নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামের ভিড়ে নাম হারিয়ে যায়
নাম স্মরণে মুক্তির জ্ঞানদিশা পাই
নামে পরিচয়, নামে ভয়-অভয়
নাম সন্ধানে নাম খুঁজে বেড়াই।।
নিরানব্বই সংখ্যা সীমায় নয়- অযুত, নিযুত
লক্ষ, কোটি অনন্ত অসীম নামনামায়;
পবিত্রতম নাম সমূহের অধিকারী ইশারায়*-
নামাবলী হৃদয়ে জড়াই নামধ্যানে শান্তি আশায়।
আদম, মূসা, ইসা, কৃষ্ণ, মোহাম্মদ
শুধু নাম নয়, চেতনায় নাম স্মারক
নামানুভবে সৎ-সত্য-সুন্দরের বিকাশ
পবিত্র নাম সমূহে নিত্য প্রভুর প্রকাশ।।
নামে প্রীতি, নামে ভক্তি নামেই শক্তি
প্রিয় সে নামেই পাই অনুপ্রেরণা মুক্তি
সকল নাম মিশে যায় সেই এক নামে
ওয়াহদানিয়াত মিলে স্মরণে যে’নাম প্রেমে।।
*
বলুনঃ আল্লাহ বলে আহবান কর কিংবা রহমান বলে, যে নামেই আহবান কর না কেন, সব সুন্দর নাম তাঁরই। ... ِ [সুরা বনী ইসরাইল আয়াত-১১০]
"আল্লাহ্র অনেক সুন্দরতম নাম আছে; সুতরাং তোমরা সে সব নামেই তাঁকে ডাকো।" [সুরা-আরাফ, আয়াত-১৮০]।
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথমেই দারুন বক্তব্য ভরা মন্তব্যে ধন্যবাদ।
হুম।
জীবদেহ বিলীন হয়ে যায়, পরমে শুধু নাম তথা কর্ম (ইতিহাস) রয়ে যায় !
সকল ধর্মেই সে জন্যে বারবার সু কর্মের তাগিদ এসেছে!
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ভ্রাত :
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯
হাবিব বলেছেন:
যে হারাবার সে হারাবে
খুঁজতে গিয়ে ক্লান্ত হবে
খুঁজে তুমি কোথায় পাবে?
পেতে পারো সৃষ্টিতে তাঁর
ইচ্ছা যদি মনে থাকে
সব ভালোতে তাকেই পাবে!!!
......................................
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাহ!
কাব্য মন্তব্যে ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা রইল
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২
হাবিব বলেছেন:
আল্লাতে যার পূর্ণ ঈমান
খুঁজে পাবে সে দয়াময়,
সব কাজ তার ভালো হবে
শেষ বিচারে না আছে ভয়!!
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
আবারো ধন্যবাদ ভায়া
জ্ঞানের পূর্নতা না এলে অবুঝ মানুষের সে বুঝ কোথা?
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: নাম সন্ধানের শতত চেষ্টা চলতেই থাকুক । কবিতা ভালো হয়েছে। পোস্টে লাইক।
বিনম্র শ্রদ্ধা ও শুভ কামনা প্রিয় কবি ভাইকে।
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজকে মনে হয় দাদা খুব ব্যস্ত ছিলেন
এ ব্যাস্ততাতেও চিহ্ণ রেখে যাওয়ায় কৃতজ্ঞতা
অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দা
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বেসম্ভব সুন্দর কবিতা হয়েছে গুরু।
আল্লাহর কথাকেই কিন্তু কবিতায় ফাটিয়ে দিয়েছেন।
নির্মল ভালবাসা আপনার জন্য।
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তাজুল ভায়া
অফুরান শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্যেও
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ রাজীব ভায়া
আপনার মুগ্ধতা ছুঁয়ে গেল
শুভেচ্ছা রইল
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১
সেলিম আনোয়ার বলেছেন: পরম করুণাময় অসীম দয়ালু।।।
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মহান সেই স্বত্ত্বার নাম নিয়ে, পাঠ করুন, যিনি সৃষ্টি করেছেন। তিনি জমাট রক্তের পিণ্ড থেকে মানুষ সৃষ্টি করেছেন। আপনি পড়ুন, আপনার রব বড়ই দয়ালু। যিনি কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন। মানুষকে তিনি জ্ঞান দিয়েছেন, যা সে জানত না।” (আল-কুরআন, সূরা আল-আলাক, ৯৬ : আয়াত-০১-০৫)
অনেক অনেক ধন্যবাদ কবি ভায়া
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১
নীল আকাশ বলেছেন: প্রিয় ভাই,
এত চমৎকার একটা বিষয় (আসমাউল হুসনা) নিয়ে লেখার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আল্লাহ আপনার উপর রহমত বর্ষন করুন এবং আপনাকে দীর্ঘজীবি করুন, যেন আপনি আরও বেশি বেশি করে এই ধরনের লেখা লিখতে পারেন। ছুম্মা আমীন।
'আসমাউল হুসনা' কথাটি আরবি। 'আসমা' হলো 'ইসম' এর বহুচন; ইসম অর্থ নাম, আসমা অর্থ হলো নামগুলো। আল হুসনা অর্থ সুন্দরতম। অতএব আসমাউল হুসনা অর্থ হলো 'আল্লাহ তায়ালার সুন্দরতম নামগুলো'। পরিভাষায় আসমাউল হুসনা বলা হয় আল্লাহ তায়ালার ৯৯ নামকে, যেগুলো হাদিসে একসঙ্গে উল্লিখিত হয়েছে।
মহান আল্লাহ পবিত্র কোরআনের পাতায় পাতায় নিজ সত্ত্বার পরিচয় তুলে ধরেছেন। সমস্ত বিশ্বের মহান স্রষ্টার বিস্তারিত পরিচয়ের সার সংক্ষেপ প্রকাশিত হয়েছে তাঁর গুণবাচক নামগুলির মাধ্যমে। এ সম্পর্কে পবিত্র কোরানে এরশাদ হয়েছে, “তিনিই আল্লাহ তিনি সৃষ্টিকর্তা, উদ্ভাবনকারী, আকৃতি দানকারী, আসমাউল হুসনা বা উত্তম নামসমূহ তারই। নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সকলেই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।” [সূরা হাশর, আয়াত-২৪]
আল্লাহ বলে আহ্বান কর কিংবা রাহমান বলে, যে নামেই ডাক না কেন, সব সুন্দর নাম তাঁরই । (বনী-ইসরাইল– ১১০)
আর আল্লাহর জন্যে রয়েছে সব উত্তম নাম। কাজেই সেসব নাম ধরেই তাঁকে ডাক। (আল-আরাফ-১৮০)
কোরআনুল কারিমে আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব।' (সূরা মোমিন : ৬০)।
রাসুলুল্লাহ (সা.) বলেন, 'আল্লাহ তায়ালার ৯৯টি নাম রয়েছে; যে ব্যক্তি এ নামগুলো স্মরণে রাখবে, সে জান্নাতে প্রবেশ করবে।' (বোখারি, মুসলিম ও তিরমিজি)।
আসমাউল হুসনা পড়ার পর দোয়া করলে সে দোয়া কবুল হয়। আসমাউল হুসনা হলো, আল্লাহ তায়ালার গুণবাচক নামসমূহ। প্রত্যেকটি নামের একটি সুন্দর অর্থ, গুণ ও শিক্ষা রয়েছে। যদি বান্দা নিজেকে আল্লাহ তায়ালার ওই গুণাবলিতে গুণান্বিত করে, তাহলে সে তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে।
তার এই নাম নিয়ে চমৎকার একটা লাইন আছে। ইমাম আবু হানীফা বলেছেন:-
তিনি সৃষ্টির কোন জিনিসের সাদৃশ্য গ্রহণ করেন নি, আর সৃষ্টির কোনকিছুও তাঁর সাদৃশ্য নয়। তিনি তাঁর নাম এবং গুণাবলীসহ সর্বদা ছিলেন এবং থাকবেন।
ধন্যবাদ আর আপনার জন্য শুভ কামনা রইল!
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
আসমাউল হুসনা নিয়ে যারা জানতেন তারা ছাড়াও যারা জানতেন না সকলেই আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে জানতে পারবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারো!
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৫
অগ্নি সারথি বলেছেন: আসমাউল হুসনা! ভালো লাগা।
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেকটু গভীর ইশারা আছে !
শত তম নামটি কি যদি জানতে চাই
সবাই মিলে মারবে নাতো আমায়
হা হা হা
অনেক অনেক ধণ্যবাদ ভায়া
সাক্ষাতের অপেক্ষায় অপেক্ষায় - - -
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬
জাহিদ অনিক বলেছেন:
তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম। ঐ নাম জপলেই বুঝতে পারি খোদায়ী কালাম —
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে মূলাধার কুঠুরিতে চলে গেছেন ভায়া
মহাত্মা নজরুল কি দারুন সহজিয়ায় প্রকাশ করে গেছেন হাকীকতি সত্য।
অনেক অনেক ধন্যবাদ কবি
শুভেচ্ছা
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: ভীড়ে হবে....
এত কবির কারোরই চোখে পড়লো না
পড়ে মন্তব্য করবো
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এক্কেবারে ঠিক কয়েচন ভ্রাত
ধন্যবাদ নজরে আনায়, ভাবের সুমদ্দুরে ফসকে গেসিল
অপেক্ষায় রইনু
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন: নামের মাহাত্ম্য প্রকাশ পেয়েছে কবিতায়....
ভালো লাগার পরশ বুলিয়ে দিলাম
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
হুম নামের মাহাত্ম্যতো বটেই, আরো গভীরে যাবেন নাকি?
ভালো লাগার পরশে অনুপ্রানীত হলাম
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৬
ধ্রুবক আলো বলেছেন: অসাধারন কবিতা +++
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মন্তব্যে পাই অনুপ্রাণ
ছুঁয়ে গেল হৃদয়-মন
ধন্যবাদ গুনিজন
শুভকামনা সর্বক্ষন
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
চমৎকার ।
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরা'পু
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩
নীলপরি বলেছেন: কবিতা খুবই ভালো লাগলো ।
আর আমার জানা মতে' ভিড় ' হবে সময় পেলে নিজে একবার চেক করে নেবেন ।
শুভকামনা
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি
হুম । ঠিক করা হয়েছে!
শুভেচ্ছা অফুরান
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২
সাইন বোর্ড বলেছেন: নামের সন্ধানে নামী কবিতা, অনবদ্য লাগল ।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন শুভেচ্ছা আর ধন্যবাদ ভায়া
অনুভবে কৃতজ্ঞতা
১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫
সুমন কর বলেছেন: যে নামেই ডাকি না কেন ...... সৃষ্টিকর্তা তো আছেই।। ভালো লিখেছেন।
+।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা'
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪
তারেক ফাহিম বলেছেন: কর্মই মানুষের নামকে প্রসিদ্ধ করে।
পোষ্টে ভালোলাগা।
১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
জীবনাবসানে থাকেনা কিছু কর্ম আর ফল ছাড়া!
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভায়া
১৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নামের বড়াই করনা
নাম দিয়ে কি হয়
কর্মেই মানবতার জয়।
১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
একথা বুঝতে চায় ক'জনা
যেজন বোঝে সেই সাঁজে
ধন্যবাদ অনেক অনেক
শুভেচ্ছা রইল
২০| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১
কিরমানী লিটন বলেছেন: নামে নামে- যমে টানে ...
কবিতায় ভালোলাগা+++
১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তাও সত্যি বটে!
ভাল লাগা আর প্লাসে কৃতজ্ঞতা
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
২১| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
নীলপরি বলেছেন: আমি বোধহয় বোঝাতে পারিনি । বলতে চেয়েছি ভীড় নয় ।
আমার জানা মতে সঠিক - ভিড় ।
শুভকামনা কবি
১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি, কবি কৃতজ্ঞতা রইল অফুরান
হাতের কাছে ডিকশনারী কিন্তু আলসি করে দেখা হয়ে ওঠে না।
মারাত্বক অপরাধ বটে
হুম
হ্রস ইকার হবে। দীর্ঘ ঈ কারে অর্থ বদলে যায়!
আবারো অনেক অনেক ধন্যবাদ -ভোলা নজরে খোঁচা মেরে নজর ঠিক করায়
হা হা হা
শুভেচ্ছা অফুরান
২২| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
নীলপরি বলেছেন: আরে , এরকম আমার সাথেও হয় ।
চোখে পড়েছে তাই বলেছি । এমন কিছু নয় । আমাকেও অনেকে এখানে অনেকে এরকম সাহায্য করেছেন , করেন ।
এটুকু আদান-প্রদান থাকাটা জরুরী ।
কেউ কেউ আছেন হাতে বিচারকের মতো দন্ড নিয়ে ঘুরে বেড়ান । গেলো গেলো রবের পোষ্টও দেখি মাঝেমাঝে । আমার সেসব জ্ঞান নেই । মোটের উপর জ্ঞানটা খুবই কম । নেই এরও নীচে ।
আমার চোখে ফ্রেন্ডের লিপস্টিক লাউড লাগলে যেরকম বলি , এটাও সেরকম ।
শুভকামনা কবি
১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয় যখন মস্ত উদার
মনটা যখন সরল
বিনয়েতে কবি তেমন
সাগর সম অতল!
এমনি থাক মন চিরদিন
অসূর্যস্পর্শা
হাসিখুশি কাটুক ক্ষন, ভুলে
দন্ডধারী বর্শা।
যার যেমন জ্ঞান বলবে তেমন
তাতে কাহার কি
কবি হলেন আপ ভুবনে
আপনা অধিপতি!
অনেক অনেক ধন্যবাদ কবি। বিনয়ে অভিভূত।
শুভকামনা অন্তহীন
২৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২০
নীলপরি বলেছেন: আরে বাহ । এতো সুন্দর উত্তর দেখে বিমুগ্ধ হলাম কবি ।
আপনাকেও শুভকামনা
১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
বিমুগ্ধতায় কৃতজ্ঞতা
ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭
ঢাবিয়ান বলেছেন: ভাল লেগেছে কবিতা । মানুষের কর্মই নামকে মহিমান্বিত করে, আবার অনেক ক্ষেত্রে করে কলংকিত।