নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনকা থেকে মায়া,
রোমান, গ্রীক, হিব্রু, সিন্ধু
চৈনিক, অ্যাসিরিয়, ব্যাবিলনীয় সুমেরীয়
মেসোপটামিয়ার মোড়ে মোড়ে অদৃশ্য দীর্ঘশ্বাস!
ঐশ্বর্য, ক্ষমতা, দম্ভ- স্মৃতি লয়ে
ইট পাথরের বস্তু পড়ে রয় অবহেলায়
প্রকাশকারী কই? ইতিহাসের পাতায় পাতায়
খুঁজে ফিরি হারানো সূত্র - চেতনার বিকাশ!
বস্তুবাদ মূর্তিবাদ ভোগবাদ
একে অন্যে পরিপূরকতায় দেহাত্ববাদী
অন্ধত্ব, পূথিগত, জাগ্রত জ্ঞানের পথ পেরিয়ে
পরম জ্ঞানে মেলে দেহে দেহাতীত সত্যের আভাস।
মাধ্যম বিনা প্রকাশ নাই
সমর্পিত কেন্দ্রেই সকল আবর্তন;
দৃশ্য-অদৃশ্য বস্তুতে অবস্তুর নিত্য বিবর্তন
মহাকাল, বস্তু দিয়ে লেখে অবস্তুর ইতিহাস!
ছবি ঋণ: গুগল
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
না ভায়া তা নয় ভোগের পরিণতি আর ত্যাগের মহিমার মধ্যিখানে
সঠিক পথ খোঁজার তাড়নায় খুঁজে ফেরা মহাকালের দর্শন!
যে বস্তু মোহতায় অবস্তু সত্য ভুলে থাকি, কাল কালান্তর ঘুরে দেখি কেবল বস্তুই পড়ে রয় স্বাক্ষ্য হয়ে
অবস্তু সত্যের বিকাশের ইতিহাস লেখে মহাকাল আপনমনে - - -
অনেক অনেক ধণ্যবাদ
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
নাইম রাজ বলেছেন: কাব্য পড়ে বেশ ভালো লাগছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নাইম রাজ
শুভেচ্ছা আর শুভকামনা জানবেন।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাববাদকে বাদ দিলেন যে!
সম্রাজ্যবাদীদের থেকে নয় বরং ভাববাদ নিজেও অনেক সভ্যতার রক্ষার নামে মৃত্যু ঘটিয়েছে। সবই খেলা, কেউ খেলে কেউ খেলায়!
কবিতা ভাল হয়েছে ভাই। বিপুল ভাললাগা জানবেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাববাদ তো অবস্তুর সাধন!
হুম, কেউ খেলে কেউ খেলায় এটা সত্যি!
কেউ চিনে নিতে পারে, কেউ না চিনেই খেলে
অনেক অণেক ধন্যবাদ
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪
রাকু হাসান বলেছেন:
এসবই প্রমাণ পৃথিবীর সবকিছু নশ্বর ,কবিতা আমার ভালো লাগছে ভাইয়া ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম! কিন্তু এই নশ্বরতার জন্যই আমাদের অন্তহীন ব্যস্ততা!
অথচ নশ্বর জতে নশ্বর বস্তু হাজার বছর থেকে থেকে স্বাক্ষ্য দেয় এ শুন্যতার
দেখে্ও আমরা আবার বেবূল ছুটি তারই পিছে!
অনেক ধন্যবাদ রাকু হাসান
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ভাষা সুন্দর-প্রানবন্ত।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভায়া
অন্তহীন শুভেচ্ছা রইল
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৭
হাবিব বলেছেন:
কবি ভাই, মিশরীয়, পারস্য, ইজিয়ান ও ক্যালডীয় সভ্যতা ইচ্ছা করেই এড়িয়ে গেলেন নাকি?
আপনার সব সভ্যতা খুঁজতে গিয়ে পেলাম। আমার মতো অনেকেরই কাজে লাগবে।পৃথিবীর প্রাচীন সভ্যতা
০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: না ভায়া তেমন কোন ইনটেশনার কিছু নেই।
কবিতায় সময়ের ফ্রেম এবং সভ্যতার আগম নিগম বোঝাতে টাইম লাইন আঁকতেই যা বলা!
যাক কাজে লাগলেই ভাল তবুতো কিছু হলো। হা হা হা
অনেক অনেক ধন্যবাদ
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯
হাবিব বলেছেন: আর হ্যাঁ, কবিতা কিন্তু কঠিন লাগছে আমার কাছে।
০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি?
আপনিতো কোরআনের সনেট অনুবাদের মতো কঠিন কাজে নিয়োজিত!
তবে!
যাকগে কবির ব্যার্থতা বলেই মাইনে নিনু! সকল পাঠকের বোধগম্যতাই কবির পূর্ণ সার্থকতা
শুভেচ্ছা আর শুভকামনা রইল
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
সাইন বোর্ড বলেছেন: কবিতা পড়ে পাঠকও ভাবনার অতলে হারিয়ে যেতে পারে অনায়াশে, দারুণ ভাল লাগা রইল ।
০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রীত হলাম ভায়া
পাঠকে ইন্টারেক্ট করলেই লেখনিপ পূর্নতা!
ভাল লাগা টুকু হৃদয়ে তোলা রইলো
অনেক অনেক শুভেচ্ছা
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৪
ল বলেছেন: সভ্যতার উৎ্পওি, বিকাশ
সবকিছুর এক মোড়ে মোড়ে দীর্ঘশ্বাস!!!!
দারুণ লেখনী।
০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই দীর্ঘশ্বাস যে উপলদ্ধি করে অন্যদের চেয়ে এক ভিন্নমাত্রায় নিয়ে যেতে পারে আত্মায় স্বত্তায়
অনেক অনেক ধণ্যবাদ ভায়া
শুভেচ্ছা
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৫
সোহানী বলেছেন: লাভ নাই বিগু.... ইতিহাস থেকে কেইউ শিক্ষা নেয় না। এই কারনেই যুগের পর যুগ ইতিহাসের পুনরাবৃত্তি হয়।
০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কে মানলো কেনা তাতো তার একান্ত বিষয়!
প্রত্যেককেই তার নিজের সম্পর্কেই জিজ্ঝাসা করা হবে! তাই নিজেকেই আগে তৈরী করি!
অনুভবে, উপলদ্ধিতে, জ্ঞানে, সাধানায় চেতনায়
ইতিহাসের পুনরাবৃত্তিতে যেন নিজের অবস্থান অর্থহীনতায় পর্যবসিত না হয়।
অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গভীর গিভীর জলের.....
০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভায়া?
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮
ঋতো আহমেদ বলেছেন: বাহ্,, সভ্যতা, ক্ষমতা, মতবাদ, কাল/মহাকাল অনেককিছু নিয়ে ভাবনা এলো। ছবি দুটোও দারুণ! ++
এবার একটু সমালোচনা করি- কবিতা হিসেবে কাব্যের স্বাদ তেমন নেই বলে মনে হলো। দর্শন কবিতাকে ছাপিয়ে উঠেছে যেন।
০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
হুম। আপনার মূল্যায়ন মাথায় রইল।
শুভেচ্ছা অনেক অনেক
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
এত চমৎকার কবিতা নিয়ে কিছু বলার সাহস আমার নেই! তবে এর থীম নিয়ে কিছু বলতে চাই......
শুনুন, সব কিছুর একটা শেষ আছে। হবেই হবে, তবে সেটা সব সময় ভালো কিছুর মধ্যে দিয়ে শেষ হবে না......
এই সব নিলর্জ্জ বেহায়া সৈরাশাসকদের, ইতিহাস বার বার চোখে আংগুল দিয়ে দেখালেও এরা সেটা স্বার্থের জন্য সবই ভুলে যায়। ইতিহাস বড় বেহায়া, এটা কাউকেই কখনোই ক্ষমা করে না..........
চমৎকার একটা লেখার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছে রইল আর রেখে গেলাম অনন্তর শুভ কামনা.....
ধন্যবাদ।
০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
মহাকালের প্রলম্বিত বিচার দেখতে জুম আউট করতে হবে দৃষ্টি ভঙ্গির!
যত বেশি প্রসারিত উদারতা ততবেশি প্রকাশিত!
যত হানাহানি ক্ষুদ্রতায়, দৃষ্টিভঙ্গির সংকীর্ণতায়
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা ভায়া
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯
বিপ্লব০০৭ বলেছেন: আপনি বলেছেন যে, "কবিতায় সময়ের ফ্রেম এবং সভ্যতার আগম নিগম বোঝাতে টাইমলাইন আঁকতে হয়েছে", আবার কবিতায় দেখতে পাচ্ছি রোমের পরে গ্রীকরা এসেছে; সুতরাং বুঝে নিলাম আপনি সভ্যতাগুলোকে প্রথম থেকে পিছনের দিকে গিয়ে কবিতায় টাইমলাইন একেঁছেন। এ পর্যন্ত বুঝতে সমস্যা হয়নি। তারপরও আপনার নিকট কিছু জানার বিষয় :
১। আপনার, "দৃশ্য অদৃশ্য বস্তুতে অবস্তুর নিত্য বিবর্তন" দিয়ে কি বুঝাতে চাইলেন পরিষ্কার হল না। বস্তু দৃশ্যমান, কিন্তু "অদৃশ্য বস্তু"- এইটার মানে কি? কোন "কিছু" যখন "অদৃশ্য" হয়, এবং অদৃশ্য থাকার পরেও আমরা যখন বুঝি যে তার অস্তিত্ব আছে (সিম্পলি ধরেন, বাতাস) তখন সেটিকে কি "বস্তু" বলা যায়? বস্তু মানেইতো চেতনায় যা প্রতিভাসিত বা দৃশ্যমান, এইটাই (দৃশ্যমান থাকাটা) বস্তুর বৈশিষ্ট্য; চেতনায় "দৃশ্যমান" হয়েই বস্তু সংজ্ঞায়িত।
২। "কেন্দ্রেই সকল আবর্তন"- এই পংক্তিতে "কেন্দ্র" বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন একটু ব্যাখ্যা দিলে বাধিত হবো।
০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাপ্রে ভুই পাইছি!
পরীক্ষা দিতে বড়ই ভয় ভায়া হা হাহা
আপনার গভীর পাঠে কৃতজ্ঞতা।
১। দৃশ্য অদৃশ্য বস্তুতে অবস্তুর নিত্য বিবর্তন-
<< দৃশ্য অদৃশ্য মহাকাশে শুন্য বলে কিছূ নেই? কোন না কোন পার্টিকেলে তা পূর্ণ! বাহ্যতও যাকে আমা শুন্যস্থান বলছি- তাও শুন্য নয়। সলিড ভ্যাকুয়ামে প্লেন যেমন ধপাস করে নেমে যায়, তরঙ্গও পরিবাহিত হয়না। খালি চোখে বাহ্যত শুন্য স্থানও অসংখ্য মাধ্যমে পূর্ন। সেই মাধ্যম/পার্টিক্যাল গুলােকেই অদৃশ্য বস্তু হিসেবে ভেবেছি!
সেই জন্যই তো বস্তু নয় 'অদৃশ্য বস্তু' বলেছি। হয়তো মাধ্যমও বলা যেত!
২। কেন্দ্রেই সকল আবর্তন!
<< এটাতো চিরাচরিত সত্য। বৃত্তের ব্যাস যেমন কেন্দ্রকে কেন্দ্র করেই আবর্তিত হয়, সৃষ্টির সব কিছুও তেমনি যার যার কেন্দ্রকে কেন্দ্র করেই ঘুরছে। আমরাও তার বাইরে নই! যার যার স্বপ্ন, বিশ্বাস আর চেতনাকে কেন্দ্র করেই আমাদের কর্ম, জীবন, আবর্তন।
দৃষ্টিকে জুম আউট করতে করতে, মহা শুন্য, মহাকাল পেরিয়ে যেতে যেতে একটু খিড়কি খুলে দেখুন! দৃশ্যমান হয়ে যাবে সব
অনেক অনেক ধন্যবাদ ভায়া।
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল।
অতৃপ্ত মন তৃপ্ত না হলে আবারো স্বাগত
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯
বিপ্লব০০৭ বলেছেন: মন্তব্য বড় হয়ে গিয়েছে দেখে পোস্ট "অসীমের খিড়কি খুলে..."- পুনর্পাঠ ও কিছু প্রশ্ন এবং আলোচনা দিলাম। আশা করি আপনার চোখে পড়বে এবং আপনার কমেন্ট পাবো।
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম দখেছি।
কিন্তু পুরো কমেন্ট দিতে গেলে বারবার প্রথম চার লাইন শুধু আসছে!!
ওয়ার্ডে, নোট প্যাডে নিয়েও ট্রাই করলাম। একই ফলাফল!
বুঝতে পারিছ না। !!!!!
১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার ভাবনা দিয়ে গেলেন। ভাবছি।
অসাধারণ আপনার কবিতা। ভালো থাকবেন। শুভকামনা রইলো।
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
কৃতজ্ঞতা অনেক অনেক।
শুভকামন অফুরান
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০
জাহিদ অনিক বলেছেন: বাহ ! চমৎকার কবিতা।
বিবর্তনের ধারায় সব বস্তুগত অবস্তুগত সব গেল - !
রবি ঠাকুর বলেছেন---
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুপ্রানীত হলাম কবি।
বস্তুর জন্য মানুষের চরম আকুলতা অর্থহীন বাস্তবতা মাত্র।
মানুষ গুলো নাই হয়ে যায় তাদের অহম, ঐশ্বর্য, ক্ষমতা সব হারিয়ে
বস্তু নিষ্প্রান তার স্বাক্ষ্য হয়ে দাড়িয়ে রয়!
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন
১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১
নীলপরি বলেছেন: আপনার এই অন্বেষণ ভালো লাগলো ।
কবিতায় +++++
শুভকামনা কবি
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবের প্রানই হলো অন্বেষন!
ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা!
শুভেচ্ছা অফুরান
১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
ঠ্যঠা মফিজ বলেছেন: সবই ইতিহাসের পূর্ণ জীবন ভ্রাতা ।
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
সেই ইতিহাসের অতলে তাকিয়ে দেখি বস্তু করে অবস্তুর প্রকাশ!
বস্তুগত ইট পাথরের তাজমহল শাজাহানের প্রেম গাথার স্বাক্ষ্য হয়ে রয়, অথচ শাজাহান হারিয়ে যায়!
এ শুন্যতা উপলদ্ধির! অনুভবের!
অনেক অনেক ধন্যবাদ ভায়া
২০| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
আর্কিওপটেরিক্স বলেছেন: প্রশ্নোত্তর শেষ হয়েছে
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
হলো আর কোথায়! বুঝলাম না উত্তরের সবগুলো পয়েন্ট একসাথে পেষ্ট কররেই শুধু চার লাইন বারবার পোষ্ট হচ্ছে!
ওয়ার্ডে প্যাডে ট্রান্সফার করে দেখেছি! হচ্ছেনা!
আপনার যৌক্তিক অংশগ্রহনে কৃতজ্ঞতা!
২১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: নাকি হয় নি
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ২০ এর উত্তর দ্রষ্টব্য
হা হা হা
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কমু না!
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অভিরুচি
২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন: ওই পোস্টে আমার কমেন্টটা শেষের কমেন্ট দেখুন
০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
মাত্র দেখে এলাম । ভাল আইডিয়ার জন্য ধন্যবাদ।
২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা আর শুভকামনা সবসময়
২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০
অগ্নি সারথি বলেছেন: অনেক শক্ত শব্দ! আমার মত নাদানের এন্টেনার উপ্রে দিয়া যায়। প্রাঞ্জলতা পরিহারের অনুরোধ রইল, অন্তত এই অকবির জন্য হলেও।
ভালো হয়েছে। ভালোবাসা রইল ভৃগু!
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইরে সারছে!
ভায়ার এন্টেনার উপ্রে দিয়া গেলে তো হায় হায়!
অকে ভায়া মাথা পেতে নিলুম পরামর্শ
ভালোবাসায় ঋনি হয়ে গেলাম
শুভেচ্ছা আর শুভকামনায় প্রতিদান দিলাম
২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভায়া
অন্তহীন শুভেচ্ছা রইল
"অসীমের খিড়কি খুলে..."- পুনর্পাঠ ও কিছু প্রশ্ন এবং আলোচনা
এই পোষ্ট টিও দেখলাম।
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিপ্লব ভায়ার অনুভব উনি প্রকাশ করেছেন উনার ভাবনালোকে।
উনার গভীর অভিনিবেশে পাঠেই এত প্রশ্ন আর ভাবনা!
এত মনোযোগী দিয়ে পাঠে উনার প্রতি কৃতজ্ঞতা।
যৌক্তিক অযৌক্তিক প্রশ্নে না গিয়েও বলবো, পাঠক মতামত শিরোধার্য। আলোচনা চলছে। চলুক।
আপনাকেও নিমন্ত্রন।
২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪
অগ্নি সারথি বলেছেন: পরামর্শ নয় ভৃগু! বেসিক্যালি ওটা ছিল, আপনার কবিতা যে অসাধারন এবং উচ্চমার্গীয় হয় এবং সকলের বোধগম্য নাও হতে পারে সেই প্রকাশটা। ভালোবাসা তো সর্বদাই আপনার জন্য ভ্রাতা!
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
আবার এসে ক্লিয়ারিফাই করায় কৃতজ্ঞতা ভায়া
আপনার জন্যেও সর্বদাই সেই অনুভব
২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫
রাবেয়া রাহীম বলেছেন: ঠিক তোমার মতন ভালো হয়েছে !!
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বু'
কৃতজ্ঞতা
জানা আর না জানার ব্যবধানে সহজতাও কত কঠিন হয়, মাঝে মাঝে বুঝে আসে বৈকি
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল
২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,
পার্থিব জগৎটার ঘূর্ণাবর্ত নিয়ে বেশ খেদ ঝরে পড়া কবিতা, বরাবরের মতোই জটিল।
অসীমের খিড়কি খুলে দিলেও কেবল শূন্যতাই মেলে, সে শূন্যতায় সসীমের দেখা মেলা ভার!
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জিএস ভায়া
হুম,
এই অসীম শুন্যতা যে বুঝেছে অনুভবে
সব ছেড়ে ছুড়ে ডুবে গ্যাছে আপনা মাঝে
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল
৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
এখন ইতিহাস নিয়ে কেউ ভাবে না । তবে ইতিহাস থেকে শিক্ষা নেয়া উচিত ।
কারন হিস্টোরি রিপিট ইটস সেলফ ।
++++
০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
আর ইতিহাসের শিক্ষা এই- ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না!
তা আত্মিক হোক, ধর্ম দর্শনের হোক, রাজনৈতিক হোক!
অনেক অনেক ধণ্যবাদ ভায়া
প্লাসে কৃতজ্ঞতা
৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪
শিখা রহমান বলেছেন: বিদ্রোহী এমন কবিতা আপনাকেই মানায়। চিন্তার খোরাক তৈরী করে এমন কবিতা কেবল আপনিই লিখতে পারেন।
কবিতা ভালো লেগেছে। বরাবরের মতোই শব্দে ছন্দে অনবদ্য!!
নতুন বছরের শুভেচ্ছা আর এত্তো শুভকামনা বিদ্রোহী কবি।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ শিখা রহমান যে!
ব্লগধূলি দেয়ায় অনেক অনেক ধন্যবাদ
মাথা নত করে গ্রহণ করলাম আপনার উপলদ্ধি।
অনেক অনেক কৃতজ্ঞতা
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান
৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮
যবড়জং বলেছেন: কবিতার ব্যাখ্যা নিশ্প্রয়োজন ।।।তবুও হচ্ছে কি আর করা ।।
নতুন বছরের শুভেচ্ছা
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ভায়াকে ধন্যবাদ ব্যাখ্যা পোষ্টের জন্য। অনেকেই হয়তো মিস করে গেছিলেন! ঐ পোষ্টে সূত্রেও অনেকে এসেছেন।
স্বাদাস্বাদন করছেন। মন্তব্য দিয়ে আমাকে সমৃদ্ধ করেছেন
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
অন্তহীন শুভকামনা রইল
৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৪
সেলিম আনোয়ার বলেছেন: চেতনার বিকাশ হলো কোথায়? আমরা তো ভালোবাসি দাসত্ব আর কারাগার।। অন্য দেশ যখন ব্যক্তি স্বাধিনতা বাক স্বাধিনতা আর ব্যক্তি অধিকার প্রতিষ্ঠায় ব্রত আমরা চলছি উল্টো পথে । মুক্তি নেই এর থেকে.....
লিখেছেন বেশ।।।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
অল্প শোকে কাতর অধিক শোকে পাথর!
বাঙালী এখন পাথর হইয়াছে!
সঠিক পথে আসুক দেশ, মানুষ, চেতনা- এইই শুভকামনা
অফুরান শুভেচ্ছা রইল
৩৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯
ধ্রুবক আলো বলেছেন: চমৎকার কবিতা।
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো ভায়া
অনুপ্রানীত হলাম
অফুরান শুভেচ্ছা আর শুভকামনা
৩৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রীত ও অনুপ্রানীত ভায়া
অন্তহীন শুভেচ্ছা
৩৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: কোন এক কবি এক সময় বলেছিলেন মহাকালের স্রোতে ভাসতে ভাসতে আমরা পৌঁছে যাবই যাব ডট কমের জগতে। যে ডট কমের মায়াজালে বর্তমানে আমরা দাসত্ব বরণ করেছি । মহাকাশের সিঁড়ি দিয়ে কবির উত্তরণ তাই সে বস্তুতে বস্তুতে নয়, ঐশ্বর্যে ক্ষমতার দম্ভে নয়, নয় সে সভ্যতায় অহংয়ে বরং বিকশিত হোক চেতনার বা পরম জ্ঞানের । কবির কল্পনার আলপনায় মুগ্ধতা ++++
দুঃখিত মায়া সভ্যতার মায়াজালের গাঁথুনিতে সঠিক সময়ে উপস্থিত থাকতে না পেরে হা হা হা...
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবিভাইকে।
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ পদাতিক দাদা যে!
দেখৌ দেকি কি কান্ড! কত দেরীতে পড়লাম এত সুন্দর মন্তব্য!
এমন প্রেরণা পেলে জনম জনম লেখক হবার বাসনা কভু মিটবেনা ভায়া।
হুম।
মুক্ত হোক মন সকল বাসনা থেকে!
বস্তু গত মোহাবিষ্টা মুক্ত হোক অবস্তু সত্যানুভবে!
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা প্রিয় পদাতিকদার জন্যে
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: সকল সভ্যতাকে ভোগের সূত্রে গাঁথলেন