগিতার মনোভাব (৫ নং প্রতিমন্তব্য)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.