নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

মানবিক দানবিক

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২২

তুমি হও মানবিক
বন্ধুতো দানবিক
নেয় শুধু দেয়া নাকো, ফক্কা!

ফারাক্কা, তিস্তায়
মূখে কোন রা নেই
প্রাণ প্রকৃতি পায়, অক্কা!

ছোট নদী ফেনি
এই ইট্টু খানি
সে জলও পেল নাকো রক্ষা;

লজ্জ্বার মাথা খেয়ে
সেটুকুও নিল চেয়ে
না পেয়েও দিয়ে এলে পাক্কা!

শুকনায় মরু খরা
বর্ষায় ডুবে মরা
এই কি বন্ধুতা সাচ্চা?

আমজনতা মরে
অকাল বানের তোড়ে
কষে দেয় গালি ক’বর্গী’ বাচ্চা।











মন্তব্য ৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক ধন্যবাদ কবি ভায়া

২| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৯

ইসিয়াক বলেছেন: চমৎকার

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া :)

৩| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩২

বলেছেন: ফেনী নদী পেলো অক্কা।।

তারপর কি?

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সব কিছু ছেড়ে ছুড়ে
চল সবে যাই চলে মক্কা
;)

৪| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। শুনবে কে শোনাবে কে
ইয়াবা ঘোরে মদমত্ত,

জিরাফের চামড়ায় কি ঢেকে যায় কোন মূখ?
বিশাল সূর্যও আড়াল হয়ে যায়
করতলে ঢাকলে চোখ!!

ধন্যবাদ ভায়া

৫| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর প্রকাশ!

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি আর করবো ভায়া?

অক্ষম আক্রোশে চিরবির করে মন।
সামুতেও বেড়ি বন্ধন! ফেসবুকে শকুনি নজর সর্বক্ষন!
মতপ্রকাশে যেন কিনতা কুনতের সমাজে ফিরে যাচ্ছি ক্রমশ!
চারিদিকে অদৃশ্য শেকলের বন্ধন!!!

৬| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০১

শাহিন-৯৯ বলেছেন:



গতকাল চুক্তির উপর একটি নিউজ আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আমহেদ পলক তাঁর পেজে শেয়ার করেছিল ওখানে যে রকম মন্তব্য দেখলাম, মন্ত্রী সাহেব যদি একটু পড়ে থাকেন তাহলে লজ্জায় অন্তত দুইদিন ফেসবুক মুখো হবে না।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
লজ্জ্বা, ঘৃনা ভয়
এই তিন থাকতে নয় ;)

সো টেনশন নিয়েন না ;) হা হা হা

৭| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৬

বলেছেন: লেখক বলেছেন:
সব কিছু ছেড়ে ছুড়ে
চল সবে যাই চলে মক্কা......

রাজপুত্র সবাইকে ধরে ধরে দিতেছে ইসলামের শিক্ষা
ইয়েমেনে এজিদদের দমনে মুসলিমের চলছে পরীক্ষা
কোথাও শান্তি নেই, নেই কোন মানবিকতা
কোথায় যাই এবার একটু কউক্কা----হা হা।।।।

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তবে আর ভাবো কেন
আপনাতে করো ধ্যান, খুলে যাবে অন্তজ্ঞান
দেখিবে আপনাতেই রয়েছে সারা বিশ্ব ভুবন
সেখানেই দেখে শূনে বেস যাও এক কোন ;)

;)

৮| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৭

ঢাবিয়ান বলেছেন: তিনার বাপের সম্পত্তি, যা খুশী তাও করবে

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: না না ভাই!
বাপের সম্পত্তিতে মানুষের নূন্যতম হলৈও মায়া থাকে।
বাপের নাম ধাম স্মৃতি ঐতিহ্য নানা কার্যকারণ থাকে! কুলাঙ্গার না হলে! বাপের নাম কেু্উ নাশ করে না!

৯| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:২০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




লা জওয়াব এক কবিতা।
আমরা যে দানবীর হাতেম তাঈ এর বংশধর................. #:-S
++++++++++++++++

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ, প্রীত, অনুপ্রাণীত প্রিয় আহমেদ জী এস ভায়া :)


দানবীরের না দানবী'র হাতে পড়েছি !!!

হে পরোয়ার তুমিই শক্তি
লয়ে প্রেম ভক্তি
করি নিবেদন

তোমার দয়ায় কর ক্ষমা আত্মঘাতি গজব থেকে দাও মুক্তি।

১০| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫১

মাহের ইসলাম বলেছেন: ছন্দ চমৎকার মিলেছে।

ভালো থাকবেন।

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

শুভেচ্ছা রইল

১১| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০১

করুণাধারা বলেছেন: দারুন কবিতা!

দাসত্ব মনোবৃত্তি দেখে মনে হয় এই কথাগুলো, "মেরেছিস মেরেছিস কলসির কানা/ তাই বলে কি প্রেম দিব না"...

পানি তো উপরে! তলে তলে আরো কত কিছু দেওয়া হয়েছে, সেগুলো লুকানো হলো ক্যাসিনো ললিপপ দিয়ে!!

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রীত হলাম।

হুম। একি যে সেই প্রেম,, আত্মঘাতি প্রেম!
ক্ষমতার লোভে আমজনতা আর জাতির সাথে এম ন বেঈমানী পৃথিবীতে আর দুসরা আছে কিনা সন্দেহ!

বিদ্যুতের লুটপাট থেকে বাঁচতে ইনডেমনিটি, সরকারী কর্মচারীদের গ্রেফতার থেকে বাঁচাতে নতুন আইন, কত্ত কত্ত...
ইতিহাস ক্ষমা করবে না। কালোকে কালোই বলবে!
সব হবে ব্যার্থ চেষ্টা!

১২| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


আগে সরকার জনাে, পরে মানুষ জানে

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

বোধকরি তারো আগে অন্যে জানে।
নিজের বুদ্ধিতে কেউ চললেতো এমন আত্মঘাতি কেউ হতে পারে না!!!!!!

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ২:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: অক্ষম আক্রোশে চিরবির করে করে কবিতা বেরুচ্ছে।
আমরা পড়ছি।

এটাই বা কম কি!

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এতই অল্পে সন্তুষ্ট হলে চলবে ভায়া ;)
এ যেন থ্রিসাম দেখেই তৃপ্তিতে বিয়ে না করারা পণ :-/ :P ;) B-) (ফান)

আপনারা পাঠ করছেন বলেই চিরবিরানি কার্যকর হচ্ছে ভায়া
কৃতজ্ঞতা ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এভাবেই প্রতিবাদ হোক সর্বত্র।

কবিতায়+++++

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

সার্বজনীন
কবিতায়, গানে, কথনে, ভাবনায়

দূর্গতিনাশিনী শক্তির উন্মেষ ঘটুক মিথ্যার অবসানে।

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:

গুরু নিশ্চয় জানেন....
মীর জাফরের বংশধর এখনো ভারতে বসবাস করে ....
আর নবাব সিরাজের বংশধররা বাংলাদেশে বসবাস করে
তাইতো আমরা এতো উদার ...
ভরতের জন্য নিজের পাছার কাপড় খুলে দিতেও রাজি আছি । :) :)

০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: একি শোনালেন ভ্রাতা :P

নিন্দিত ঘৃনিত এ সকল কাজে বাংলাদেশের যে ক্ষতি হয়ে যাচ্ছে
না জানি কত রক্ত দিয়ে সে মূল্য চুকাতে হয়!

খুবই দু:খজনক।

আবরারের মৃত্যুটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল - কত জঘন্য হিটলারী মানসিকতায় চলছে স্বৈরাচার।

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: মানবিক কারণেই ফেনী নদীর প্রত্যাহারে ভারতের সাথে চুক্তি। কিন্তু তিস্তার পানি চাওয়াটা অমানবিক এটাই ছিল তাহলে আসল গোমর!

০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশের প্রতিটা সেক্টরে তাদের শোষন অবিরাম...
বানিজ্যের অসমতা পহাড় প্রমাণ
নদী শোষনে তো মানচিত্র বদলায় বারবার

সত্য কথনে দেখুন আবরারে জীভন নিয়ে নিল।
বু আজিজির মতো আবরার হয়ে উঠূক বাংলা বসন্তের চেতনা।

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: দেশ ভাগ হবার পর, গত দশ বছরে সমস্ত দেশের মানুষ অমানবিক হতে শুরু করেছে। প্রতিটা মানুষ রাস্তায় বের হলেই কেমন অমানবিক হয়ে যায়।

০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: গণতান্ত্রের মৃত্যু, দু:শাসন, আর স্বৈরাচারিতার কু প্রভাবে মানুষের জীবন যাপনে আচরণে বদলে যাচ্ছে ক্রমশ।
অসহিষ্ণুতা, অবদমিত ক্রোধ, মতপ্রকাশের নিত্য বাঁধা বদলে দিচ্ছে আচরণ।
তারই ছিটেফোটা প্রকাশ হয়তো দেখেন.. বাকীটুকু গুমড়ে মরে ভেতরে ভেতরে...

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন:
সে আমার ছোট ভা...ই,
বড় আদরের ছোট ভা...ই,
তাই,
চেয়ে নিলাম নদীও ছোট টা...ই

০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নত হতে হতে
সেধিয়ে গেছে মাটিতে
নতজানুতায় দেশ, পতাকা, মানচিত্র হাহাকার করে!

স্বাধীনতা সার্বভৌমত্ব, আত্মমর্যাদা
অগ্নিগিরি জ্বালায় জ্বলে
অগ্নুৎপাতের অপেক্ষায় জাতি নিরন্তর অপেক্ষা করে।

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: মানুষকে মানবিক হতে হবে। হৃদয়বান হতে হবে।

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

আর রাষ্ট্রকে গণতন্ত্রচর্চার মাধ্যমে সে পথকে সুগম করতে হবে।
তবেই ধীরে ধীরে গড়ে উঠবে এক সহনশীল, মানবিক, সহৃদয় জাতি।

২০| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

লজ্জ্বার মাথা খেয়ে
সেটুকুও নিল চেয়ে
না পেয়েও দিয়ে এলে পাক্কা!

=====================
বুকে খুব আঘাত করে কথাগুলো। মনটা বিষন্ন করে দেয়। +

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

সেই বিষন্নতায় পাথর যাতনা আবরার!!

বু'আজিজির মৃত্যুতে জেগেছিল তিউনিশিয়া হয়েছে আরব বসন্ত, পতন হয়েছে স্বৈরাচারের
আবরারের মৃত্যুকি জাগাবে আমাদের????

২১| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:০৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আবরারের মৃত্যুকি জাগাবে আমাদের????

সময়ই বলে দিবে তা, প্রিয় ভাইটি।

শুভেচ্ছা নিরন্তর।

০৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।




২২| ০৯ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৫৮

সোহানী বলেছেন: এসব বলতে নেই বিগু। যা দেখছি তাতে আতংকিত হয়ে পড়ছি দিন দিন।

০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

তোমার আন্তিরকতায় কৃতজ্ঞতা।
কিন্তু জানোতো একটা সময় বিবেকের ডাক শুনতেই হয়।
এমনেও মরবো ওমনেও মরবো! আত্মা থাকুক দায়হীন তৃপ্ত। সেইতো বড় পাওয়া নয়?

শুভকামনা থাকলে আর পরম দয়ালের ইচ্ছে ছাড়া যে কিছু হয়নাগো!
তবে আর ভয় কি?

২৩| ০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি :)

শুভেচ্ছা রইলো

২৪| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই,

আমরা অনুভূতিপ্রবণ মানুষ। আপনারা কবি মানুষ; আবেগ কাব্যের মাধ্যমে ব্যক্ত করতে পারেন। কিন্তু সেদিন আপনার পোস্টটি দেখে আমি মন্তব্য করার মত কোন ভাষা খুঁজে পাইনি। ঘটনার আরো পরের দিকে অবশ্য বেশ কিছু পোস্টে মন্তব্য করেছি। সেদিনের সেই অনুভূতিটি আসছে ব্যক্ত করলাম। ওর বাবা-মা কি নিয়ে থাকবে, এখন সেটাই ভেবে চলেছি। স্যরি! আমরা সন্তান হারা বাবা-মায়ের সামনে মুখ দেখানোর উপযোগী নই।

০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
একমাত্র সন্তান হারাই বোঝে কি সে যাতনা!

কোন ভাবেই নই। নষ্ট ভ্রষ্ট লোভি স্বৈরাচারিতার বলি !
অথচ মানুষ হতে হলেই এসকল বদগুন আগে বিসর্জন দিতে হয়।
মানবিক নয় তাই তারা দানবিকই।

২৫| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: আবার এলাম। হতে পারে পোস্টের সঙ্গে বিষয় বহির্ভূত মন্তব্য। কিন্তু..

০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: না প্রিয় দাদা। একবারে আক্ষরিক হতেই হবে অমন কিড়ে কাটা নেই তো ;)

কোন সমস্যা নেই।
অনুভূতি শেয়ারে ধন্যবাদ।
আর প্রার্থনার আবেদন রইল এ অন্ধকার অমানিষা যেন কেটে যায়।

২৬| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

জুন বলেছেন: অতি দুঃখেও হাসি পায় ভৃগু ।
বিদেশ থেকে গ্যাস এনে তরল করে তারপর ????
অট্টহাসির ইমোটা যে কই গেল :(
+

১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

শাক দিয়ে মাছ ঢাকার কি অপচেষ্ট!

ভারত জানেনা, সরাসরি আমদানি করতে বুঝি অক্ষম! তাই বাংলাদেশের কান ঘুরিয়ে ভাত খায় ;)
আসল কথাতো বলে না। ভারতকে ঐ এলাকায় নিজে মাল পৌছাতে হলে প্রায় ৭০০ কিেলা পরিবহন খরচ এড করতে হয়!
তাই বাংলাদেশের ঘাড়ে চড়ে আখের রস খেতে চাইছে। ফাঁকে শুল্ক কমিয়ে দেশৈর রাজস্ব কমছে, আবার স্বল্প দূরত্বে পৌছানোর দায়িত্বটাও বাংলাদেশের কাঁধে!
ব্যাস আরামছে মজা খাও আর বর্ডারে গুলি করে বাংলাদেশী মারো! মায় র্যাবও পিটায়া লাল করো!
এই না হলে বন্ধুত্ব! আর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় কি করে!!!!!!!!!!!!

ধিক!!!!

২৭| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: একে একে দেশের সব নদীই তো অক্কা পাচ্ছে! শেষ মেষ 'হেনী'ও! বন্ধুত্বের পরাকাষ্ঠা!
"এমনেও মরবো ওমনেও মরবো! আত্মা থাকুক দায়হীন তৃপ্ত" (২২ নং প্রতিমন্তব্য) - চমৎকার বলেছেন!



০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)

হুম। পরাকাষ্ঠাই বটে!

দায়হীনতার অন্ধ সমাজে নূন্যতম দায়বোধের অনুভব চোখে পড়ায় এবং ভাললাগায় কৃতজ্ঞতা।
নূন্যতম দায়বোধ জেগে উঠুক সকলের মনে যার যার স্থান থেকে!

২৮| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সময়ের কথন।
আরও অনেক কিছু আমাদের মেনে নিতে হবে যদি নৈতিক শক্তি এভাবে ক্ষয়ে যায়।

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় মাঈনউদ্দিন মইনুল ভায়া

কাল গয়েশ্বরের বক্তব্যে যে অসহায়ত্ব আরো প্রকট ভাবে দৃশ্যমান হলো, তা হতাশার!
আমজনতার হাত বাড়ানোর জায়গা ক্রমশ সংকুচিত হয়ে আসছে!
নতুন কোন ভরসার স্থান তৈরী হচ্ছে না!
এত এত নাম সর্বস্ব দল- সবই যেন স্বার্থের আঁচলে গিট্টু দেয়া!- কারণ নৈতিকতার জায়গাটা শুন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.