নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

দিলোনা এক ঘড়া জল, ছলে নিয়ে গেল ফেনীর জল

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০০

পানি! পানি!! সফরে এবার আনবই আমি পানি
শুকনো পদ্মা তিস্তার বুকে নামবে ঢল জানি
বাঁধলো আশায় বুক মানুষে, বাঁধলো পশুপাখি
আসবে এবার সুখের দিন নহবত ওঠে বাজি!!

সাজ সাজ রব চারিদিকে, আহা খুশির কলধ্বনি
শুরুতেই হোঁচট একি কথা! কি করেই তা মানি!
স্বাধীন দেশের প্রধান তরে এ কেমন রিসেপশন
প্রধান নাই, প্রটোকল নাই প্রতিমন্ত্রী করে গ্রহণ!

ধুর ছাই, নিন্দুকেরই কথায় দিলাম বাঁশ
আপন ভেবে নিলেই আপন প্রটোকল হোক নাশ!
তাও নিলাম মেনে আশার জোয়াল টেনে
যদি কিছু মেলে, না হয় এবার নেব সবই মেনে!

বায়ান্নর চেতনায় বাজ; একি! কেন হৃদয়ে রক্ত ঝরে
ওমা! প্রধান দেখি বক্তিমাতে গর-গরিয়ে হিন্দি ঝাড়ে!!
শুনি, আবেগ ভরা অভিমানের কথায় সেকি ঝাঁজ,
দেয়নি? তাই রাগ করে খাননি নাকি পেঁয়াজ!!!

রাজকথা কি এমনি হয়? আইজদ্দি ভেবে মরে
ময়নার মাতো এমনেই কয়! জানবে সে কি করে?
মাটি চাপা দিয়ে সবেই তবু আশায় বাঁধে বুক
না হয় খানিক হল অপমান, ভুলে গেলাম শোক।

বিস্ময়ে সব হয় হতবাক চুক্তি সারা হলে
দিলোনা এক ঘটি জল, ছলে উল্টো কেড়ে নিলে !
ছোট্ট নদী ফেনীর জলেও শকুনিরই চোখ
না দিয়ে উল্টো কেড়ে নিল! কেমন বন্ধু মূখ?

ছাইপাশ যা চুক্তি সবই দেখি তাদের তরে
আশার বেলুন চুপসে গেল আমজনতার ঘরে;
গ্রীষ্মে মরু, বর্ষায় ভাসা অকাল বানের জলে
স্বাধীনতার এই কি চেতন? ক্রোধে হৃদয় জ্বলে।

ভাতে মারবো পানিতে মারবো বলেছিলে পাকিদেরে
আজ হে পিতা, তোমার সন্তান মরছে সেই সে ফেরে!
ফারাক্কা আজ এক অভিশাপ, টিপাই, তিস্তা শত
অভিন্ন সব নদীতে বাঁধ দিচ্ছে শত্রু নিত্য।

আবার এসো, বজ্রকন্ঠে আবার দাও ডাক
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম হায়দরী সেই হাক
জন্মসূত্রের চেয়ে বড় আদর্শের সন্তান
কেন বাংলা মায়ের কপালে আজ ঘোর অপমান?

বাঁচার মতো বাঁচতে হলে – জাগো বাহে কুনঠে সবাই
নইলে মরো হা-ভাতে সব, আমি একাই যাই লিখে যাই।।

মন্তব্য ৪৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

শাহিন-৯৯ বলেছেন:


একজন প্রতিমন্ত্রী সম্ভবত এসেছিলেন। প্রধানমন্ত্রী আসবে না ঠিক আছে তাই বলে একজন সিনিয়র নেতা কি তাকে স্বাগত জানাতে আসতে পারত না?
আমাদের একজন ভিসি নাকি কিছুদিন আগে বক্তব্য শেষে জয় হিন্দ বলে শেষ করেছে এখন প্রধানমন্ত্রী হিন্দিতে বক্তব্য রাখছে, ভাল বেশ ভাল। কিছু বললেই বলবে শালার মুখ খারাপ।

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাষ্ট্রীয় সফর! প্রধানমন্ত্রী আসবেনা মানে?
যে গেল তাকে অপমান করা।
পুরা জাতিকে অপমান করা।

এখনতও ভিসি ডিসিরা আরও আস্কারা পেল বলেই মনে হচ্ছে।
কথা সেটাই -কিছু বললেই বলবে শালার মুখ খারাপ।

চেতনার দন্ড সব নপুংশক হয়ে গেছে এখন!!!! শেইম!

২| ০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বয়স বাড়ছে,
(পদে) থাকবো না আর বেশী দিন
১ কোটিরে আশ্রয় দিছে
আমৃত্যু তাই থাকবে ঋণ...

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হায় তুমি ডুবে যা্ও কৃতজ্ঞতায়
সেতো নিত্য বাঁশ দিয়ে যায়
পদ্মা, তিস্তা, বানিজ্য
সকলই করে ত্যাজ্য

ঋণ শোধের এ কেমন বাহার
জাতি সইতে পারেনাযে আর!

৩| ০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

শাহিন-৯৯ বলেছেন:



একবার চীনের প্রেসিডেন্ট গিয়েছিল আমরিকায় বারাম ওবামার আমলে তখন দেখেছিলাম বিল গেটস তাঁকে স্বাগত জানাতে এসেছিল। অনেক সময় মর্যাদার ক্ষেত্রে প্রটোকল একটু কম-বেশি হয়। তাই বলে একজন প্রতিমন্ত্রী!!
ভারত কখনো আমাদের প্রকৃত বন্ধু ছিল না তাঁরা সবসময় নিজের স্বার্থকে বড় করে দেখে। শুধুমাত্র চীনের সাথে পাল্টা দিতে গিয়ে রোহিঙ্গা বিষয় তাঁরা মায়ানমারকে সার্পোট করছে। অথচ আমাদের কাছ থেকে ভারত সব ধরণের সুবিধা পাচ্ছে যা তাদের প্রয়োজন।

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
ভালবাসায় সব মানতে মানতে আজ এই হাল।
গোনায় না ধরলে যে আচরণ একি তেমনি নয়? আমি বন্ধূ বন্ধু বরে ফেনা তুলে ফেলি ‍মূখেেআর নিত্যই সে চোখ রাখে স্বার্থে!

বড্ড অসম হয়ে যাচ্ছে সম্পর্ক। একপেশে, খালি নিয়েই যায়!

৪| ০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিমন্ত্রী এসেছে? নাকি উনাকে ঠেলে ঠুলে পাঠানো হয়েছে?
কেউ না এলেও আমরা খুশি !!!
শিরোনামে ফেনি শব্দটা বুঝে আসেনি কবি।

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ওইযে বলেনা মাইর এমনে কয়টা? কয় একটা্ও না?
কয় বাইন্ধা দিলে? আবার জিগায়? যতক্ষন মনে লয় ;)

হাল হইছে তেমনি। বাইন্ধা দিতাছে :P

আমি তো দেখতে পাচ্ছি ভায়া।আপনি পাচ্ছেনা না?

৫| ০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: @ গিয়াস ভাই - বাড়ির গরু ঘাডার ঘাস খায় না...বাড়ির মানুষ বাড়ির খবর পায় না...

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: শ্লার অপদার্থ বিরোধী দল!

এরকম জাতীয় স্বার্থেও কোন ঢেউ উঠাতে পারেনা!
এদের সবার আগে গঙ্গায় বিসর্জন দেয়া দরকার। তখন হয়তো মানুষ নতুন করে ভাবতে পারতো!

৬| ০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিচার মানি তালগাছ আমার এর মন্তব্য থেকে বুঝেছি। ওটা 'ফেনী' হবে।

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম ভায়া। দীর্ঘ ই কার ঠিক করে দিয়েছি।
অনেক ধন্যবাদ।
আসলে নিউজটা পড়েই মাথা আউলায় গেছে।
কি করে সম্ভব? হাউ ম্যান! ওম্যান!

নিজে কিছিূই না পেয়ে শুধুই দিয়ে যা্ওয়া! একি পররাষ্ট্রনীতি! নাকি নতজানু নীতি!

৭| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ... " বলে হায়দরী হাঁক দেয়ার লোকজন নেই।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটিই তো শুন্যতা ভায়া
মহা মানুষতো আর ঘনঘন জন্মায় না। প্রতি শতকে নাকি একজন আসে!
কে জানে কতদিন অপেক্ষায় থাকতে হয়!

৮| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




দারুন। ব্রাভো।

অপদার্থ বিরোধী দল! এরকম জাতীয় স্বার্থেও কোন ঢেউ উঠাতে পারেনা!
এদের সবার আগে গঙ্গায় বিসর্জন দেয়া দরকার।


সব নপুংশক হয়ে গেছে এখন!!!! শেইম!

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরচে বড় সত্য যে আর কিছু নেই ভায়া!

স্বার্থ আর ভয় করেছে গ্রাস
জাতীয় স্বার্থ ব্যাক্তি স্বার্থে হয়েছে বিনাশ!!!

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া

এ লজ্জ্বার দিন কেটে যাক! আসুক বীরোচিত ভাবে ফিরে
জাতীয় স্বার্থ আর স্বাধীনতা সার্বভৌমত্বের অঙ্গিকারে।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: কিছু বলার নেই। মোদি গোটা বাঙালি জাতিকেই টিপে মারতে চাইছে। এনআরসি এনআরসি করে আসামের পরে পশ্চিমবঙ্গ এখন আতঙ্ক তৈরি করেছে। পশ্চিমবঙ্গের হেন কোন বাড়ি নেই যে বাড়িতে এই আতঙ্ক এখন প্রবেশ করেনি।
আপনার কবিতায় দ্রোহ আছে। কিন্তু কবির মানসপটে সম্মান জানাতে আমরা ব্যর্থ। কাজেই আপনার সঙ্গে সঙ্গতি রেখেই বলি, এমন একটা ঝড় উঠুক......

শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবি ভাইকে।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা

হুম, এনআরসি আতংক ভারতের পাশাপাশি বাংলাদেশের জন্যেও মাথাব্যাথার কারণ বৈকি!
রাষ্ট্রীয় ভাবে বারবার অভ্যন্তরীন বিষয় বলল পাতি নেতারা বারবারই বাংলাদেশকে জড়িয়ে দিতে চাইছে কোন না কোনভাবে।
এমন এথনিক ক্লিজিং এর মাষ্টার প।লান ইতোপূর্বে ভারতে বোধকরি কখনো হয়নি।

মোগলরা ৭০০-৮০০ বছর শাসন করে গেছে। যদি বিন্দু মাত্রও চাইত বোধকরি মোদিদের খূঁজেই পাওয়া যেতো না!

দেখা যাক, তাদের কর্ম তাদেরই কাছে বুমেরাং হয়ে ফেরে কিনা?
হুম একটা ঝড় বুঝি বড্ড প্রয়োজন।
অচলায়তন ভেঙ্গে দিয়ে সুস্থতা, সুন্দর আর মৌলিক, মানবিক একটা দেশ ও বিশ্ব গঠনে।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: রাজনৈতিক কবিতা।
আমি আশাবাদী মানুষ। শেখ হাসিনা বুদ্ধিমান। দেশ ঠকে যাবে এমন কিছু উনি করবেন না।

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আপনার কথা শুনে সেই গল্প মনে পড়ে গেল
একজন মারছে- মার খাওয়া লোকটা বলছে -আরেকবার মারতো দেখি!
আবার মারছে আবার বলছে, আরেকবার মারতো দেখি! ইনফিনিট লুপ!

তিস্তার এত বিশাল সমস্যায় কেবলই আশ্বাস নিয়ে নিজেদের অতি ছোট্ট একটা নদীর জল দিয়ে দিলেন?
তাও মনে হয় ঠকেন নি?

হা, ভাই যদি এমনই বিশ্বাস হয়! তাহলে আর আপনাকে কেউ ঠকাতে পারবে না ;)

১১| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৬

বলেছেন: একাই লিখে যান -- আমরা পড়ি।।।


জাগো বাহে.....

অসম্ভব সুন্দর ++++++++

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমন পাঠক পাওয়া যে ভাগ্যি গো

পাঠক থাকলেই না লেখক লেখক :)
দারুন মন্তব্য আর এত্তগুলান প্লাসে অনুপ্রান পেলাম...

বাহেরা বুঝি ইয়াবার ফেরে
সারা নিশি জেগে জেগে
দিবসে ঘুমঘোরে!!

তাই বুজি ডাক পৌছেনা কর্ণকুহরে!

১২| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৭

মা.হাসান বলেছেন: ছি ছি ভৃগু ভাই,
এমন কথা বলতে নাই,
প্রতিবেশির হক আছে ভাই
আদায় করে আখেরাতে বদলা চাই।
জয় হিন্দ।

আমার এক কলেজ জীবনের বন্ধু জানালো, প্রধানমন্ত্রীর সফর সঙ্গি নাকি ঢা.বি.র ভিচি। ভারতের বিশ্ববিদ্যালয়ের সাথে এম ও ইউ স্বাক্ষর হবে, ঢা.বি. থেকে ঐতিহ্য যাবে, ভারত থেকে মান সম্পন্ন শিক্ষক আসবে।
জয় হিন্দ।

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইেতো বলছি...

তুমি হও মানবিক
বন্ধুতো দানবিক
নেয় শুধু দেয়া নাকো, ফাক্কা

প্রাচ্যের অক্সফোর্ডের এই অধ:পতনও দেখতে হলো!
ই্উরোপ আমেরিকার মান সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে এমন চুক্তি হতো মনকে বোঝানে যেত!

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: লিখে যান, আমরা পড়ছি-

পডতে পড়তে একটাসময় আমাদের ভেতরেও প্রতিবাদের আগুন জেগে উঠবে।

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: পড়ছেন বলেইতো লিখতে সাহস পাচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ???

আমজনতার জাগরেনই পৃথিবীর বড় বড় স্বৈরশাসকের পতন ঘটেছে। ইতিহাস স্বাক্ষ্য।

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: পানিরে পানি তুই আসবিনারে জানিরে জানি।

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো মনে হচ্ছে!

ভালবেসে গেলাম শুধু
ভালবাসা পেলাম না
আশায় আশায় দিনযে গেল
আশা পূরণ হলো না.........

এই দশায় পুরা জাতি। একাপাক্ষীত ভালবাসায় বুদ হয়ে আছে!
তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন চেতনায়
ফাঁকে মরছে মানুষ, ভাঙছে ঘরবাড়ী, ধ্বংস হচ্ছে ফসল আবার মরুকরনের তীব্রতায় চারিদিকে হাহাকার!!!

কে দেবে আশা কে দেবে ভরসা!!! গোলাম হোসেন কই???

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার !


কবে পাবো ? অজানা !

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
সবই অজানা
স্বৈরাচারের মোড়কে নিখোঁজ ভোটাধিকার
গণতন্ত্রের বেওয়ারিশ লাশ মর্গে
সনাক্তকারীর অভাবে আঞ্জুমােন মফিদুল করে সৎকার!

আমজনতার বোবা চীৎকার
মিউট করা মুভির মতো নিরবে চলমান

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: আমার কেন জানি মনে হয় আপনি আমাকে পছন্দ করেন না।
দুই চক্ষে দেখতে পারেন না।
অথচ আপনার সাথে কোনো দিনই কোনো বিষয় নিয়ে কোনো প্রকার দ্বন্দ হয়নি।

আমার এমনটা কেন মনে হয়?

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এমন মনে হবার কি কারণ আপনিই হয়তো বেশি জানেন।
কিছু বিষয়ে আপনার পয়েন্ট অব ভিউতে হয়তো আমি একমত নই। এটা অনেকের সাথেই অনেকের হতে পারে।
তাতে দেখতে না পারার মতো দ্বান্দিক অবস্থান তাতে সৃষ্টি হয়না বলেই মনে হয়।

ভাল থাকুন। শুভেচ্ছা রইল।

১৭| ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১০

সেলিম আনোয়ার বলেছেন: প্রধান মন্ত্রী বিজ্ঞ নেতা। তবে তার পারদর্শিতা ভারতের আনুগত্য সমর্থন আদায় করে গদি টিকিয়ে রাখার ক্ষেত্রে।দেশের স্বার্থ আদায়ে কেমন যেন চুপসে যান । বিশেষ করে তার প্রভু রাষ্ট্র সামনে আসলে অন্য যে কোন ক্ষেত্রে তিনি যেন আয়রন লেডি। ফেনীর পানি দিলেন। তিস্তা বিষয়ে দারুন কিছু আদায় করবেন বা আরও বড়কিছু অর্জন করবেন ভাবখানা এমন তার অনুসারিদের। আসলে গদিতে বসে থাকার জন্য তিনি প্রভু দেশের আজ্ঞাবহ হয়ে কাজ করছে ন।

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তেতো সত্য!

দু:খজনক জাতির জন্য!
স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার এ কি পরিনাম?????

১৮| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৩

নীল আকাশ বলেছেন: ভাই,
এটা হলো কৃতজ্ঞতা, অকৃত্রিম কৃতজ্ঞতা!
দেশ, জনগন কিংবা নদী এইসব দিয়ে কি হবে?
আসল দরকার হলো ক্ষমতা! এটা থাকলেই আর কিছু দরকার নেই!
পদ্মার পাড় দেখেছেন? সারা দেশই এইরকম হবে!
দেশে ফিরে আসার পর একটা বড় করে রিসেপশন অবশ্যই উনার যোগ্য পাওনা।
লেখাটা খুবই হৃদয়গ্রাহী!
আমাদের লিখে যাওয়া ছাড়া আর কিবা করার আছে!
ধন্যবাদ।

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই...
রিসেপশন হবে, গলা ফাটাবে
শান্তিতে টেগোর পদকের পর নুবেলের খোয়াব দেকপে....

শুকনায় জল না দেক, বর্ষাতে দেখেছেন কত উদার!!!!!!!!!
পরপর তিন বার বন্যা হবার মতো জল চেড়েছে দাদা! একি চাট্টিখানি কথা!
এরর্ও উবগার আছে- এই মনে করেন বুড়িগঙ্গার বিষাক্ত কালো জল পরিষ্কার হয়ে গেছে!
দেশের ময়লা আবর্জনা পরিষ্কার করে নিচ্ছেেএকটা আধটু পার ভাংছে.. ভাল কিছুর জন্য একটু কষ্টতো সাইতেই হবে
হাজার হোক মুক্তিযুদ্ধের চেতনার নাম বেঁচা দল!!!!

এই লেখাও তো হাত পা বাঁধা লেখা! সামুর উপড় খড়গতো নেবেই আছে।

১৯| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: সাবাস। বিদ্রোহী ভৃগু ভাই সাবাস।

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

মুগ্ধ অনুপ্রান এক
ছড়িয়ে গেল প্রাণে প্রাণে

২০| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: যে দেশের ইয়াং এবং কলেজ, বিশ্ববিদ্যালয় সার্টিফিকেটধারী পোলাপান এই আধুনিক সভ্যতায় এসেও ইসবক্সে ম্যাসেজ পাঠায়, "প্লিজ এটি শেয়ার করেন তাহলে এক সপ্তায় আপনি অমুক পেয়ে যাবেন অন্যথায় দুই দিনেই ভস্ম হয়ে যাবেন" সে দেশের এই মাথা মোটা পোলাপাইনেরর এসব প্রটোকল -ফ্রটোকল বোঝারই তো সামর্থ্য নাই, তারা এখানে রাষ্ট্র কি পেলো আর কি দিলো এটা কেমনে বুঝবে!

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই আতংকিত হবার মতো বিষয়!

জিপিএ ফাইভ নামে যে ধ্বস নামিয়েছে স্বৈরাচারী সরকার! নিজেদের অন্য সকল ব্যার্থতা ঢাকতে পাসের হারের দুয়ার দিয়েছে খুলে!
শিক্ষকদের আপত্তির মূখেো ফ্রিল্যান্স মূল্যায়ন আর হাত খুলে নাম্বার দেবার অপচর্চা ফল ফলতে শুরু করছে!
আইএম জিপিএ ফাইভ জেনারেশন যখন সাচিবিক পদে যাবে তখন কি হবে ভাবতেই আতংকে শরীল হিম হয়ে আসে!!

জাতি রক্ষায় দ্রুতই মোটিভেশনাল শর্ট রিকভারি কিছু করতে হবে।
ধন্যবাদ আর শুভেচ্ছা রইল

২১| ০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৮

জুন বলেছেন: ঘড়া তো অনেক বড় জিনিস ভৃগু লিখেন,

" দাদাবাবু এত অনুরোধ তাও দিলেনা মোরে এক ঘটি জল
নিয়ে গেলে পুরো নদী শুধু করে ছল"

:((
+

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ
দারুন বলেছেন
দাদাবাবু এত অনুরোধ তাও দিলেনা মোরে এক ঘটি জল
নিয়ে গেলে পুরো নদী শুধু করে ছল" ৷

মন্তব্যে ++++

২২| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩১

করুণাধারা বলেছেন: আমাদের তো মত প্রকাশের চমৎকার স্বাধীনতা আছে, ভিপিএন দিয়ে মন্তব্য করতে পারি। তবে আপনার পোস্টে মন্তব্য করতে গিয়ে তিনবার ভিপিএন কাটা গেল, তাই মন্তব্য করতে পারিনি। এখনও কোনো মন্তব্য করছি না, শুধু অনুরোধ করবো, এই ধরনের পোস্ট দেবার আগে "আবরার ফাহাদ" এর কথা ভাববেন একবার।

০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
পরিচিত অনেকের মূখেই একই কথা। আমার মৌনতার কৈফিয়তেও সে অনুভব বলেছিলাম!
তারপরো, আর কাহাতক পারা যায়!

তবে, ইতিহাস বলে আবরারদের মতো হাজারো কোরবানীর সিড়ি বেয়েই মুক্তি আসে!
ইচ্ছেয় বা অনিচ্ছেয় এ কোরবানীটা হতেই হয়, দিতেই নয়।
নইলে যে অন্ধকারের পাঁকেই যাবে জীবন!

একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধারা যে চেতনায় জীবন বিলিয়ে গেছেন, মুক্তির পথ সেই একই!

আপনার আন্তরিকতায় আবারো কৃতজ্ঞতা। দোয়া করবেন।
জীবনতো একদিন বিলিন হবেই। কোন উত্তম এবং মঙ্গলময় কাজে যেন উৎসর্গিত হয় এ জীবন
তবেই স্বার্থক মানব জনম।

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

২৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১০

খায়রুল আহসান বলেছেন: বিদ্যমান পরিস্থিতিতে এ ধরণের প্রতিবাদী কবিতা প্রকাশ প্রাণ সংহারী হতে পারে, তাই মন্তব্যগুলো পড়ে করুণাধারা এর সাবধানবাণীটাই (২২ নং মন্তব্য) বারবার কানে বেজে উঠছে। তবে আপনার বক্তব্যের প্রতি অকুন্ঠ সমর্থন জানাচ্ছি, এবং ঠাকুরমাহমুদ এর মতই বলতে ইচ্ছে হয়ঃ সাবাস। বিদ্রোহী ভৃগু ভাই সাবাস।
আসলে ভারত তোষণ বর্তমান সরকারের একটি অনিবার্য রক্ষাকবচ। অবৈধ পন্থায় ক্ষমতারোহণের মূল্য বাবদ আরো অনেকদিন ধরে অনেক উচ্চ মূল্য পরিশোধ করতে হবে। তবে ইতিহাস বলে, তবুও শেষরক্ষা হয় না।

পুরো কবিতাটিতে সুন্দর ছন্দমিল রয়েছে, শুধু শেষ থেকে তৃতীয় লাইনটিতে ছাড়া। লাইনটি এভাবে সংশোধন করা যায় কিনা, তা ভেবে দেখতে পারেনঃ
"বাংলামায়ের চলছে হায় আজ ঘোর দুর্দিন" এর বদলে "বাংলা মায়ের কপালে কেন আজ ঘোর অপমান?"

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র।

হুম জানি বলেইতো আবেগের অগ্নিগিরিতে নিস্তব্দতার পাথ বসানো!
ফাঁক গলে টুক টাক যা বেরোয়!
সত্য কথনগুলো লিখেই রেখে দিচ্ছি, প্রকাশের মুক্ত আকাশ কই?

আপনাদের আন্তরিকতা আর সতর্কবাণীতে কৃতজ্ঞতা।
আপনার লাইনটা সংযোজন করে দিয়েছি। দারুন হয়েছে।

অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৩

জুল ভার্ন বলেছেন: সবকিছু দিয়েও যদি গলাধাক্কা খেতে হয়, সেই দুখের শব্দ নাই।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই দু:খের কথা বলার স্পেসটুকুও নাই!
বাংলার আকাশ কলংকিত হয় আবরার হত্যায়
গণতন্ত্রের কফিনে পেরেক খোলার বিপ্লবীর অপেক্ষায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.