নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

কবিতায় আর কি লিখব?

২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৩

মত প্রকাশের রুদ্ধদ্বারে মাথা ঠুকে মরে! সময়!

"কবিতায় আর কি লিখব
যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ" -
লাইনগুলো চোখে জ্বালা ধরায়
বড় বেশি স্বার্থপর আমরা রক্ত ঝড়াতে!
পাকা হিসেবীর মতো- ভাগ্যিস একাত্তরের বীরেরা
করেনি নিকেশ, জীবেনর পাওয়া না পাওয়ার
আজো তবে অধরা রয়ে যেত স্বাধীনতা!

এখনো বা ধরতে পেরেছি কই?
গুম খুন ব্যান নিজ গৃহে পরবাসী
তবুও জাগে না চেতনা! লোভি বেঁচে থাকার কুহকি আশায় মন
খোঁজে কোন কল্পিত রাহবার, অচিন লোকের ত্রাতা-
এসে মুড়ির মোয়ার মতো স্বাধীনতা টুকু
ধরিয়ে দেবে বুঝি হাতে!-এ অপেক্ষায় !!!

কবিতায় নেই দ্রোহ
নেই আগুন ধরানো আবেগ
কেবলই মিনমিনে আত্মগ্লানি আর পরাজয়ের সাতকাহন!

জাগো কবি ! জাগাও কবিতা
জাগরনের রাজুপুত্তুরের বজ্র কন্ঠের উদাত্ত আহবানে-
"তোমাদের যার যা আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ো!
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব!
দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ!"

ভাঙাও কবি আর কবিতার ঘুম!

ঈগলের নখর ছিড়ে খুড়ে খাক স্বৈরাচার
অন্যায় জুলুম আর অত্যাচারীর লোভী চোখ
মুক্তির সোনালী ঈগল বয়ে আনুক -
স্বাধীনতা, গণতন্ত্র আর মুক্তির লাল সূর্য
আঁধার অমানিশা কাটিয়ে।


@কৃতজ্ঞতা প্রথমে আহমেদ জিএস ভায়ার প্রতি উনার বড্ড দেরী করে ফেলি কবিতা পাঠান্তেই প্রতিমমন্তব্যে জনম এ আবেগের!
শেষ হতেই লোভ হলো পোষ্ট আকারে দেবার! আর প্রেরণার প্রেরণা ল ভায়াকেও ধন্যবাদ! শুরুর শুরুতে যে উনিই :)

উৎসর্গ: যারা সামুতে লগিন করতে না পারার যাতনায় ভুগছেন।


মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: এই কবিতার খবর তারা জানতে পারলে তাদের যন্ত্রনা আরও বেড়ে যাবে।

২২ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যন্ত্রনাতো সমায়িক। মহাকালে তাদের জন্য কি ঘৃনা জমা আছে যদি দেখতে পেত!
বেঁচে থাকতো চাইতো একপলও!
কিন্তু ঐ যে লোভ আর ক্ষমতার মোহে অন্ধ!

কারবালায় ইমাম হোসাইন শহীদ হয়েছেন। ইয়াজিদ মেরে ভেবেছিল সে বিজয়ী! ক্ষমতায়ও ছিল কিছূকাল!
কিন্তু মহাকালের হিসেব দেখুন।
আজো ১৪০০ বছর পরো ইমাম হোসাইন কোটি কোটি মানুষের হৃদয়ে ভালবসায় শ্রদ্ধায় সালাত সালামে
আর সাময়িক ক্ষমতার মোহধারী ইয়াজিদ- কেবলই ঘৃনা আর ঘৃনায় স্মরিত হয়।

ঐ যে কথা সেটাই সত্য: ইতিহাস কাউকে ক্ষমা করে না। আর - ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না

২| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৬

ঢাবিয়ান বলেছেন: স্বৈরাচারী সরকার পতনের ডাক এখন এই সময়ের দাবী।

২২ শে মার্চ, ২০১৯ রাত ১০:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাত আর কত গভীর হলে হে পথিক!
রাত আর কত আঁধার হলে
তোমার চেতনা জাগবে!!!!

মহাকালের এক মহা খেলায় আমরাতো কেবলই্ বড়ে!

৩| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগ-মঞ্চ-রাজপথ- এমন আগুনঝরা কবিতাদের দখলে গ্যালে
ঘুম ভাঙ্গবে আলোর পাখিদের, কেপে উঠবে স্বৈরাচারের কাঠামো
ভোর'পাখিদের কিচিরমিচিরে নেমে আসবে মুক্তি-
সোনালি সকাল।

কবিতায় +

২২ শে মার্চ, ২০১৯ রাত ১০:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো নিজের না পারার ব্যার্থতারই সাতকাহন ভায়া!

বিদ্রোহী কবির প্রতি ভালবাসায় নাম নিয়েছি তার! পারছি আর কই সেই দ্রোহের কাব্য লিখতে!
কেবলই শেকল বেঁধে রাখে হাত পা!
শেকল পরার ছল মোদের এ শেকল পরার ছল
এই শেখল দিয়েই শেকল তোদের করবরে বিকল--- তো গাইতে পারিনা প্রাণ খুলে!

৪| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,



সময় এখন বৈরী। এ সময় এখন অফসলা জমির মতো আগাছায় ভরে গেছে। সে সময়ের মাটি ফুঁড়ে নতুন ফসলের ডগা, কবে যে মাথা তুলে ডেকে আনবে সর্ষের মতো হলুদ সূর্য্যকে , তার-ই অপেক্ষায় থাকুন ব্লগে লগ-ইন করা আর লগ-ইন করতে না পারা সব ব্লগাররা।
জুনায়েদ বি রাহমান এর মন্তব্যের মতো আশায় আশায় থাকি!

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। বড্ড বেশি বৈরী সময়।
ভিন্নমতে ত্রস্ততা। সাধারন কথামালাতেও যেন এদিক ওদিক চেয়ে বলার দু:সময়!

কেটে যাক। মহাকালের মহা উদারতায় লীন হয়ে যাক ক্ষুদ্রতার চর্চা।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া

৫| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৬

আকতার আর হোসাইন বলেছেন: ওহ, কি অসাধারণ কাব্য!!!

শুভ রাত্রি।

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিকতায় বিমোহিত! কৃতজ্ঞ।

কিছূই হয়না বলা অদৃশ্য যাতাকলে
টুটি চেপে ধরে লাল চক্ষু দৃষ্টিতে
থেমে যায় কলম, কীকোর্ড
হাসফাস করে মুক্ত হৃদয়
না বলতে পারার যাতনায়য়


৬| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা দিবসে এমন আগুন ঝরানো কবিতায় মুগ্ধতা ।
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?

তুমি আসবে বলে হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।
তুমি আসবে বলে হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো,
দানবের মতো চিৎকার করতে করতে,
তুমি আসবে বলে হে স্বাধীনতা,
ছাত্রাবাস বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।
তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম।
তুমি আসবে ব'লে বিধ্বস্ত পাড়ায় প্রভূর বাস্তুভিটার
ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর ।
তুমি আসবে বলে হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিলো পিতামাতার লাশের উপর ।

তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?
- কবি শামসুর রাহমান

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৮:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন প্রিয় কবিতা কোট করে পোষ্টকে সমৃদ্ধ কলেন প্রিয় দাদা :)
কৃতজ্ঞতা।

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?

আজন্ম অমিমাংসীত যেন প্রশ্ন
দেশকাল মাটির সীমানা ছড়িয়ে সত্যের রং এক হয়ে যায়

অন্তহীন শুভ কামনা আর ভালবাসা

৭| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:৫২

বলেছেন: হে জাদুকর,
সমাজ পরিবর্তনের জন্য দেখাও তোমার কালজয়ী ক্ষমতার জাদু!
নতুন কোনও ধারার জন্ম দেয়ার বিন্দুমাত্র বাগাড়ম্বর করছি না,
মানব মনের সুপ্ত অনুভূতিকে দাও প্রজ্ঞা,পরামর্শ, সতর্কতা,
উদ্বেগে,আতঙ্ক, যন্ত্রণা ও বৈরীতার ভ্রান্তি থেকে নিষ্কলঙ্ক হতে!
গভীর অন্তর্দৃষ্টি দিয়ে;পলি মাটির ছেঁড়াখোঁড়াও কর্দমাক্ত অস্তিত্বে
দেখাও রক্তারক্তির নিষ্কৃৃতি মুক্তির মাহাত্ম্য দ্বিধাহীন দ্যুতি !

হে জাদুকর,
আমি যেন প্রেম, নিষ্ঠা,বিশ্বাস,কপটতা,ধৈর্য,প্রীতি,অনুরাগ-অনুরক্তিতে
এবং জীবনের প্রতি রহস্যময়তার এক হিতৈষী প্রতিফলনে
হিমালয়সম গৌরব নিয়ে ------------
নির্জলা আবেগে উপলব্ধি করতে পারি স্বাধীণতার দুর্ধর্ষ তৃষ্ণা---
স্বর্গীয় প্রেমের অনাবিল আনন্দে আকণ্ঠ ভরপুর সোনালি স্বদেশ ।

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার প্রেরণায় জিএস ভায়ার দারুন কাব্য পড়তে পড়তে মন্তব্য লিখতে গিয়ে এসে গেল ভাবের জোয়ার!

কবিতা দিবসের কথা স্মরণ করিয়ে দেয়া আপনার অনন্য ভূমিকায় জাতি কৃতজ্ঞ :)
লিখাতো প্রায় ছাড়ার মতোই। একে নিজ গৃহে চোরের মতো আসা!
আবার অদৃশ্য রক্তচক্ষুর শাসানি!
এ দু:সময়ের আপনার অনুপ্রেরণা অমূল্য

অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইল

৮| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১০

জুন বলেছেন: যারা লগ হতে পারছে না তাদের আফসোস আরো বেড়ে যাবে ভৃগু ।
কি এক অদ্ভুত দেশে বসবাস । কন্ঠ চেপে ধরার পর কলম চেপে ধরা ।
সুন্দর কবিতায় অনেক ভালোলাগা
+

২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ অচলবাস্থার শেষ কোথায়?
কোথায় আছি আমরা?

একদিকে দেখি মাত্র ১% মুসলিমের জন্য একজন জেসিন্ডার উদার মানবিকতা!
আরদিকে দেখি প্রায় ৫০ % জনতার মূখ, কলম, বাকস্বাধীনতা বন্ধের নোংরা জঘন্য সব প্রচেষ্টা!

সত্যি মাঝে বিস্ময়কর মনে হয় যাপিত জীবনকে!
ভাললাগা আর প্লাসে অনেক অনেক অনুপ্রাণীত হলাম :)
কৃতজ্ঞতা

৯| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৯

নতুন নকিব বলেছেন:



আধুনিক অন্ধকারে অবরুদ্ধ প্রত্যুষ
বাতাসে আলগোছে নুয়ে পড়া বিমর্ষ দীর্ঘশ্বাস.......

ক্ষয়িষ্ণু দুপুরগুলো নির্বাক বোবামুখ
ধূলি ধূসরিত গোধূলিও শ্রীহীন
পদ্মা- মেঘনা- যমুনারা বাকরুদ্ধ কালোমুখ
বন্ধ্যা সময় মাথা কুটে মরে উঠান লাগোয়া শান বাধানো পুকুর ঘাটে……

কবিতা ফিরিয়ে আনুক হারিয়ে যাওয়া শব্দ কথা…...

ভালোলাগা এবং +

২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ
দারুন কাব্যিক মন্তব্যে মুগ্ধতা ভায়া :)

কবিতাটি পূর্ন করে ফেলুন ।

অনুপ্রানীত হলাম । দু:সময় কেটে যাক!
সোনালী সময়ের আলোয় স্নাত হোক পৃত্থি!

১০| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা,
বুকের বিদ্রোহী আবেগ যেন আজ কবিতার শব্দ হয়ে ফুটে উঠল আপনার ব্লগের পেজে। আপনার কবিতাটা পড়ার পর মনে সুতীব্র ক্ষোভ জমল। কিছু মানুষ চোখে এত বড় ঠুলি পড়ে থাকে যে আপনি যত বড় উদাহরনই দেখান না কেন সেটা এদের চোখে পড়বে না। সবকিছুরই একটা শেষ সীমা থাকে জানতাম, তবে এখন নতুন করে শিখলাম আওয়ামী লীগ আর এর চেলা চ্যামুন্ডাদের বেহায়াপনা আর নির্লজ্জতার কোন সীমা পরিসীমা নেই!!

চরম বাস্তবতাকে কাব্যের ভাষায় ফুটিয়ে তুলেছেন। কিন্তু গনমানুষের বাক স্বাধীনতা যখন টুটি চেপে ধরে জ্যান্ত কবর দেয়া হয়েছিল, তখন সবাই চুপ করে ছিল। আজ সময় এসেছে সত্যকে সত্য বলতে শেখার! বর্তমানে যা হচ্ছে এটাই হচ্ছে স্বৈরাতন্ত্র! সাধারন মানুষের ভোটাধিকার কেড়ে জোর করে যারা ক্ষমতায় থাকে তারা এভাবেই আপনার আমার সব ইচ্ছেকে মাটিচাপা দেবে। কারন হলো এদের জনগনের কাছে কোনই দায়বদ্ধতা নেই!

সত্য কথা বলার জন্য বুকে বল লাগে আর মনে লাগে সাহস। দলকানা আর একচোখা হলে এই সাহস পিছন দিক দিয়ে পালায়। একমাত্র নির্বোধ আর বেকুবরাই চোখ কান বন্ধ রেখে রাজনৈতিক লেজুরবৃত্তি করে যায়। সত্য কে সত্য আর মিথ্যা কে মিথ্যা যদি নাই বলতে পারেন, তাহলে আপনার বিবেক কোথায়? চোখের সামনে অন্যায় দেখবেন আর তার পক্ষে উল্টো আপনি সাফাই গাইবেন তখন মীরজাফর ছাড়া আর কি বা বলা যাবে বলুন?

মীরজাফর সেই পলাশির একজন নয়। এই দেশে দিনের পর দিন জনগনের নিশ্চুপ থাকার প্রশয়ে মীরজাফর তৈরি হচ্ছে। আর এই জন্য আমি আপনি সবাই দায়ী। কারন আমরাই এদের প্রশয় দেই, পাপের শাস্তি দেই না। পারলে পাপ গোপন করে ফেলি। ইতিহাস পাল্টে দেই, যেন পাপ নিরবে নিভৃতে হারিয়ে যায়

এই জাতি একদিন অবশ্যই বাক আর বুদ্ধিপ্রতিবন্ধী জাতিতে পরিনত হবে। সেই দিন আর খুব বেশি দেরি নাই.....
চমৎকার কবিতার জন্য আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা রইল!!
ধন্যবাদ।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে লা জবাব ভায়া!

ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমার দুটি পায়

গানটি যেন বায়ান্নর নয়, চিরকালীন!
নিরাপদ প্রকাশের পথওতো বন্ধ! নিজগৃহে পরবাসীর মতো লিখতে হয়, বলতে হয়!

আজও সত্য করে সবাই বলার সাহস পাচ্ছে না- চিৎকার করে বলতে পারছে না
- রাজা তুই ন্যাংটো!
এখনকার মতো সুবিধাবাদী, স্তাবক, বিবেক বর্জি ত, ঈমান বর্জি ত, মানবতার নূন্যতম বোধ বর্জি ত, চাটুকার, স্তুতিকারীর দল যদি একাত্তরে থাকতো- ৯ মাসতো দূরে থাক ৯০ বছরে বুঝি স্বাধীনতা আসতো না!

যা বলিতে চাই পারিনা ভাই
বুক ফেটে চোখে আসে জল
বলি পরোযারে তাকাও দয়াকরে
ক্ষমা করে দাও মুক্তির ফল।



১১| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৬

মাহমুদুর রহমান বলেছেন: আর কত কালো মেঘ- বৈশাখী সুর
আর কত আহাজারী- ভাসে অশ্রুর,
এই কূলে পিচাষেরা, ভাঙ্গে ঘর- দোড়,
ফিরে এসো পান্জেরী- আর কতদূর?

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
কেবলই অনিশ্চিত অপেক্ষা
দূর অন্ত কেবলই ঝাপসা
হতাশার কুহেলিকা

সুপার মুনের উদয় হোক- জোছনায় ভেসে যাক চরাচর।

১২| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১:১৬

সুমন কর বলেছেন: সবার মতো বলতে চাই, সামু কবে স্বাভাবিকভাবে ফিরে আসবে !! কবিতা সুন্দর হয়েছে। সব আঁধার-অমানিশা দূর হয়ে যাক।
+।

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবে?
সকলেইর মনের গহনে গুমড়ে মরে প্রশ্ন!
উত্তর জানা নেই কারো!

ঝঞ্জা বিক্ষুদ্ধ সমুদ্রে পড়া জাহাজের দিশেহারা নাবিক, যাত্রী সবাই
প্রকৃতির হাতেআি সমর্পিত- মুক্তির আশায়

হুম। সব আঁধার-অমানিশা দূর হয়ে যাক। একমত দাদা

শুভেচ্ছা

১৩| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪৮

নীলপরি বলেছেন: আবেগে ঘা দেওয়া কবিতা । খুব ভালো লিখেছেন কবি । ঠিক হয়ে যাক সবকিছু । এটাই আশা ।

শুভকামনা

২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

ঠিক হয়ে যাক সবকিছু সকলেরই প্রত্যাশা!

শুভেচ্ছা অন্তহীন

১৪| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৩

আনু মোল্লাহ বলেছেন: আমাদের সমস্ত দিনমানকে ঘিরে ধরেছে বন্ধ্যা সময়। আমরা এই বন্ধ্যাত্ব নিয়ে খুব হ্যাপী। আসলে আমরা মরেই গেছি। মরার তো কোন চেতনা থাকে না।

২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
চেতনার ডামাডোলে আত্মচেতনা বিস্মৃত সকলে!

কেটে যাক বন্ধ্যা সময়।
মুক্তির সোনালী সুরুয আসুল লয়ে নতুন ভোর।

শুভেচ্ছা অফুরান

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন:





আমি দ্রোহে জ্বলি তবে আমরা ক্ষমতা কম । কবিতা লিখতে পারি না । পারলে আগুন জ্বলতে সময় লাগতো না । আমরা যেই সময়টা পার করছি সেটা আসলেই একটা কঠিন সময় ।

এখানে মুখ বন্ধ রাখার যে প্রচেষ্টা চালানো হচ্ছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না । অথচ এমন একজন কি নেই যে বিষয়টা একটু দেখবে ।

মজার কথা হচ্ছে, যারা উপরতলায় আছেন তারা ব্লগ মানেই উলটা বোঝেন । স্টিভব জব্বারের সামনে পেলে প্রশ্ন করতাম আপনি বাংলা পড়ে কিভাবে কম্পিউটার বিশেষ অজ্ঞ হলেন ।

০৪ ঠা মে, ২০১৯ দুপুর ১২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মূখ বন্ধ রাখার বিষয়ে বা একমত হলাম কই।
সেই গল্পের মতো...যখন
যখন একদলেক মারেছ অন্যরা ভাবছি ওতো বিরোধী দল ! আমার কি?
আরেক দলেক যখন গুম খুন দমন করছে- এড়িয়ে গেছি চেতনার ভ্রম দোহাই দিয়ে!
অন্য দলকে যখন রুদ্ধ করেছে -িনরব ছিলাম - আমি আমজনতা কি করতে পারি!
আজ যখন সামুর উপর আঘাত এলো বাকীরা আমাদের আগের ভাবনার মতোই ভাবছে!!!

জাতিয় স্বার্থ এবং মৌলিক নীতিতে দলমত নির্বিশেষে এক হতে হবে।
না হলে এভাবেই ভাগে ভাগে পিষে মারবে সকলেই।

ষ্টীভের লে-আউট নিয়েও তো কম জল ঘোলা হয়নি। প্রোগ্রামার ছেলেটাতো অনেক গ্রুপই দেখিয়েছিল!
কিন্তু ঐযে ধারে কাটেনা ভারে কাটে! ষ্টীব সাব ভারে কেটে জিতে বিশেষ অজ্ঞই সেজেছেন বটে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.