নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

আমি পেয়েছি! মুক্তির স্বাদ! স্বাধীনতার স্বাদ! আপনি?

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৬

মুক্তির মন্দিরে সোপানো তলে
কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে . . . .

সামুর স্বাধীনতা হরণের পর সামুরিয়ানদের এমন কত শত সহস্র, অজস্র বলিদান, কষ্টের অশ্রু, ব্যাথার কাহিনী তার ইয়াত্তা নেই।
দেশে বিদেশে সারা বিশ্বের কোনায় কোনায় সে দীর্ঘশ্বাস! যাতনার সুনামী তুলেছে ক্ষনে ক্ষনে

ধৈর্যে আর প্রজ্ঞায়, সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় এ অন্যায়ের প্রতিবাদ চলেছে শুরু থেকে।
কাল জাদিদ ভায়ার ফোন পেয়ে কথাগুলো বিশ্বাস হতে চাইছিল না।
মোবাইলে ব্রাউজ করতেই দেখি- ইয়া হু.... সামু নরমালি দেখতে পাচ্ছি! হা দেখতে পাচ্ছি!
বিজ্ঞাপনের মতো চিৎকার করে বলতে মন চাইলো- মা আমি দেখতে পাচ্ছি ;)

অতপর: বাসার কানেকশনে ট্রাই করলাম। পিসিতে।
ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে লিখছি!
এন্টার চেপে চোখ বন্ধ করে ফেললাম। যদি নেগেটিভ কিছু হয় বরাবরের মতো!
চোখ খুলতেই অবাক!

ইয়েস!!!!!!!!!
আমি পেয়েছি! মুক্তির স্বাদ! স্বাধীনতার স্বাদ!
আহা কি আনন্দ আকাশে বাতাসে..............

আপনি পেয়েছন কি?
দেখুন।
শেয়ার করুন!
মুক্তির আনন্দে, স্বাধীনতার আনন্দে মেতে উঠুক সব সামুরিয়ান।

মন্তব্য ৭৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দয়া করে সবাই নিজ নিজ নরমাল ব্রাউজারে (ভিপিএন ছাড়া) চেক করুন। এবং স্বাধীনতার স্বাদের অনুভব শেয়ার করুন। :)

২| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: আসলে মানুষের মুক্তি নেই।
অদৃশ্য ভাবে একটা কঠিন শিকল সব মানূষের পায়ে।

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
আপনার ব্রাউজারে চেক করেছেন ভায়া?

আমি সামু নরমালি ইউজ করতে পারছি গতকাল থেকে :)
প্লিজ জানান।

৩| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গুড নিউজ।





প্রক্সি ডিসকানেক্ট করে ট্রাই করলাম। না! হলো না। আমাকে হয়তো আরও কয়েকবার ট্রাই করতে হবে।


সর্বশেষ বিজয় আমাদের হবে সেটা বিশ্বাসে ছিল কালিমার মত।

স্বাধীনতা, মুক্ত বাতাসে উড়ে বেড়ানর সংবাদ দেওয়ায় ধন্যবাদ গুরু।


ট্রাই করি অফিসের ফাঁকে ফাঁকে ;)


ভালবাসা ।

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সেটাই বিজয় আমাদের হবে- এ বিশ্বাস রাখতেই হবে।

সত্যি কি যে ভাল লাগছে। উদ্বাস্তু দেশে ফেরার আনন্দের মতো।
লড়াই শেষে স্বাধীন মাতৃভূমিতে ফেরার মতো :)

মোবাইলে ট্রাই করুনতো ভায়া। আমি মোবাইলেও পেলাম। পিসিতেও পেলাম।

সবাই উপভোগ করুক স্বাধীনতার স্বাদ - এই কামনা।

৪| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম।
আপনার ব্রাউজারে চেক করেছেন ভায়া?
আমি সামু নরমালি ইউজ করতে পারছি গতকাল থেকে

হায় হায়---!!!!
দাঁড়ান এখুনি, চেক করছি।

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই পোষ্টও নরমালি লিখেছি এবং উত্তর করছি ক্রোম দিয়েই :)

আপডেট জানার অপেক্ষায় রইলাম

৫| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪২

ইসিয়াক বলেছেন: গুড নিউজ।

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি পেয়েছেন কি?

জানার অপেক্ষায় রইলাম।

৬| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চেক করলাম, আগের মতই অবস্থা


এই সামুরিয়ানটা কী?

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! তাহলেতো স্বাধীনতাটা সার্বজনীন হইলো না!!!!!!!!!!!!
সো স্যাড!

সামুরিয়ান, কানাডা থাকলে কানাডিয়ান
আমরা সামুতে থাকি ;) বাকীটা বুইজ্জা লন :)
হা হা হা

৭| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আমিও পারছি না নরমালি। সরকারি নিষেধাজ্ঞার কারণে অফিস হয়তো সাইট টি বন্ধ রেখেছে। :)

বিজয় হবে হতেই হবে ।

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো মনে হচ্ছে!!!

চাই সামগ্রিক বিজয়! উঠে যাক নোংরা অপবাদের তকমা।

কর্তৃত্ববাদী শাসনের নামে স্বৈরাচারিতার হোক অবসান!
জীবন কত অল্প অথচ লোভ অন্তহীন

৮| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: সবার মুক্তি ঘটেনি মনে হচ্ছে আমিও পারলাম না।

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সো স্যাড!

তাহলে পোষ্ট কি ড্রাফটে রাখবো? কি বলেন ভায়া?

৯| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১৭

আখেনাটেন বলেছেন: আমিও পারছি। ভিপিএন ছাড়া ঢুকার মজাই আলাদা। :D


মোবাইল ডেটায় ক্রোম ব্রাউজারে ট্রাই করলাম। সেখানে নেগেটিভ।

মানে হচ্ছে আমার আইএসপি থেকে সাইটটি মুক্ত করা হলেও এখনও মোবাইল কোম্পানীগুলো তা করে নি। এছাড়া অনেক আইএসপি হয়ত এখনও অবমুক্ত করে নি। ফলে অনেকেই স্বাধীনভাবে ঢুকতে পারছে না।

আশা করি এক এক করে সকল জায়গা থেকেই মুক্তির স্বাদ পাওয়া যাবে। B-)

শুভ হোক সামুর নতুন অধ্যায়ের পথচলা।

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক।
অন্তত আরেকজন পেলাম :)

হুম। তাই মনে হয়। কিন্তু এ ব্যাপারে স্পষ্ট ঘোষনা প্রয়োজন।
স্মারকলিপি্ বা রুদ্ধদ্বার বৈঠক যেভাবেই হোক- সরাসরি ঘোষনা চাই।

সামু পর্ণ সাইট নয়। সামুকে ব্যান করে রাখা অন্যায় হয়েছে।
চাইকি আইনজীবিদের সাথে পরামর্শ করে কর্তৃপক্ষ একটা ক্ষতিপূরণ মামলা করে দিতে পারেন।
সামুর এক বছরের আর্থিক ক্ষতি সহ মানহানীর অর্থ যোগ করে কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা উচিত।

হঠাৎ পড়ে পাওয়া স্বাধীনতায় আর আনন্দ রইলনা ভায়া। চাই ঘোষনা দিয়ে সামগ্রীক স্বাধীনতা।

১০| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫১

ভুয়া মফিজ বলেছেন: আমার মনে হয়, মাঝে-মধ্যে অজানা কোন কারনে কেউ কেউ কিছুদিন ঢুকতে পারে, পরে আবার আগের মতো হয়ে যায়। আগেও অনেকে এভাবে সরাসরি ঢুকেছে হঠাৎই। তবে, আপনাদের এই পারাটা যদি স্থায়ী হয়, তাহলে তো আর কোন কথাই নেই। একেবারে লারেলাপ্পা ঝুনঝুনওয়ালা!! :P

ভাবছি, রমিজ ভাই আবার কিছু ক্যারিক্যাচার করলো না তো!!! =p~

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম তাই মনে হচ্ছে!

আইএসপি অপারেটর লিষ্ট চেক করতে গিয়ে হয়তো দেখছে আরেহ এটাতো পর্ণ সাইট নয়! কে এড করলো?
আনচেক করে দেয় আমরা কিছু কিছু লাইনে হঠাৎ কানকটিভি পেয়ে যাই! ;)

হা হা হা
মগের মুল্লুকে অসম্ভব কিছূ নয় ;)

১১| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৭

আখেনাটেন বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: ভাবছি, রমিজ ভাই আবার কিছু ক্যারিক্যাচার করলো না তো!!! --- :D এ জিনিসরে বিশ্বাস নাই। করলেও করতে পারে। হয়ত দেখছে আখে কিংবা মফিজরা আসলেই 'ভুয়া' নাকি 'আসল'। :P
এলেম আছে বলতেই হয় বাবা স্টিপ জব্বর গেইটসের। :((

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বাবা স্টিপ জব্বর গেইটসের নামে ডিজিটাল মাজার খুলবেন নাকি? জিগানতো রমিজ্যারে ;)
ধান্ধা খারাপ হবার কথা লয় :P

১২| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:০৯

ভুয়া মফিজ বলেছেন: ভৃগুদা, ১২ নং মন্তব্যে ডিলিট মারেন, আগেই দেইখ্যা ফালাইছে =p~

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দিয়েছি ভায়া ডিলিট মাইরা ;)

হ হ ডানা ভাইয়ের লগে আবার যোগাযোগ করন যায় নি ট্রাই মারেন! স্বৈরাচারকে ব্লাকহোলে কইরা তাগোর ইউনিভার্সে ডিপোর্ট করার সহিহ তরিকা জাইনা নিয়েন আবার আলফা লেভেলে নক নক করলে ;)

১৩| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২৮

মিথী_মারজান বলেছেন: স্বাভাবিকভাবে লগইন করতে পারলাম, আলহামদুলিল্লাহ্।:-B
আশাকরছি খুব জলদি আগেরমত সবাইকে নিয়ে মুখরিত হবে আমাদের প্রিয় সামু।
সবাইকে জেলমুক্তি দিবসের শুভেচ্ছা।:)

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা কবে আসবে সেই সুদিন!

মাঝে মাঝে নিজেদের উদ্বাস্তু মনে হয়। ভার্চুয়াল উদ্বাস্তু!

প্রকৃত স্বাধীনতার জন্য বুঝি আরো লড়তে হবে।

১৪| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৩৫

শকুন দৃিষ্ট বলেছেন: মিথী_মারজান বলেছেন: স্বাভাবিকভাবে লগইন করতে পারলাম, আলহামদুলিল্লাহ্।:-B
আশাকরছি খুব জলদি আগেরমত সবাইকে নিয়ে মুখরিত হবে আমাদের প্রিয় সামু।
সবাইকে জেলমুক্তি দিবসের শুভেচ্ছ

- সহমত।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া।

সেই শুভদিনের শিঘ্র আসুক।

১৫| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৩৭

শকুন দৃিষ্ট বলেছেন: আমও পেলুম মুক্তির স্বাদ! স্বাধীনতার স্বাদ - ভৃগুভাই।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আহা কি আনন্দ!

কিন্তু সে আনন্দ ম্লান হয়ে যায় - সবাই যে সমহারে পাচ্ছি না।
সামুর প্রতি মিথ্যা অপবাদ দূর হোক।
সামু ফিরে আসুক নিষ্কলংক হয়ে -বীরের বেশে

১৬| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৮

অর্থনীতিবিদ বলেছেন: আপনার পোস্ট পড়া মাত্র পরীক্ষা করে দেখলাম। কাজ হলো না। হায়! আমার মুক্তি কবে হবে?

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়!
অফিসের কানেকশনে আমিও বন্দী! হোম কানেকশনে ফ্রি :)

মুক্ত হোক সামু সবার জন্য অবারিত!

১৭| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৯

ওমেরা বলেছেন: আহা!! বন্ধি ছিলাম না তাই মুক্তি আনন্দ পেলাম না !! তবু আপনার আনন্দেই আনন্দিত হলাম ।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আপনি ভাগ্যবতী! :)
বাংলা সিনেমার গান মনে পড়লো- তুমি.. তুমি বড় ভাগ্যবতি ;)
আপনাকে হিংসে ;) হা হা হা

আনন্দে আনন্দিত হওয়ায় কৃতজ্ঞতা

১৮| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২১

হাসান মাহবুব বলেছেন: আমি এখনও বন্দী।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :((

মুক্তির আন্দোলনকে তীব্র করে তুলতে হবে।

লেখনিতে, যোগােযাগে, লিয়াজোতে - - -
যার যেখানে যেটুকু সুযোগ আছে সেখঅনেই নক করতে হবে।

সামুর এখন অবরুদ্ধ দেশের প্রতীক হয়ে উঠছে দিন দিন!
মতপ্রকাশের স্বাধীনতা ছিনিয়ে নেয়ার সারা দেশের কষ্ট যেন সামুর প্লাট ফর্মে আছড়ে পড়ছে।

মুক্ত হোক সামু।
মুক্ত হোক মতপ্রকাশের স্বাধীনতা!

১৯| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২১

পবিত্র হোসাইন বলেছেন: বাসি মুখে সুখবর দিতে নেই কবি সাহেব
মিষ্টি-টিষ্টি আনান। :#)

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তা যা বলেছেন

এই নিন-

২০| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! মুক্তির আনন্দ যে কি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। বহুদিন বহুদিন পরে এই কমেন্ট করছি উইদাউট ভিপিএনে ।

মুক্তির আনন্দে পোস্টে ষষ্ঠ লাইক।

শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবি ভাইকে।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো অমূল্য অনুভব
এ আবেগ প্রকাশে ভাষারা দীনহীন
শব্দরা কম পড়ে যায়
বাক্যরা থমকে যায় উচ্ছাসের বাঁধ ভাঙ্গা জোয়ারে . . . .

অনেক অনেক ধণ্যবাদ প্রিয় দাদা
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

২১| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
বিদেশ থেকে বোঝার উপায় নেই।

সামুর ক্যাচাল শেষ। কিন্তু যুদ্ধে ক জন মারা গেল? লিষ্ট চাই।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। বিদেশে আছেন আপনারা শান্তিতে!

এখানে ভিন্ন মত প্রকাশেই নামে খড়গ
অন্ধকারে নয় দিনের আলোতেই
প্রকাশ্যে আদালতেও নেই নিরাপত্তা!
নিষ্পেষিত অসহায় আমজনতা!


হা হা হা
গণনা কারী কই? লিষ্টি করতে হবে ;)

২২| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১২

আমিই মুসাফির বলেছেন: আমিও পাইলাম ইহারে পাইলাম

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!
কি শান্তি ভায়া :)

সামু স্থায়ী মুক্তি পাক।
বাক স্বাধীনতার েমৌলিক সাংবিধানিক অধিকার ফিরে আসুক এই বাংলায়।

২৩| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি তালাবদ্ধ আছি। তবে অসুবিধা হচ্ছে না ভিপিএন মামা আছে।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
সেই মামার কাঁধে চড়েইতো বছর গড়িয়ে গেল!

সেই ফেব্রুয়ারীর মাঝামাঝি বন করলো! আজো আলো মূখ দেখলোনা!
এ দু:সহাবস্থার অবসান হোক।

২৪| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি তালাবদ্ধ আছি এখনো । পেলে তো দারুন খুশির খবর হবে :)

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সো স্যাড!!!

হুম সেই খুশির খবর আমাদের সাথে শেয়ার করবেন সে আশায় রইলাম

২৫| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


ভালো খবর।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া

শুভেচ্ছা রইল

২৬| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৮

ভুয়া মফিজ বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: আহা! মুক্তির আনন্দ যে কি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। বহুদিন বহুদিন পরে এই কমেন্ট করছি উইদাউট ভিপিএনে । বুঝলাম না। কোলকাতাতেও ব্লক ছিল নাকি?

কোলকাতা বিদেশ নাকি বাংলাদেশের অংশ????? :P

১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমেরিকান কংগ্রেস আপনাগো আরাকান দিবার চায় ;) নেন না!

এখন কলকাতা নিয়া শংসয় করলে চইলবে! নিজের বাড়ী মনে কইরা বইসা গেলেই হয়! :P
হা হা হা

২৭| ১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২১

বলেছেন: কারামুক্তি দিবসের শুভেচ্ছা ---

১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অনেক অনেক ধন্যবাদ ‍ও শুভেচ্ছা


২৮| ১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

পদ্মপুকুর বলেছেন: তাইলে কি সব ঠিক হয়ে গেল? আগেও কিন্তু একবার আমি তিনদিনের জন্য ওপেন পেয়েছিলাম। যাউগ্গা, ঠিক হইলেই ভালো, জুম্মাবারে শিন্নী দিতাম মনের বাসনায়...

১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: নো গো না,
তা আর অল কই? ;)

জুম্মাবারে শিন্নি দিতাম তো আমরারও মুঞ্চায়! কিন্তুক মাগার ষ্টীভ কাকু আর সুয়োগ দিল কই!
রাগে মনে হয় হেতের অগ্রিম কুলখানি করি ;)

২৯| ১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: আমি পাইছি এই মাত্র অপেরা দিয়ে

১৭ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন :)

ছুটে যাক বাঁধা
মুক্তি পাক সামু

৩০| ১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
অগ্রিম কুলখানির দাওয়াতটা দিয়েন। ইতিহাস হয়ে থাকতে চাই ;) :P

১৭ ই জুলাই, ২০১৯ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

৩১| ১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: 26 নম্বর কমেন্টে মফিজ ভাইয়ের কমেন্টের পরিপ্রেক্ষিতে আসা। হ্যাঁ ভাই মাঝের ক্রান্তিকালে ক্রোম দিয়ে ঢুকতে পারতাম না। দেখাতো 404 পেজ নট ফাউন্ড। ফেসবুক থেকে শুনে অপেরা ইনস্টল করি। পরবর্তী দিনগুলোতে অপেরা ব্রাউজার ইউজ করেছি। ভৃগু ভাইয়ের ভাই ফেসবুক পোস্ট থেকে জানতে পেরে ক্রোম ইউজ করে প্রথমেই সাফল্য পেয়ে গেলাম।

১৭ ই জুলাই, ২০১৯ রাত ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা :)
আশা করি মফিজ ভায়া উত্তর পেয়ে গেছেন ;)

৩২| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৩

সুমন কর বলেছেন: না, এখনো স্বাভাবিক ভাবে খুলছে না.....

১৭ ই জুলাই, ২০১৯ রাত ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খজনক।

আশাকরি শীঘ্রই খুলে যাবে দুয়ার!
সামুর বাকস্বাধীনতা ফিরিয়ে দেবে সরকার।

৩৩| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৮:২১

জুন বলেছেন: না আমি পাই নাই ভৃগু :(
যেইদিন থেকে এটা বন্ধ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত এর দুয়ার বন্ধ ।
আপনি ভাগ্যবান :)

১৭ ই জুলাই, ২০১৯ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরো বেশ কয়েকজন পেয়েছেন। ফেসবুক গ্রুপে এখান্‌ও জানালেন।

হায়রে আমার স্বাধীন দেশ! মুক্তিযুদ্ধের দাবীকারী সরকারের হাতে স্বৈরাচারিতার চূড়ান্ত দেখতে হচ্ছে!
কন্ঠরোধ করে কি আর বাঁচা যায়!
সামু মুক্তি পেলে বাকস্বাধীনতা মুক্তি পাবে।

সেই শুভ দিনের প্রত্যাশায় চলুক সংগ্রাম। লেখনিতে, কাব্যে, যোগাযোগে, লিয়াজোতে।
হুম আপাতত ভাগ্যেতো আনন্দিত। ক'দিন টিকে সেটাই আশংকা!

শুভেচ্ছা

৩৪| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৮:২৩

আনমোনা বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
বিদেশ থেকে বোঝার উপায় নেই।

সামুর ক্যাচাল শেষ। কিন্তু যুদ্ধে ক জন মারা গেল? লিষ্ট চাই।


আমিও বিদেশে থেকে বুঝিনি, কিন্তু আগে একটি লেখা পড়তে না পড়তেই সেটি দ্বিতীয় পাতায় চলে যেতো। এখন সারাদিনেও প্রথম পাতার মুভমেন্ট নাই।
নিহতের সংখা যে অনেক, সন্দেহ নেই।

১৭ ই জুলাই, ২০১৯ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

শত্রুরতো এখানেই হিংসে। সামুর লাখ লাখ পাঠক!
হাজারে হাজারে লেখক!
তাইতো এতো পিছে টেনে ধরা!! হুহ!

আপাত মৃত হলেও সামুরিয়ান সব ফিনিক্সস পাখির জীবন!
সামু স্বাভাবিক হলেই আবার সবাই জেগে উঠবে ভস্ম থেকেই :)

৩৫| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ৩:৩০

কাওসার চৌধুরী বলেছেন:



আহ!
এতো স্বর্গীয় অনুভূতি।
প্রতিটি অপেক্ষামান প্রহরের অবসান।
ঘা লাগা আঁতে লোনা অনুভূতি।
এডাল্ট কেস থেকে মুক্তির মিছিল।
অধিকার ফিরে পাওয়ার খুশির ঝিলিক।

আমি এখনো ভিপিএনে! মুক্তি মিলবে সহসাই?

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন কাব্যিক মন্তব্যে মুগ্ধ :)

আমাদের জামিনও বুঝি পলকা! কখন স্টিভ গব্বরেরে শকুন চোখে পড়ে যায়! কে জানে ;)

কারো করুনার অপক্ষায় বা বোধোদয়ের অপেক্ষায় না থেকে আমাদের জাগতে হবে। জাগাতে হবে
বোধোদয় ঘটাতে হবে। এটা আমার অধিকার এই দৃঢ় দাবীতে।

সামু পূর্ন স্বাধীনতা লাভ করুক -সাংবিধানিক, মৌলিক, গণতান্ত্রিক পূর্ণ মর্যাদা এবং অধিকারে।

৩৬| ১৮ ই জুলাই, ২০১৯ ভোর ৪:২৮

ডঃ এম এ আলী বলেছেন: সকলের জন্য সুসংবাদ
প্রথম পাতায় থাকা দৃষ্টি আকর্ষন নোটিশটি
থাকা পর্যন্ত সংসয়ের মধ্যেই
থাকতে হবে হয়ত ।

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম, যথার্থ বলেছেন প্রিয় ভায়া :)

এই হঠাৎ প্রপ্তিগুলো হলো পরে পাওয়া সুবিধা! আদায়কৃত অধিকার নয়। যা আমাদের প্রয়োজন।
তবু নিত্য বিড়ম্বনা থেকে মুক্তির প্রচ্ছায়াই প্রতিফলিত হয়েছে আর কি!

সামু পূর্ন স্বাধীনতা লাভ করুক -সাংবিধানিক, মৌলিক, গণতান্ত্রিক পূর্ণ মর্যাদা এবং অধিকারে।

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

৩৭| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৮

নীল আকাশ বলেছেন: আমিও পারছি না নরমালি। সরকারি নিষেধাজ্ঞার কারণে অফিস হয়তো আইএস্পি থেকে সাইট টি বন্ধ রেখেছে।

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। অধিকাংশই এই গ্যাড়াকলেই ফেসে আছে। মাঝে মাঝে ঝিলিক মারার মতো কিছু লাইন পাোয়া যাচ্ছে !

এই দু:সহাবস্থা কেটে যাক।
সামু পূর্ন স্বাধীনতা লাভ করুক -সাংবিধানিক, মৌলিক, গণতান্ত্রিক পূর্ণ মর্যাদা এবং অধিকারে।

৩৮| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০৭

তারেক ফাহিম বলেছেন: নতুন শব্দ পেলাম, সামুরিয়ান :D

অনুভুতি প্রকাশ করার মত নয়।

আমি গত পরশু থেকে ক্রোম দিয়ে স্বাভাবিকভাবে মন্তব্য প্রতিত্ত্যর করতে পারছি।

১৮ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

স্বাভাবিকতার এ আনন্দ যারা কেড়ে নিয়েছে তারা স্বৈরাচার
তাদের পতন হোক। তারা ধ্বংস হোক।


৩৯| ২০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুট করে আজ ঢুকে পড়লাম !! আহঃ শান্তি।
পৃথিবীতে শান্তি রক্ষিত হোক। ধন্যবাদ স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.