নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

যাতনার আঁধারে আলোর সন্ধান

২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৫


নির্বাক স্তব্ধতায় পাথর সময়
কাতরতার শোকচক্র পেরিয়ে
নিষ্প্রাণ চেতনা বিবশ অসহায়;
অপ-মৃত্যুর মিছিলে রক্তাক্ত স্ব-দেশ।

নিলর্জ্জ্ব একচ্ছত্র ক্ষমতা মোহ
প্রলয়ের অন্ধত্বে আনে মাৎসন্যায়
ভেঙ্গে পড়ে কাঠামো হুরমুড়িয়ে
নীতিহীনতায়, তোষামুদিতে আধিপত্যবাদিতায়!

জাষ্টিস ডিলেইড জাষ্টিস ডিনাইড
আপ্তবাক্যের সীমানা ভেঙ্গে যায়
প্রধান বিচারপতি ডিজএপেয়ার্ড
ভরসা, বিশ্বাসের ভীত নড়ে ওঠে।

সত্য বলা মহাপাপ অনুভবে
বোবা কান্নায় ডুকরে মরে জাতি
সুয়োগসন্ধানীরা হায়েনারা ওৎ পেতে
পাথর শোকে স্তব্ধ আমজনতা, জ্ঞাতি !

আমরা ধরা ছোঁয়ার বাইরে
বিচার নাহবার নিশ্চিত ইনডেমনে
আকাশ ছোঁয় খড়গ অত্যাচারে,
যাচ্ছে তাই বেপরোয়া দম্ভের আস্ফালনে।

ভিন্নমতের দলনে দমনে
অবাধ স্বাধীনতার কুফল: স্বেচ্ছাচারিতা
স্বার্থের ঘোলজলে চলে মৎস শিকার, প্রতিদিন
খবরের যাতনাময় শিরোনামে বিভৎস ভোর।

মৌলিক মানবতা, বোধ বিবেক
প্রেম, সহানুভূতি কোমলতার চর্চা অন্তর্হিত
ক্ষুদ্র স্বার্থ, দ্বন্ধ, ক্ষমতার প্রদর্শনী
মানুষ রুপিকে করে তোলে অমানুষ।

নি:শেষ হবার আগে হে সম্প্রদায়
থামো। থামাও। সত্যে হও সুতীব্র উচ্চকন্ঠ -
নগর জ্বললে দেবালয়্ও বাঁচেনা
সত্যানুভবের গহীন অনুভবে।



ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে গোলাম আজম, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ'রা ভিন্নমতের প্রবক্তা হওয়ায়, অবস্হা এখানে এসে দাঁড়ায়েছে!

২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনকে ধন্যবাদ গাজী ভায়া :)
এ অচলায়তন ভেঙ্গে যাব। মুক্তির সোনালী আলোয় হোক প্রভাত

শুভেচ্ছা

২| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটি প্রথম শ্রেণির কবিতা।
(শব্দটা মনে হয় মাৎসন্যায় হবে)

২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া :)

আপনার মূল্যায়নে অভিভূত :)
অনুপ্রানীত

অনেক অনেক শুভেচ্ছা।

কারকেশন করা হয়েছে।কৃতজ্ঞতা সংশোধনীতে।

৩| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৯:২৩

ঢাবিয়ান বলেছেন: কবিতায় +++++++

কি অভাগা এক জাতি আমরা ।আমাদের ভোর শুরু হয় পত্রিকার প্রথম পাতায় বিভৎস কোন সংবাদ দিয়ে আর রাতে ঘুমুতে যাই সেই সংবাদ এর নানান আঙিকে চুলচেরা বিশ্লেষন পড়ে।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দায়হীন সমাজে কি এমনই হয়?
ক্ষমতাসীনদের দায় নেই স্বৈরাচারিতায়!
আর তার কুফল তো বুঝি এসব লক্ষনেই ফুটে ওঠে! নয়?

দায়হীন মিডিয়া- টিআরপি চেনে!
দায়হীন সুশিল সমাজ !
দায়হীন অমেরুদন্ডী বিরোধী দল!
দায়হীন জাতির বিবেক খ্যাত সাংবাদিক সমাজ!

আমজনতার ভোর তাই আতংকে
রাত ঘোর অমানিশার

কেটে যাক দু:সময়।

৪| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১০:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি এক বার বিসিএস পরীক্ষার ভাইবা দিতে গিয়েছিলাম। আমাকে প্রশ্ন করা হলো, আপনি কি বিচার বিভাগের স্বাধীনতা চান ? আমি জবাব দিলাম, জি স্যার , আমি চাই । তখন তিনি আমাকে প্রশ্ন করলেন, তাহলে আপনি ম্যাজিস্ট্রেট গুলিকে কি করবেন?

আমার তো আক্কেল গুড়ুম ‌। আমি তখন ছিলাম এক জন বেকার যুবক । দেশের প্রধানমন্ত্রী না। ম্যাজিস্ট্রেট নিয়ে চিন্তা ভাবনা আমার থাকার কথা না।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমনই অদ্ভুতদের চেয়ারে বসিয়ে চলছে স্বদেশ!

জাতিগত ঐক্য, চেতনা, স্বার্থ বদলে গেছে দলীয় বিবেচনায়!
বিচার বিভাগের স্বাধীনতা দিলে বুঝী ম্যাজিষ্্রেটদের কাজ থাকেনা! নাকি আরো বেশি গুরুত্ববহ হয়ে ওঠে!
এই বলদাগুলাই দেশটারে খাইলো! এসি অফিস, বাড়ী আর আজীবন চাকুরির নিশ্চয়তার পরো
না দেখাল মেধা? না দেশপ্রেম? না ব্যক্তিক আত্মিক দায়!

৫| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪১

আখেনাটেন বলেছেন: আপনি তো কবিতা দিয়ে আগুন লাগায়ে দিয়েছেন। B-)

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নীতিহীনতার জলে
লোভের মজাপুকুরে
স্বার্থের পংকিলতায় এত বেশি ভেজা চেতনা,
ভায়া- আগুন যে আর জ্বলে না চেতনায়....
খালি ধোঁয়া আর ধোঁয়া
চোখ জ্বলে তীব্র যাতনায়!!

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

৬| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১১:০৬

মোগল সম্রাট বলেছেন: নজরুল ইসলামের কবিতার একটা লাইনে লেখা ছিলো বিদ্রোহী ভৃগু। গার্বেজ দিয়া দ্যাশ তলাইয়া যাইতেছে বুড়িগঙ্গার তলা থেকে খাটের তলা পর্যন্ত। একটু আমলে নিয়েন ভায়া!!!!!

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মোগল সম্রাটের আমল তো শেষ হোক আগে ;)

তারপরনা আসবে বেনিয়া
আর বেনিয়া ভাগাতে চাই দূরন্ত বিদ্রোহী নজরুল :)

অনেক ধন্যবাদ ভায়া।
সবার চেতনা সুস্থতায় জেগে উঠুক
আত্মার ডাক শুনে
বিবেকের আহবানে।

৭| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




সত্য বলা মহাপাপ...............

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কখনো হাজার কথায় যা যায়না বলা, তারচে বেশি শক্তি প্রকাশ পায় এক কথায়!
এক চাহনিতে! এক লাইনে!

অনুভবে অনেক অনেক কৃতজ্ঞতা।

শুভেচ্ছা রইল প্রিয় ভায়া :)

৮| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩৬

রাকু হাসান বলেছেন:

চমৎকার ভাইয়া । বোবা কান্না থামাবার ,দেখার কেউ নেই ? আসবে না কেউ ? সময় সেটাই বলছে আহমেদ জী এস স্যার । হুম সত্য বলা মহাপাপ (বর্তমান টা এটাই বলে ) দুঃখ হয় । কবিতায় লাইক ।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই অন্তহীন যাতনারই প্রকাশ ভায়া!

দেখতে দেখতে
শুনতে শুনতে
বুঝতে বুঝতে
এক অক্ষম আক্রোশের তীব্র দহন।

সইতে সইতে
বইতে বইতে
টানতে টানতে
জীবনের বোঝা ক্লান্তি গহন!

মানতে মানতে
নত হতে হতে
চুপ র'তে র'তে
সুশিল হয়ে যাই ক্লিবতায় !

হারতে হারতে
কানতে কানতে
বলতে বলতে
দেশটাই রেনু হয়ে যায়!

৯| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫০

নীল আকাশ বলেছেন: সত্যবাবা দেশ থেকে অনেক আগেই ভয়ে পালিয়ে চলে গেছে!
কবিতা ভাল হয়েছে কিন্তু কি লাভ? ব্যক্তিস্বার্থের জন্য দেশ যখন জলানজলি যায়, তখনও কিন্তু
দালালদের অভাব হয় না।
শুভ রাত্রী।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
দেশটা কই কইতে পারো কবি?
ভৌগলিক সীমানায়?
মানচিত্র?
পতাকায়?

আমিতো দেখি দেশটা হৃদয়ে!

ছাপ্পান্ন হাজার বর্গমাইলের চে'ও বড়। অনেক বড়!

আর হৃদয়হীন সমাজে দেখো
সীমানা আছে
মানচিত্র আছে
পতাকা আছে
শুধু দেশটাই নেই!

১০| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১:১১

কাওসার চৌধুরী বলেছেন:



গণতন্ত্রের আধুনিকায়নের দায়িত্ব পড়েছে আমাগোর উপ্রে। ২০৪১ সাল পর্যন্ত তা অব্যাহত থাকবে। এজন্য ধৈর্যে ধরিতে হইবেক 'ভায়া'! ইহা একুশ শতকের গণতন্ত্র; ইতহার সাথে অষ্টাদশ শতাব্দীর ব্রিটিশ গণতন্ত্রের যোগসূত্র খুজিবেন না। এটা লেটেস্ট সিস্টেম। ইহাতে ভিন্ন মত, ভোটাধিকার, ন্যায় বিচার বলে কিছুই নেই।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

যা কহিলেন ভায়া ;)

যতই আধুনিকতার নাম দিন ভায়া
মোড়ক যতই চকচকে র্যাপিংয়ে মোড়া থাকুক
ভেতরে সেই জঘন্য ঘৃন্য স্বৈরাচার!

আর আপনার মন্ত্রও সেই পুরোনোই
ঈশা খা, তিতুমির
সূর্যসেন, ক্ষুদিরাম
সাত বীর শ্রেষ্ঠর উৎসর্গিত জীবনে!

পতাকার স্বাধীনতা ঝুঁকিতে পড়ে
যখন মৌলিক স্বাধীনতা বিপন্ন হয়
এবারের লড়াই মৌলিক স্বাধীনতার লড়াই
এবারের লড়াই প্রকৃত মুক্তির লড়াই।

১১| ২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৪৬

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া

শুভেচ্ছা

১২| ২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্বিকার মিডিয়া !
শুশিল সমাজ!
জাতির বিবেক খ্যাত সাংবাদিক সমাজ!
ধর্মের ধ্বজাধারি ইমাম সমাজ!
স্বৈরাচারের ভীতি নীতিতে- নিরব আম জনতা!

মেরুদন্ডহীন বিরোধিদলের নপুংষ্কতা - বাড়ায় অন্ধকার!

অনেক অনেক শুভেচ্ছা ভায়া।

১৩| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই,

কবিতা পাঠের সঙ্গে যদি মনের ঘুমন্ত বিবেক জাগ্রত হয় তখন সেটা শুধু আর কবিতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমাদের বিবেক জাগ্রত হোক। তমশা কাটুক। বয়ে আনুক এক নতুন ভোর। কবিতা স্বার্থক প্রজ্বলিত হয়ে দেশ ও জাতির কল্যাণকর হোক। ++++

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।


২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় পদাতিক দাদা
হুম, গভরি অনুভবের কথা গুলো বলে অনুপ্রাণীত করায় কৃতজ্ঞতা।
হৃদয়ের অন্তহীন ক্ষরণ থেকেই উগলে আসা অনুভব! বাস্তবতা থেকে স্বপ্নের পথে উত্তরণে স্বপ্ন
আপনার প্রার্থনা পূর্ণ হোক।

অফুরান শুভেচ্ছা আর শুভকামনা

১৪| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অতিমাত্রায় ঝাঁঝালো !! ++

২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ঝাঁজ কই? আসেনাতো চোখে জল
অজুহাত কতশথ! কতশত তবু ছল
বেঁচে থাকি শর্তে ,তেলাপোকে তত্ত্বে
ক্ষুদিরাম হতে কেউ চাইনা সত্যে।

১৫| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
সুন্দর হোক জীবন

২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই সুন্দর কবিতা যদি লিখতেই না হতো, তবেইনা জীবন হতো প্রকৃত সুন্দর!!

শুভকামনায় শুভেচ্ছা কবি :)

১৬| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সময়ের সাহসী কবিতা।

২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সাহসেরা পালিয়ে গেছে
রাতের আঁধারে সুবোধের সাথে
গুম, খুনের আতংকের ডানায় ভর করে
বস্তাবন্দি করে ভিনদেশে ফেলে আসার বাস্তবতায়
সাহস ডিপোর্টেশনে ফেরার!

বিরোধি কোতোয়াল করে পায়রবি
অর্থ আর স্বার্থপরতার
নিহতের আত্মার ভীর করে দলে দলে
ফিরিয়ে দে?
আমাদের জীবন ফিরিয়ে দে!

যে আহবানে আমরা শহীদ হয়েছি! তার বিন্দু বিচার না হতেই
কোটি কোটিতে রটে আপোষনামার খবর চাউর হয়-
শাস্ত্রে বলে-যা রটে কিছূতো বটে;)
আমজনতা শোকে বিহব্বল! আর কে রইল তবে???

ফিনিক্স আত্মারা নড়ে চড়ে বসে
পুন:জীবনের স্বপ্নরা চোখে পলক বুলিেয় দেয়

১৭| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নির্বিকার মিডিয়া !
শুশিল সমাজ!
জাতির বিবেক খ্যাত সাংবাদিক সমাজ!
ধর্মের ধ্বজাধারি ইমাম সমাজ!
স্বৈরাচারের ভীতি নীতিতে- নিরব আম জনতা!
মেরুদন্ডহীন বিরোধিদলের নপুংষ্কতা - বাড়ায় অন্ধকার!
অনেক অনেক শুভেচ্ছা ভায়া।


মানুষ বা রাষ্ট্র কোনো অবস্থাতেই আরেকজন মানুষকে হত্যা করার অধিকার রাখে না। যে সমাজে মানুষ মানুষকে হত্যা করার অধিকার অর্জন করেছে, সে সমাজে মানবতা প্রতিষ্ঠা অসম্ভব।

২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন রাজিব ভায়া!

আর দু:খজনক ভাবে আমরা এখন সেই দু:সহ দু:সময় পার করছি। যখন নিহত ব্যক্তি জানতে পারছে না কেন তাকে হত্যা করা হল!
সামান্য ভিন্নমতে অতি সামান্য স্বার্থহানীতে মানুষ হত্যার মতো বিভৎস পথে হাটছে।
সারকার যখন নিয়ম, নীতি কে লংঘন করে তখন রাষ্ট্রের বাকী অবকাঠামো ভেঙ্গে পড়ে!
ন্যায় বিচারহীনতার ভীতি মানুষকে সন্ত্রস্ত করে তোলে!

কেটে যাক এই বন্ধ্যা সময়। মানবতা বেঁচে উঠুক মানবতার মহান শক্তিতেই।

১৮| ২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

বলেছেন: আপনার কবিতাটা হয়েছে অসাধারণ।

২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় ভায়া অনেক অনেক ধন্যবাদ।

এই কবিতাটা যদি লিখতেই না হতো, তেমন অসাধারন শান্তিময় পরিবেশের শুভকামনা সবসময়।

অন্তহীন শুভেচ্ছা

১৯| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ৩:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলা একাডেমিতে একটি আবেদন করতে পারলে আনন্দ পেতাম - “সদা সত্য কথা বলিও” প্রবচনটির জন্য যেনো গায়েবানা জানাজা’র আয়োজন করেন।

২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কতটা গভীর যাতনায় এমন ভাবনা আসে... তারা কি বোঝে? যারা মিথ্যের বেসাতিকেই সফলতার মাপকাঠি ভেবে চলছে!
হায়, মহাকালে কত ক্ষুদ্র এ জীবন ! অথচ কর্মপল রয়ে যায় অনন্ত!
আজো মীরজাফর নাম কেউ রাখে না তার সন্তানের জন্য!

তাদের সমস্ত কর্মের বিফলতায় যখন তারা দেখবে সমস্তই শুন্য-তখন আফসোস কোন কাজে আসবে না!

সত্য এমনই। কারবালায় মরে গিয়েও অমরত্ব পেয়েছে যেমন, তেমনি যুগে যুগে কালে কালে সত্যের উপর আঘাত আসে বৈকি!
তবে বিজয় সবসময় সথ্যেরই হয়।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভায়া

২০| ২৭ শে জুলাই, ২০১৯ ভোর ৫:০৬

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় দ্রোহের অনল দেখা যায় । কবিতার প্রতিপাদ্য বিষয় অনেক , তবে এখানে থাকা সত্য বলা মহা পাপ বচনের প্রতিই আমার দৃস্টি বেশী আকৃষ্ট হয়েছে । মনে পরে প্রায় বছর ত্রিশেক আগে বিটিভিতে ‘বহুব্রীহি’ নামে একটি নাটক দেখেছিলাম । ‘বহুব্রিহী’ এর রচয়িতা হুমায়ূন আহমেদ একটা সুন্দর বিষয় উপস্থাপন করেছেন তার ঐ নাটকটিতে। তিনি তার নাটকের একটি চরিত্রের মুখ দিয়ে বলিয়েছিলেন যে, প্রতি বছর ১৬ই ডিসেম্বর অন্তত এই একটা দিন আমরা ‘সত্য দিবস’ হিসাবে পালন করব। তা ছাড়া দিনটিও ভাল, বিজয় দিবস। ‘সত্য দিবস’ অর্থাৎ এই দিনটিতে সূর্য্য উদয় থেকে অস্ত পর্যন্ত আমরা সবাই সত্য কথা বলবো।

আমরা ছোট বেলায় পড়েছি সদা সত্য কথা বলবে মিথ্যা বলা মহা পাপ। কিন্তু আজ আমরা ক’জন সেই কথা মনে রেখেছি? আমাদের সমাজ আজ মিথ্যার মহা সাগরে তলিয়ে গেছে। সমাজের রন্দ্রে রন্দ্রে আজ মিথ্যার জোয়ার বয়ে চলেছে। যে যেভাবে পারছে মিথ্যা বলে যাচ্ছে। মিথ্যা বলতে তার বুক একবারও কাপছে না। একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন পাপের অনেক যন্ত্রপাতি আছে তবে মিথ্যাটাই হলো সবচেয়ে বড় যন্ত্র যা অন্য সব কিছুকে ঘুরানোর জন্য হাতলের মতো কাজ করে। আজ আমরা সবাই জ্ঞাত স্বরে বা অজ্ঞাত স্বরে মিথ্যার মহা সমুদ্রে নিমজ্জিত হয়েছি। সত্য বলার সাহস যেন আজ আমরা হারিয়ে ফেলেছি।
বিধাতা তার সৃষ্টি সকল মানুষের অন্তর জানেন। তার কাছে ফাঁকি চলে না। শত অন্যায়, শত অত্যাচার হোক না কেন তবু সত্যকে আশ্রয় করে থাকবো এই রূপ মনের বল যার আছে সেই আল্লাহ্র রহমত লাভ করে।

সত্য বচন লোকের নিকট অপ্রিয় হলেও তা প্রচার করা উচিত । যে ব্যক্তি বাক্যে কর্মে ও চিন্তায় সত্য নয় সে প্রকৃত প্রস্তাবে সত্য নিষ্ঠ নয়। যা সত্য শুধু তাই গ্রহণ করা আর যা মিথ্যা বর্জন করা উচিত। মানুষের হৃদয় বৃত্তি আজ লুপ্ত হতে চলেছে। হয়তো এ কারণেই আজ অনৈক্যের এতো প্রভাব পড়েছে। কবি নজরুল ইসলামের একটি কবিতার অংশ বিশেষ উল্লেখ করা প্রাসঙ্গিক মনে করছি । কবিতাটি হল- ‘আইন যেখানে ন্যায়ের শাসক/সত্য বলিলে বন্দী হই/অত্যাচারিত হইয়া যেখানে/বলতে পারি না অত্যাচার। সেই ছোট্র বেলাতেই শিক্ষক ও গুরুজনদের আমরা কথা দিয়ে থাকি-‘মানুষের মতো মানুষ হবো’। কিন্তু পরবর্তীতে কেমন করে যেন আমরা সেসব কথা ভুলে যাই, তাই আর মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি না। আমাদের মানুষের মতো মানুষ হতে হবে। নবিজির জীবনার্দশকে আমাদের জীবনে ধারণ করতে হবে। তা হলেই আমরা আদর্শ মানুষ হতে পারব। অন্য কোন পন্থায় নয় । শুভেচ্ছা রইল ।


৩০ শে জুলাই, ২০১৯ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: গত দুদিন জ্বরে ভোগায় ব্লগে আসতে পারিনি। তাই উত্তর দিতে বিলম্ব হল। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এক অসাধারন মন্তব্য। কিছু মন্তব্যে থাকে যা মূল লেখাকে ছাড়িয়ে যায়। দীপ্তিময় করে।
তেমনি মন্তব্যে আপ্লুত ভায়া।

হুম দারুন পয়েন্টটাই ধরেছেন। অত্যাচার, জুলুম আর আতংককে ফোটাতেই টার্মটা ব্যবহার করেছি।
কতটা অত্যাচার, আর আতংক ছড়িয়ে পড়েছে তা অনুভবে এক ব্যারোমিটার!

ঠিকই বলেছেন- আজ আমরা সবাই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মিথ্যার মহা সমুদ্রে নিমজ্জিত হয়েছি। সত্য বলার সাহস যেন আজ আমরা হারিয়ে ফেলেছি।
ক্ষমতার দম্ভ, ক্রনিক স্বৈরাচারিতার বিষফল মাত্র। যা দিনে দিনে আরো গাঢ় অন্ধকারের মতো ধেয়ে আসছে।
রাষ্ট্রের অংগগুলো ক্রমশ অকার্যকর হবার পথে! নায়েকরা খলনায়কে বদলে যাচ্ছে!
সবচে উঁচু পদগুলো থেকে হাস্যকর বচন বাচনে জাতি বিভ্রান্ত! বিধ্বস্ত!
বাঁচার পথ কই?

সত্য। হ্যা একমাত্র সত্যই পারে আমাদের বাঁচাতে। মিথ্যার আঁধারকে দূর করতে। প্রগলভতার জঞ্জারকে সরাতে!
একজন মানুষের মানুষ হতে সত্যই সবচে প্রয়োজন।

অনেক অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা আর সশ্রদ্ধ শুভেচ্ছা রইল

২১| ৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: এ মন্তব্যটি লেখার আগে উপরে ২০টি মন্তব্য ২০ টি উত্তর প্রদর্শন করছিল ।
নীচে নেমে দেখি ১৯ নং মন্তব্যেই ২০ টি উত্তর দেয়া হয়ে গেছে ( একটি মন্তব্যে ২ টি উত্তর ) ।
এই মন্তব্যটি হয়ত বিভ্রান্তি দুর করলেও করতে পারে ।
শুভেচ্ছা রইল

৩০ শে জুলাই, ২০১৯ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! দেরীর যথাযথ কারণ উপরের মন্তব্যে বলেছি। আশাকরি মান্যবর তা আন্তরিকতায় কবুল করে কৃতার্থ করবেন।

হুম একটা মন্তব্য ডাবল ছিল ! তাই কনফিউশন। মুছে দিয়েছি। :)
আপনার আন্তরিকতায় আবারো কৃতজ্ঞতা আর অফুরান শুভেচ্ছা

২২| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ২:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতাটি প্রকাশের দিনই পড়লেও ভালোলাগা জানানো হয়ে ওঠেনি। আজ জানালাম।
অভাগা জাতির, দেশের চিত্র বেশ সহজ ও সাবলীলভাবে তুলে ধরেছেন।

৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন কৃতজ্ঞতা ভায়া
অনুপ্রানীত হলাম :)

শুভেচ্ছা অফুরান

২৩| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: বোবাকান্না! + +

০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক কথায় যেন কয়ে দিলেন সব কথা :)


অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র

২৪| ০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: অশ্রু দিয়ে লেখা কবিতায় শুধু কান্নাই খোঁজে পাই। মাঝে মাঝে মনে হয় আসুক প্রলয় আসুক ভুকম্প শেষ হয়ে যাক সব।

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
প্রলয়ের অপেক্ষায় বুঝি সারা বিশ্ব!
মিথ্যা, প্রতরাণা, লোভ আর ক্ষমতার দম্ভ আর কত?

মানুষ তুই মানুষ হ’

অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

২৫| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৭

সোহানী বলেছেন: ২৩ জুলাই এর পর তোমার কোন পোস্ট নেই?? বিজি?? এরকম দীর্ঘ গ্যাপ দেখিনি আগে..........................

১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নজরে রাখায় :)
কৃতজ্ঞতা।

কৈফীয়াত দিয়েছি আজকে কবিতায়!
এতবেশি চাপ লিখতেই ইচ্ছে করে না। সেদিন বেলফোর রোড টু কাশ্মীর রোড লেখাটা পাব্লিশ করতেই দিল না।
ড্রাফটে পড়ে আছে। বাক স্বাধীনতার এমন টুটি পেচে ধরায় নিজেকে শামুকের মতো গুটিয়ে নিতে ইচ্ছে করে।
যেহেতু একা রিভোল্ট করতে পারছি না!

আশা করি কবিতায় উত্তর পেয়ে যাবে :)
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.