নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ডে ২০১৯ : আমি আসছি। আপনি?

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

অবশেষে নিবন্ধনটা সেরেই ফেললাম।
কূপনটা পেয়ে দারুন অনির্বচনীয় আনন্দে মন ভরে উঠলো।
আমি পেয়েছি। ইহারে পেয়েছি - - -

আমি আসছি - - -আপনি আসছেন তো?



নিবন্ধনের শেষ তারিখঃ ডিসেম্বর ১৪।
বিকাশ নাম্বারঃ ০১৭০৭০০৮২১৭
বিকাশ করার পর, নিজের নাম, ব্লগ নাম ( শতভাগ গোপনীয়তা বজায় রাখা হবে) মোবাইল নাম্বার, যে নাম্বার থেকে বিকাশ করা হবে সেই নাম্বার [email protected] ঠিকানায় মেইল করে জানাতে হবে অথবা ফোন করে নিশ্চিত করতে হবে।
এই নিশ্চিত করনের সময় আপনাকে একটি নিবন্ধন নাম্বার ও রিসিপ্ট দেয়া হবে। এটা সংরক্ষন করতে হবে।
এছাড়া যদি কেউ বিদেশ থেকে টাকা পাঠাতে চান, তিনি আমাদের সাথে যোগাযোগ করলে, আমরা এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করব।

স্মৃতিতে ব্লগ দিবস ১৮
তখন সামু বন্ধ। চাপ চাপ উত্তেজনা। এবছর কি নিরবেই যাবে ব্লগ ডে!
জাদিদ ভায়ার ফোনে কনফার্মতো করে দিলাম। সামু বন্ধ! তাই এক অজানা আশংকা মনে।
অত:পর সকল শংকা ফু দিয়ে উড়িয়ে বিসমিল্লাহ বলে চলে এলাম পরীবাগ!
ইতিউতি খোঁচা দা সার্চ!
অমা এতো বাড়ীর পাশে আরশী নগর খোঁজার মতো!
উঠতে উঠতে উঠে গেলাম ছাদে!


আহা কত মানুষ? কে কোনটা? কেমনে কি.. ভাবতে ভাবতেই সারথী ভায়ার আলিঙ্গনে, জাদিদ ভায়ার বলিষ্ট কোলাকুলিতে মুহুর্তে
ই যেন কত আপনার জন সব। তারপর এক ইতিহাস!
নিমচাঁদ ভায়া, হামা ভায়া, তানিম ভায়া, লিলিয়ান আপু, আনোয়ার ভায়া, পুচ্চি মুনি মৌরি হক দোলা, রসায়ন ভায়া, সাইনবোর্ড ভায়া সর্ব বয়োজেষ্ঠ এস এম ইসমাইল, সবার প্রিয় আহমেদ জি এস ভায়া ... আহা কত কত তারকার ভীরে হারিয়ে গেলাম। বুদ হয়ে রইলাম।

২০১৯
আবার এলো সে মাহেন্দ্র ক্ষন।
ডিসেম্বর চলে এসেছে । কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে - -
আর মাত্র ১৯ দিন।

পরই আসছে সে উষ্ণ আনন্দের প্রহর। এবার মুক্তি আনন্দে তা আরো বহুগুনে বর্ণিল হবে বলেই বিশ্বাস!
তবে উত্তেজনা কিন্তু মোট্ওে কম না। সেই প্রথম ছোঁয়ার মতোই আবারো মিলনের আনন্দের স্বপ্নে তির তির কাঁপছে বুক।
প্রতিদিনই ব্লগগ্রুপে নিত্য নিথ্য আপডেট দেখি আর উত্তেজনা বাড়ে। রোমাঞ্চিত হই.. কাংখিত দিনের স্বপ্নে!


২০১৯ ব্লগ ডে নিয়ে কিছু আপডেটস ....

>> লেখা জমা দেয়ার শেষ তারিখ ৬ ই ডিসেম্বর। এটা কোনভাবেই আর বাড়ানো সম্ভব হবে না। সুতরাং দ্রুত আপনাদের লেখা পাঠিয়ে দিন।

>> সকলের দৃষ্টি আকর্ষন করছি
আপনারা নিশ্চয়ই জানেন, ব্লগ দিবস উপলক্ষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি অংশ আছে। এখানে পেশাদার শিল্পীরা অংশগ্রহন করবেন।
পাশপাশাই, আমাদের ব্লগারদের মধ্যে যদি কেউ গান বা নাচের ব্যাপারে আগ্রহী থাকেন, তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য যে, আমাদের নিজস্ব বাদক দল থাকবে। তবে আমাদের মধ্যে যদি কেউ কোন বাজনা যেমন হারমোনিয়াম, তবলা, গিটার, তানপুরা, দোতরা, বাঁশি ইত্যদি বাজাতে পারেন তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগের অনুরোধ রইল।
কবি এবং আবৃতিকার দুইটা আলদা স্বত্তা। যদি কেউ কবিতা আবৃতি করতে চান, তাহলে দ্রুত যোগাযোগ করতে হবে। আমাদের আবৃতি নিয়ে একটি বিশেষ সেগমেন্ট আছে। আশা করি সেই অংশটা আমাদের ব্লগাররা দারুন পছন্দ করবেন। বলা যায় অনুষ্ঠানের অন্যতম সেরা অংশ হতে পারে এটি।
আমরা দ্রুত এই বিষয়ে আপনাদের কাছ থেকে সাড়া চাইছি কারন - আমাদের অনুষ্ঠানটির সময় ব্যবস্থাপনা ও আইন শৃংখলা বাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমুতির জন্য চিঠি দিতে হবে।
সবাইকে ধন্যবাদ

>> ব্লগ দিবসে যিনি উপস্থিত হলে সবাই সবচেয়ে বেশি অবাক হবেন, তিনি আজকে নিবন্ধনের জন্য মেইল পাঠিয়েছেন। :D
ভদ্রলোক উপস্থিত হলে, জায়গা দিতে পারব না। উনি অবশ্যই ব্লগার। প্রবাসী।

>> ব্লগ ডে ২০১৯ - ১৯ শে ডিসেম্বর - আপডেট - ০১ (যারা বিস্তারিত জানেন না -তাঁদের জন্যে পুরো নিয়মাবলী আরেকবার )

বিষয়ঃ ব্লগ ডে উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনে লেখা জমা দেয়ার আহবান এবং ব্লগ ডে অনুষ্ঠানের খসড়া পরিকল্পনা।

প্রিয় সহব্লগারবৃন্দ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৯শে ডিসেম্বর ব্লগ ডে উপলক্ষে ব্লগারদের নির্বাচিত লেখা নিয়ে একটি ম্যাগাজিন প্রকাশিত হতে যাচ্ছে। আগ্রহী সকলকে লেখা জমা দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যে সকল বিষয়ে আপনারা লেখা পাঠাতে পারেন তা হচ্ছেঃ
১) ফিচার / প্রবন্ধ, ২) ছোট গল্প , ৩) কবিতা, ছড়া, ৪) ভ্রমন কাহিনী ৫) স্মৃতিচারন, ৬) রম্য, স্যাটায়ার
শব্দসীমাঃ
এখানে উল্লেখ্য যে, আমরা যে কোন লেখার ক্ষেত্রে কোন নির্দিষ্ট শব্দ সংখ্যা বেঁধে দিচ্ছি না তবে অনুরোধ থাকবে ১৫০০ শব্দের একটা সীমারেখা মাথায় রেখে লেখা জমা দেয়ার জন্য। ১৫০০ শব্দের যে কোন লেখার ক্ষেত্রে সম্পাদক মন্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
সম্পাদক মন্ডলিঃ
এই ম্যাগাজিনের সম্পাদক হিসেবে একটি প্যানেল থাকছে। এতে নিজ নিজ প্রেক্ষাপটে অভিজ্ঞ, খ্যাতিমান ব্লগারদের সম্পাদক হিসেবে রাখা হয়েছে। সম্পাদনা, লেখা নির্বাচনের প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার খাতিরে, আমরা এই মুহুর্তে সম্পাদক মন্ডলীর নাম প্রকাশ করছি না এবং সম্পাদক মন্ডলীরাও জানবেন না তিনি কার লেখা পড়ছেন। সম্পাদকদের বিচারের যে সকল লেখা নির্বাচিত হবে, শুধুমাত্র সেই সব লেখাই প্রকাশ করা হবে। সম্পাদকমন্ডলীর নাম অনুষ্ঠানের দিন ঘোষনা করা হবে।
লেখা পাঠানোর নিয়ম এবং সময়ঃ
যদি কেউ সরাসরি মেইলে বা পিডিএফ করে লেখা পাঠান তাহলে তা গ্রহনযোগ্য হবে না। যদি সম্ভব হয়, তাহলে লেখাটি বিজয়ে কনভার্ট করে দিতে ভালো হয়, না দিতে পারলে প্রতিটি লেখা ওয়ার্ডের ফাইলে ১৪ ফন্টে লিখে এটার্চ করে জমা দিতে হবে।
লেখা জমা দেয়ার শেষ তারিখ - ৬ ডিসেম্বর, রাত ১২টা। যদি কেউ এর পরে লেখা জমা দেন, তা গ্রহনযোগ্য হবে না।
লেখা পাঠানোর ঠিকানাঃ
[email protected]

....................:ব্লগ ডে অনুষ্ঠানের খসড়া পরিকল্পনা:....................
১৯ ডিসেম্বর দিনটি বৃহঃস্পতিবার হওয়াতে এবং সকল ব্লগারদের অংশগ্রহন নিশ্চিত করতে আমরা একদিন পিছিয়ে ২০ ডিসেম্বর, শুক্রবার ব্লগ দিবস অনুষ্ঠানের আয়োজন করছি।
১। স্থানঃ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ
২। অনুষ্ঠান সূচীঃ
বিকাল ৩ঃ০০ - ৪ঃ১৫
ব্লগারদের আগমন, পরিচয় পর্ব, অনুভুতি প্রকাশ।
বিকাল ৪ঃ৩০ - ৫ঃ৩০
আমন্ত্রিত অতিথীদের নিয়ে আলোচনা সভা ও ম্যাগাজিন মোড়ক উম্মোচন
বিকালঃ ৫ঃ৩০ - ৬ঃ০০
চা বিরতি, হালকা নাস্তা।
সন্ধ্যা ৬ঃ০০ - ৭ঃ৩০
সাংস্কৃতিক অনুষ্ঠান
সন্ধ্যা ৭ঃ৩০
রাতের খাবার পরিবেশন।
রাতঃ ৮ টায়
পুরুষ্কার বিতরনী এবং সমাপনী বক্তব্য।

ব্লগ ডে সফল হোক।
সামুর চলার পথে বর্নিল, সুন্দর, সমৃতিময় এক মাইলফলক হয়ে থাকুক ২০১৯ ব্ল ডে।


মন্তব্য ৮৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: ব্লগ ডে'তে আপনি কি করবেন?
নাচ? গান? আবৃত্তি?

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

না ভায়া। সবগুলো উপভোগ করবো ;)

আসছেন তো?

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

পদাতিক চৌধুরি বলেছেন: শুরু হোক পথচলা।
আসন্ন বাংলা ব্লগ দিবসের সার্বিক সাফল্য কামনা করি। আপনার/সকলের সবান্ধব উপস্থিতিতে দিনটি দারুণভাবে উপভোগ্য হয়ে উঠুক কামনা করি।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
শুরু হলো দিন গণনা!

শুভকামনায় ধন্যবাদ প্রিয় দাদা।
এবার না পেলেও সামনে আশা করি দেখা হবে :)

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর আয়োজন।
থাকতে পারলে ভালো লাগতো।
সবার জন্য শুভকামনা।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

শুভকামনায় কৃতজ্ঞতা।
আমরা্ও মিস করবো আপনাকে !

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: আমিও রেজিষ্ট্রেশন করেছি, চেষ্টা করবো আসার, দেখা হবে ইনশাল্লাহ

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও :)

গ্রেট! ইনশাল্লাহ দেখা হবে :)

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭

ইসমাঈল আযহার বলেছেন: বড়দের মধ্যে তো আর ছোটদের খুঁজে পাওয়া যাবে না। তাদের কেয়ার কেউ করবে কি না কে জানে। ভাবছি আসব। আবার ভাবছি আসব না।

জ্বী, ব্লগ ডে সফল হোক

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছেড়ে সব দ্বিধা
মুছে মনো ধাধা
চলে এসো দাদা ;)
ছোট বড় নেই হেথা ভালবাসায় বাঁধা :)

এসেই সেই সাফল্যের অংশ হয়ে যান :)

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

অধীতি বলেছেন: রেজিস্ট্রেশন করার পরে যদি না আসতে পারি সেক্ষেত্রে কি ম্যাগাজিন পরে সংগ্রহ করা যাবে?

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সে আশাতো করতেই পারি।

তারপরো কা-ভা ভায়ার দৃষ্টি আকর্ষন করছি।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখা হবে আশাকরি। দেখা হবে .....

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম.. সে আশায় সে স্বপ্নে
কাটবে বাকী দিন
মিলনের মাহেন্দ ক্ষনে
ঘুচবে সব তৃষ্ণার ক্ষণ। :)


৮| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইসমাঈল আযহার বলেছেন: বড়দের মধ্যে তো আর ছোটদের খুঁজে পাওয়া যাবে না। তাদের কেয়ার কেউ করবে কি না কে জানে। ভাবছি আসব। আবার ভাবছি আসব না।

ভাই কি বললেন এটা ! :(
আপনি আশা করছি , আমি এবার ভালো একটা মন্তব্য করবেন এবং আসবেন। আপনার সাথে দেখা হবে। শুভকামনা।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সহমত।

আশা করি দ্বিধা ঝেড়ে
উনি আসবেন দৌড়ে :)

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

হাবিব বলেছেন:



@ অধিতি, কা_ভা ভাই বলেছেন, কেউ যদি উপস্থিত না থাকতে পারেন তাহলে তার ঠিকানা দিলে কুরিয়ার করে পাঠিয়ে দেয়া হবে। অথবা তিনি চাইলে পরবর্তীতেও সংগ্রহ করতে পারেন।

@ ভৃগু ভাই, আমিও রেজিস্ট্রেশন করেছি। আসবো ইনশাআল্লাহ। আপনার সাথে কোলাকুলি করারও ইচ্ছা আছে। সে যাই হোক, আপনি কেন একা আসবেন? আরো কাউকে সঙ্গী বানান।

আমি একটি কবিতা আবৃতি করতে চাই। তবে সমস্যা হচ্ছে আমি সবার সামনে, বিশেষ করে এতো গুণীজনের সামনে পারবো কি পারবো না ভয়ে আছি। আগে কখনো আবৃতি করিনি যদিও।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

কা-ভা ভাইয়ার পক্ষে আপডেটে কৃতজ্ঞতা।
ইনশাল্লাহ
হা হা হা

দারুন কথা। আবৃত্তি করতে চাইলে অবশ্যই আগে জানিয়ে রাখুন। অনুষ্ঠান সূচির জন্য এটা খূবই জরুরী।
ভয়কে করুন জয়। সবকিছুই তো প্রথমবার থাকে কোন একসময়। তো আবৃত্তির প্রথমবার হয়ে যাক ব্লগ ডেতে :)

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগ দিবসের চমৎকার আপডেট দেয়ার জন্য ধন্যবাদ ।

নিবন্ধন নেয়া হয়েছে । উপস্থিতির জন্য সচেষ্ট থাকব।

ব্লগ দিবসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ।

নিবেদিত প্রাণ সংগঠকদের প্রতি রইল শুভেচ্ছা ।



০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়া্ও :)

গ্রেট নিউজ।
অপেক্ষায় থাকলাম জ্ঞানীর দর্শন্ও ভাগ্যির।
অন্তহীন মুগ্ধতার মানুষটাকে বুকে নিতে পারবো-ভেবেই পুলকিত হচ্ছি :)

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

নতুন বলেছেন: মিস করবো । :(

বিদেশে কামলা দিলে অনেক কিছুই মিস করতে হয় :)

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে!

চিন্তা নাই ভায়া। থাকবেন সকলের ভালবাসায়। লাইভে অথবা পোষ্টে!
দেশে ফিরে আসলে পরে সুদে আসলে হবে ভাবের বিনিময় :)

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আশা করছি আল্লাহ চাহেত
হাজির হবো।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আমাদের প্রিয় ঐতিহাসিক তথ্য উইকি ভায়াকে পাচ্ছি তাহলে! ইয়া হু...
কথা হবে মন খুলে :)

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনে হচ্ছে আপনাকে নিয়ে
এযাবৎ ২৭জন নিবন্ধন সেরেছে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

রুমী ইয়াসমীন বলেছেন: ব্লগ ডে ২০১৯ পরিপূর্ণ উৎসবে আনন্দ মুখরিত ও সাফল্যমন্ডিত হোক এই শুভপ্রত্যাশা করি।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: খালি শুভ প্রত্যাশায় হইবো? হইবোনা।

রেজিঃ করা চাই!
নইলে কিন্তু ....

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

রাবেয়া রাহীম বলেছেন: সরনীকার জন্য লেখা পাঠিয়েছি। নিবন্ধন করার ইচ্ছা আছে । দোয়ার দরখাস্ত রইলো ভাইজান।

নিবন্ধনের ইরাম একখান ছবি দিয়ে আমিও পুসট দিবার চাই =p~

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: গ্রেট!
বুবুজান সবসময় ফার্ষ্ট ;)
দোয়া সব সময় --- অফুরান

আহা! জলদি পোষ্ট দা্ও। আমরা্ও পরানটা জুরাই :)

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

জুল ভার্ন বলেছেন: দেখা হবে ইন শা আল্লাহ।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ভাবতেই ভাল লাগছে।

আহা! কবে আসবে ২০ তারিখ ;) হা হা হা

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

মলাসইলমুইনা বলেছেন: দেখা হবে নাতো চক্ষু মেলিয়া
ঘর হইতে দুই পা ফেলিয়া ।
শুভ্র বরফে বন্দি
করি যতই ফন্দি
দেখা হবে না হাসিয়া খেলিয়া !

( ট্যাগোরের সহযোগিতায় মত প্রকাশ করা হইলো )

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে!

বরফে আটকে গেলেন? তবে তো গ্রীস্মকাল পর্যন্ত অপেক্ষা করিতে হইবেক ;)

এইবার না হোক
আবার
আবার
কোন একবার
হয়তো মৃত্যুর আগে
সবার সাথে দেখা হইবার সাধ জাগে ;)

(কারো সহযোগীতা ছাড়া ;) ) হা হা হা

১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



সবকিছুই সুন্দরভাবে এগুচ্ছে, সুন্দর হোক এই মিলনমেলা!

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আপনার কামনা পূর্ণ হোক।

আপনাকে পাচ্ছি কি?
নাকি তা হবে সারপ্রাইজ ভিজিট!

তেমন হলে বলার দরকার নেই। মাঝে সাঝে সারপ্রাইজ পেতেও ভালই লাগে ;)
সুস্থ থাকুন। ভাল থাকুন।

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি রেজিস্ট্রেশন জন্য বিকাশে টাকা পাঠালাম ।
..........................................................................
তবে এখনও রিসিট পাই নাই, যেহেতু
দেশের বা্হিরে আছি,
আসবো ইনশাআল্লাহ।
...............................................
২০১৯ ব্লগ দিবসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুনস!

রিসিট তো মেইলে বা ইনবক্সেও পেতে পারেন। কুন সমস্যা নইক্যা!

ইনশাল্লাহ দেখা হবে।

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আইবেন আর আমি আ'মু'না এইটা হয় ?

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

রম্য বাদশার অসাধারন রম্য পোষ্টে হাজিরা দিয়ে এনু ;)

দারুন বুদ্ধি দিয়েছি- বিফলে মূল্য ফেরত টাইপ :P

২১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৫

কিরমানী লিটন বলেছেন: যেমন ধরো গোল পৃথিবীর
ভাবনা কি আর চৌকা হয়
নদ শুকালে চরের বুকে
পাল তুলে কি নৌকা বয়?

অন্য কোন ইস্যু নিয়া
অন্যদিকে হাঁটি
তোমরা সবাই আকাশ নিলেও
আমার চাওয়া মাটি।

মাটির বুকে স্বপ্ন বুনে
আশায় কাটাই কাল
ফাগুন এলে রক্তবীজে
ফুল ফোটাবো লাল।

লাল গোলাপের সেই সুবাসে
ভরবো আমার মন
ও পৃথিবী কানে কানে
একটা কথা শোন।

প্লট নেবো না ফ্ল্যাট নেবো না
দেখছি উজানভাটি
আমি শুধু বুকিং দিলাম
সাড়ে তিনহাত মাটি।

ব্লগডেতে হাজিরা না দিয়ে- কবরে যাচ্ছি না। দেখা হবে প্রিয় শ্রদ্ধাভাজন।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়া্ও

অসাধারন ছড়ায় দারুন ভাললাগা!

ইনশাল্লাহ!
এক প্রানময়তায় পূর্ন ব্লগ যে হবে বলিই মনে হচ্ছে!
এত্ত এত্ত প্রিয় মূখ! আহা সময় বুজি কম পড়ে যাবে - ভয় হচ্ছে !
শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধাস্পদেষু :)

২২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৭

রুমী ইয়াসমীন বলেছেন: লেখক বলেছেন: খালি শুভ প্রত্যাশায় হইবো? হইবোনা।

রেজিঃ করা চাই!
নইলে কিন্তু ...."

হা হা হা... ভাইয়া আমি গতকাল নিবন্ধন করে ফেলেছি :)

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়া্ও!

দ্যাটস লাইক আ গুড গার্ল :)

তুই কিন্তু যাসনে ভুলে
ভাইয়াটাকে তারকা মে’লে
অতি সাধারণ বলে হেলায়
দিসনে ফেলে অবহেলায় ! ;)

২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩০

আশরাফ আল দীন বলেছেন: স্বরচিত কবিতা আবৃত্তির ইচ্ছে। নামটা কি টুকে রাখবেন?
সংকলনের জন্য লেখা পাঠিয়েছি। রেজিস্ট্রেশন শেষ করবো দ্রুত।
আসার ইচ্ছে প্রবল।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার তথ্য ফরোয়ার্ড করে দিয়েছি।
তারপরও আপনি রেজি: করার পর জাদিদ ভায়াকে কনফার্ম করে দিবেন আপনার অংশগ্রহনের বিষয়ে।

ইনশাল্লাহ দেখা হবে আপনার আবৃত্তি শোনা হবে। :)
শুভেচ্ছা রইল।

২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না আমিও দুই,এক দিনের মধ্যে করে ফেলবো ভাবছি । :)

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

শুভস্য শীঘ্রম

সেরে ফেলুন ভায়া।
আবার জমবে মেলা বটতলা হাটতলা অনুভবে
এবার জমবে ব্লগ ডে জমবে পরীবাগে :)

২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৭

নতুন নকিব বলেছেন:



শুভকামনা, পোস্ট দিয়ে সবকিছু গুছিয়ে বলায়। সফল এবং স্বার্থক হোক এবারের মিলনমেলা। উপস্থিত থাকার একান্ত ইচ্ছে। দেখা যাক, শেষপর্যন্ত....। +++

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া।

আমরা আমরাইতো :)
সেরে ফেলুন নিবন্ধন!
চলে আসুন তারার মেলায়
আমরা সবাই তারা আমাদেরই তারার রাজত্বে চেতনায় :)

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: বার মন্তব্য গুলো পড়তে আবার আসলাম।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়

আপনাকে পাচ্ছিতো?

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৬

রুমী ইয়াসমীন বলেছেন: লেখক বলেছেন: ওয়া্ও!

দ্যাটস লাইক আ গুড গার্ল


"তুই কিন্তু যাসনে ভুলে
ভাইয়াটাকে তারকা মে’লে
অতি সাধারণ বলে হেলায়
দিসনে ফেলে অবহেলায় !"

অতি সাধারণ হোক না ভাইয়েরা
তবুও হেলা করেনা কভু বোনেরা
যতই পাক বোনেরা আকাশের চাঁদ-তারা
পরী পেলেই ভাইয়েরা হয়ে যায় দিশেহারা! :P

ভাইয়েরা যতই থাকুক দূরে
বোনেরা কভুও যায়না ভুলে!

না না না ভাইয়া কখনো আপনাকে ভুলিনি, ভুলবো না এবং ভুলার সম্ভাবনাও নাই ভবিষ্যতে।
:)
অনেক অনেক ভালো থাকবেন ভাইয়া.….
হয়তো ব্লগ ডে'তে আপনাদের সাথে দেখা হতেও পারে যদি তা আমার ভাগ্যে থাকে

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: যতই পাক বোনেরা আকাশের চাঁদ-তারা
পরী পেলেই ভাইয়েরা হয়ে যায় দিশেহারা! :P

হা হা হা

তোরে কইছে?

পরী পরী পরী
যা উড়ে যা দূরি
বোন চিরদিন বোন
যায়না ছেড়া বন্ধন। :)

ইনশাল্লাহ।

২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৯

মুক্তা নীল বলেছেন:

বিদ্রোহী দাদা ,
অসম্ভব সুন্দর ও প্রাণোচ্ছল একটি লেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। পোস্টে ভালোলাগা ও লাইক। ‌

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুক্তানীল
:)
ভাল লাগা আর লাইকের সাথে সেরে ফেলুন নিবন্ধন
চলে আসুন ব্ল ডে তে
দেখা হোক চেনা-অচেনা'র প্রিয় সব মানুষগুলোর সাথে :)

২৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:২২

অপু তানভীর বলেছেন: টেকাটুকা নাই । আসুম না ! :D

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ইহা কি কহিলেন কথা শিল্পী! আপনার জন্য ফ্রি করার জোর সুপারিশ করছি ;)
আপনি খালি নিকিতাকে সাথে আইনেন ;)
আহা বড্ড সাধ তাহারে দেখিবার!
খবরদার! অপুরে আনবেন না কিন্তু ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ ডে সফল হোক।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদের সকলের শুভাগমনে আর অংশগ্রহনে :)

৩১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভৃগু'দা ব্লগ দিবসের মগটা জোস !!!
প্রত্যাশা একটা মগ গিফট করবেন,
শুধু আমাকে দিলে নিমুনা, সবার জন্য চাই।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আমিও আপনার দলে ;)
আমারো একটা চাইই.....

হুম সবার জন্যে তো বটেই! পার্সিয়ালটি ;) করলে আন্দুলুন হবে, ঈদের পরে
কুন ঈদ কমুনা :P

৩২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভায়
আপনাকে পাচ্ছিতো?

না, আমাকে পাবেন না। আমি তীব্র ইচ্ছা থাকা সত্ত্বে আসতে পারবো না।
তবে আপনার সাথে কোথাও দেখা করবো। চা খাবো।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম

তবে তাই হোক।
চায়ের কাপেই উঠুক ঝড়! :)

৩৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২০

কনফুসিয়াস বলেছেন: রাজীব ভাই। তা কিন্তু হব্বেনা। আপনাকে আমরা এই ব্লগ ডে তে দেখতে চাই। প্রথমবারের মত যাচ্চি, তাই সকল প্রিয় মুখগুলোকে দেখতে চাই ভাই।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটাইতো কথা।

দেখুনতো উনি না করে বসে আছেন!

আপনার আহবানে যদি টলে উনার মন,
তবে ব্লগ ডেতে হয়তো পাবো তারি দরশন :)

৩৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আন্তরিকতার সাথে গৃহিত হইল ভায়া :)

বাকী টুকু ব্লগ ডেতে সিনায় সিনায় খাবে টান
গুরুর গানের মতো :)

৩৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

অন্তরন্তর বলেছেন: ব্লগ ডে উপলক্ষে সকলকে আগাম শুভেচ্ছা। পরবাসী হলে যা হয় ইচ্ছে থাকলেও আসতে পারব না। সুন্দর পোস্ট। শুভ কামনা।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম

আপনাদের জন্য লাইভ শুভেচ্ছার বিষয়ে ভাবা হচ্ছে।
যারা অংশ নিতে আগ্রহী ব্লগের ফেসবুক পেইজে জাদিদ ভায়াকে নক করুন।
টাইমিং প্লান করতে হবেতো। কয়জন অংশ নেবে -তা নিশ্চিত হওয়া জরুরী।

আশাকরি ভার্চুয়ালী লাইভে দেখা হবে।

৩৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

জাহিদ হাসান বলেছেন: আমি রেজিষ্টেশন করিনি। রেজিষ্টেশন ছাড়াই তিনটার সময় এসে সবার সাথে পরিচিত হয়ে বাড়ি ফিরে আসার পরিকল্পনা আছে।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ্যাঁ!!!!

একি প্লান ভায়া!
দারুন ডিনার! দারুন আড্ডা! সব ছেড়ে ছুড়ে একি পরিকল্পনা!

বদলে ফেলুন প্লান। রেজিটা সেরেই ফেলুন। জম্পেস আড্ডাটা কেন মিছি মিছি মিস করা ;)

৩৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২০

নীল আকাশ বলেছেন: @ স্বপ্নের শঙ্খচিলঃ ভাই আপনার সাথে তাহলে বেচে থাকলে দেখা হবে।
দারুন একটা পোস্ট দিয়েছেন। কিছুদিন আগে আমিও একটা দিয়েছিলামঃ
সম্মানিত চট্টলাবাসী ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি-
ভৃগু ভাই, ইনশা আল্লাহ দেখা হবে আপনার সাথে।
ধন্যবাদ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার পোষ্ট দেখেছি।

ইনশাল্লাহ দেখা হবে। কথা হবে। আড্ডা হবে। :)

৩৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনে হয় আসা হবে না। আপনাদের জন্য শুভকামনা রইল!

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি ভায়া!!!

শুভকামনায় হবে না। চলে আসনতো।

মাত্রতো আধাবেলা!
জীবনে থেকে না হয় সামুর জন্য তুলেই রাখলেন-
জীবনের যত ঝুট ঝামেলা ;)



৩৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

ওমেরা বলেছেন: জী না , ইচ্ছা থাকলেও আসতে পারছি না এবার। ইনশাআল্লাহ কোন একবার আসব।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম..

আচ্ছা তবে। এবার নয় অন্য কোন বার
অন্যেকোন খানে . . .
আবার জমবে মেলা
তারায় তারায় রটে যাবে সে খবর
হবে দেখা যেদিন আসবেন আবার :)

৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৮

মিরোরডডল বলেছেন: সবার জন্য শুভেচ্ছা
wish it will be a wonderful event !

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার জন্যেও শুভেচ্ছা অফুরান

:)

আমরাও সেই প্রত্যাশাই করছি।

৪১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: উৎসব উৎসব আমেজ। ভাল লাগছে। রেজিষ্ট্রেশন করেছি। ইনশা আল্লাহ দেখা হবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!
গ্রেট! অভিনন্দন :)

ইনশাল্লাহ দেখা হবে।

৪২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৫

খায়রুল আহসান বলেছেন: ব্লগ ডে ২০১৯ নিয়ে সব লেখাগুলোই পড়ছি। রেজিস্ট্রেশনও করেছি। কিন্তু আসতে পারবো কিনা, সে ব্যাপারে এখনো নিশ্চিত নই। চেষ্টা থাকবে শতভাগ।
এ ধরণের পোস্ট ব্লগারদের মাঝে দিনটি উৎসবের মত করে উদযাপন করার আগ্রহ সৃষ্টি করে। যতবেশী সম্ভব, উল্লেখযোগ্য সংখ্যক ব্লগারদের অংশগ্রহণে ব্লগ ডে ২০১৯ সফল হোক!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)

নিয়ত করে রেজি: যখন করেছেন ইনশাল্লাহ আসতেও পারবেন।
আশা করি দেখা হবে।
অনেকেই আপনার পথ চেয়ে রবে, কিন্তু . . . .

এতগুলো মন ভাংলে কি হয় জানেনতো ;)

৪৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সফল হোক।
আমরার চাটগাইয়া ভাই ব্রাদার গণ কি কিছু আয়োজন করছেন এই বছর ?

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্লগ ডে সফল হোক।

চাঁটগাইয়া ভাই বেরাদার উত্তর দেন ;)

৪৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৪৪

রাবেয়া রাহীম বলেছেন:
আমি পাইয়াছি আমি ইহা পাইয়াছি ।


নিবন্ধন পত্রে লেখা আছে ১ জন । কিন্তু বাংলাদেশে কোথাও আমি একা ঘর থেকে বের হই না। এখন সংগে কাউকে নিতে হলে তার জন্যও কি আলাদা রেজিসটরি করতে হবে ? এ ব্যাপারে জানাইবান ভাইজান

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কঠিন সুমস্য ;)

হুম। রেজি করতে হবে তথ্যের জন্য।
তোমার রেজির সময় ওখানে ২ জন ক্লিক দিলেই হয়ে যেত!

জাদিদ ভায়াকে নক দিয়ে মেসেঞ্জারে আপডেট জানাচ্ছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.