নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অধরা\'-রে ভালবাসি

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫

অধরা

বনলতা, সুরঞ্জনা, শ্রাবন
চির অচেনা
স্বপ্নের চশমিস স্বপ্নেই
জনম জনমের আপন
জাগতিকতার তীব্রালোকে হারিয়ে যায়;

স্বপ্নের মায়াবী জোৎস্নালোকে আনাগোনা!

কে বলে পাইনি! পেয়েছিতো
আত্মায়
স্বত্তায়
তাইতো তুমি-অনন্ত স্বপ্ন মানসী।

শুধু তুমি-ই বুঝলেনা-
এ জনমেও
আরজনমের মতোই
বুঝতেই জীবন পেরিয়ে যায়!

একা কাঁদি জাতিস্মর* যাতনায়!


ভালবাসি

আবার ফিরুক সে আবেগ
আবার উঠুক ঝড়
হৃদয়ের সব না বলা কথারা
অবরোধ করুক মনের ঘর!

হারিয়ে যাওয়া অব্যক্ত আবেগেরা
নার্গিস হয়ে নিম্মচাপে
উত্তল করুক ভাবনার সমুদ্র
আছড়ে পড়ুক প্রথম ছোঁয়ার আবেগে

প্রথম অনুভবের তীব্রতা লয়ে- - -

মাতাল ভালবাসার অমৃত স্বাদ লয়ে
সরল কিশোরী আবেগে,
তারুন্যের উচ্ছাসে, যৌবনের মত্ততায়
প্রজ্ঞার পরিমিত সজ্ঞায় -

একবার বলো ’ভালবাসি’



*জাতিস্মর = যার পূর্ব জন্মের কথা মনে পড়ে যায।
ছবি ঋণ: গুগল

মন্তব্য ৬২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লাভিউ ভিগুদা,

বিদ্রোহ ছেড়ে কবিতায় মনোযোগী কেন??? !!!:P

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কে বলে ছেড়েছি! ভৃগুর দ্রোহতো ভগবানের বুকে পা রেখে ;) :P

ভালবাসাতেও দ্রোহ আছে! থাকে! ;) অপ্রেমিকেরা বোঝেনা :P
হা হা হা

অনেক অনেক ধন্যবাদ ভায়া!
শুভেচ্ছা

২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০২

সনেট কবি বলেছেন: সুখপাঠ্য তবে বোধগম্য হতে একটু কষ্ট করতে হয়।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমা! সনেট কবি!
তাই!!!

অনেক অনেক ধন্যবাদ পাঠে ও মন্তব্যে
শুভেচ্ছা রইল

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

হাবিব বলেছেন: বাহ বাহ বাহ, খুব সুন্দর কবিতা++++

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

তিনবার বাহ!
বেশ বেশ। হাবিব স্যারের আবেগ বলে কথা :)

অনেক অনেক ধন্যবাদ। ভাল লাগা আর প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা অন্তহীন

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনন্য।। শুভকামনা।।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

স্বাগতম ব্লগে :)
স্বাগতম আমার পোষ্টে :)

ব্লগিয় শুভকামনা রইল

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,

অধরা : -

আহা! ভালোবাসা বুঝতেই জনম পেরিয়ে যায় ;
অদরা ভালোবাসার খোঁজে কাঁদি জাতিস্মরের যাতনায়।

ভালবাসি:-

অব্যক্ত আবেগেরা আছড়ে পড়ুক,
ভাবনার সমুদ্রে।
লাগামহীন ভালোবাসা শুধু একবার বলুক,
ভালোবাসি তোমাকে।
আহা! কবিবর, কেন এভাবে আমাকে পথে নামালেন ?
জন্মজন্মান্তরে যা অপূর্ণ রয়ে গেছে তাকে আবার চাক্ষুষ করাতেই অতলান্ত মারিয়ানা খাতেই যে ডুব দিতে চলেছি। ++++

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।


২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ দাদা করেছেন কি?
মরি মরি !
এমন মন্তব্যতো পোষ্টের শ্রী বাড়িয়ে দেয় বৈকি :)

যা বললেন মাইরি!
জন্মজন্মান্তরে যা অপূর্ণ রয়ে গেছে তাকে আবার চাক্ষুষ করাতেই অতলান্ত মারিয়ানা খাতেই যে ডুব দিতে চলেছি।
অসাধারন!
সত্যিই ভালবাসা বুঝি সবচে অনিরাময় যোগ্য নেশা! বাকী সব তুচ্ছ তার কাছে ;)

অনেক অনেক ধণ্যবাদ ও কৃতজ্ঞতা রইল দাদা
শুভেচ্ছা আর শুভকামনা জনমজনমের

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর :)

সহজ সরল মন্তব্যে ভাললাগা :)
শুভেচ্ছা রইল

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ প্রেমের কবি এত অল্প ক'লি হপে????

খালি সুন্দর আর প্লাস!
প্রেমে কি ভাটা চলছে নাকি ভায়া ;) :P
হা হা হা

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

বিজন রয় বলেছেন: গুরু শিরোনামে ভালবাসি বানানটি ভালবাসী কেন লিখেছেন? অন্য কোন কারণ আছে কি?

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় গুরু :)
অনেক অনেক ধন্যবাদ বিজন দা

লেখার গতিতে ভাবে প্রীতিতে বেখেয়ালে ফস্কে গেছিল :P
নজরে আনায় কৃতজ্ঞতা

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর কবিতারা

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি

খালি কবিতারাই সুন্দর? কবিদের নিয়েও মাঝে সাঝে কিছু বইলেন!:P
হা হা হা হা

অফুরান শুভেচ্ছা রইল :)

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯

স্রাঞ্জি সে বলেছেন:

শব্দের ঢালি সাজানো গোছানো। মুগ্ধতা মন ছুঁয়ে গেলো। অধরাটা কি অধরাই থেকে যাবে। °______ +++ কবিতায়।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যের স্নিগ্ধতায় প্রীত :)

চশমিশতো স্বপ্নে আসে। আবার এলে সুধাবো খন! ;)
ভাললাগা আর প্লাসে অনুপ্রাণীত হলাম।
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

আরোহী আশা বলেছেন: মন ছুঁয়ে গেল কবিতায়++++

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবা আরোহী আশা :)

মন্তব্যে প্রীতি ও শুভেচ্ছা
অন্তহীন শুভকামনা রইল

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১

আরোগ্য বলেছেন: ভৃগুদা
কবিতার নামেই জাদু। অধরা কে ভালোবাসি।
অধরাকে যে আবেগে ভালোবাসা যায়,
ধরা দিলেই যেন আবেগের স্থানে বিবেক এসে যায়।

প্রথম কবিতাটি অধিক ভালো লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হুম আসলেই তাই।
অধরায় বুঝি তাই প্রেম অসীম

নয়তো, চাল ডাল তেল নুনে ভালবাসা তখন
পেয়াজের ঝাঁজে চোখে জল ঝড়ায় ;)
হা হা হা

ভালো লাগায় অনুপ্রাণ পেলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯

সুমন কর বলেছেন: দারুণ !! +।

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)

অনুপ্রাণ পেলাম :)

শুভেচ্ছা অন্তহীন

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১২

প্রামানিক বলেছেন: দুইটা কবিতাই ভালো লাগল। ধন্যবাদ

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রমানিকদা ভাল লাগা আমার অনুপ্রেরণা :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভৈচ্ছা রইর

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৮

বলেছেন: সরল কিশোরী আবেগে প্রথাবদ্ধ ভালোবাসা আর আবেগের নাব্যতা কবিতায় ---+++



অসাধারণ প্রকাশ।

মুগ্ধ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন কাব্যানুভবের প্রকাশে প্রীত :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অন্তহীন

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর
সহজ সরল মন্তব্যে ভাললাগা :)
শুভেচ্ছা রইল

ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুন মন্তব্যে

শুভেচ্ছা

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৪

নতুন নকিব বলেছেন:



কবিদের কোনও বয়স নেই, নেই দেশ জাতি কাল ভেদাভেদ।
কবিরা কখনও বৃদ্ধ হয় না।
বয়সের ফ্রেমে বাধা যায় না হয়তো এই দূরন্তদের।

কবিতায় সে কথারই ছাপ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

হুম

চেতনা কি কখনো ফ্রেমে আটকানো যায়! না বয়স!!!
এ চিরন্তন !
জান্নাতী চেতনায়তেও দেখুন সবাই যুবক যুবতী থাকবে :) নয়কি?

কেউ কেউ পৃথিবীতেও সেই চেতনায় বুদ হয়ে থাকে মনে করেন!
হা হা হা

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা রইল

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৯

রাকু হাসান বলেছেন:


বাহ বাহ দারুণ আহবান । ভালোবাসার শক্তিতে সবাই বলিয়ান হোক । সকাল সকাল আপনার কবিতা পড়ে ভালো লাগছে । শুভ সকাল । :)

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও

শুভ সকালের দারুন শুভেচ্ছায় প্রীতি অনুভব করছি :)

হুম। ভালোবাসার শক্তিতে সবাই এক হলে থাকতো না যুদ্ধ, হিংসা, যত অনাচার!
মন্তব্যে ভাললাগা আর একলাশ শুভেচ্ছা আপনার জন্যেও

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২২

রাকিব আর পি এম সি বলেছেন: সত্যিই অসাধারণ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাকিব আর পি এম সি :)

মন্তব্যে অনুপ্রান পেলাম
শুভেচ্ছা রইল

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জাতিস্মর যাতনায় কান্না !
[/sb
দিলেন তো মনটা খারাপ করে। একটা চলে যাওয়া দিন আমার কাছে পূর্ব জন্মের স্মৃতি বলে মনে হয়। বিশেষ করে ছোটবেলাটা। আমি কাদিঁ জাতিস্মর যাতনায়। :(

অসাধারণ কবিতায়। অসামান্য ভালোলাগা।
ভালো থাকবেন ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল বলেছেন ভায়া
চলে যাওয়া দিনটাই গত। আসছে যে পরের কাল তাইতো পরকাল :)
আপনার খুবই অনুভূতি প্রবণ মন নিশ্চয়ই। তাই কান্নার মেঘেরা আনাগোনা করে অনুভবের আকাশে !

আন্তরিক ভাললাগা আর মন্তভ্যে প্রীত :)
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৮

সোহানী বলেছেন: সুরন্জনা, বনলতা বা শ্রাবন নামগুলোর প্রতি খুব দূর্বলতা। একসময় জীবনান্দ, সুনীল, বুদ্ধদেব বা হুমায়ুন নিয়ে পড়ে থাকতাম রাত দিন। অন্যরকম ছিল সে ভালোলাগা, কষ্টলাগা কিংবা কোন দু:খগাথা। মাঝে মাঝে মনে হয় ওই দিনগুলো যদি ফিরে পেতাম..... অপরিপক্ক চিন্তা, অহেতুক কষ্ট পাওয়া কিংবা অজানা কোন ভালোবাসা। একটা টাইম ট্রাভেলার দরকার..... সুইচ টিপবো আর অমনি চলে যাবো........ :(( :(( :((

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। নামগুলোই যে এমন । মনকে ভিজিয়ে দেয় অনুভবের গহনে।
মাঝে মাঝে অপরিপক্কই থাকতে ভাললাগে!
কি হবে পেঁকে- ঝড়ে যাওয়া ছাড়া!!!

মনতো সবচে বড় টাইম ট্রাভেলার! শুধু সুইচিংটা জেনে নিলেই হল!

বেড়াও ঘুরে মনাকাশে
ইচ্ছে ঘুড়ি নাটাই ছাড়া
যখন খুশি যেথায় খুশি
পাগল পারা ছন্ন ছাড়া! :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

কাওসার চৌধুরী বলেছেন:



অধরার প্রথম দুলাইনেই আসল কথাটি রয়ে গেছে। এত এত পরিচিত নাম, পরিচিত আবেগ, পরিচিত চারিপাশও কখনো কখনো অচেনা লাগে; নাগাল পাওয়া যায় না। এটাই প্রকৃতির নিষ্টুর বাস্তবতা।

হারিয়ে যাওয়া ভালবাসা নার্গিস হয়ে হয়তো আর ফিরবে না; কিন্তু ফিরে আসার আকুতি কিংবা হারানোর বেদনা ঠিকই হৃদয়টাকে পোড়াবে। এটাই হয়তো ভালবাসা। ভালবাসা অনেক সময় দূর থেকেই অনুভব করতে হয়। কাছে আসলে ঝাপ্সা লাগে।

কবি; মেরে জান!! সি ইউ ইন "বইমেলা"।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াহ!
কি ফাটাফাটি এনিলিসিস!
কবি মুগ্ধ! বিমোহিত! প্রীত!

হুম। ঞয়তো তাই সত্যি। অধরাকেই ভালবেসে শান্তি!
অধরা ধরা পড়ে গেলে বুঝী ঝাপসাই হয়ে যায় ভালবাসার রং!

হা হা হা
এমন করে বলতে নেই ভায়া! রংধনু দলের ভেবে বসতে পারে কেউ :P =p~ =p~ =p~

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগার কবিতা- নান্দনি....অভিবাদন প্রিয় বিদ্রোহী......

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া :)

অনুপ্রাণ শৈনে শৈনে বাড়ে
মন্তব্যে মন আকাশে ওড়ে :)

শুভেচ্ছা অফূরান

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: পড়েছি ভ্রাতা তবে মন্তব্য করা থেকে বিরত রহিলাম। ;) ভালো লাগা রাখিয়া গেলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

মন্তব্যের অপেক্ষায় রইলাম . . . .
ভাললাগা টুকু বুকে আগলে রাখলাম :)

অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অন্তহীন

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

থ্যাংকুস ভায়া

:)

++++

২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভায়া,

অসম্ভব কবিতা!

অধরা প্রিয়তমারা স্বপ্নেই থাক পবিত্র আসন নিয়ে।
(ওদের সেখানেই থাকা উচিত, নতুবা আমরা এমন কবিতা পাব না! ;) )





একবার বলো, তুমি আমার, আর কারো নও
একবার বলো "ভালবাসি"

ভায়া, ছবিটার চেহারা এমন রূপ নিল কেন?

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

হুম, অধরা প্রিয়া স্বপ্নেই থাকুক পবিত্র প্রেমানুভবে :)

ভালবাসা একে যে স্বরুপে থাকে, চিরন্তনে তা এককত্বে বিলীন হয়ে যায়!
তখন তা সামগ্রীক হয়ে যায়!
তখন চেহারা মূখ্য থাকেনা বরং ভালবাসার সার্বজননীতাই প্রাধান্য পায়
এভাবে ভেবে দেখুনতো ছবির কোন মানে দাড়ায় কিনা? ;)

শুভেচ্ছা রইল

২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: দুটো কবিতারই শেষ দুটো লাইন অসাধারণ হয়েছে ।
কবিতায় ++++++

শুভকামনা

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

ভঅললাগা আর প্লাসে কৃতজ্ঞতা

শুভেচ্ছা ও শুভকামনা অফুরান

২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৭

জাহিদ অনিক বলেছেন:
আচ্ছা তাহলে ভালোবাসি জাতিস্মরকে।
কবিতায় ভালোলাগা ভায়া

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ কবি ভায়া :)
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বহুদিন পর কোন কবিতা ভাল লাগলো। +++++

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: টুপি খোলা কৃতজ্ঞতা ভায়া :)

গুনিজনের এমন মন্তব্যে অনুপ্রাণে জোয়ার আসে :)

ভাললাগা আর এত্তগুলান প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা আর অফুরান শুভকামনা

৩০| ০৪ ঠা মে, ২০১৯ দুপুর ১:৫৬

অর্পিতা মন্ডল বলেছেন: খুব ভালো লাগলো পড়ে।

০৪ ঠা মে, ২০১৯ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাললাগা আমার অনুপ্রেরণা হয়ে রইল :)

এত পুরনো কবিতা খুঁজে পাট করা ও মন্তব্যে কৃতজ্ঞতা।
আপনার বাড়ী আসছি :)

৩১| ১৪ ই মে, ২০১৯ রাত ৯:১৬

অর্পিতা মন্ডল বলেছেন: আমার বাড়িতে আসার কথা ছিল তাই অপেক্ষায় আছি।

১৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ও মা সেকি!
ঘুরে এলামেতা - একটু জটিল করে ভেবেছেন যে ভাবনায় :)

দারুন কাব্যিক উত্তরে মুগ্ধতা

আবারো আসছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.