নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশিরাত বাঁকা চাঁদ আকাশে গানের সুরে এ গাওয়া ছাড়া উপায় কি?
চাঁদ নিয়ে যা তেলেসমাতি দেখাল চাঁদ দেখা কমিটি !!!! বলি হারি!
সবাই যখন অপেক্ষায় ঈদের সিদ্ধান্তের!
তারাও মিটিংয়ে ব্যাস্ত!
ইফতারের সময়ের পর প্রায় ২ দু-ইই ঘন্টা গবেষনার পর রাত প্রায় ৮: ৫০ এ ঘোষনা দিল
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায় নি! ঈদ বৃহষ্পতিবার!
টিভি অনলাইন অফলাইন খবর ছড়িয়ে পড়ল। মসজিদে অপেক্ষমান মুসল্লিরা তারাবিহের নিয়ত বেঁধে দাড়িয়ে পড়লেন।
গিন্নিরা ঈদ আয়োজনের সব পাশে সরিয়ে সেহরির আয়োজন সম্পন্ন করলেন! ঘুমানোর প্রস্তুতি!
অমন সময় আবারো নতুন ঘোষনা! নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না। তারা তাড়ি টিভি অন করে দেখি - জ্বি!
সব সম্ভবের দেশে ৯৬'র এ সরকারের আমলের ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো। তখন রাত ১১:৩০ এর খবরে বলেছিল। এবার একটু আগেই বলেছে বলে আমরা কৃতজ্ঞ হতেই পারি!
রাতেই ফেসবুকে ছবি সহ পোষ্ট দিলাম। কয়েক জায়গায় ফোন করলাম তাদের অবহিত করাতে। ফাউন্ডেশনের সাইটে ঢুকলাম। সাইট ডাউন! আমি অবাক হয়ে ভাবি চাঁদ দেখা কমিটিতে কি আইটি জ্ঞান সম্পন্ন একজনও নেই। সারা দুনিয়ার চাঁদ দেখার হাজারো ওযেবসাইট আছে। সারা বছরের চাঁদের অবস্থান যেখানে সূক্ষাতিসূক্ষ বর্ণনা করা। সেখান থেকে তথ্য নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নিলেইতো হয়। জ্ঞান বিজ্ঞানের ব্যবহার এবং প্রয়োগে তো আল্লাহ এবং রাসূলের না ছিলনা বরং আদেশ আছে।
মিটিং চলাকালীনই গুগল করলাম । শত শত ওয়েব সাইট। একটা ওয়েব সাইটে মঙ্গলবার চাঁদের অবস্থান তথ্যছিল নিম্নরুপ
TODAY - Tuesday, June 4, 2019. The Moon today is in a Waxing Crescent Phase. A Waxing Crescent is the first Phase after the New Moon and is a great time to see the features of the moon's surface. During this phase the Moon can be seen in the wester sky after the sun dips below the horizon at sunset.
Phase: Waning Gibbous
Moon Age: 16.41 days
Moon Angle: 0.51
Moon Distance: 389,356.83 km
টুডেস মুন ফেইজ-এ চাঁদের ছবি সহ স্পষ্ট ১% চাঁদ দেখা যাচ্ছে। আগামীকাল যা ৫ % হয়ে যাবে।
আমাদের ডিজিটাল বাংলাদেশে তবে আমরা প্রযুক্তি ব্যবহারে ব্যাকডেটেড ই রয়ে গেলাম!!!! বাকী যা সব শুনি সবই ফাঁকা বুলি! ক্যামোফ্ল্যাজ! বাস্তবিক সমস্যার সময়ে যা কোন কাজে আসে না।
তবে হাজার কোটি টাকার স্যাটেলাইট উৎক্ষেপন কি কেবলই কমিশন ভাগাভাগি প্রজেক্ট?
ফ্লাইওভারের পরো জ্যামের দু:সহতা দেখে যেমন দুর্জনেরা বলে । এক সংবাদ সম্মেলনে খোদ সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবও যেমন বলেছেন - সড়ক শৃংখলা না ফেরালে ফ্লাই ওভার, ওভার পাসে জ্যাম ফেরাতে পারবে না!- শুনে বিজ্ঞরা হাসে এতক্ষনে অরিন্দম কহিলা বিষাদে! ফিলিংসে! সবই কি সেই বানেরর পিঠা ভাগ উন্নয়ন প্রকল্প! আমজনতা অব্যশ পদে পদে পথে চলতে গিয়েই টের পায়! যাক গে বলছিলাম ঈদের কথা!
আমাদের ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হোক। তথ্য প্রযুক্তির ব্যবহারে আলেম সমাজকে উদ্ভুদ্ধ কার হোক। যে ধর্মের প্রথম বানী ইক্বরা! মানে পাঠ করো, পড়ো! সে ধর্মের ইমামদের শত বছরের পেছনে আটকে থাকা অজ্ঞতা থেকে মুক্ত করতে হবে। বিট্রিশ আমলে যেমন এক ফতোয়ায় (ইংরেজী শেখা হারাম) মুসলিম জাতি পিছিয়ে পড়েছে শত বছর, আজো তেমনি প্রযুক্তির নিয়ে ফতোয়ার কারণে মুসলিম জাতি আবারো পিছিয়ে পড়ছে হাজার বছরের।
পবিত্র কোরআনে আল্লাহ বারবার বলেছনে এ গ্রন্থ বিজ্ঞানময়। এ গ্রন্থ তাদের জন্য নিদর্শন যারা জ্ঞানী। সুতরাং অজ্ঞ অন্ধ ধর্মাবেগের কোন স্থান এখানে থাকতে পারেনা। থাকতে নেই। যত তাড়াতাড়ি ইমাম, আলেম সমাজ বুঝবে তত মুসলমানদের উপকার হবে।
যাতে এমন বিব্রতকর অবস।থায় কোটি কোটি মানুষ, একটা জাতি এবং একটা দেশকে আর পরতে না হয়।
সব শেষে বৃষ্টির মাঝেই ঈদ সালাত আদায় করতে পেরেছি তাই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া!
সবাইকে ঈদের শুভেচ্ছা : ঈদ মোবারক
০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিকল্প বা যে কোন উপায় কারো জানা থাকলে জানানোর অনুরোধ রইলো
২| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাপের মুখে ঈদ হচ্ছে মনে হয়?
০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অথবা নিজেদের মূর্খতায় এ ব্লান্ডার!!
যেখানে প্রযুক্তি সহেযাগীতা নিলে ৭:৩০ থেকে ৮টার মধ্যে সঠিক ঘোষনা একবারেই দেয়া সম্ভব ছিল সেখানে সব লেজে গোবরে করে ফেলল!
কলকাতা আর বাংলাদেশে দ্রািঘমাংষ ৫ মিনিটের ব্যবধান। তারা চাঁদ দেখলে আমরা না দেখে একদিনের ব্যবধান কিভাবে হয়?
আরবেও দেখেছে। সেখানে আমাদের সাথৈ ৩ ঘন্টার ব্যবধান। সে ব্যবধান তো দুই দিনের হতে পারেনা।
সব যুক্তি এবং প্রযুক্তির বাইরে তারা গুবলেট কাজ করেছে !
৩| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মধ্য রাতের চাঁদের শুভেচ্ছা । ঈদমুবারক ভ্রাতা। ফের আমরা প্রমান করলাম এই দেশে আমরা সব করতে পারি
০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আমাদের মধ্যে আবার একটা বিশেষ দলই তা পারে
৯৬র আমলেও দেখেছি এবারও দেখলাম!
স্যাটেলাইট কনে ঘুরতে গেসিল যেন! আহা ফনি ফিরাইতে পারলো মগর চান্দের খবর দিতে এত দেরি!! নিচ্চয়ই ষড়যন্ত্র
হা হাহা
ঈদ মোবারক ভায়া
৪| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১১:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই,
বিষয়টা যদি ক্ষমার দৃষ্টিতে দেখেন তাহলে একটু বলি। 1947 সালের যখন দেশ স্বাধীন হয় সেদিন মধ্যরাতে ঘুমে আচ্ছন্ন দেশবাসীর উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন। দিল্লির লালকেল্লায় পতপত করে উড়িয়েছিলেন বিজয় নিশান। সুতরাং ফ্ল্যাশব্যাকে ঐতিহাসিক ঘটনা যদি এভাবে সামনে আসে তাহলে মন্দ কি।
'বি পজেটিভ' এই দৃষ্টিতে বলবো ঈদ না হলে যদি রোজা হত আজ এবং দেশ দুটি অংশে ভাগ হয়ে যেত তাহলে এটা আরো বেশি বেদনাদায়ক হত।
পরিশেষে আবারও জানাই শ্রদ্ধা ও ঈদের শুভেচ্ছা।
০৫ ই জুন, ২০১৯ সকাল ১১:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তা মন্দ বলেন নি। এই মেনে নেয়ার মাঝেইতো সব বিষবৃক্ষের অলখে জন্ম হয়ে যায়। তাই এতো কথা বলা। ভবিষ্যত সতর্কতার জন্য।
তারাবিহ পড়ে ফেলা সেহরী রান্না করার পর বলাতেই এত ক্ষোভ। আগে ঘোষনাটা না দিয়ে যদি বরং পুরো সময়টাই অপেক্ষায় রাখতো কারো কিছূ বলার থাকতো না।
শেষ ভাল যার সব ভাল তার নীতিতে তাই হোক
ঈদ মোবারক
৫| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১১:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: ছবি অন্য কোথাও আপলোড করে,
[তারপর img তারপর একটা দাড়ি | তারপর লিংক ]
যেমনঃ
[im|link]
im কে img এবং লিংকের জায়গায় .jpg বা .png লেখাযুক্ত লিংক যুক্ত করুন।
থার্ড ব্রাকেট যোগ করলে,তার শেষ করতে হবে।
নাও ট্রাই।
০৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখি টেরাই কইরা
পারি বা না পারি অগ্রিম ধন্যবাদ
০৬ ই জুন, ২০১৯ সকাল ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশেষ হলো ভায়া : থ্যাংকস আ লট
সাথে তাজুল ভায়ার সহযোগীতার জন্যেও অনেক ধণ্যবাদ
৬| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৩
আর্কিওপটেরিক্স বলেছেন: হোক না ঘোড়ার ডিম !
এলো খুশির ঈদ !
০৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইই....
তুমি চিনিয়ে দাও আপনা জাত
আমি নিভৃতে হেসে করি মুন্ডুপাত
ফেসবুকে আরেক পান্ডা কুতুবের শুভেচ্ছা ভাইরাল হচ্ছে- ঈদের নামাজকে জানাজা বলছেন!
একবার ঈদুর ফিতর একবার ঈদূল আজহা পুরাই টাল মাটাল হাল............হাসতে হসাতে শ্যাষ!
একি অবস্থা নেতাদের!!!!!!
সব কিছূ পাশে রেখে- ঈদ কোলাকুলি
ঈদ মোবারক
৭| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৭
নজসু বলেছেন:
০৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
ঈদ মোবারক
৮| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৩
নীলপরি বলেছেন: ঈদের শুভেচ্ছা কবি
০৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ঈদ শুভেচ্ছা নীলপরি
৯| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৪
করুণাধারা বলেছেন: এই অবস্থাতেও আপনার মনে গান এল, সাধুবাদ জানাতেই হয় আপনাকে। আমার প্রচন্ড রাগ হয়েছিল; ঈদের রান্না করা বন্ধ করে তারাবি পড়ে সেহরির জোগাড় করছিলাম, তখনই শুনি কাল ঈদ! একে ফাইজলামি না ইতরামি বলবো ভাবছি। ঈদের দিনে রোজা রাখা হারাম, আরেকটু হলেই কোটি কোটি মানুষ সেই হারাম কাজটি করতে যাচ্ছিলেন! সামাজিক মাধ্যমে এই নিয়ে প্রতিবাদ যদি না আসতো!! ডিজিটাল দেশের অধিবাসীদের এইসব ভুল ত্রুটি মাফ করে দেয়া উচিত কি... আমি মনে মনে ভাবছিলাম, এমন ঘটনা আগেও একবার হয়েছিল! কবে হয়েছিল মনে করতে পারছিলাম না, আপনি মনে করিয়ে দিলেন- ৯৬ সালে!
ঈদের মোবারক! চমৎকার পোস্টে লাইক।
০৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সইতে সইতে পাথর হয়ে গেছি যে! অল্প শোকে আর কাতর করেনা
অর্বাচিনতা অবিমৃষ্যকারীতা যেন তাদের রক্তে! ৯৬র আমেলেতা রাত সােড় এগারটার খবরে জানাল কাল ঈদ!
অথচ প্রযুক্তি ব্যবহারে সাবলীল হলে বিষয়টা কত সহজেই সমাধান যোগ্য! রাতে ফেবুতে ছবি সহ পোষ্টে দেখিয়েছিলাম চাঁদ উঠেছে ১% এবং ক্লিয়ার দৃশ্যমান! কিন্তু তারা মানুষকে হয়রানী করিয়েই ছাড়লো! ধিক!
আরো হাস্যকর একটা ভিডিও পেলাম সকালে তাদের খুব ডাকসাইটে নেতা একবার বলছে ঈদের নামাজে জানাজা!!!!!!!
আবার বলছে ঈদূর ফিতর আবার বলছে ঈদূল আযহা!!!! অবিশ্বাস্য! কারা আমাদের নেতৃত্ব দিচ্ছে? কোন যোগ্যতায়?
সবশেষে বৃষ্টি ধূয়ে নিন সব রাগ মান
ঈদ মোবারক!
১০| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা । ঈদ আনন্দময় ও ঝলমলে হোক ।
০৫ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনায়
আপনার জন্যেও একই শুভকামনা
ঈদ মোবারক
১১| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ২:৫৫
ল বলেছেন: নিশিত চাঁদের দেশে ভোর হোক...
ঈদের সালাম ও শুভেচ্ছা।।
আসসালামু আলাইকুম
০৫ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
নিশিথ অন্ধকার
রাত পাখীদের চিৎকার
সুবোধ হয় বহিষ্কার
সোনার স্ব-দেশে জলদি আসুক ভোর।
ঈদ মোবারক
১২| ০৫ ই জুন, ২০১৯ বিকাল ৩:৪৬
করুণাধারা বলেছেন: অদ্ভুত! আপনার পোস্ট পড়তে পারছি, কিন্তু মন্তব্য দেখতে পাচ্ছি না!
০৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই????
কিছূ একটা সমস্যা আছে হয়তো।
আমি ছবি আপলোডাইতে পারতেছিনা। অর্কি ভায়ার পরামর্শে ট্রাই করলাম্
গতকাল একটা ছবি নিয়ে ফেবু আপত্তি জানিয়ে আমার পোষ্ট অফ করে দিয়েছিল। এর পর থেকেই কোন ছবি আপলোড হচ্ছে না।
পরে পোষ্ট ডিলিট করে ছবি ছাড়া দিয়েছি। পাবলিশ হয়েছে।
গুগলেও আগের মতো ছবি সহজে সেভ করা যাচ্ছে না। কপিরাইটের একটিভেশন কিছু হয়েছে বোধকরি!
১৩| ০৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা নেবেন।
আপনার পোষ্ট ও ছবির মাঝে মিল থাকে না, সেজন্য ছবি বেঁকে বসেছে।
০৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ঈদের শুভেচ্ছা
যার নয়ন বাঁকা সে সবকিছূতেই বাঁকা দেখে! লোকে বলে হা হা হা
১৪| ০৫ ই জুন, ২০১৯ রাত ৮:৫২
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
নিশি রাত দেখেছেন কিন্তু বাঁকা চাঁদ দেখেননি। নিশি ঘোরে থাকলে তেমন তেমন মানুষেরা বিজ্ঞানের নাগাল পায়না!
"স্যাটেলাইট কনে ঘুরতে গেসিল যেন! আহা ফনি ফিরাইতে পারলো মগর চান্দের খবর দিতে এত দেরি!!" জব্বর প্রতিমন্তব্য করেছেন ৩ নং মন্তব্যে।
যাই হোক, বাতাসে বাতাসে ঈদের ঘোষনা বেজেছে বলেই জানাই -- ঈদ মোবারক।
০৫ ই জুন, ২০১৯ রাত ৯:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দারুন রসময় মন্তব্যে মুগ্ধতা
ঈদ মোবারক
১৫| ০৫ ই জুন, ২০১৯ রাত ৯:৪১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
দিয়ে দিলুম ভাই ♥
ঈদের শুভেচ্ছা জানবেন।
০৬ ই জুন, ২০১৯ সকাল ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
আপনার এখান থেকে ছিব লিংক আর আর্কি ভায়ার ফর্মূলায় বাহ পোষ্টে ছবি এসেই গেল
ঈদ মোবারক
১৬| ০৫ ই জুন, ২০১৯ রাত ১১:১২
নাসির ইয়ামান বলেছেন: কিছু বলতে মনে চায় না,সবকিছুই সাবলীল অসহ্যরকম!
০৬ ই জুন, ২০১৯ সকাল ৯:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেড়ে বলেছেন ভায়া সবকিছুই সাবলীল অসহ্যরকম!!
আর তারচেও অসহনীয় সকলের নির্লিপ্ততা! যেন কিছূই হয়নি! জনম জনম যেন এভাবেই চলেছে জীবন!
একাত্তরে কি এ জাতিই যুদ্ধ করেছিল?
অবশ্য তখন শত্রু ছিল উর্দুভাষী! বাংলাভাষী হলৈই কি অন্যায় অন্যায় নয়! স্বৈরাচারিতা স্বৈরাচারিতা নয়!
কি জানি বাপু! চেতনা আর সুশীলতা এখনো বুঝিনা! বলেই কোথায় যেন দাউ দাউ করে জ্বলে অসহায় আক্রোশে!
১৭| ০৬ ই জুন, ২০১৯ সকাল ৯:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
১৮| ০৬ ই জুন, ২০১৯ রাত ৮:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোট কথা নামাজ রোজার সময় আমরা নির্ধারন করে দেব।
ইচ্ছে হলে দেশে থাকেন না হলে ----- ----
০৬ ই জুন, ২০১৯ রাত ৯:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই দু:খজনক!
দুবার ঘটলো। দুবারই তারা ক্ষমতায়!
একি অবহেলা? প্রশাসনিক ব্যার্থতা! নাকি স্বেচ্ছাচারিতা?
আরেক বিশ-াল নেতার বক্তব্য শুনে তো ভিমরি খাবার যোগার!!!! দেখেছেন নিশ্চয়ই ফেবুতে
ঈদের নামজকে নামাজে জানাজা বলছে!!!!!!!!!!!!!
ঈদুল ফিতরকে ঈদুল আজহা বলছে!!
হচ্ছে কি দেশে?????
১৯| ০৯ ই জুন, ২০১৯ রাত ১২:২৫
সুমন কর বলেছেন: আমরা শুধু মুখে মুখে উন্নত হচ্ছি ...... প্রযুক্তিতে না !!
০৯ ই জুন, ২০১৯ রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
বাস্তবতা চোখ আঙুল দিয়ে তাই দেখীয়ে দিচ্ছে! বারবার!
ধন্যবাদ সুমন দা'
২০| ০৯ ই জুন, ২০১৯ রাত ৯:০১
সেলিম আনোয়ার বলেছেন: স্যাটলাইট আমাদের পিচিয়ে দেয়। অন্যদের এগিয়ে নেয়। আরও একটি স্যাটলোইটের মালিক হলে কি অবস্থা হবে কে জানে ?
০৯ ই জুন, ২০১৯ রাত ৯:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ভালই বলেছেন একটাতেই রাত ১১ টায় ঈদ , আরেকটা হলে কি হপি ????
সারা দেহ অসুস্থ রেখৈ মূখে মেকাপে যেমন ষৌন্দর্য বাড়ে না কমেডিয়ান বানায়
সারা দেশের মৌলিক সমস্যা জিইয়ে রেখে কৃষকের ধানক্ষেতে আগুনের দেশে...
কৃষকের আত্মহত্যার দেশে
ফুটপাতে অনাহারী মানুষের দেশে
স্যাটেলাইট কেবল বিলাসিত নয়! পাপ!
২১| ১৪ ই জুন, ২০১৯ সকাল ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: এবারের চাঁদ দেখা নিয়ে এ তামাশাটা ছিল একটা জাতীয় কেলেঙ্কারী। মধ্যরাতে ওরা বুঝতে পেরেছিল যে বিশ্বের স্রোতধারা থেকে ওরা ছিটকে পড়ে যাচ্ছিল, তাই পড়ি কি মরি বলে সংধোধিত ঘোষণাটি দেয়!
১৬ ই জুন, ২০১৯ রাত ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মহাবিজ্ঞানময় গ্রন্থ আল কোরআনের অনুসারীদের একি দুরবস্থা।
তারা বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করছে না। হালাল হারামের ফতোয়ায় বেঁধে রেখেছে পুরা মুসলিম জাতিকে!
অথচ প্রযুক্তির সাহায্যে সহজেই এড়াতে পারতো এ ধরনের কেলেংকারীকে!
দেরীতে উত্তর দেয়ায় দু:খিত। প্রিয় সিনিয়র
বেশ ক'দিন আসতেই পারিনি এপাড়ায়
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছবি ইনসার্ট করতে পারিছ না!!!!!!!!!!!!!!!
কমেন্টে এড করে পোষ্টে দিতাম আগে -তা্ও কাজ করছে না!!!