নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া
মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া
ইহদিনাস সিরাতাল, মুস্তাকিম-বলিয়া
মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া ।।
সহজে কি সই হয় এ মন
মন ভরা র’লে পাপ গোপন (২)
সব ছেড়ে করো দুধ সাদা মন, সরলতা দিয়া
মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া ।।
তোমার বিশ্বাস তোমার আশ্বাস
চালায়, নাকে দড়ি দিয়া (২)
কি পাইলা আর কিবা পাইবা–দেখো হিসাব করিয়া।।
মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া ।।
ধন-জনে যায় সারা জীবন
দম ফুরালে কেউ নয় আপন (২)
তোমার আচার, তোমার কর্ম যবে সাথে নিয়া
মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া ।।
চুরাশির ফেরে ও মন পইড়নারে আর
কি যাতনা বুঝলে কাঁদবে হয়ে জারেজার (২)
দাও প্রভু মুক্তি দা্ও আমায় ক্ষমা করিয়া
মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া ।
ছবি কৃতজ্ঞতা: গুগল
১৭ ই জুন, ২০১৯ রাত ৮:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
গীতিয় রিপিটেশন মন্তব্যে মজা পেলাম
যার পছন্দ হবে। ভাবে, বাউলিয়ানায়, অন্তসন্ধানী কেউ!!
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় আহমেদ জিএস ভায়া
+++++++++
২| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:২২
হাবিব বলেছেন:
দম ফুরালে নিজের আমল সঙ্গী হবে
এইটুকু আর বুঝলো বলো কে কবে!
১৭ ই জুন, ২০১৯ রাত ৮:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
মোহা মায়ার পর্দােতই যে আচ্ছন্ন থাকে চেতনা!
আবার যখন ইন্দ্রিয় শিথিল হয়ে আসে।
শুন্যতা গ্রাস করে চারিপাশ-- তখন বড়ই ব্যাকুল হয়ে খোঁজে
ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা
৩| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: আহা অনবদ্য!
সহজিয়া গীত কবিতায় মুগ্ধতা।
" মনটা করো সহজ ও মন -ডাকে সহজিয়া।"
শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
১৭ ই জুন, ২০১৯ রাত ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় ভায়ার আহা তো আমার ভরিয়ে দিল মন
অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা শুভকামনা অন্তহীন
৪| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:৫২
শায়মা বলেছেন: ভাইয়া সুর দিয়ে দাও। আমিই গেয়ে ফেলি ......
১৭ ই জুন, ২০১৯ রাত ৯:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!
দাড়াও চিমটি কেটে নিই
ইশশশ হ্যা ব্যাথা লেগেছ হুশেই আছি
অনেক অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
খুশিতে মন পাখি, ভাবে তোমারে যে কই রাখি।
মাথায় রাখিবনা উঁকুনে খাবে
জমিনে রাখিবনা পিপড়া খাবে
রাখনু তোমায় বুকের মাঝে
যতন করিয়া হা হা হা
আচ্ছা।
লেখার সময়ের সহজাত সুরটুকুতো রয়েছেই। তোমার যদি প্রিয় কোন সুরকার থাকে
যারা ফোক এবং আধুনিকতা মিক্সড করে কাজ করে দেখাতে পারো সময় সুযোগ পেলে।
আমিও দেখছি।
আবারো অনেক অনেক কৃতজ্ঞতা।
৫| ১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: অপূর্ব।
১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রাজিব নুর ভায়া
শুভেচ্ছা অন্তহীন
৬| ১৭ ই জুন, ২০১৯ রাত ১০:৫৮
মাহমুদুর রহমান বলেছেন: গীতিময় কবিতায় চমক লাগা রেখে গেলাম।
১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আপনার চমক লাগা আমার অনুপ্রাণ হয়ে রইল
শুভেচ্ছা অফুরান ভায়া
৭| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:০০
ল বলেছেন: এ গীতখানা গাইবে কে!!!!
গাইবে আমজনতা আর পাড়ার লোকে।।।
হে হে হে
গাইবে আবালবৃদ্ধবনিতা সবে।।।
সহজিয়া গীতি পূর্বকথনঃ কে জানে হায় কে জানে।।।
অদ্ভুত সুন্দর দাদা হে !!!
ভালোলাগা রইল।।।
১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
গীতিময় মন্তব্যে মুগ্ধতা
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা ভায়া
৮| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:২০
করুণাধারা বলেছেন: সহজিয়া গীত। ভালো হয়েছে।
+++++++
১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনুপ্রানীত হলাম প্রিয় করুনাধরা!
এত্তগুলো প্লাসে অনেক অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আর শুভকামনা রইল অফুরান
৯| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:২৮
নতুন নকিব বলেছেন:
সহজিয়া সুন্দর হয়েছে।
১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধনবাদ ভায়া
ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে অনুভবের সহজ চেষ্টা
অন্তহীন শুভকামনা আর শুভেচ্ছা রইল
১০| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১৮ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ 'কাফাছ' আপা
অনুপ্রাণীত হলাম।
অন্তহীন শুভেচ্ছা রইল
১১| ১৮ ই জুন, ২০১৯ রাত ৯:২১
জুন বলেছেন: সহজীয়া গীত ভালোলাগাই উচিত ভৃগু
এখন গান শোনার অপেক্ষায় ।
+
১৮ ই জুন, ২০১৯ রাত ৯:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঔচিত্যবোধে কৃতজ্ঞ জুনাপু
সে হবে সবচে আনন্দের ক্ষন
শুভেচ্ছা অন্তহীন
১২| ১৯ শে জুন, ২০১৯ রাত ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: "ইহদিনাস সিরাতাল মুস্তাকিম- বলিয়া,
মনটা করো সহজ ও মন -ডাকে সহজিয়া।" - চমৎকার! এ সহজিয়া ডাকে সাড়া দিতে পারলে তো জীবনটাই সফল!
১৯ শে জুন, ২০১৯ রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র পাঞ্চ লাইনটা কোট করায়
হুম। ইহকাল এবং পরকাল সকল কালেই সফলতা সেই সহজিয়া অনুভবে জীবন চলালে!
কৃতজ্ঞতা অন্তহীন আর অশেষ শুভ কামনা রইল
১৩| ১৯ শে জুন, ২০১৯ রাত ৯:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন: আহা জীবনটা যদি আবার ২৮ বছর বয়ষ থেকে শুরু করতে পারতাম !!!
১৯ শে জুন, ২০১৯ রাত ৯:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এ যে অনন্ত দীর্ঘশ্বাস
কেবলই বয়ে যায়
ফেরার পথ নেই তবু স্বপ্নের মরিচিকা
আশায় স্বপ্ন দেখায় - - -
এ জনমে না হোক আরজনমে আবার আটাশ আসবে কিন্তু তখন কাজে লাগাইয়েন
১৪| ১৯ শে জুন, ২০১৯ রাত ১০:৪৫
সুমন কর বলেছেন: আজকাল সবার মন তো, কঠিন আর ভেজাল !! সহজ কোথায় পাবেন !! ভালো লিখেছেন।
২০ শে জুন, ২০১৯ রাত ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম দাদা
কিয় ভয়ংকর রকম বস্তুবাদীতা কোমল মন আর তারচে সুকোমল স্বপ্নগুলোকে মেরে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে!!!
দু:খজনক! অথচ দিন শেষে জীবন শেষে বস্তু গুলো পড়ে উপহাস করছে তাকেই . . .
অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেরনা দেয়ায়
শুভেচ্ছা অন্তহীন
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:১২
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
সম্ভবত একটা গীত লিখলেন। তবে সহজিয়া ভাবেই বলি- এই গীতখানা গাইবে কে? এই গীতখানা গাইবে কে? (২)