নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমাদের সবার মন খারাপ
আজ সকল ব্লগারের মন খারাপ
আজ বাঙালী কমিউনিটির মন খারাপ
আজ ব্লগ কমিউনিটির মন খারাপ!
আজ সামু পরেছে কলংক তিলক
আজ সামু পেয়েছে মিথ্যে অপবাদ
আজ সামুর উপর হেনেছে বান
আজ সামুকে করেছে ব্যান!
আজ সামুর সবার মন খারাপ
আজ আমাদের সবার মন খারাপ
আজ সকল ব্লগারের মন খারাপ - -
কালে কালে কত কলংক লেগেছে গায়
কখনো নাস্তিক, কখনো মৌলবাদী
বিএনপি আওয়ামীলীগ কেউ মাখেনি গায়
আজ একি শুনি মন্থরার মূখে বুক জ্বলে যায়!
আজ ওদের সবার মন খারাপ
আজ আমাদের সবার মন খারাপ
আজ সকল ব্লগারের মন খারাপ - -
নিজ ঘরে আসি পরকিয়া প্রেমিকের মতো
ব্যবহারে টর বা ভিপিএন; একি স্বৈরাচারিতা!
এই কি স্বাধীনতার চেতনা? মুক্তিযুদ্ধের প্রেরণা-
মায়ের ভাষায় মতপ্রকাশে স্বাধীনতা?
আজ ওদের সবার মন খারাপ
আজ আমাদের সবার মন খারাপ
আজ সকল ব্লগারের মন খারাপ - -
আগুনের ধর্ম জ্বালিয়ে দেয়া, স্বৈরাচারে অত্যাচার
যতই সুশীল সাজোনা কেন আখেরে কাউরে ছাড়েনা আর
বিভেদের ঘরে চোখ বুজে রলে কাটবেনা বিপদ তোমার
সত্যের পক্ষে দাড়াতেই হবে- এইতো দাবী সময়ের ।
আজ ওদের সবার মন খারাপ
আজ আমাদের সবার মন খারাপ
আজ সকল ব্লগারের মন খারাপ - -
শুভ আর কল্যানের তরে যে আত্মারা জাগে সদা
তাদেরই তরে নিবেদন সকরুন বাঁচাও শুদ্ধতা ;
এককাঠি নিরিহ দেশলাই, জ্বলে উঠলে পুড়ে খাক
ঘর, বাড়ী, নগর-শহর মায় পুরো সভ্যতা!
আজ ওদের সবার মন খারাপ
আজ আমাদের সবার মন খারাপ
আজ সকল ব্লগারের মন খারাপ - -
আজ হোক জাগরণ সকলেই করি দৃঢ়পণ
সামু শুধু সামু নয় এতো প্রতিকী আমজনতা
দুটো ডাল ভাতে আর মায়ের ভাষায় বলার স্বাধীনতা
এইতো অল্প চাওয়া! তাতেও কেন আজ এত পরাধীনতা?
আজ ওদের সবার মন খারাপ
আজ আমাদের সবার মন খারাপ
আজ সকল ব্লগারের মন খারাপ - -
স্বাধীনতা আর মুক্তি যুদ্ধ হয়েছে যে চেতনায়
হায়! চারিদিকে আজ অশনি সংকেত
মতপ্রকাশে, বাক স্বাধীনতায় একি! নিত্য আঘাত
মুক্তির পথ? একাত্তরের বজ্রকন্ঠে উঠুক আবার নিনাদ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
হারানোর! আশংকার! প্রিয়তার বিচ্ছেদের!
আসন্ন পরাধীনতার!
সংবিধানিক অধিকার হারানোর! - - - -
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০১
তারেক ফাহিম বলেছেন: তিব্র নিন্দা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
তীব্র নিন্দা !
শুধু নিন্দাবাদে নয়
সিন্দাবাদের ভুত নামেনা
ভয় না দেখালে;
আমরা তোমার শান্ত মায়ের শান্ত ছেলে
তবু বিপদ এলে আমরা যেন লড়তে জানি
তোমার ভয়নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি! - - -
গানে জেগে উঠুক সকল ঘুমন্ত প্রাণ!
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০
রাজীব নুর বলেছেন: খুব ভালো কবিতা লিখেছেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন খারাপের ভালটুকু যদি না লিখতে হতো। কতোইনা ভাল হতো!
ধন্যবাদ রাজীব নুর ভায়া
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪
নীলপরি বলেছেন: একেবারেই । খুবই মনখারাপ লাগছে কবি ।
আশা রাখি শান্তিপূর্ণ সমাধান হোক
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম . . .
বোধোদয় হোক। যদিও নিমগাছে কুল আশা বৃথা! তবুও কলম পদ্ধতিতেই আশা জিইয়ে রাখা
দ্রুত সামু মুক্তি লাভ করুক।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডাকছি কাগু , ডাকছি খালু
ডাকছি তোমায় মামু-
হাটুরে মাইর শুরুর আগে
ওপেন কর সামু ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ঠিক কথা ভাই হক কথা
মাইরের উপ্রে ঔষদ নাই
গুনিজনের কথা
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
সামু ব্লগ বন্ধ কেন?
জাতীয় স্বার্থ কারে কয়?
মন্তিরি তোমার জবাব চাই??
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
জবাব চাই জবাব চাই
দিতে হবে দিতে হবে
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩
জুন বলেছেন: আজ আমাদের সবার মন খারাপ ভৃগু।
যারা চোরাই পথে ঢুকছে নিজের বাসা বাড়িতে তাদের অনেক মন খারাপ।
যারা কোনভাবেই পারছেনা তারা বড় কষ্টে আছে।
+
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সে কষ্ট কথাই শেয়ার করেছি জুনাপু
হিন্দু খ্রীষ্টান, মুসলমান তিন বন্ধুর আখ চোর ঠেকানো গল্প মনে আছে ?
কেন যেন তেমনি মনে হচ্ছে-
সামু শেষ বেলায় কি তেমনি আঘাতের মূখে???
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২
ঢাবিয়ান বলেছেন: মধ্যরাতের নির্বাচন এখন এই জাতির '' জাতীয় স্বার্থ '। সুতরাং ....
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবস্থা দৃষ্টে বাস্তবতা ধীরে ধীরে প্রকাশমান!
অতীব দু:খজনক এই সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন করছি।
সামুকে মুক্ত করা হোক।
সামু পর্ণ সাইট নয়
সামু জাতীয় স্বার্থ বিরোধী লেখা কখনো প্রমোট করে নাই।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: সামহোয়্যারইন ব্লগ.......
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় সামু
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: দম বন্ধ চারিপাশ
হতাশার দীর্ঘশ্বাস,
এরই মাঝে সামু ছিল
নিয়ে অক্সিজেন একরাশ।
না বলা যত কথা
অব্যক্ত জীবন যাতনা,
অক্ষরে জীবন্ত হয়ে
ভরিতো সামুর আঙিনা।
মেলিতো পাখা
বলিতো কথা,
হুট করে মুখ
চাপিলো সেথা।
মাখিলো কালিমা
কলংক তিলক,
অজানা প্রতিহিংসায়
ক্ষমতার সে লোক।
মনেতে ক্ষোভ
হৃদয়েতে ব্যথা,
তবু থামে নাই
প্রতিবাদী ভাষা।
তাই করে বিশ্বাস
বাঁধিছে আজ আশ,
হবে দূর সব বাঁধা
ক্ষমতার অপপ্রয়াস।
বুঝিবে ভুল সেইজনা
প্রকাশ্যে বা গোপনে,
রাখিব মনে মোরা
আজ ও আগামী দিনে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মনেতে ক্ষোভ
হৃদয়েতে ব্যথা,
তবু থামে নাই
প্রতিবাদী ভাষা।
তাই করে বিশ্বাস
বাঁধিছে আজ আশ,
হবে দূর সব বাঁধা
ক্ষমতার অপপ্রয়াস।
দারুন দারুন দারুন!
তাই যেন হয়
সবশেষ -
হাসি খুশি থাক
ব্লগারের দেশ।
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০০
নীলপরি বলেছেন: আমি দেখছি লগ ইন কতোজন লগইন করতে পারছেন । সংখ্যাটা তো কম মনে হচ্ছে!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা করতেছেন কিছু প্রবাসী, কিছু ভিপিএন, কিছু টর, কিছু আইএসপি বন্ধ করে নাই এই হিসেবে।
অফিসিয়ালি বন্ধের নির্দেশ কার্যকর করেছে অনেক আইএসপি!
অনেক কম।
আর ভিপিন টর দিয়ে ঢুকলেও নানা সীমাবদ্ধতায় কাজ করতে হয়।
সামু হোক উন্মুক্ত।
১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১১
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা পড়লাম ; সত্যিই আজ আমাদের মন খারাপ ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সত্যিই তাই।
আজ আমাদের সবার মন খারাপ!
কেটে যাক দুর্যোগের ঘনঘটা!
শুভ সত্য আর সুন্দরের বিজয় হোক।
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩
জাহিদ অনিক বলেছেন:
আজ আমার মন ভালো নেই-- মন ভালো নেই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
আজ কারো মন ভাল নেই
আজ আকাশের মন ভাল নেই - - -
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২০
সুমন কর বলেছেন: হুম, আজ আমাদের মন এবং মেজাজ খারাপ !!
ভালো লিখেছেন। +।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
আজা সকলরে মন খারাপ
আজ আকাশেরো মন খারাপ
মূখ ভার করে আছে- আর জল ঝরছে তো ঝরছেই!
ব্লগারদের দু:খে যেন সঙ্গত দিচ্ছে প্রকৃতিও!
ধন্যবাদ সুমন দা’
১৫| ১৪ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৪২
হাসান মাহবুব বলেছেন: আজও আমাদের মন খারাপ!
১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম।
ভীষন রকম!
হামা ভাই আপনি কি অপেরা ইউজ করেন?
দারুন ফিচার আছে জানা ছিলনা। তাই টরে দৌড়াতাম!
এখন দেখি অপেরা মাষ্টার! অসাম !
১৬| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৫
স্বপ্নডানা১২৩ বলেছেন: আশা রাখি একদিন এ ব্যাপারে আমাদের মন ভালো করার খবর আসবে
১৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই শুভ দিনের অধির প্রতীক্ষায়
১৭| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৯
স্বপ্নডানা১২৩ বলেছেন: Click This Link
এন্ড্রোয়েড বেটা ভিপিএন অপেরা
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৯
খায়রুল আহসান বলেছেন: ২৩ অক্টোবর ২০১৯ থেকে মন খারাপের আংশিক অবসান হয়েছে, তবে পুরোপুরি নয়। ওয়াই ফাই ছাড়া মোবাইল নেটওয়ার্কের ডাটা দিয়ে ব্লগে প্রবেশ করা যাচ্ছে না বলে অনেকেই ব্লগ থেকে অনুপস্থিত। তবে কোন নিয়ন্ত্রণই খুব বেশিদিন একটি জাতির কন্ঠরোধ করে রাখতে পারে না। সুসময় আসবে নিশ্চয়ই।
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম.. কিন্তু বোঝেনা তারা বোঝে না
অন্ধ, বধির মোহাচ্ছন
ক্ষমতার দম্ভে অন্ধ!
মহাকালে স্থান আপনাতেই নির্ণিত হবে - আসল রুপেই!
আপনার সম্মানে আজ একুশের পুরানো কবিতাটা রিনোভেট করে দিলাম
সুসময় আসবে নিশ্চয়ই। এই আশাতেই আমজনতার সাথে আমিও আছি আশায় বুক বেঁধে
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫১
মাহমুদুর রহমান বলেছেন: একটি দীর্ঘশ্বাস।