নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সকলের সামু সামহোয়্যার ইন ব্লগ সরকারী নির্দেশে ব্লকড।
এ নিয়ে নোটিশ বোর্ড পোষ্ট ষ্টিকি আছে এখনো।
তারপরো অনেক ব্লগার বিষয়টি নিয়ে বেশ কনফিউজড! বলেই মনে হচ্ছে।
আজ সকালে কয়েকটি পোষ্ট (থেকে কপি করা কিছু) মন্তব্য পড়ে মনে হলো বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত।
(লেখার প্রয়োজনে আপনার মন্তব্য কোট হয়েছে। কারো আপত্তি থাকলে জানাবেন।)
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গিয়াস উদ্দিন লিটন ভাই, আমি কুয়ালালামপুরে আছি। আরাম করেই তো সামহোয়্যার ইন ব্লগ চালাচ্ছি। দেশে কোন সমস্যা হলেও আমার মনে হয় সেটা সাময়িক। এ ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের উচিত একটা ভাষ্য পোস্ট করা। সিরিয়াস ব্লগারগণ মহা টেনশনে আছেন এটা তো ঠিক নয়। এর অবসান হওয়া জরুরি।
শায়মা বলেছেন: এখন লগ ইন করা যাচ্ছে!
সবাই ট্রাই করো!!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮০
লেখক বলেছেন: তাই নাকি
জুনাপুর প্রশ্নের উত্তর দাও
১২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬০
জুন বলেছেন: @ শায়মা ভিপিএন ছাড়া নরম্যালি কি লগ হচ্ছে ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩০
লেখক বলেছেন: শায়মা বলেছেন: হ্যাঁ আপুনি!!!!!!!!!! জুন আপু ট্রাই করো আবার!
এই কনফিউশনের কারণ কিছু কিছু আইএসপি সামহোয়্যার ইন ব্লগকে পর্ণ সাইট মনে না করায় খোলা রেখেছে। এবং আমরা কেউ কেউ লগিন করতে পারছি নরমালি। আর প্রবাসী ব্লগারগণতো পারছেনই।
ঘটনার শুরু ১৭ তারিখ।
অফিসে ঢুকেই লগিন করতে গিয়ে পেলাম বাঁধা।
প্রথম নিজের পিসি প্রব্লেম মনে করে গুতাগুতি! নাহ বাকী সব সাইট চলছে। সামুর কি হলো।
দিলাম আইএসপিকে ফোন! বললেন সময় নিয়ে জানাবেন।
সন্ধ্যা পেরিয়ে যায়! সামুতে ঢুকতে না পারার তিয়াসে প্রাণ আইটাই!
আবার ফোন।
প্রথমে রিকু, পরে ঝাড়ি!
স্যার দেখছি। জানাচ্ছি বলে দিন চলে গেল।
পরদিন একই অবস্থা! ফোন দিতেই জনালো স্যার মেইলে রিপ্লাই দিয়েছি।
বিটিআরসির নির্দেশ সাইটটি ব্লক করা হয়েছে। দু:খিত স্যার এর বেশী কিছু করার নেই।
মনের দু:খে মনে হল বনে যাই। বললেই হলো। প্রমাণ চাই। আবার দিলাম মেইল।
ভোক্তা হিসেবে আমাকে সেই নির্দেশনার প্রুফ দিতে বল্লাম। সন্ধ্য নাগাদ মেইলে এটাচমেন্ট পেলাম।
দেখে বিস্ময়ে চোখ ছানাবড়া!
হায়! সামু পর্ণ সাইট লিস্টে!
সেফ ইন্টারনেট ফর কিডসের সরকারী তালিকায় সামু পর্ণ সাইট!!!!!!!!!!!!??
ধরনী দ্বিধা হও।
মডারেশন প্যানেলে যোগাযোগ। উনারাও দু:খজনক ঘটনায় তব্দা!
জানাপু বিটিআরসিকে মেইল দিলেন। কিন্তু কোন জবাব নেই।
ধীরে ধীরে গুঞ্জন। গুঞ্জন থেকে হাহাকার!
অত:পর বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের মূখে এলো নতুন বিস্ময়কর উত্তর -
জীতায় স্বার্থবিরোধী কর্মকান্ডের জন সামু ব্লকড!!!
‘জাতীয় স্বার্থ’ রক্ষায় সামহোয়ারইন ব্লগ বন্ধ!
এর নিন্দা জানিয়ে বিবৃতি এলো। নিউজ হলো, হচ্ছে! নোটিশ বোর্ডে লিংক থাকায় আর পোষ্ট ভারি করলাম না।
দেশী বিদেশি ডয়েচে ভেলেব্রিটিশ ডেইলি মেইল সহ দেশী বিদেশী অনেক মিডিয়াতেই সামু ব্লক করা নিয়ে বিস্ময়!
কিন্তু কুম্ভকর্ণদের যেন চোখে কুলো কানে তুলো!
অবিলম্বে এই হাস্যকর নির্দেশ প্রত্যাহার করা হোক। ভুল হওয়া দোষের নয়, ভুল স্বীকার না করা দোষ।
আর এই অগনন অন্তর্জালে দুই চার হাজার সাইটের নাম তালিকা করে কি পর্ণ বন্ধ করা যায়!
সবচে মজার এবং হাস্যকর অভিজ্ঞতা হলো- আজ সকালেই সরকারী লিষ্টের একটা লিংকেই পরীক্ষা মূলক ট্রাই করলাম
কন্ট্রোল চেপে লিংকে ক্লিক করতেই মহা সমারোহে পেইজ ওপেন হয়ে গেল! দ্রুত বন্ধ করে তাদের কুপমন্ডুকতায় হাসলাম!
নীতি নৈতিকতাকে বাই বাই বলে, গণতন্ত্র, ভৌটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে, লাঠিয়াল আর জাল দিয়ে কি নৈতিকতা বাঁচানো যায়? ধর্মকে কোনঠাসা করে, সৎ, সত্য, সততাকে দূরে ঠেলে স্বাধীনতার স্বার্থবাদী ব্যাখ্যা নিয়ে আর যাই হোক একটা সুস্থ প্রজন্ম আশা করা বৃথা। কে বোঝাবে কারে?
সম্মানীত ব্লগারগণ যে যার জায়গা থেকে আওয়াজ তুলুন। সক্ষমতা এবং সামর্থ্য নিয়ে।
তথ্য, যোগাযোগ, অবিহতকরণ সর্বোপরি জাতিগত ভাবে এর নেগেটিভ প্রভাব এবং আন্তর্জাতিক মহলেও বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নেইই থেকে (শুন্য) হয়ে যাবার প্রত্যক্ষ পরোক্ষ ফলাফল নিয়ে সজাগ করা জরুরী।
ফেসবুকে ব্লগার গণ এক্টিভলি #free_somewhereinblog, #save_somewhereinblog হ্যাশট্যাগ কার্যক্রম চালাচ্ছে।
সকলে আরো বেশি এক্টিভ হলে বিষয়টা সরকারের নজরে পড়বে বলেই আশাবাদী।
প্রতিবাদে প্রোফাইল পিক বদলে প্রতিবাদ শুরু করেছেন অনেক সম্মানীত ব্লগার গণ।
এর পাশাপাশি এহেন হীন ঘটনা এবং তাঁর তীব্র প্রতিবাদে দারুন শিল্পমান সম্পন্ন ইউনিক এক বা একাধিক প্রতিবাদী লোগো এবং সহজে প্রোফাইলে এড করার ছোট্ট অফিসিয়াল প্রোগ্রাম বানাতে টেকি ব্লগারদের প্রতি বিনীত অনুরোধ করছি। যাতে সকলেই প্রতিবাদের এক রঙে সকলেই রঙিন হতে পারি। সামু মডারেশন আশা করি উদ্যোগ নিয়ে আমাদের প্রতিবাদকে শানিত করতে সহায়াতা করেব।
সাুম মুক্ত হোক নিষেধাজ্ঞার কাটাতার থেকে!
মতপ্রকাশের স্বাধীনতা অটুট থাকুক
সংবিধানের মৌলিক মতপ্রকাশের অধিকার সমুন্নত থাকুক।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবার একই কামনা
মুক্ত সামুতে মুক্ত মনে চলুক ব্লগিং
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাল থাকুক সামুব্লগ, ভাল থাকুক ব্লগারেরা, ভাল থাকুক মুক্তবুদ্ধির চর্চা, ভাল থাকুক কলমযোদ্ধারা।
অবিলম্বে মত প্রকাশের স্বাধীনতা'র প্রতি শ্রদ্ধাশীল হয়ে দ্রুত সামু'র প্রতি অযৌক্তিকভাবে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে যথাযথ কর্তৃপক্ষ'র দৃষ্টি আকর্ষণ করছি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবিলম্বে মত প্রকাশের স্বাধীনতা'র প্রতি শ্রদ্ধাশীল হয়ে দ্রুত সামু'র প্রতি অযৌক্তিকভাবে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে যথাযথ কর্তৃপক্ষ'র দৃষ্টি আকর্ষণ করছি।
সকল ব্লগারের এই দাবী।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১
মা.হাসান বলেছেন: লজ্জাহীনকে লজ্জা দেয়া যায় না, বিবেকহীনের বিবেক জাগ্রত করা যায় না। জিন্নাহ বা খাজা নাজিমুদ্দিন বেঁচে থাকলে মোজো গংদের গুরু মানতেন।
মডারেটররা স্টিকি পোস্টে কিছু বিষয় পরিষ্কার করেন নি যা আপনি করলেন, যারা বিষটি সম্পর্কে আদ্যোপান্ত যানেন না তাদের উপকার হবে।
পোস্টে লাইক।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। বেহায়াকে লজ্জ্বা দেবে কে?
আজকেও কয়েকজনের কমেন্ট আর ধারনা দেখেই পোষ্টটি লিখতে বসলাম।
দেখলাম পুরো বিষয়টা অনেকেই ধরতে পারছেন না।
ফেসবুকে যারা আছৈন তারা যতটা আপডেটেড বাইরের অনেকেই সেগুলৌ অবহিত নন।
সামুর নি:শর্ত মুক্তি কামনা করছি।
মুক্ত মত প্রকাশ আর ভিন্নমতের চর্চাই গণতন্ত্রের শর্ত।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫
অফলাইন বলেছেন: সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা কখনো হারেনি
আমরা যে যেখানে পারি প্রতিবাদ গড়ে তুলি সামু কলঙ্ক মুক্ত চাই
শুধু সামু পুনঃ বহাল নয় সামহোহ্যার এর উপর দেওয়া সকল কলঙ্ক মুছে দিতে হবে।
আওয়াজ তুলুন একসাথে ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু সামু পুনঃ বহাল নয় সামহোহ্যার এর উপর দেওয়া সকল কলঙ্ক মুছে দিতে হবে।
শতভাগ সহমত
আওয়াজ তুলুন একসাথে ।
ব্লগার ব্লগার ভাই ভাই
সামু ব্লগের মুক্তি চাই
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সামু মুক্ত থাকুক। সামুকে বন্ধ রাখা যাবে না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুক্ত মত আর মুক্ত গণতন্ত্র চর্চা পূথিগত ধারনা আর বাস্তব চর্চার ব্যবধার আকাশ পাতাল!
আজ সামু মিথ্যা অপবাদে জর্জরিত!
কোন কৈফিয়ত তলব না করে, কোন পূর্বাপর নোটিশ না দিয়ে
কোন প্রকার সতর্কতা জারি না করে এভাবে হুট করে ব্যান করে দেওয়া কি আইন সম্মত?
কর্তুপক্ষ মনে হয় উকিল নোটিশ পাঠাতে পারেন? সামু ব্যান কেন অবৈধ ঘোষনা করা হবে না মর্মে!
আশা করি কর্তৃপক্ষ সকল সম্ভাব্য পথেই এগিয়ে যাচ্ছে!
সকল ব্লগার গণ ঐক্যবদ্ধ ভাবে থাকলেই ইনশাল্লাহ অন্ধকার কেটে যাবে।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭
ঢাবিয়ান বলেছেন: আওয়ামিলীগের সাপোর্টার ব্লগাররা আওয়াজ তুলুন। রাজনৈতিক অবস্থান যার যাই হোক না কেন দিনশেষে সবাই এই ব্লগের ব্লগার।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: তিন ধর্মের তিন আখচোরের গল্প মনে আছে?
সেই অবস্থা হবে যদি দলান্ধতায় সত্যকে অস্বীকার করি!
সকলের অস্তিত্বের প্রয়োজনেই ঐক্যবদ্ধতা প্রয়োজন।
বৃটিশের বিভাজন করো আর শাসন করো নীতি কিন্তু আজো চলছে!
কথা সেটাই দিনশেষে সবাই এই ব্লগের ব্লগার।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১. ভিগুদা একদিন পরে প্রতিউত্তর করে। মন্তব্য করতে ইচ্ছে করে না
2. ভিগুদা? ব্লগের একজনকে আমার পছন্দ হয়ে গিয়েছে। তার সাথে কি আমি প্রেম করবো??
৩. আমার একটা আইপি এখনো বন্ধ। প্রোপিক চেঞ্জ করতে পারছি না।
#ঢাবিয়ানবলেছেন: আওয়ামিলীগের সাপোর্টার ব্লগাররা আওয়াজ তুলুন। রাজনৈতিক অবস্থান যার যাই হোক না কেন দিনশেষে সবাই এই ব্লগের ব্লগার।
... রাজনৈতিক অবস্থান যার যাই হোক না কেন দিনশেষে সবাই এই ব্লগের ব্লগার। আর কিচু কমু না, ঘরের শত্রু বিভীষণ হয়া যামু..
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ১. ভৃগৃদার কুনু দুষ নাইক্যা! সব কাগুর দোষ! ভিপিএন টর দিয়া কি আর ইচ্ছামত চলা যায়! বুঝতে হপি
২. প্রেম ভালবাসা ঐশ্বরিক দান! জিজ্ঞাসা করে প্রেম হয়না। এ আপনাতেই দোলায়
৩. খোলাটা দিয়ে আপাতত ঠেকা চালান, পরে না হয় অদল বদল
৪. দেখছনি কান্ডটা! সামুর এই আইসিও অবস্থায় ভায়া আছে প্রেমরোগে পেরেশান!
হুম, ঘরে আগুন লাগলে আলু পোড়া দেওয়ার দলে চলি গ্যাছেন
আপাতত যুধিষ্টির হয়্যা যুদ্ধে বিজয় লাভ করুইন! পরে বিভিষনের পাঠ/ বিচার
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
আরোগ্য বলেছেন: মানুষকে কথা বলতে না দিলে পাগল হয়ে যাবে আর সব পাগল যদি সংসদে প্রবেশ করে মন্ত্রী মহোদয়দের মারতে শুরু করে তাহলে এর দায়ভার সরকার কর্তৃপক্ষেরই নিতে হবে।
আমরা বাক স্বাধীনতা চাই, সুস্থভাবে বাচতে চাই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: না মারতেই এই হাল! মারামারির কথা আর বইলেন না ভায়া
আমরা বাক স্বাধীনতা চাই, সুস্থভাবে বাচতে চাই।
সহমত
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
নীলপরি বলেছেন: যেভাবেই হোক সব ঠিক হোক ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
সেটাই কামনা। সব ঠিক হয়ে যাক!
ব্ড্ড যাতনার এ পেরেশানী!!!!
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: আশা করি, সামু বন্ধ হবে না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকলেরই এ প্রত্যাশা!
প্রত্যাশা সত্য হোক।
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮
আখ্যাত বলেছেন:
বাণী: “জীতায় স্বার্থবিরোধী কর্মকান্ডের জন সামু ব্লকড!!”
জাতি আর লীগ যদি সমার্থক হয়, তাহলে বাণীটি সত্য
জাতীয় = লীগীয় হয়ে থাকলে বাণীটি ধর্মগ্রন্থের বাণীর মতই সত্য
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এর বাইরে আর কোন সত্যতো আপাত চোখে পড়ছে না!
আবার কিছু বলা্ও যাবে না!
এ কোন মাৎসানায়!!!!
১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪
হাবিব বলেছেন: কোন জটিলতা ছাড়াই আবার ব্লগে ঢুকতে পারবো শীগ্রই, আশা করি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আশা সত্যি হোক!
সকলেই খুশি হবে।
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: সহমত।
আশা করি সামু ব্লগে তারা একবার হলেও বিচরন করবেন এবং তাঁদের ভুল ধারনা ভেঙ্গে যাবে আমার বিশ্বাস।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই শুভ বিশ্বাস সকলেরই আছে। কিন্তু ভয়টা ইনটেনশনালী কিছু করে থাকলে!
সবশেষে এটাই চাই ভুল ধারনা ভেঙ্গে যাক
সামু ব্লগ মুক্তি পাক
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জাতীয় আবেগের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রার্থনা করছি সামুকে এই কলঙ্কের দায় থেকে মুক্ত করুন । আগামী দিনে বাংলা সাহিত্যের মানদণ্ড রক্ষার ভার যে তরুণ প্রজন্মের হাতে তাদেরকে সামুর মত মুক্তমঞ্চে লেখালেখির সুযোগ দিন । । বাংলা ভাষার ডিজিটাল প্লাটফর্ম হিসেবে সামুকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনুন ।
দেশকালের গন্ডি ছাড়িয়ে সামু আবার বিশ্বব্যাপী তার শাখা-প্রশাখা মেলে ধরুক - কামনা করি ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন।
পূর্ন সহমত।
বাংলা ভাষার ডিজিটাল প্লাটফর্ম হিসেবে সামুকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনুন ।
দেশকালের গন্ডি ছাড়িয়ে সামু আবার বিশ্বব্যাপী তার শাখা-প্রশাখা মেলে ধরুক - কামনা করি ।
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
জাতির বুকের উপর ট্রিগার চেপে বলছে সে,
জাতীয় স্বার্থে তুমি স্বাধীনতার গান গাও।
পুরো বিশ্বের দরবারে বাংলা ভাষাকে, বাংলা মায়েকে ফুটিয়ে তুলতে সামুর অবদান বর্ণনাতীত। গুগলে সার্চ দিতে যাওয়া বাঙালি সহজেই বুঝে নেয়, সামহোয়্যারইন ব্লগ তার বন্ধু । সহজেই সামুর লেখকরা পাঠকদের কাছে তাদের চাহিদামতো উত্তর সাজিয়ে রেখেছেন; অন্য কোন ওয়েব সাইট করতে পারেনি।
আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করবো, দ্রুত যেন আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াই। প্রয়োজনে বইমেলায় আমরা এর প্রতিবাদে ব্যনার ও ফ্যাস্টুন ব্যবহার করতে পারি।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৯:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মাৎসানায়ের কালো আঁধারে
ডুবছে জাতি ধীরে ধীরে
সামুর উপর আঘাত
অংশ তারই পরে
প্রতিবাদ হোক সকল স্তরে।
১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২১
মনিরা সুলতানা বলেছেন: কাল সন্ধ্যায় আমার এখান থেকে ও সমস্যা হচ্ছিল। এখন অবশ্য ঠিক আছে;
মুক্ত হোক আমাদের মুক্তবুদ্ধি চর্চার প্রিয় ব্লগ।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৯:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুক্ত হোক আমাদের মুক্তবুদ্ধি চর্চার প্রিয় ব্লগ।
১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২০
ল বলেছেন: প্রতিবাদ জানাচ্ছি।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৯:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
প্রতিবাদেই সত্য বাঁচে!
মিথ্যের আনাগোনা চতর্পাশে
টুটি চেপে ধরে স্বৈরি ফাঁসে
চাই তীব্র প্রতিবাদ বাঁচতে এবং বাঁচাতে।
১৮| ০১ লা মার্চ, ২০১৯ সকাল ৮:২৩
নাহিদ০৯ বলেছেন: দৃষ্টি আকর্ষণ এর আমি কিছুই দেখছিনা। এটা যদি অজানায় হতো তাহলে দৃষ্টিতে নিয়ে আসার একটা ব্যাপার স্যাপার থাকতো। মন্ত্রী মহোদয় জানেন, বুঝেন, এবং জেনে বুঝেই ব্লক করেছেন।
আর আপনাদের মতো সুশীল ব্লগার রাই উনার বিজয় ব্যবসা লাটে উঠেছে। আপনাদের জন্যে উনার দরদ কোন কালেই উঠবে না।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৯:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার বুঝতে নয় বলতে কোথাও ভুল হয়েছে!
দৃষ্টি আকর্ষন উনার নয়! আমজনতার, বিশ্ব মানুষের, এখনো অবশিষ্ট ভাল মানুষদের!
এমন স্বার্থান্ধের জন্যই বাংলা ভাষা আজো পিছিয়ে। শুনেছি উইন্ডোজ নাকি ৯৮ ভার্সনেই বাংলাকে বিল্ট ইন করতে উনার লেআউট চেয়েছিল!
উনি প্রতি কিবোর্ডে দশ টাকার লোভ সামলাতে পারেন নাই বলে দেন নাই!
প্রকৃতি শুন্যস্থান পছন্দ করেনা। তাইতো অভ্র এসে মুক্তি দিল বাংলাকে। অনলাইনে ব্যাপক ভাবে সমাদৃত হলো ফ্রি অভ্র!
এখন তাতে যদি কোন হিংসুকের জ্বলন হয়, তার দায় একান্তই তার!
সত্য বলায় যদি কারো কিছু লাটে ওঠে তো কি করার আছে!
রেল লাইনের গেট কিপারের চাকুরি পেয়েছ এক লোক। ছেলের কাছৈ বাহাদুরি দেখাতে বলল, জানিস আমি যে কোন ট্রেন থামাইতে পারি। ছেলে বললো দেখাও!
লাল ফ্লাগ দিয়ে ট্রেন থামাল। ড্রাইভার এসে কারণ জেনে, ঠাস করে মারলো চড়! উঠে গিয়ে ট্রেন চালীয়ে চলে গেল!
ছেলে বলে -বাবা কি হলো?
বাবা আর কি বলবে? বলে আমার ক্ষমতা আমি দেখাইছি! হেতের ক্ষমতা হেতে দেখাইছে! যা বাইত যা!
উনি ক্ষমতা পেয়ে বন্ধ করেছেন! এটা ক্রিয়া! এখন হচ্ছে প্রতিক্রিয়া।
১৯| ০১ লা মার্চ, ২০১৯ সকাল ১০:০৩
নয়া পাঠক বলেছেন: যেখানে বিদ্রোহী নিজেই বিদ্রোহ না করে বসে আছেন সেখানে আমাদের কি করার আছে শুধু আফসোস করা ছাড়া। তবুও যতটুকু সম্ভব অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করে চলেছি তাদের যাদের জন্য আমাদের এই সুস্থ্য মননশীলতা বন্ধ হওয়ার পথে।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ১০:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাম, দাম, ভেদ, দন্ড .
১ম সাম- সামঝো, সোচনা অর্থাৎ নিজে আগে চিন্তা করো ভাবো- বোঝ ;
তার পর শত্রুকে সামঝাও অর্থাৎ বোঝাও, দরকার হলে শত্রুকে বিপরীত ভাবে
২য় দাম- দমন করো। নিজে না পারো শত্রুর শত্রু তোমার বন্ধু, তার সাথে মিত্রতা করে দমনের সকল কৌশল প্রয়োগ
৩য় ভেদ- বৃটিশ চানক্যের এই নীতি প্রয়োগ করেই দুশ বছর ক্ষমতা ভোগ করেছে। ভেদাভেদ সৃষ্টি করা! ডিভাইড এন্ড রুল পলিসি
৪র্থ- দন্ড- সাজা দেওয়া। উপরোক্ত তিনটি কৌশল অবলম্বন করার পর শত্রুকে অনায়াসেই দন্ড দেয়া যায়। ..
এই কূট কৌশলি ভবে সরলতার মূল্য কই! তাই বোধ করি সরলদের সরলতা প্রতিষ্ঠায়ও চানক্য পথেই বুঝি চলতে হবে!
প্রতিটি ধাপই কিন্তু বিদ্রোহেরই অংশ
হা হা হা
হুম । আপাতত অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করে চলতে হবে
তাদের যাদের জন্য আমাদের এই সুস্থ্য মননশীলতা বন্ধ হওয়ার পথে।
২০| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: সামুকে যারা পর্ন মনে করে তারা নির্বোধ।
০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। কিন্তু তারা তা বোঝে না!
নির্বোধদের হাত থেকে জাতি মুক্তি পাক!
২১| ০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০১
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,
পত্রিকান্তরে জেনেছি, আইসিটি মন্ত্রী মহোদয় বিটিআরসির বরাত টেনে যা বলেছেন তার সার কথা, উনি নিজে এটা করেননি, এই ইন্টারনেট শিশুদের ব্রাউজিং যোগ্য ( মানে ওখানে বাসযোগ্য ) করার মহান ব্রত নিয়ে যে সাইবার নিরাপত্তা বাহিনী কাজ করছেন তারাই সামুকে অবাস যোগ্য মনে করেছেন , নিশ্চয়ই সামুতে পর্ণগ্রাফি লেখা হয়, সরকারবিরোধী লেখা হয়।
সামুর যা প্রকৃত ইতিহাস, দেশ ও সমাজ সচেতনতা - ভ্রাতৃত্ব - সমাজ সহযোগিতা - সাহিত্য - বিজ্ঞান ইত্যাদি নিয়ে তার যে বিশাল লেখালেখি কর্মকান্ড, যা সামুকে বিশ্বের ১ নম্বর বাংলা ব্লগের আসনে বসিয়েছে তার বিপরীতে দেখা যাক সামু আবাস অযোগ্য কি কি কারনে হতে পারে।
এখানে আঙ্গুল গোনা কয়েক জন ধর্ম নিয়ে অযথা ক্যাচালিয় লেখা পোষ্ট করে। কেউ কেউ পাকিস্তানকেও গালাগালি করে লেখে।
তার উপরে আছে সামুর "শাহবাগ" সম্পর্কিত সমর্থন। এতে ধর্মান্ধ ও পাকিস্তানপন্থী রাজাকারদের আঁতে ঘা লাগার কথা এবং এদের প্রেতাত্মা প্রশাসনের সব জায়গাতেই নাকি জাকিয়ে বসে আছে বলে বতর্মান সরকারও একসময় সরব ছিলেন, আছেনও এখন। সাইবার নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তদের মাঝেও এদের দাপট থাকতেই পারে। তারা এখন মোক্ষম একটা সুযোগ শুধু কাজে লাগিয়েছেন মাত্র, মন্ত্রী মহোদয় তথা সরকারের কাঁধে বন্দুক রেখে। প্রতিশোধ নেয়ার এই সুযোগ তারা কেন ছাড়বেন ? সামু "শাহবাগ" সমর্থন করেছে বলে তো আর তাকে আটকানো যায় না তাই "পর্ণ" আখ্যা দেয়া ।
আর মন্ত্রী মহোদয়ের "বিজয়" নিয়েও গাত্রদাহ তো আছেই, এবং স্বভাবত থাকবেই। উনিও তো আর সে কথা মুখ ফুটে বলতে পারেন না, তাই সামুকে দেশ বিরোধীর ট্যাগ লাগিয়ে দিয়ে শিশুদের জন্যে নিরাপদ ইন্টারনেট এর ধুঁয়া যখন আছেই তখন তার প্রতিহিংসার কাজটি তো আর নিজের করতে হলোনা। তার হয়ে নেটের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যখন সেই কাজটিই করছেন, তাতে তো উনি জোরেসোরে সায় দেবেনই!
সামুতে প্রতিবেশী দেশের বিরূদ্ধেও লেখা হয় । সামু তাই বসবাস যোগ্য নয়। এতে কট্টর লীগপন্থীরা যেন তেন একটা উছিলা তুলে সামুকে আটকাতে জানপ্রান দিয়ে দেবেন তাতে আশ্চর্য্য হবার কিছু নেই ।
এখন একমাত্র তারাই পারেন; নিজেরা যে এইসব প্রতিহিংসার কারনে সামুকে আটকে রাখতে চাইছেন না তা প্রমান করা। প্রমান তখনি হবে যখন সামুকে এই অচলাবস্থা থেকে সসম্মানে মুক্তি দেয়া হবে। তাহলে বুঝবো, তারা কোনও প্রতিহিংসার বশে এ কাজটি করেন নি। তাদের 'ভুল হয়েছে" এমন কথা বলার দরকার নেই, দরকার নেই কোনও সাফাই গাইবারও। শুধু - বিশ্ব জুড়ে বাংলাভাষায় লিখিয়েদের দিকে তাকিয়ে, বা বাংলা ভাষাকে সমুন্নত রাখতে সামুকে অবরোধ মুক্ত করছেন বললেই সবকূল রক্ষা হয়।
০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এ যেন অনেকটা জুতা আবিষ্কারের আগের কাহিনির মতো চলছে!
পায়ে কেন লাগবে ধুলো- দা্ও ঝাড়ু! রাজ্য হয় ধুলায় অন্ধকার
ঢালো পানি! পুরো রাজ্য কাঁদাময়!!!!
চাই একজন প্রাজ্ঞ জুতা আবিষ্কারক। পা ঢাকলেই যে ধুলো লাগে না - এই জ্ঞান কথিত বিশেষজ্ঞদের কে দেবে!
লিস্ট করে যে পর্ণ প্রতিরোধ করা যায় না এ আকল আসতে কি বিশেষজ্ঞ হতে হয়?
নীতি নৈতিকতার শিক্ষা দা্ও। বুঝিয়ে দা্ও ভাল আর মন্দের তফাত! ন্যায় আর বিবেকের মানদন্ড অনুভবের প্রজ্ঞা দাও!
কেল্লা ফতে। ফ্রিতে পেলেও সে ঢুকবেনা ওতে।
না মাথা ব্যাথা? তো দা্ও মাথা কেটে! পথে চলছে কথিত বিশেষজ্ঞরা। সাথে আপনার ধারনার শতভাগ সম্ভাবনা লয়ে!
যা হবার তাই হচ্ছে!
কথা সেটাই বিশ্ব জুড়ে বাংলাভাষায় লিখিয়েদের দিকে তাকিয়ে, বা বাংলা ভাষাকে সমুন্নত রাখতে সামুকে অবরোধ মুক্ত করছেন বললেই সবকূল রক্ষা হয়।
সেই শুভ বোধ এবং জ্ঞান জাগ্রত হোক এই কামনা।
২২| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:৪৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এবার একটি যথোপযুক্ত প্রোফাইল ছবি দিয়েছেন। ভালো হয়েছে।
সামুকে কেউ ঠেকাতে পারবে না, যদি নিজেই নিজের বাধা না হয়।
এবিষয়ে সরকারের কোন দীর্ঘমেয়াদী চিন্তা নেই। এটি প্রায় পরিষ্কার। তারপরও বর্তমান পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য সংশ্লিষ্টদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে, যার অনেকটা আপনি বলে দিয়েছেন।
শুভ ব্লগিং!
০১ লা মার্চ, ২০১৯ রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হুম। বর্তমান পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য সংশ্লিষ্টদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সাথে সাথে চলুন
আমরা্ও সকলে যার যার স্থান থেকে আন্তরিকতায় ছোট ছোট সহায়তার হাত বাড়িয়ে দিই!
শুভ ব্লগিং এর শুভকামনা সত্য হোক।
২৩| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৯:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিন্দা জানাবার ভাষা নেই। সামু কর্তৃপক্ষের প্রতি অনুরোধ যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন। আন্তর্জাতিক মিডিয়ায় এই অন্যায়ের খবর বেশি বেশি প্রচারের জন্য চেষ্টা করুন। আমরা সকল ব্লগার সাধ্যমতো সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত আছি।
০১ লা মার্চ, ২০১৯ রাত ৯:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিস্ময়ের ও বিস্ময় হয়ে আছে এ অপবাদ!
হুম। হচ্ছে। নোটিশ বোর্ডে অনেক লিংক দেয়া আছে। তাই এ পোষ্টে দেই নি।
আর হ্যা, এভাবেই সকলেই হাতে হাত রেখে, যে যার স্থান থেকে এগিয়ে এলে ইনশাল্লাহ আবার সামু হবে স্বাভাবিক।
সেই শুভ দিনের প্রত্যাশায় ও অপেক্ষায় - - -
২৪| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:১৩
সাহসী সন্তান বলেছেন: সামুর যৌবনের উপ্রে অপবাদ দিয়া বোধহয় তারা একটু পরক্রিয়া করতে চাইছিল। কিন্তু তারা তো জানে না, অপবাদ ফপোবাদ দিয়া তারা যতই সামুরে কাছে টানতে চাউক না কেন (?) সামুর এ যৌবন ভোগ করার অধিকার কেবল ব্লগারদেরই (মন্তব্যটা কি ১৮+ হই গেল নাকি?)...
এনিওয়ে, আজ ব্লগ কিছুটা ভাল বলে মনে হচ্ছে! প্রক্সি ছাড়াই ঢুকতে পারলাম দেখি! স্টিভ জব্বার কি তাইলে জিহাদ কৈরা টায়ার (টায়ার্ড) হইয়া গেলু?
০২ রা মার্চ, ২০১৯ সকাল ১১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কাগুর চোখে পড়লে এইটারে প্রুফ হিসাবে সাবমিট করতে পারে তদন্ত কমিটির সামনে
কিছু আইএসপি এখনো ব্লক একটিভেট করে নাই। যেমন আমার হোম কানেকশনে স্মুথলি লগিন করতে পারি!
টায়ার্ড হইলেইতো ভালু হইতো!
আর সবচে মজা হইলো যে লিষ্টি ধইরা তারা ব্লক করতেছে, সেই লিষ্ট থেকেই পরীক্ষা করতে (ঈমানে কইতাছি একটা লিংকে ক্লিক করলাম! মাইরালা! সব ফকফকা! তাড়াতাড়ি শাট ডাউন কইরা দিলাম অন্য কেউ দেখার আগে
পাওয়ার পয়েন্ট ইঞ্জিনিয়ার শুনছিলাম, হেতে কি ঐরাম বিশেষজ্ঞ নাকি!
২৫| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:০৪
সোহানী বলেছেন: চমৎকার বিগু, তোমার লিখায় সবার মনের ধোঁয়াশা কাটবে বলে মনে করি।
তবে আমি বিশ্বাস করি, সামু একবার ঢেউ তুলেছিল গুটি কয়েকজনকে নিয়ে। তারপর সে ঢেউ সুনামী হয়েছিল। আর এখন সামু নিজেই সুনামী তৈরী করার ক্ষমতা রাখে।
আমার মতে সবাই মিলে কথা বলার সময় হয়েছে এবার। সামহোয়ার কর্তৃপক্ষের উচিত সবার সাথে কথা বলা এবং এর বর্তমান পরিস্থিতি ব্লগারেদেরকে জানানো। যার যার জায়গা থেকে কিছু করলেই অনেক কিছু হয়ে যাবে।
আপডেট এর অপেক্ষায় থাকলাম।
০২ রা মার্চ, ২০১৯ সকাল ১১:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
হুম।
দেশ মিলে করি কাজ হারিজিতি নাহি লাজ! সবাইকে যার যার অবস্থান থেকেই সর্বোচ্চটা করে যেতে হবে ভালবেসেই।
কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ চেস্টা চালাচ্ছে বলেই জানি। সেটাই - যার যার জায়গা থেকে কিছু করলেই অনেক কিছু হয়ে যাবে।
২৬| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৩:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাুম মুক্ত হোক নিষেধাজ্ঞার কাটাতার থেকে!
মতপ্রকাশের স্বাধীনতা অটুট থাকুক
সংবিধানের মৌলিক মতপ্রকাশের অধিকার সমুন্নত থাকুক।
...................................................................................
সহমত, আশা করছি সামু ব্লগের আয়ু এত ক্ষীন নয়,
০২ রা মার্চ, ২০১৯ সকাল ১১:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাুম মুক্ত হোক নিষেধাজ্ঞার কাটাতার থেকে!
মতপ্রকাশের স্বাধীনতা অটুট থাকুক
সংবিধানের মৌলিক মতপ্রকাশের অধিকার সমুন্নত থাকুক।
সহমত।
২৭| ০২ রা মার্চ, ২০১৯ সকাল ৮:২৮
মলাসইলমুইনা বলেছেন: আমি যে সব্যসাচী ব্লগার (পর্ণও লিখতে পারি এখন !)হয়ে গেলাম মাননীয় মন্ত্রী আর তার কর্মকর্তাদের মহামূল্যায়নে সেই ক্যাটাগোরাইজেশনের নীলমনিহারটা কি এখনো গলায় ঝোলানো আছে আমার ? নাকি অন্য কোনো ক্যাটাগরিতে পড়েছি এখন ? আমাদের ব্লগে নাকি এই সরকারের কিছু উঁচু তলার মানুষ এক সময় লিখতেন, তারা কারা ? তাদের কি এপ্রোচ করা যায় না এই ব্যাপারে মাননীয় মন্ত্রীর সাথে একটু কথা বলার জন্য ?কাদের দিয়ে যে দেশ চলছে আমাদের আল্লাহ !
০২ রা মার্চ, ২০১৯ সকাল ১১:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: গাঁয়ের একটা প্রবচন আছে
ছাগল দিয়ে হাল বাওয়া যায় না, গেলে ষাড় বলদ ভবে থাকতো না!
সম্ভাব্য সকল উপায়েই এর প্রতিকারের চেষ্ট করতে হবে।
অদ্ভুত উটের পিঠে উল্টো চলছে স্বদেশ- কথাটা আক্ষরিক মনে হয় মাঝে মাঝে!
২৮| ০২ রা মার্চ, ২০১৯ সকাল ১০:০৩
নতুন নকিব বলেছেন:
প্রতিবাদ জানাচ্ছি। সামু খুলে দেয়ার দাবি জানাচ্ছি।
খুব সুন্দর পোস্ট। সবিস্তারে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০১৯ সকাল ১১:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অর্বাচীন সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।
বাংলা ভাষার সবচে বড় ব্লগের প্রতি মিথ্যা আরোপ প্রত্যাহার করা হোক।
২৯| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:১০
শাহরিয়ার বিন শহীদ বলেছেন: সাইটগুলোর তালিকা কোন লিংক থেকে ডাউনলোড করেছেন? জেনে চক্ষুশীতল করতাম,এত ভালো উদ্যোগ নিয়েছেন স্টিভ জব্বার।
০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ২:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: তালিকা আইএসিপি থেকে নিতে পারবেন। ভোক্তা অধিকার আর তথ্য অধিকারের ফর্মে আবেদন করতে হয়।
আমার আইএসপি থেকে প্রুফ হিসেবে পাঠিয়েছে।
৩০| ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
সাহসী সন্তান বলেছেন: কাগু একবার সাবমিট কৈরা দেখুক না। আম্রে গিলটিতে ফেলাইলে সরাসরি কইয়া দিমু, চালান সফটওয়্যার আপনি মিয়া ১৮+ এর কি বোঝেন? ১৮+ বুঝতে হইলে সানি আপা বা মিয়া (খলিফা)গো বাড়ির মাইয়ারে জিগান! তাছাড়া শীতের রাত্রে একা থাকার যন্ত্রনা তো ভোগ করেন্নাই, সেইজন্যই বোঝেন্না কত ধানে কত কুড়ো...
যাউকগা, তো লিংক ফিংক এইদিকেও দু'একটা দ্যান না ক্যা? আম্রাও একটু পরীক্ষা টরিক্ষা কৈরা দেখি। গুপন ঠিকানা দিমু নাকি? ইয়ে মানে আম্রাও না হয় ইমান লগে কৈরাই নিয়াই ঢুকুমনে!
০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ২:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা
ঈমান যে পুক্ত তাতে সুন্দেহ নাইক্যা!
চিপায় দিয়া চামে আহেন! লিংকু লিস্টি ধরায়া দিমুনে!
কি নিরাপদ করছেরে ভায়া! তার লিষ্টি থেইক্যাই ডাইরেক্ট ঢুইক্যা যায়!!!!
৩১| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২২
আমি তুমি আমরা বলেছেন: আজ কোন প্রক্সি ছাড়াই সামুতে ঢুকে পড়লাম। সামু কি তবে বন্দীদশা থেকে মুক্তি পেয়েছে?
১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্য পড়েতো লম্ফ দিয়া কম্প হাতে টাইপ করিলাম সামুর নাম
না ভায়া যে লাউ সেই কদু
বলে কিনা
This webpage has been blocked
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯
জুন বলেছেন:
সামু মুক্ত হোক নিষেধাজ্ঞার কাটাতার থেকে
+