নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

মুছিয়ে চোখের জল ফোটাও হাসি, বুকে লয়ে বলো, ঈদ মোবারক

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৪:০৮

ঈদ আসে চিকন চাঁদে;
আনুষ্ঠানিকতায়, গানের সুরে:
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ গেয়ে;

ঈদ আসে সুপার শপে, মলে,
আলো ঝলমলে বিজ্ঞাপনে
ফেসবুক ষ্ট্যাটাসে! বাহারী কেনাকাটায়! অহম পড়ে চুইয়ে!

চোখের জলেই ঈদ কাটায়
কতজনায় নিভৃতে!
চাঁন রাতে পিতা কাঁদে, শুন্যাশায় চেয়ে রাজপথে;

মাসভর সেহরীতে আলুলংকা
গরিবের নিত্যে পরীক্ষা,
কাঁদে মা ঈদে নিরবে নিভৃতে, পোলাও দিতে-পাতে!

ধর্ম শেখাল প্রেম আর দান,
ভালবাসায় হতে মহিয়ান, হায়!
মূখোশটাই ধরলো সবে, ধরলোনা কেউ সত্য সে জ্ঞান!

সিয়াম শেখাল ত্যাগের বাণী
খোদা প্রেমে জান কোরবান
হায় ‘খোদ’ প্রেমে সব মশগুল, কাঁদে খোদা কাঁদে নিরন্ন প্রাণ!!

ফিতরের দিনে হাত খুলে মন
ভালবেসে করো দান চুপচাপ;
মুছিয়ে চোখের জল ফোটাও হাসি, বুকে লয়ে বলো, ঈদ মোবারক



সবাইকে ঈদের শুভেচ্ছা :)

বি.নোট:
এবারো আমার "সিয়াম প্রকল্প"
প্রতিদিন দুপুরের খাবার বেঁচে যাওয়া আনু: মূল্য ৫০ টাকা করে প্রতিদিন সঞ্চয় করে ১৫০০ টাকা জমেছে।
ইনশাল্লাহ চাঁন রাতে ৩/৫টি পরিবারের ঈদের বাজার করে দেবার ইচ্ছা আছে; আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ততক্ষন।
প্রচারের জন্য নয়, অনুপ্রানীত করার বাসনায় স্মরণ, বর্ণন, লিখন । :)

মন্তব্য ৩৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৪:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ কি তবে এসেই গেল!

০৩ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হুম। এইতো! ঐ দেখা যায় ঈদ চাঁদ ;) এর মতো নিকটে :)

অগ্রিম ঈদ মোবারক

২| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৪:১৫

নীলপরি বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন । আর আপনার প্রকল্প ভাবনাটাও খুব ভালো ।

ঈদের শুভেচ্ছা কবি

০৩ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

এটা চালিয়ে আসছি গত ৪-৫ বছর ধরে!আরো কেউ যদি অনুপ্রানীত হয় সে আশায় শেয়ার করা।

অনেক অনেক শুভেচ্ছা আর অগ্রীম ঈদ মোবারক

৩| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: আমি আর আমার স্ত্রী মিলিয়ে প্রতি বছর তিনজনকে ঈদের জামা দেই।

০৩ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ভায়া :)

সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ :)

অগ্রিম ঈদের শুভেচ্ছা

৪| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৫:২৬

মুক্তা নীল বলেছেন: আলহামদুলিল্লাহ আপনার "সিয়াম প্রকল্প" শুনে ভালো লাগলো।
আর কবিতাটা অনেক সুন্দর হয়েছে । ভালো থাকুন ।

০৩ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা ভায়া :)

ধন্যবাদ ও শুভেচ্ছা
অগ্রমি ঈদ মোবারক

৫| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৫:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যে ঈদের বাস্তব চিত্র এঁকেছেন। সত্যিই তো ঈদ আসে ঈদ যায়, ভুখা পেট ভুখাই থেকে যায়।
আপনি গ্রেট। শুধু কথাতে নয়,তার বাস্তবায়নে অপার মুগ্ধতা। স্যালুট আপনাকে।

শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবি ভাইকে।

০৩ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইরে সেরেছে

দাদাতো লজ্জ্বায় ফেলে দিলেন!
নিজের অপারগতার জ্বালাতেই তো নিত্য জ্বলি!
এক সাগর তৃষ্ণায় এক ফোটা জল সে আর কতটুকু!! তবু চেষ্টা নিরন্তর এগিয়ে আসুক আরো হাত . . .

অনেক কৃতজ্ঞতা ভায়া

শুভেচ্ছা শুভকামনা আর অগ্রিম ঈদ শুভেচ্ছা

৬| ০৩ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "সিয়াম প্রকল্প" কে সাধুবাদ জানাই।
অভিনন্দন নিন।

০৩ রা জুন, ২০১৯ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় লিটন ভায়া :)

ভাল লাগলে নিজেও শুরু করুন। অন্যকে অনুপ্রাণীত করুন।
বিন্দু বিন্দু জলে হোক সিন্ধু :)

অগ্রিম ঈদ শুভেচ্ছা

৭| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:০৪

রাকু হাসান বলেছেন:

ঈদ মোবারক । সিয়াম প্রকল্প সফল হোক । হুম ভালো কাজ শেয়ার করা উচিত । যে যায় বলুক না কেন ।

০৩ রা জুন, ২০১৯ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক ভায়া :)

ধন্যবাদ অনুপ্রাণীত করায়
হুম, এগিয়ে চলো দৃঢ়তায় আপন বিশ্বাসে সততায় :)

৮| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দারুন ভায়া :)
সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ :)
অগ্রিম ঈদের শুভেচ্ছা

আপনাকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকুন। সুস্থ থাকুন।

০৩ রা জুন, ২০১৯ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নুর ভায়া

শুভকামনা কৃতজ্ঞতা
ধন্যবাদ আর শুভেচ্ছা আবারো :)

৯| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:৪০

নজসু বলেছেন:


ঈদের অগ্রীম শুভেচ্ছা রইলো।
কবিতা তো ভালো লেগেছে।

বেশি ভালো লেগেছে আপনার বিশেষ নোট।
খুবই সুন্দর উদ্দ্যোগ।
এরকম মনমানসিকতা সবার হোক এটাই কামনা করি।

০৩ রা জুন, ২০১৯ রাত ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

অগ্রিম ঈদ মোবারক
আপনার শুভকামনায় কৃতজ্ঞতা অন্তহীন

১০| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: KUALA LUMPUR, June 3 — Muslims in Malaysia will celebrate Aidilfitri on Wednesday (June 5), the Keeper of the Rulers’ Seal Tan Sri Syed Danial Syed Ahmad announced here tonight.

০৩ রা জুন, ২০১৯ রাত ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদেরও বোধকরি ৫ তারিখই হবে

ঈদ মোবারক ভায়া
প্রবাসের ঈদ হয়ে উঠুক আনন্দময়

১১| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১২:০৭

নাসির ইয়ামান বলেছেন: কবিতায় অকপটে ব্যথাতুর সত্য উঠে এসেছে!

আপনার দানের আগ্রহ বৃদ্ধি পাক!

আপনি ভালো "কথার মালা" গাঁথতে পারেন!

ধনা দরিদ্রের বিরাট বৈষম্য ঘুচে যাক!

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক ধন্যবাদ ভায়া

আমার দানের বাস্তবতায় এমনই ক্ষুদ্র উদ্যোক্তা আরো বাড়ুক, তাদের প্রতিবেশীরা হোক উপকৃত!
একাকী এ পরিমান হয়তো খুবই কম, কিন্তু লাখো লোক যদি শুরু করে উপকার ভোগীর সংখ্যাও বাড়বে সমানুপাতিক :)
কম্প্লিমেন্টসে কৃতজ্ঞতা
আপনার প্রার্থনা মঞ্জুর হোক।

ঈদ মোবারক ভায়া

১২| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ২:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন:

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

আমার ফুটুক আপেলাড নেয় না ক্যারে :((

১৩| ০৪ ঠা জুন, ২০১৯ ভোর ৫:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: ঈদ মোবারক, বিদ্রোহী ভাইয়া 8-| সিয়াম প্রকল্পের উদ্যোটা খুবই ভালো হয়েছে। পরিমান যা ই হোক ইচ্ছা ও চেষ্টাটাই আসল ।
তবে আমি দোয়া করছি, এ বছর থেকে ভাইয়ার দুপুরে খাবারের পরিমাণ বেড়ে যাক :P তাতে ভাইয়ার ও স্বাস্থ ভালো হবে এবং পরের বছর রমজানে আনু : মুল্যের পরিমাণ বেড়ে যাবে :-B

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা

না আনুমানিক মূল্য আম জনতার এভােরেজ ধরা হয়েছে। যাতে কারো বেশি কষ্ট না হয়! আর একা পরিমানটা খুবই কম, কি্তু যদি লাখো লোক অংশ নেয়?!!!! বিন্দু জলেই সিন্ধু হয়ে যায় না? তাই বলা সকলেই যেন নিজ নিজ স্থানে উদ্যোক্ত হয়ে ওঠে মানবতার কল্যানে :)
যারা অতিরিক্ত খায় তারা মুটু হয়ে যায়, আমি মুটু হতে চাইনা ;) তাই বেশি খাওয়ার বদ দোয়া ফিরিযে নাও বইনা :)
হা হা হা

ঈদ মোবারক!

১৪| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৮:০২

জাহিদ অনিক বলেছেন: বাহ আপনার সিয়াম প্রকল্পটা দারুণ কবি। আমাদের সাথে শেয়ার করে উৎসাহিত করার জন্য অনেক আন্তরিক ধন্যবাদ। ভালো কাজ শুনলেও যেন ভালোলাগে।

ঈদের শুভেচ্ছা রইলো কবি। ভালোবাসা

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা
অনুপ্রানীত হলাম

ঈদ মোবারক কবি :)


১৫| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৮:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর!

"সিয়াম প্রকল্প" ব্যাপার টা খুব ভাল লাগলো।
ঈদ মোবারক!

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভয়া

ভাললাগায় অনুপ্রানীত হলাম। এটাকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে পারলে বিশাল পরিবর্তন আনা সম্ভব!
হয়ে যান উদ্যক্তা -আমি অধীর অপেক্ষায় সে সুদিনের

ঈদ মোবারক :)

১৬| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৮:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:
এখন প্রিয়তে তুলে রাখলাম
পরে আসব



০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় ভায়ার প্রিয় লিষ্টে !

এইতো আমার সেরা ঈদ উপহার :)

অপেক্ষায় রইলাম ভায়া

ঈম মোবারক

১৭| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:০৩

অন্তরন্তর বলেছেন: আমাদের সকলকে আল্লাহ্‌ এমন মানবতার কাজ করার তৌফিক দেন। ঈদ মুবারক।

০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অতি নগন্য ক্ষুদ্র এ আয়োজনের জন্য আপনার শুভকামনায় কৃতজ্ঞতা!
অনেক বড় হৃদয় যাদের তারাই পারে এমন প্রার্থনা করতে!
অনেক অনেক ধণ্যবাদ


ঈদ মোবারক

১৮| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:২৭

সুমন কর বলেছেন: দারুণ এবং ঈদের শুভেচ্ছা রইলো। +।
আপনার মহৎ উদ্দেশ্য সফল হোক।

০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা

শুভকামনা অন্তহীন ধন্যবাদ

ঈদের শুভেচ্ছা

১৯| ০৯ ই জুন, ২০১৯ ভোর ৪:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: অতি মুল্যবান কথা বলেছেন কবিতায়-
ধর্ম শেখাল প্রেম আর দান
ভালবাসায় হতে মহিয়ান হায়!
মুখোশটাই ধরল সবে , ধরলনা কেও সত্য সে জ্ঞান!

ধনী দরিদ্রের ভেদাভেদ কে করিছে সৃষ্টিি
এটা কি বিধাতা সৃষ্ট নাকি মনুষ্য সৃষ্টি,
ক্ষনিকের এ জনম, ধনে ধনী না হয়ে
গুণী হলে দুষকি , দু একজন বাদে
জগতেরে সকল প্রকৃত গুণী জনইতো
শুনি ছিল ফকির দরবেশ , একজন বিশাল
গুণীর উপাদিইতো ছিল গরীবে নেওয়াজ,
আমাদের কবি নজরুল , লালনশাহ,
কি ধন ছিল তাদের, ধনবান ছিল তারা গুণে, ‌
ধর্মের বিধান দেখলে মনে হয়
সমাজে গরীব থাকলে বিত্তশালীদের হয় পয়মন্ত
হাত খুলে দু পয়শা দান খয়রাত করলে পাবে সত্তরগুণ
তাদের পাপ্তি হবেই বহুগুণ বৃদ্ধি যত দিন এ হাতগুলি
জগতে বুকে রবে চেয়ে তাদের দয়ার প্রতি ।

সমাজতো বলেনা তাদের ডেকে
হাত কভু পেতনা আর ঐ বিত্তবানদের প্রতি
ভিক্ষার হাত দুটি গুটিয়ে নিয়ে তাকে লাগাও কাজের প্রতি,
বিত্তবানদেরকেও বলেনা কেও দিওনা আর ভিক্ষা
দেয়ার মত যা কিছু আছে তোমাদের লাগাও তা
গরীবের কাজের সুযোগ বারাবার লাগি,
এতেই পুণ্য শত হাজারগুন বেশী ।

অপেক্ষায় আছি , অতি সহজে এক পয়শা হত দরিদ্রের হাতে
তুলে দিয়ে সত্তুরগুণ পয়শা হাছিলের মওকা কোনদিন হবে নাশি ।

হত দরিদ্র হাতগুলি কোনদিন পরিনত হবে কর্মীর হাতে
কোনদিন কেও ভিক্ষুকের হাত পাবেনা খু্ঁজে এ বিশ্ব চরাচরে
সেদিন ঈদের আনন্দ ঝড়বে সমানতালে সকলের মাঝে ।

ধন্যবাদ মুল্যবান কথা সমৃদ্ধ পোষ্টটির জন্য ।

ঈদ শুভেচ্ছা রইল

২৪ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ড. এম এ আলী :)

দারুন কাব্যিক মন্তব্যে ভাললাগা
নোটিফেকেশন দেখা যায় নাতো- আজ হেটে হেটে অনেক পিছে এসে পেলাম এই মূল্যবান মন্তব্যটি :)

আবারো শুভেচ্ছা আর শুভকামনা রইল

২০| ২২ শে জুলাই, ২০১৯ ভোর ৬:০৩

ডঃ এম এ আলী বলেছেন: আপনার ২৪ শে জুনের প্রতি মন্তব্যের নোটিশ
আজ ২২শে জুলাই পেয়ে দেখতে এলাম ।
ধন্যবাদ সুন্দর প্রতি মন্তব্যের জন্য ।
শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.