নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদেরও ভিটি ছিল
বসত বাড়ী, স্বপ্নের আঙ্গিনা
ভালবাসা আর খুনসুটিতে মূখর
প্রতিটি ভোর, জোছনা ভেজা রাত;
আহ্ণিক গতির বালাই ছিলনা
পৃথিবীর এ প্রান্ত থেকে অন্য প্রান্ত
মূখর সারাক্ষন- সামহোয়ারইন!
সামুর রাজ্যে সূর্য অস্ত যেতনা কখনোই!
দেশ, মাটি মানুষের কথা
প্রেম ভালবাসা বিরহের কথা
স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের কথা
কি ছিলনা এ ভার্চুয়াল ভুবনে! সমৃদ্ধতর দিনে দিনে।
শত্রুর সইবে কেন?
খলের, ছলের অভাব হয়না
নোংরা মিথ্যা অপবাদে
কেড়ে নিল ভিটে মাটি।
কেড়ে নিল লেখার অধিকার
বলার অধিকার মত প্রকাশের অধিকার
বায়ান্নর যুগ সন্ধিক্ষন ফিরে আসে উনিশে:
-ওরা আমার মূখের কথা কাইড়া নিতে চায়!
সারা বিশ্বে বাড়ছে উদ্ভাস্তু
সিরিয়া ফিলিস্তিন আরাকান দৃশ্যমান;
অলখে নিভৃতে বাস্তুচ্যুত লেখক সমাজ স্বাধীন মতপ্রকাশে
উনিশের এক জুলাই উদ্ভাস্তু হয় লাখো-লাখো সামুরিয়ান!
এখন প্রশ্ন অস্তিত্বের
এখন প্রশ্ন টিকে থাকার
এখন প্রশ্ন স্বাধীনতার
এখন প্রশ্ন মত প্রকাশের
এখন প্রশ্ন গণতন্ত্রের
এখন প্রশ্ন আমাদের ভিটে মাটি ফিরে পাবার।
সুবোধ বজ্রমুষ্ঠি তুলে ধরে
আইজুদ্দিন হাক দেয় হায়দরী- জাগো বাহে!!
০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
অনেক অনেক ধন্যবাদ ভায়া
আজ তিনদিন পর গ্রুপ থেকে সামুতে এসেই প্রথম আপনার মন্তব্য পেলাম।
কি যে ভাল লাগছে। মনে হচ্ছে নিজের হারানো বাড়ী ফিরে পেলাম।
গ্রুপেও আপনি কিন্তু ছিলেন আলোচনায়।
সবাই মিস করছিল আপনাকে
২| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
ল বলেছেন: রহিম বাদশা তো রাজ্য ফিরে পেলো।।।।
ফের যেন আবার উদ্বাস্তু না হোন এটাই কামনা।।।
০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
এতো ফিলিস্তিনের স্ব-ভুমে পরবাসীর মতো ফিরলাম। স্বাধীনতার পতাকা ছাড়াই!
তবুও শান্তি! আহ শান্তি!
পদাতিক ভায়ার সাথে কথা হয়েছে।
৩| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমাকে স্মরণ করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
কিছু মানুষ জাতিকে নতুন কিছু ভাবতে, সৃষ্টি করতে, চিন্তা করতে, লিখতে বাধা দিচ্ছে, জাতির অগ্রগতি রুখে দিচ্ছে; তারা জাতির কষ্ট অনুধাবন করতে ব্যর্থ।
০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা পুরা জাতিকে কিনতা কুনতের যুগে নিয়ে যেতে চায়!
আনুগত্যের নামে ক্রীতদানের শেকল পরাতে চায়! কিমের ভুত তাদের তাড়া করে নিত্য!
অথচ তাদের চোখের সামনেই রয়েছে উন্নত বিশ্বের উন্নত উদাহরন। তারা বড়োত্ওে যায় সেখানে রাষ্ট্রের টাকা খরচ করে।
অথচ ফিরে আসে দানব হয়ে!!!!!
ধন্যবাদ আপনাকেও
৪| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
আপনার সমস্ত অনুভবতা আজকে ভাষা খুঁজে পেয়েছে।
০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আপনার অনুভবে এসেছে জেনে ভাল লাগলো। সব সময়ই একি ছিলাম। প্রকাশের মাত্রায় হয়তো এদিক ওদিক।
আর তাতেই বোঝাবুঝির খুনসুটি
বিরহে শুধু কষ্টই হয়না , লাভও হয় আপনি বেশ বুঝতে পারলেন। আমরা্ও আপনাকে অনুভব করলাম! বিরহের ক’টি দিনে।
আসলে দিনশেষে হৃদ্যতা আন্তরিকতার বিকল্প নেই।
রেষারেষি হানাহানি কেবলই রক্থ ঝড়ায়, হৃদয়ে ক্ষরণ বাড়ায়, সম্পর্ক তিক্ত করে। সবই নেগেটিভ।
অথচ একটু দৃষ্টিভঙ্গি পাল্টে দিলেই সব ভালবাসা ময়। ভিন্নমতেও তখন যুক্তি পাওয়া যায়। ভিন্নতাতেও সৌন্দর্য অনুভুত হয়।
৫| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১২
ভুয়া মফিজ বলেছেন: এখন আর আমরা ভার্চুয়াল উদ্বাস্তু নই। ভৃগুদা.....এটা হলো খুশীর লাইক!!!!!!!!
০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আহা কি শান্তি ভায়া
অনেক অনেক ধন্যবাদ
৬| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: : বেশ কয়েকদিন ধরে প্রবেশ করতে না পেরে আমি হতাশ হয়ে পড়েছিলাম। আজকে খুব ভালো লাগছে ।আপনাকে ধন্যবাদ
০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম । বেশির ভাগের একই হাল।
আমরা ৩-৪ শ শুধু সামুব্লগ গ্রুপে এড হতে পেরেছিলাম। বিশাল অংশই ছিল বাইরে!
সবাইকে মিস করেছি অনেক অনেক।
৭| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
তারেক_মাহমুদ বলেছেন: অনুভুতির অসাধারণ প্রকাশ, সামু আসলেই আমাদের ভার্চুয়াল বাস্তুভিটা।
০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
সেই বাস্তুহারা হবার যাতনাই এ কাব্য
অনেক অনেক ধন্যবাদ ভায়া
৮| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:০১
কাওসার চৌধুরী বলেছেন:
গুরু,
আপনার টেক্সট পেয়েই ভিপিএন দিয়ে ব্লগে ঢুঁকলাম। এযে সীমাহীন আনন্দ। সামু ব্লগারদের মুক্ত চিন্তা আর যুক্তি খোঁজার আঁধার। এই সৃজনশীল মাধ্যমকে যারা কলুসিত করতে চায় তাদের বিচার একদিন এই বাংলার জমিনে হবে। জয় হোক মুক্ত বাকের।
০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় গুরু
এমন আনন্দ ভাষায় প্রকাশ করার নয়
হুম বিচার হবেই।
অনেক অনকে ধন্যবাদ ভায়া
৯| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:১৭
মনিরা সুলতানা বলেছেন: ওয়েলরাম ব্যাক !!
০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এ হ্যাপি রিটার্ন টু হোম
১০| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:১৯
শায়মা বলেছেন: মনের মত কবিতা!
০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
কৃতজ্ঞতা অন্তহীন
অনেক অনেক ধন্যবাদ
১১| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৩৬
খায়রুল আহসান বলেছেন: ফেইসবুক গ্রুপের পেইজে দেয়া মন্তব্যটাই এখানে কপি করে দিলামঃ
সুন্দর কবিতা লিখেছেন। কবিতায় সামু ব্লগের কবি লেখকদের মনের কথা বলেছেন।
আইজউদ্দিন বা নূরল দিন, কারো ডাকের অপেক্ষা না করে আসুন, আমরা সবাই নিজে নিজেই জেগে উঠি!
০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আজ যেন খুশির ঈদ
সামুরিয়ানদের মনে খুশির বন্যা
হুম।
কারো ডাকের অপেক্ষা না করে আসুন, আমরা সবাই নিজে নিজেই জেগে উঠি!
এ চেতনা জাগলেই বিজয় সুনিশ্চিত
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞথা প্রিয় সিনিয়র
১২| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: কবিতার প্রতিটা লাইন সত্য।
০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রাজিরনুর ভায়া
ধন্যবাদ অন্তহীন
১৩| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: এখন অপেক্ষা স্বাভাবিক নিয়মে সামু যেন চালাতে পারি।
০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সেটাই কথা!
আর কোন বাঁধা যেন না আসে ...
১৪| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:০১
পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা আপাতত ঘর ফিরে পেয়েছি।
ভার্চুয়াল উদ্বাস্তু হওয়া থেকে এ যাত্রায় রক্ষা পেলাম।
সেদিনই ওই পাড়াতে পড়েছিলাম। কবিতায় মুগ্ধতা। ++++++
শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবি ভাইকে।
০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সেই। হোকনা চুরি করে তবু নিজের ঘরে ফেরার আনন্দই আলাদা
এপাড়ায় গ্রহণ করলাম ওপাড়ার মতোই । অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দাদা
শুভেচ্ছা অন্তহীন
১৫| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই, কেড়ে নেওয়ার প্রবনতা বাংলায় সব সময় ছিলো - এটি বিদেশী রক্তের সমস্যা, এই দেশের মানুষ জাতি হিসেবে মিশ্রজাতি, তাই মিশ্র তাদের চিন্তা চেতনা। আরবী আাফগান পুর্তুগাল ইংরেজ ষ্কটিশ পাকিস্তান মিশ্র নিকৃষ্ট রক্তের কাছে এর চেয়ে ভালো কিছূ আশা করা যায়না। পোষ্টে প্লাস লাইক ও নিজ ভুমি নিজ দেশের জন্য রইলো অনেক অনেক দুঃখ ব্যাথা ব্যাদনা।
০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
শংকরায়নের বিষ ফলতো রয়েছেই। কিন্তু তাকে ডিমোরাইলজ করে আপন ধারায় কাস্টমাইজ করার জন্য যে সচতেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, যে ঋদ্ধ সুশীল সমাজ প্রয়োজন ছিল তাও অনুপস্থিত। ফলে বন্য বৃক্ষের মতো যথেচ্ছা বেড়ে উঠেছে আপন মনে।
এখনও সময় আছে আমরা যদি আমাদের জাতিগত ব্রান্ডিং এখনো ঠিক না করি, সামনে আরো ভোগান্তিই অপেক্ষমান।
দু:খ ব্যাথা বেদনা দূর হয়ে যাক- এই প্রার্থনা।
অনেক অনেক ধন্যবাদ ভায়া
১৬| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আশা করছি একটা সময় সব ঠিক হয়ে যাবে ভ্রাতা । সামু বেচে থাকবে থাকুক দীর্ঘ কাল ।
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৯:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
সে আশায় এবং অপেক্ষায় সকল সামুরিয়ান
আপনার শুভ কামনা সত্যি হোক
অনেক অনেক শুভেচ্ছা
১৭| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৩:৫৪
ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগের করুন কথামালা
নিয়ে দারুন কবিতা
দাও সকলেরে সহিবার
আর প্রতিবাদের ক্ষমতা ।
এযে নয় শুধুই বাহন
মত প্রকাশের, এযেন
অনুক্ষন হৃদয়ের টান
যা হবেই প্রবাহমান
সারাটি জনম ধরে ।
মানব না কোন বাধন
হবেই তাদের শোধন
ঠিক সময়কালে শুরু
হবে তাদের ক্রন্দন ।
ফেবুতে বিচরণ নেই
বলে দিতে পারিনিকো
সারা সকলের ঐকতানে,
তবে কথা হয়েছিল
একজনের সাথে ফোনে।
মনে আশা নিয়ে
সামুতে লগ ইন করে
প্রথমেই পেলাম দেখা
সকলের প্রিয় কবি বরে
শুভেচ্ছা রইল তব পরে ।
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৯:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও
প্রিয় ড. এম এ আলী ভায়া
আপনাকে সবাই মিস করছিলাম গ্রুপে! মনিরাপু পোষ্টও দিয়েছিলেন
আবশেষে বিরহের চারদিন পেরিয়ে সামুতে আপনাকে পেয়ে যারপরআই আনন্দিত আহলাদিত, আমোদিত
দারুন কাব্যিক মন্তব্যে মুগ্ধ
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল
১৮| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৭:৫৭
ঢাবিয়ান বলেছেন: কবিতায় +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ । দারুন জ্বালাময়ী এই কবিতা নজরুলকে মনে করিয়ে দেয় ।
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৯:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাবা!!!!!!!!!!
এত্ত এত্ত এত্ত প্লাসে আপ্লুত ভায়া
অনেক অণেক কৃতজ্ঞতা
আহা গুরুর পদধূলি হতে পারলেও ধন্য মনে করবো!
১৯| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: হৃদয় ছুয়েছে আপনার কথামালা। সামুতে ইদানিং খুব একটা আসতে পারিনা, তবে যেদিন একেবারে সামু বন্ধ হলো নিজেকে মনে হয়েছিল সিডরে সব হারানো মানুষের মত। ফেজবুকে আর কতটা হয়? আমরা যারা ব্লগার তারা জানি ফেজবুক আমাদের বুকে তৃপ্তি দিতে পারবে না..........আশা করছি সামুর বন্ধি দশা শীঘ্রই কেটে যাবে, শুভ কামনা সব সময়।
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৯:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাদা মনে সাদা কথা না ছুঁয়ে কি পারে হা হা হা
হুম। কি যে সময় গেল কটা দিন ভায়া!
ফেসবুক কখনোই ব্লগেরবিকল্প হতে পারবে না।
তবু সকলে একসাথে থাকার জন্যই এবং আপডেটেড থাকার জন্যই সেই মিলন মেলা গ্রুপে।
সেই নি:স্বতার জ্বালা আপাতত মিটলো! কিন্তু স্বাধী সার্বভোমতার অপেক্ষায়--
জানিনা কত দীর্ঘ হবে এ অপেক্ষা - - - - -
২০| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:৪৪
নতুন নকিব বলেছেন:
কোনো বাধা মানতে চায় না অবাধ্য মন। আজই একসেস করতে পারলাম ব্লগ কুটিরে। আহ! বিক্ষিপ্ত মনে কিছুটা প্রশান্তির পরশ এলো যেন।
সামু মুক্ত হোক দেশে বিদেশে সবখানে।
দারুন লিখেছেন প্রিয় কবি। +++
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১১:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! সেকি আর বলতে ভায়া
কাল বিকেলে যখন অর্কি ভঅয়া প্রথম পোষ্ট টা দিলেন- মনে হল ভুল দেখছিনাতো!
এ দৌড়ে এপাড়ায় এসেই -ইয়েস............. আহ কি শান্তি!!!
উদ্বাস্তু জীবনের কষ্ট অনুভব আর বাস্তবতাকে ধরে রাখার চেষ্টা ভাললাগায় ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা
২১| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: জাগো বাহে জাগো।...
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১১:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আত্মায় স্বত্তায়
অস্তিত্বে প্রতিকণায় সততায়
অনেক ধন্যবাদ কবি
শুভেচ্ছা অফুরান
২২| ০৪ ঠা জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৫
নীলপরি বলেছেন: মনের কথাগুলো বলে দিলেন কবি । যেহেতু আমার ফেবু এক্যাউন্ট নেই , তাই প্রথমে বুঝতে পারনি সামু বন্ধের কথা । ভাবছিলাম , আমার নেট স্লো বা কিছু । পরে বুঝলাম । যাহোক অবশেষে আসতে পারলাম ।
শুভকামনা কবি
০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি
মনের কথা বলতে পারা .. উরিব্বাস এতো সাধু সন্তের কাজ হা হা হা
ভাললাগায় অনুপ্রানীত
আপনাকেও মিস করেছৈ সবাই। মনিরাপু মিসিং পোষ্টে আপনিও ছিলেন
যাক অবশেষে আমরা ফিরতে পেরেছি আপন ভূমে এইই আনন্দ
শুভেচ্ছা
২৩| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১০:৩৮
সুমন কর বলেছেন: অসাধারণ ! অসাধারণ ! এ লেখাই দরকার। সামুকে ছাড়া ভাবা যায় না.............+।
তবে ভাবছি, আমি কি চলে যাবো !!
১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা!
না না সেকি চলে যাবেন কেন?
আমাদের নিরব লেগে থাকাই আমাদের যুদ্ধ!
বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী মন্ত্রে লেগে থাকতে হবে দাদা।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
জাতিকে পেছেন টানার লোকজনের অভাব নেই; জাতিকে সামনে টানার লোকজনের সংখ্যা খুবই কম