নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন অনুকাব্য

১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:০৩

চেনা নগরে
অচেনা নাগরিকতায়
স্বৈরিনী চেতনার কুয়াশা ভোর;

সত্য মিথ্যা একাকার
দম্ভ ক্ষমতা অর্থে
বিবেক, মানবতা কিছু নেই আর!


##

দু:খ জাগানিয়া স্মৃতি, কে জাগাতে চায়?

বড্ড জ্বালায়! ধরফর করে বুক
তিরতির করে কাঁপে ঠোট
ভেতরে বাহিরে বেদনার প্রবল কম্পন
না বলা কথাগুলো অভিমানে ঠোট ফুলিয়ে থাকে।

স্মৃতির অগ্নিগিরির উপর পাথর চাপা দিয়ে
ভুলে থাকার হিমবাহে ঢেকে
স্মৃতি ভ্রষ্ট হয়েই থাকতে চাই!
বড্ড জ্বালায় যে দু চোখ! স্মরনেই ঢেউ ওঠে যে!

###


আমি কেউ নই
আমার কোন নাম নেই!

নিরালায় নিরজনে
ধ্যানে আনমনে
ডুবে যা্ও হে চঞ্চলা;

পাবে খুঁজে আপনারে
আপ স্বরুপে
একাকী একেলা !!


মন্তব্য ৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:১৪

বলেছেন: সত্য মিথ্যা একাকার
দম্ভ ক্ষমতা অর্থে
বিবেক, মানবতা কিছু নেই আর!
---,,,,


কবিতায় বিদ্রোহের বুদবুদ উসকে ওঠে,,,
মানবতা আজ চার দেয়ালে ঝুলছে...

মুগ্ধ হলাম আপনারা ক'টি চরণ পাঠে।।

শুভ হোক আপনার জীবন।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসহনীয় যাতনার পরইতো কিছু বুদবুদের জন্ম হয় ভায়া!

সইতে সইতে বাঙালী বুঝি বড় বেশি ভেতো না ভোতা হয়ে গেছে!
আবার জাগতেও বুঝি সময় নেয় না। পুঁচকিরা জেগে দেখিয়েছে।
আপনার মুগ্ধতা আমার প্রেরণা :)

শুভেচ্ছা

২| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:২০

জগতারন বলেছেন:
কবিতা ভালো লাগা জানাই।
কবির প্রতি অভিন্দনবাদ জানাই।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও :)

শুভেচ্ছা

৩| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:২৬

মুক্তা নীল বলেছেন: আপনার তিনটি অনুকাব্য অসাধারণ হয়েছে ।
যে কোন ক্ষেত্রে স্মৃতি যতই জ্বালিয়ে দেয় অথবা হাসায় বা কাঁদায়
এই স্মৃতিটাই একসময় আমাদের অনেক বড় অবলম্বন হয়ে
থাকে -আমার মনে হয়।
শুভকামনা জানবেন।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

ভাল বলেছেন।
কখনো সে স্মৃতির অবলম্বনই শেষ আশ্রয় হয়ে থাকে বেঁচে থাকার!

শুভেচ্ছা অন্তহীন

৪| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৩

কালো যাদুকর বলেছেন: সবগুলো ভাল লেগেছে।
শেষের সবথেকে সুন্দর।

ভাল থাকবেন কবি।

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কালো যাদুকর

কৃতজ্ঞতা

শুভেচ্ছা

৫| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনকে ধন্যবাদ ও শুভেচ্ছা কবি :)

৬| ১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


আজকে পড়লাম, আগামীকাল অবধি মনে থাকবে?

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

সেতো মনের ইচ্ছে। আর মন ইচ্ছে করে অর্জিত জ্ঞান আর বিবেকের মাধ্যমে লাভকৃত প্রজ্ঞার দাসত্বে।
সে অনুপাতেই ইচ্ছেরা কর্মকে নিয়ন্ত্রন করে। বাকী টুকু আপনার সে অর্জনের ফল :)

শুভেচছা

৭| ১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রথম কবিতার শিরোনাম দিতে পারেন মিথ্যার দেশে...
দ্বিতীয়টার শিরোনাম স্মৃতির অগ্নুৎপাত......
তৃতীয়টা আমিত্ব......

স্বৈরাচারী কালো হাত কোনো দেশে পড়লে হাহাকার করা ছাড়া কিছুই করার থাকে না।

স্মৃতি সে তো এক টুকরো অতীত ! দুঃখের হলে বারবার ফিরে আসে স্বপ্নে। তাড়া করে ফেরে।

কিছু ব্যক্তিত্বকে অনুভব করতে হয়।

তিন টুকরো কবিতায় বৃষ্টির পরের স্নিগ্ধতা ভরা মুগ্ধতা....

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভায়া

দারুন নামকরণ করেছেনতো। ভাল লাগলো। :)

তিন লাইনে তিনটি অনুর সারাৎসার প্রকাশ করেছেন গভীর অনুভবে।ভাললাগলো।

এমন অনুপ্রেরণার বাক্য লেখন জীবনের সেরা পাওয়া :)
শুভেচ্ছা অন্তহীন

৮| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: ইচ্ছা করেই কি নিরজনে লিখেছেন? নির্জনে হবে না?

১৯ শে মে, ২০১৯ রাত ১০:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি! ইচ্ছে করেই।

নির্জনের চাপাচাপির চেয়ে নিরজনে একটু ঢিলেঢালা এবশ দেয়কিনা! তাই :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা

৯| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:০৪

আকতার আর হোসাইন বলেছেন: নিরালায় নিরজনে
ধ্যানে আনমনে
ডুবে যা্ও হে চঞ্চলা;
পাবে খুঁজে আপনারে
আপ স্বরুপে
একাকী একেলা !!
...


বাহ, বাহ। চমৎকার দর্শন। মন জুড়ানো কবিতা।

১৯ শে মে, ২০১৯ রাত ১০:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

আপনার ভাললাগা অনুপ্রানীত করলো:)
শুভেচ্ছা অফুরান

১০| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনটাই সুন্দর!

১৯ শে মে, ২০১৯ রাত ১১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

লিটন ভায়া বলেছে! বাহ! মনটা ভরে গেল :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া!
শুভেচ্ছা

১১| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:৫৯

জাহিদ অনিক বলেছেন: বাহ ! অনেকদিন পর কবি !

১৯ শে মে, ২০১৯ রাত ১১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন কবির বাহ!
সেতো বিশাল পাওনা :)

অনেক অনেক ধন্যবাদ কবি:)

হুম। রমজানে টাইমিং এলোমেলো হওযাতেও কিছুটা গতি কম!
আপনারা পাশে রলে গতি আসতে কতক্ষন :)

শুভেচ্ছা

১২| ২০ শে মে, ২০১৯ রাত ১২:০০

মেঘ প্রিয় বালক বলেছেন: কবিতার শব্দ চয়নে আপনি অনেক দক্ষ কারিগর। শুভকামনা জানিবেন।

২০ শে মে, ২০১৯ সকাল ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার প্রাজ্ঞ প্রত্যায়নে হ্যাটস অফ অভিবাদনের সাথে কৃতজ্ঞতা
চলার পথে প্রেরণা হয়ে থাকায় :
অন্তহীন শুভেচ্ছা

১৩| ২০ শে মে, ২০১৯ রাত ১২:০৭

মাহমুদুর রহমান বলেছেন: আসলে সিটেম করি আমরা ,সিস্টেম চালাই আমরা।কাজেই আসল অপরাধীও আমরা।

২০ শে মে, ২০১৯ সকাল ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই কি?
;)
সিটেম=সিষ্টেমই বলতে চেয়েছিলেন বোধকরি! তাইেতা!

মন্তব্যে অনেক অনেক শুভেচ্ছা

১৪| ২০ শে মে, ২০১৯ সকাল ৯:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই,

অনুকাব্য! কিন্তু ব্যাপ্তিতে মহাকাব্য। কাব্য কথায় মুগ্ধতা। ++++
শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

২০ শে মে, ২০১৯ সকাল ১০:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও! প্রিয় দাদার অনু মন্তব্যে বিশাল সাত সাগর অনুপ্রেরণা :)

মুগ্ধতা আর প্লাসে অনুপ্রানীত হলাম।
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল

১৫| ২০ শে মে, ২০১৯ সকাল ১০:১৭

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । প্রত্যেকটাই ।
++

শুভকামনা

২০ শে মে, ২০১৯ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

ভাললেগেছে জেনে ভাল লাগলো :) শুভেচ্ছা অন্তহীন

১৬| ২০ শে মে, ২০১৯ সকাল ১১:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:



বেশ বেশ। শিরোনামহীন নয় শিরোনাম সহ! +++

২০ শে মে, ২০১৯ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আরেহ গুরুজি যা বলেন ;)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অফুরান

১৭| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে মে, ২০১৯ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেলিম ভায়া, ফেবুতেও দেখেছেন.. সবাই আপনাকে কেমন মিস করছে!
ফিরে আসুন সগৌরবে!

কাগুর খবর হুনছেন নি?নিজেই স্ট্যাটাস দিছে- দুধ খাইতে গেছিল পাইল ছানা-- বিলাই ম্যাও ;)

সামুর উপর হাত দিয়া মন্ত্রীত্ব ল্যাংড়া হইয়া গেল ;)
ব্লগারদের অভিশাপ লাগছে ;) হা হা হা

ফিরে আসুন ফিরুক সামু স্বাভাবিকতায় শুভ দিনে শুভক্ষনে

১৮| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতায় কহিলে মনের কথা
জুড়াবে প্রাণের ব্যাথা।

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আহা আহা
এমন মন্তব্যে প্রাণ জুড়ায়, বাহা

অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অন্তহীন

১৯| ২০ শে মে, ২০১৯ বিকাল ৫:২২

নীল আকাশ বলেছেন: মুগ্ধ কবিতা পাঠ। কবিতায় আপনার শব্দের কারুকাজ আমাকে সব সময়ই মুগ্ধ করে। সম্ভবত ন্যাচারাল ইন্সটিংক্ট দিয়ে লিখে যান আপনি, তাছাড়া এত সাবলীল হওয়া সম্ভব নয়। গতকালকে আরেক জায়গায় যে কবিতাটা ছাপা হয়েছিল সেটাও কিন্ত খুবই দুর্দান্ত হয়েছে।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ ! এতো বিশাল কমপ্লিমেন্ট!

আমিতো লজ্জ্বায় নুইয়ে যাচ্ছি ভায়া :)

আপনি শব্দের যাদুকরতো। কথা সাহিত্যে এক অমোঘ নিশ্চিত অবস্থানে যাচ্ছেন অচিরেই।
আপনার মূল্যায়ন যথেষ্ট গুরুত্ববহ বৈকি!

ধন্যবাদ। ভারত বিচিত্রায় প্রকাশিত "তোমাকে অভিবাদন হে বিপ্লবী"র কথা কইছেনতো?
হুম আমারো খুব খুশি লেগেছে :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
অন্তহীন শুভকামনা

২০| ২০ শে মে, ২০১৯ রাত ৮:১২

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই 17 নম্বর প্রতিমন্তব্যে দশখানা লাইক দেওয়া সম্ভব হলে লাইক দিতাম।

২১ শে মে, ২০১৯ সকাল ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় পদাতিক দাদা :)
দশখানার আন্তরিকতায় শতখানা অনুভবে গ্রহণ করিলাম :)
হা হা হা

২১| ২০ শে মে, ২০১৯ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: মানবতা নেই সেই কবে থেকে...........স্মৃতিগুলো পাথর হয়ে আছে...........সবাই আসলে একা !!
ভালো লিখেছেন। +।

২১ শে মে, ২০১৯ সকাল ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা'

হুম . . . এ যেন কালের নিত্যতার মতো
সত্য ত্রেতা দ্বাপর কলি
নিত্যতায় কাল যায় খেলি!

২২| ২৪ শে মে, ২০১৯ ভোর ৪:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:

কবিতাতে দ্রোহের বহ্নি শিখাই দেখা যায় ।
কাবিতাটি পাঠে মনের নির্ভিতে জমে থাকা
সুকান্তের কবিতার কটি পঙতির কথা মনে পরে যায়

আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস—
আমি এক দুর্ভিক্ষের কবি,
প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি।
আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়,
আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়,
আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে,
আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে।

তাই আজ আমারো বিশ্বাস,
“শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস।”
তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে,
দানবের সাথে আজ সংগ্রামের তরে॥


শুভেচ্ছা রইল

২৫ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় আলী ভাই :)

এমন মন্তব্যে লেখার অনুপ্রান হয়ে প্রেরণা যোগায় নিভৃতে নিরবে নিত্য!

প্রিয় সুকান্তের কবিতার কটি পঙতির উল্লেখে অনিবর্চনীয় ভাললাগা।
না আমরা চিনতে চাইলাম
না আমাদের চিনতে দেয়া হলো
এক জীবন কাটিয়ে গেলাম
অনিচ্ছের অন্ধকারের গোলামীতে!

শেকল ছিড়তে চাই
শেকল ছিড়ে এগিয়ে যাই
ভূলে ভয়, বরাভয়, শংকা স্বপ্ন
সব দলে যাই মুক্তির আগামীতে - -

:)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

২৩| ২৭ শে মে, ২০১৯ সকাল ৯:৪০

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: বাহরে, আপনাদের এখানকার কবিতা তো জব্বর সুন্দর। ;জব্বার ভাইবেন না ;)

আচ্ছা, আপনারা এমন একটা কবিতা রচনা করতে ক'কেজী কলা খান? আর কত পাউন্ড সময় ব্যায় করেন? ; জীবন শেষ হয়ে এলো এখনো কবিতা লেখতে পারি না। এরশাদের মত কবিতা চুরি করার চান্সও পাচ্ছি না!


পেইলাস

২৭ শে মে, ২০১৯ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সক্কাল সক্কাল কাগুর নামটা লইলেন;) দিনটা জানি কেমুন যায়!
যাক ব্যাপারস না! নামকুফার এন্টিবায়োটিক আছে কাভার হয়ে যাবে নে! ;)

এই প‌্যরাডক্স লুপ লেস! :-/
এরশাদের মতো কবিদের যদি গুলশানে প্লট ফ্লাটের নিশ্চয়তা দেন- দেখবেন কবিদের লাইন পড়ে গ্যাছে আপনার দুয়ারে :P
ব্যাস আরামসে কবি বনে যায়! যদিও থাকুক তাতে মান বা না মান ;)

৪ মাসে মাত্তর একখানা পোষ্ট ছাড়লেন! তাও বাউন্সার!
ভালু ভালু

মন্তব্যে ধন্যবাদ্ ও শুভেচ্ছা :)

২৪| ২৭ শে মে, ২০১৯ রাত ১১:৩০

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: আমাদের গাজী সুলতান ভাই তো এন্টিবায়োটিক বিরুধী মানুষ। আর আপনি তার প্রিয়জন। তাছাড়া ব্লগার আহমেদ জী এস ভাই ও এন্টিবায়োটিকের বিরুদ্ধে অনেক লেখা প্রকাশ করেছেন ;) । এমন অবস্থাতে আপনি এন্টিবায়োটিক নিয়ে রাষ্ট্রকে ঝুলন্ত স্তনের মত করতে চাচ্ছেন মনে হচ্ছে! আপনার পবিত্র উদ্দেশ্যকে রাষ্ট্রীয় সেলুট।



আমি জানি ব্লগাররা বেদুমে পেটায়। সেটার নিশ্চয়তা নিতেই বাউন্স দিলাম। বাউন্স বলে তো আপনি সবার আগেই ছক্কা হাকলেন ;)

দেখা যাক, বাউন্স বলে কারা সুবিধা নিতে পারে ;)




০২ রা জুন, ২০১৯ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: রমজানে সময় সূচী পাল্টে একেবারে আউট অব ট্র্যাক হয়েছিলাম

দেরীতে উত্তরের জন্য ক্ষমা চাইছি :)

দেখা যাক!


২৫| ২৯ শে মে, ২০১৯ ভোর ৫:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: আবারো এলাম
না পথ ভুলে নয়
কাব্য রস অনুভবের
তারনাতেই ।

কবিতা পাঠে মুগ্ধ
কি নাই শিরোনামহীন কবিতায়
কবিতা গুচ্ছের প্রতিটি ছত্রের
সুন্দর একটি করেশিরোনাম
দেয়া যায় বিবিধ বিষেশনে-
মনের কিছু না বলা কথা
আবেগি মনের কিছু কথা
কিছু কষ্টের কথা
অভিমানী ভালবাসার কথা
আবেগ ভরা কিছু কথা
প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা
কষ্টেরে ছবি ও কথা
সবচেয়ে বড় হল দ্রোহের কথা


একা একা প্রেম হয়না
প্রেমের জন্য দোহো লাগে
সে কারনেই বিধাতা করেছেন
জগত সৃজন করতে প্রেম সুধা পান
তাইতো জগতের সবকিছু
তাঁর প্রতি ধাবমান ।

রমজানের শুভেচ্ছা রইল

০২ রা জুন, ২০১৯ বিকাল ৫:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে আরে কি সৌভাগ্য!

রস সন্ধানে পুনরাগমনে ধন্য ধন্য হে প্রিয় :)

দারুন দারুন সব কাব্য ভাবনায় মুগ্ধতা
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

রমজান হায় চলে যায়
এ বেদনা কাহারে বুঝাই

২৬| ২৯ শে মে, ২০১৯ সকাল ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার তিনটে অনুকাব্য! প্রথম দুটোর দ্বিতীয় স্তবক, আর তৃতীয়টার শেষ দুটো স্তবক বেশী ভাল লেগেছে।
৬ ও ১৭ নং প্রতিমন্তব্যদুটো ভাল লেগেছে।

০২ রা জুন, ২০১৯ বিকাল ৫:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় সিনিয়র :)

রমজানে তারাবিহ অফিস ব্যভসা সব গুবলেট হয়ে গ্যাছে।তাই ব্লগে একটু কম আসতে পেরেছি।
তাতেই দেখুন কি বিশাল মিস!

জিভ কেটে সরি !
ফর দেরী
হা হা হা

আপনার ভাললাগায় অনুপ্রান পেলাম। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা

২৭| ০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন :)

বেশ কিছু পোস্ট করেছি :)

০২ রা জুন, ২০১৯ বিকাল ৫:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম দেখলা
সত্যি অনেক অনেক দারুন কিছু মিস হয়েছে ভুঝতে পারছি!

অনেক অনেক কৃতজ্ঞতা অমন করে ডাকলে বলে ভায়া :)
এই ভালবাসাতেই ডুবে আছে দেহ মাটির এই কায়া :)

হা হা হা

আসছি আপনার বাড়ী

২৮| ২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

মিরোরডডল বলেছেন: লাস্ট ওয়ান খুবই ভালো লেগেছে

২১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.