নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

উল্টাসনে ঋ দর্শনে

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

পাশে সরিয়ে রেখে গুম খুনের আতংক
এসো ভালোবাসি
ভুলে যাই সব শঙ্কা
কামনার আগুনে পুড়িয়ে দিই সব দু:সহ স্মৃতি
তপ্ত ঠোঁটে ডুব দিয়ে
ভুলে যাই রিমান্ডে জলতেষ্টার কষ্ট
তোমার উষ্ণ আদরে মুছে যাক
ডান্ডাবেরির শীতল স্মৃতি!

এসো ভুলে যাই ইতিহাস। স্বৈরাচারিতা
ভালবাসার স্বৈরীনি হয়ে
রম্ভা উর্বশী মীরা বাঈ
ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলানা
ছন্দে নৃত্যানন্দে বুঁদ হয়ে থাকি
প্রেমা’রকে কামা’রকে উন্মত্ত মগ্নতায়-
নিন্দুকেরা হিংসায় বলুক বেহায়া
পাপিষ্ট, কামুক, ছি: ছি:!

একপাক্ষিক অভূতপূর্ব দুর্লভ নির্বাচনী ইতিহাস
সরিয়ে রাখো গবেষনার জন্যে-
এসো কামনায় ডুবি
প্রচন্ড শীতে ওম খুঁজি তোমাতে
ভাঁজে ভাঁজে অঙ্গে অঙ্গ মিশিয়ে
উষ্ণ নি:শ্বাসে গলে যাক মেরু বরফ
ডুবে যাক ব-দ্বীপ, প্রলেতারিয়েত চিৎকার-
ঢাকুক উন্নয়নের শিৎকার ধ্বনী!


ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ১১২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা.....
ছবিটা কি সুররিয়ালিজম এর????

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

হুম

সুরিয়্যালিজমের আর্টের ভক্ত বহুদিন। ভাললাগে অনেক অনেক।

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

হাবিব বলেছেন: পড়তেছি ......

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যের অপেক্ষায় রইলমা :)

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

এফ.কে আশিক বলেছেন: দারুন লিখেছেন কবি
কবিতায় ভালোলাগা...

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এফ.কে আশিক ভায়া :)

ভাললাগায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা
শুভেচ্ছা রইল অন্তহীন

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

পদাতিক চৌধুরি বলেছেন: একপাক্ষিক অভূতপূর্ব দুর্লভ নির্বাচনী ইতিহাস
সরিয়ে রাখো গবেষণার জন্যে-
এস কামনায় ডুবি
...
...
উষ্ণ নিঃশ্বাসে গলে যায় মেরু বরফ
ডুবে যাক ব-দ্বীপ, প্রলেতারিয়েত চিৎকার -
ঢাকুক উন্নয়নের শীৎকার ধ্বনী !! "

অপূর্ব ! অনবদ্য ! এ যেন চিন্তার রাজ্যে গগনচুম্বী অট্টালিকা । ++++

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবি ভাইকে।
অফটপিক, গতকাল ছবিতে দেখলাম এমন ভুবনভোলানো হাসি যার সেই মানুষটির মধ্যে এমন চিন্তা ভাবনার আবির্ভাব যেন মেলাতে পারছি না। হা হা হা ......


২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আপনাদের ভালবাসা আর বিনয় বুঝি আমায় ডুবিয়ে দেবে মুগ্ধতার অতলান্তে :)

আপনার দারুন মন্তব্যেতো বুকের ছাত্তি দুই ইঞ্চি বেড়ে গেল :P
হা হা হা

তুমি শুধু দেখলে আমায় আমি র'লাম আঁধারে
এমন করে আর কতকাল,
বন্ধু দাওনা দেখা আমারে ;)

অমন গান গাইতে হবে এখন আমায় ;) হা হা হা

অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দা'
কৃতজ্ঞতা অন্তহীন
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভুলে যাই রিমান্ডে জলতেষ্টার কষ্ট

সুন্দর

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ রাজপুত্তুর ভায়া :)

আপনার বইটা সকালে পড়ছিলাম!
এক লাইনের কবিতাটায় এসে অনেক ক্ষন থমকে রইলাম!

বৈচিত্রতা দারুন লাগছে। শেষ হলে আসব আমার অনুভব শেয়ার করতে :)

শুভেচ্ছা রইল

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়তে পড়তে নিজেকে সম্রাট জাহাঙ্গীর ভাবা শুরু করলাম। ক্যামনে কী! ব্যাপারটা কিন্তু ভালোই, ভৃগুদা। দাঙা-হাঙ্গামা আর ভালো লাগে না। অবশ্য সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব এড়িয়ে গেলে চলে না।

পদাতিক দার সাথে সুর মেলাই। ছবিতে কিন্তু আপনাকে জোশ লাগছে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সম্রাট জাহাঙ্গীর! বা আদাব বা মুলায়েজা হুশিয়ার ;)

হুম। উভয় সংকটে আমজনতা।

জোশলাগানোর আমাদের সুযোগ থেকে বঞ্চিত করলেন এবার। সামনের কোন আয়োজনে মিস করবেন না কিন্তু।

অনেক অনেক শুভেচ্ছা

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

তারেক ফাহিম বলেছেন: ছবিতে দেখা এই সে লোক B-)

এত এত ভাবনা কবির কোত্থেকে আসে।

কবিতায় ভালোলাগা অনেক।

আপনাদের সাক্ষাতের অনেক ইচ্ছে ছিলো, হল না আর :(

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বড্ড বিপদ হলো দেখি ;)
ছবির সাথে ভাবনার মিলের ব্যাখ্যা কোথা পাই B-)

অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ভায়া

হুম, মিস করেছি অদেখা স্বজনদের।
সামনের কোন আয়োজনে
চলে আসব কাছাকছি
বসব মূখোমূখি
হয়ে যাবে ব্লগীয় লেনদেন :)

হা হা হা
শুভেচ্ছা রইল

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নজসু বলেছেন:




কবিতার লাইনগুলো সত্যি একেকটা দূর্দান্ত কবিতা।

শীতে ওম খোঁজা, গরম নিঃশ্বাসে রবফ গলা।
অসাধারন।

ছবিতে আপনাকে দেখে খুব খুশি হয়েছি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুজন ভায়া :)

কাব্য আর কবি দুটিতেই আপনার আন্তরিকতা ছুঁয়ে গেল
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


বৃক্ষ ফল দেয়ার শুরু করেছে

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

উরিব্বাস! ভায়া আপনার আইডি হ্যাক হয়নিতো ;)
হা হা হা

অনেক অনেক ধন্যবাদ।
দিন বদলে আপনার বদলেও পুলকিত :)

শুভেচ্ছা রইল

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আসলে ভালোবাসাটাই সব।
শত্রুকে ভালোবাসলে শত্রুও একদিন কাছে এসে মাথা নত করবে।


লেখার সাথে যে ছবিটা দিয়েছেন, ছবিটার কিছুই বুঝি নি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল বলেছেন রাজীব নূর!
ভালবাসায় সব জয় করা যায় -

ছবিটা সুরিয়্যালিষ্ট আর্ট।
জীবন দর্শনের সত্য দর্শনের ভিন্নমূখি বহুমূখি শৈল্পিক প্রকাশের ভাবনায় ছবিটা মূর্ত বলেই মনে হল।
আসল কথা শিল্পী জানে ;) হা হা হা

শুভেচ্ছা অন্তহীন

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা'

কবে হবে দেখা
আবার কোন ব্লগ দিবসে
অপেক্ষায় কাটে দিন ব্লগবাসে :)

হা হা হা

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

হাবিব বলেছেন:




চাইলেই কি ভুলে থাকা যায় গুম খুনের আতংক?
তোমার ভালবাসা পেলে আমি যে গুম হতে চাই বার বার....
তোমার বুকের গহিনে.....!
রিমান্ডের শুরু তো সেখানেই, যেথা তুমি মেলে ধরো উষ্ণ ঠোঁট!
একবারে পেলে তৃষ্ণারা বেড়ে যায় বহুগুণ.....
তখন মনে হয়, প্রেমের ডান্ডাবেরির শীতল স্পর্শ ছাড়া
মিটবে না এ তৃষ্ণা......!!


২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ফিরে আসা!

একেবারে কবিতা সহ।
অনেক অণেক ধন্যবাদ ভায়া

গভীর প্রেমানুভবে কাতরতা ফুটেছে ভালই।

অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অফুরান

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: উরিব্বাস! ভায়া আপনার আইডি হ্যাক হয়নিতো ;)
=p~ =p~ =p~

উনার কমেন্টগুলো :D

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সেইরাম ছিল। আগের আইডিতে যারা মিথস্ক্রিয়া করেছে তারা জানে ;)

যাক বদলের সুঘ্রানে মাতোয়ারা ব্লগ। আসুন আমরাও অভিনন্দিত করি পরিবর্তনে :)

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: আশা করি, দেখা হবে............

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই শুভ দিনের সেই শুভক্ষনের প্রত্যাশায় রইলাম কবিবর :)

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: তাঁর আগের সব আইডিতেই আমার বিচরণ আছে B-))

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আপনি পুপা!!!

তাইতো বলি জাদিদ ভায়া কেন স্মরণ করে ;) হা হা হা

ভাল লাগল জেনে! পুরান আইডি জানলে:P আরেকটু মজা পাইতাম

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯

হাবিব বলেছেন:





আপনার এই বদল খুব উপভোগ্য আমার কাছে......

যোদ্ধাভাব ছেড়ে এক্কেবারে কবিতার মানুষ দেখাচ্ছে আপনাকে......
তবে এখনো আপনি যোদ্ধা......
প্রেমের লাগি....

আপনার কবিতার প্রতিটা শব্দ বুলেট। আর আপনার হাতে এই বন্দুক থাকলে সেথা হাজার হাজার প্রেম প্রত্যাশি স্বেচ্ছায় বুলেট খাবার আগ্রহ দেখাবে,,,

যেমন করে স্বেচ্ছায় পতঙ্গরা ঝাঁপ দেয় আগুনে!!!

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই কে আছিস!!!!!!!
আমারে ধর!

ভায়ার প্রশংসায়তো ভেসে গেলামরে! ;)
হা হা হা

যুদ্ধ সেতো অনন্ত- কখনো প্রেমে, কখনো কামে, কখনো সাধনে
দ্রোহের আগুন চেতনায় নিত্যতার
কখনো সমাজের অচলায়তনের বিরুদ্ধে কখনো আত্ম সন্ধানে!
এইতো জীভন ভায়া।

অনেক অনেক ধণ্যবাদ , কৃতজ্ঞতা আর শুভেচ্ছা অন্তহীন

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: জাদিদ ভাই কি কইচে???

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: উঁহু, এভাবে বলা যাবে না!

ট্রিট দেন জলদি :)


ব্লগে প্রায়শই ট্যাকনিক্যাল সহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন তাই উল্লেখ করলেন!

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এই লন বিরিয়ানীঃ

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভার্চুয়ালে চইলত ন'

;)



১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনুভব জানার আগ্রহ থাকল।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দিলেনতো ভায়া টেনশন বাড়িয়ে ;)

আপনামনে লিখতাম, নিজের মতো, আপনার অপেক্ষাতো হোমওয়ার্ক বাড়িয়ে দিল :)
হা হা হা

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

কানিজ রিনা বলেছেন: ভিষন সত্যটা কবিতায় এনেছেন, যদিও
আপনার কবিতা পড়তে পড়তে ভাবি কি
মন্তব্য দিব কঠিন ভাষা তবুও যা বুঝি
আর কি। অনেক অনেক সুন্দর হয়েছে।
অসংখ্য ধন্যবাদ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর পেলাম মনে হয়!

ধন্যবাদ অনেক অনেক।

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ এক দুর্লভ ঘটনা। আপনার এই কবিতা মাথার উপর দিয়ে গেল না...

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

গত কেয়কটা মনে হয় মিস করেছেন!
জলবৎ তরলং যাকে বলে তেমনি ওরস্যালাইন টাইপে তৈরি!;)
হা হা হা
সময় থাকলে দেখে নিয়েন!

এত্ত বড় তালগাছ ! তার মাথার উপ্রে দিয়া যদি কবিতা যায়! তবেতো ভীষম চিন্তার বিষয় ;)

যাক দুর্লভ ঘটনায় আপাত খুশি থাকি:)
অনেক অনেক ধন্যবাদ ভায়া, শুভেচ্ছা রইল

২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪০

কাওসার চৌধুরী বলেছেন:



প্রেমিক কবি তো দারুণ মুডে আছেন!! এত্ত এত্ত প্রেম নিয়ে কেমনে থাকেন? দারুণ রুমান্টিক মিষ্টি প্রেমের কবিতা। ব্লগ ডে'তে চমৎকার এই প্রেমিক কবিকে পেয়ে খুব ভাল লেগেছে। দারুণ আমুদে আর খোলা মনের একজন প্রিয় মানুষ আপনি। এতদিন ছিলাম কবিতার ভক্ত। এখন মানুষটারও প্রেমে পড়ে গেলাম।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ প্রিয় কাওসার ভায়া :)

সত্যি ব্লগ ডেকে ধণ্যবাদ! দারুন দারুন প্রিয় মানুষদের সত্যিকারের দারুন প্রিয়তাকে দেখঅর বোঝার অণুভবের সুযোগ করে দেয়ায়!
আপনিও কম নন ভায়া। দারুন মানে দারুন। মন ভাল করে দেয়া :)

এইরে সেরেছে! ভক্ত থেকে প্রেমিক!
ভাই রংধনু গ্রুপ খবর পেলে কিন্তু খবর আছে :P :-/ =p~ =p~ =p~

অনেক অনেক ধন্যবাদ প্রিয় কাওসার ভাই
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন।


২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: রিমান্ডের জলতেস্টা বড়ই কঠিন!!!

তারচেয়েও কঠিন ব্যাপার যখন জেলে টয়লেটের বদনা দিয়ে পানি খেতে দেওয়া হয় আর গোসলের ড্রামের ঢাকনী দিয়ে ডাল সরবরাহ করা হয়!!! :)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভায়া সত্যই বলেছেন!

বিরোধী, ভুক্তভোগী আর বিরহীরাই কেবল বোঝে সে জ্বালা :((
কেউ জেলে গেলে কেউ প্রিয়াকে হারালে
তেষ্টার যাতনা একই

অনেক অনেক ধণ্যবাদ আর শুভেচ্ছা


২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভাল বলেছেন রাজীব নূর!
ভালবাসায় সব জয় করা যায় -
ছবিটা সুরিয়্যালিষ্ট আর্ট।
জীবন দর্শনের সত্য দর্শনের ভিন্নমূখি বহুমূখি শৈল্পিক প্রকাশের ভাবনায় ছবিটা মূর্ত বলেই মনে হল।
আসল কথা শিল্পী জানে ;) হা হা হা

শুভেচ্ছা অন্তহীন

ধন্যবাদ ভালো থাকুন।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

শুভেচ্ছা আপনার জন্যেও

২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

অগ্নি সারথি বলেছেন: শেষ দু লাইন অস্থির হয়েছে!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সারথী ভায়া যে!
কেমন আছেন?

নির্যাসতো সমাপ্তিতেই! ;)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

২৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

অগ্নি সারথি বলেছেন: ভালো আছি ভাই! অতৃপ্ততা রয়েছে অনেক। আরো আরো আড্ডা দিতে চাই। নক দিয়ে বলবেন, বান্দা হাজির হয়ে যাবে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: পেহলি পেয়ারকি পেহলি চিটঠি থা ও মোলাকাত - - -
তৃষ্ণা মিটবে কি করে
বরং বেড়ে গেছে বহুগুনে! আমারতো মনে হয় সবারই :)

ম্যাসেঞ্জার তো আছেই! নক নক! হয়ে যাবে ঠিক ঠিক!
হবে আড্ডা প্রাণ জুড়ানো মন ভরানো
ইনশাল্লাহ কোন এক তারিখ :)




২৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: জয় গুরু ....... :P



মুক্তি পাক প্রেমের গনতন্ত্র...... প্রেমের রাষ্ট হোক ভালোবাসাময় !! ;) ;)


২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় গুরু :)

মুক্তির আশে
প্রাণে বাঁশি বাজে
এসো এসো হে রাজাধিরাজ
লও রণভেরী সাজ
ভুলোনা আজ

খুলে দাও মুক্তি দুয়ার :)

অনেক অনেক ধন্যবাদ শা.ক ভায়া
শুভেচ্ছা অফুরান

২৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০

কথার ফুলঝুরি! বলেছেন: প্রেমের জয় হোক :P

কবিতায় ভালোলাগা ভাইয়া 8-|

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগলো :)

শুভেচ্ছা অন্তহীন

২৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকে তো আগেই বলেছিলাম এটা দেব!

খালি সুন্দর?? হপেনা। আরো বিস্তাতি ভেবেছিলাম আপনার কাছ থেকে ;)
যেহেতেু প্রকাশের আগেই হিন্ট দিয়েছিলাম ব্লগ দিবসে :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৩০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

নীলপরি বলেছেন: এভাবে রাজনীতিকে কটাক্ষ আপনার মতো কবিই করতে পারেন । জাস্ট অসাধারণ ।

রম্ভা ,উর্বষী তো অপ্সরা । কারো একনিষ্ঠ প্রেমিকা নয় । মীরা বাঈ যে সাধিকা ,যোগীনি , স্বাধীন কৃষ্ণ প্রেমিকা । একাসনে দেখে একটুখানি কেমন যেন লাগলো । আমি আপনার কবিতা মিস করতে চাই না । সবথেকে ভালো লাগে অভিধানের বাইরে গিয়ে আপনার নতুন শব্দ । একবার লিখেছিলেন "অমরত্বে-প্রেমরত্বে" । এটা আমার খুবই প্রিয় ।একারণেই মীরা বাঈ -কে নিয়ে নিজের মনের কথাটা শেয়ার করলাম ।নাহলে , শুধু কবিতা পড়েই চলে যেতে পারতাম । আশাকরি ভুল বুঝবেন নাহ ।

কবি হিসাবে আপনার ভাবনার স্বাধীনতা আছে । আর সেই ভাবনাকে আমি সম্মান করি ।

কবিতায় ++++++++++

শুভকামনা

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে লজ্জ্বা পাচ্ছি :P

আসলে পাঠকের উপলদ্ধিই বড় কথা! কবির স্বার্থকতা বোঝানোতে।
আপনার অনুভবই কবিতা এবং কবিকে উচ্চ স্থানে আসীন করে :)

জীবনে আমরা যমেন সকল ধরনের মানুষই একই ভুবনে বাস করি
রাজনীতিতে যেমন ভাল মন্দ সাধু শয়তার সবই আছে
যে যে স্তরে আছে সে সেই স্তরের ভাবনায় বাকী সব দেখে
এই বৈচিত্রতায়ই তাদের এক লাইনে এনেছে - একিভুত করতে নয় !

পাঠক হিসেবে আপনার সম্মানে বলতেই পারি কিছু বলতে এত দ্বিধার কিছু নেই। অবলীলায় বলে দেবেন!
কবির কাছে কবির জড়তা কিসের? এটা্ও আপনার পাঠকাধিকার ;) হা হা হা
শব্দ নিয়ে খেলতে মজাই লাগে। আপনার চোখে পড়েছে জেনে ভাল লাগছে।

এক কবিতায় হৃদ সিকস্তি লিখতেই কেউ কেউ ভ্রু কুচকে তাকাল!
হেসে বল্লাম- নদী ভাঙ্গা মানুষকে কি বলে ডাকেন?
বল্লেন - নদী সিকস্তি!

হৃদয় ভাঙ্গাকে বলেছি হৃদ সিকস্তি ! বলাই যায় নাকি বলেন!
মুচকি হেসে সকলে সম্মত হলেন :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা


৩১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ;)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যা বাবা, আগেইতো ভাল ছিল ;)
কিছু কথা ছিল

এবার খালি ইমো ;)

=p~ =p~ =p~

৩২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

নীলপরি বলেছেন: আপনার উদারতায় মুগ্ধ হলাম ।
ভারচুয়ালের ভারচু বুঝতে পারি না এখনও । আমি এখানে আপন ভেবে ভুল করে ফেলেছি আগে । তবু ভাবনা ছাড়তে পারি না । সব কিছুর শেষে মানুষ মহান । ভারচুয়াল মিডিয়ামটা ব্যবহার করেন অনেক মানুষ । এই , এখানেও । এটা বিশ্বাস করি । আপনি সেই বিশ্বাসটা রাখলেন দেখে ভালো লাগলো ।

ধন্যবাদ জানবেন

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

উদারতায় ম্রিয় হই আকাশ পানে চেয়ে
গভীরতায় সন্ত্রস্ত হই সাগর অতল ভেবেে
উচ্চতায় বিলিন হয়ে যাই আকাশ পানে চেয়ে
মানুষ হবো বলে সাধনায় উঁকি দিয়ে

দেখি -কেবলই আকৃতি!
প্রকৃতি দূর অস্ত!
ভরসা শুধু ভালবাসায়
ভর দিয়ে দেখি হারায় মরিচিকায়!!

আপনার উদারতার উত্তর লিখতে গিয়ে এক কাব্যই হয়ে গেল ;) হা হা হা

ভারচু আর রিয়েল ঐ একই উর্বশী, রম্ভা আর মীরা বাঈ’র মতোই! সব খানেই সব আছে
শুধু মনের মতোন খুঁজে পা্ওয়া কষ্ট! এই যা!

অনেক অনেক শুভেচ্ছা। ভাল থাকুন।

৩৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

মুসাফির নামা বলেছেন: অসাধারণ।
+

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ভায়া :)

ভাললাগা আর প্লাসে অনুপ্রাণ পেলাম :)

শুভেচ্ছা অন্তহীন

৩৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখাটি প্রিন্ট করে দরজায় টাঙিয়ে রাখবো।

আপনার জুড়ি নেই।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিব্বাক হয়ে গেলাম ভায়া ;)

অনেক অনেক ধন্যবাদ আপনার ভাললাগার অসংকোচ প্রকাশে:)
এমন মন্তব্য দায় বাড়িয়ে দেয় বটে ।

অনেক অনেক শুভেচ্ছা

৩৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

নীলপরি বলেছেন: বাহ , প্রতিউত্তরের কবিতাটাও খুব সুন্দর হয়েছে । আরেকটা পোষ্ট হয়ে যায় ।

আসলে আমি যা বলি সোজাসুজি আর সরাসরি বলি । মানুষকে বিশ্বাস করি । না করাটা অপরাধ বলে মনে করি । যারা সেটা রাখতে পারে না তাদের কী বলবো ? নামানুষ ? কিন্তু বাঘ তো আর হরিণকে খামখেয়ালে বা অভিসন্ধি পূরণ করতে শিকার করে না। নাকি যান্ত্রিক ? যন্ত্রও তো নিজে কোনো চক্রান্ত করতে পারে না । তো কী বলা যায় ? আপনি শব্দের যাদুকর । আপনি বলতে পারবেন ।:)

শুভকামনা অনেক

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

ভাল বলেছেন। প্রকৃতি তার নিয়মের বাইরে যায় না কিন্তু মানুষ যায়!
লোভে, মোহে, বিবিধ কারণে মানুষ তার পকৃতির স্বভাবের বাইরে চলে! মানুষের জন্য নূন্যতম যে দু উপাদান জরুরী মান এবং হুশ তা না থাকলে মানুষ তখন দু-পেয়ে জীব কেবল! আর তখনই সমস্যার উদ্ভব হয়।

উরিব্বাবা ভুই পাইছি। অত বড় উপাধীর যোগ্য হইনি এখনো। আপনার আন্তরিকতায় মুগ্ধ!

শুভকামনা আপনার জন্যেও অনেক অনেক

৩৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,



প্রেম আর নিঠুর বাস্তবতাকে যেন উল্টাসনে বসিয়ে দিলেন।

এখন ইতিহাস যে ছলাকলায় লেখা হয় আর যাতে প্রলেতারিয়েৎ চীৎকার ধুয়ে মুছে যায়, তার চে' এই ভালো - কামনার আগুনে পুড়িয়ে দেয়া সব দুঃসহ স্মৃতি। রম্ভা, উর্বশীর নৃত্যানন্দে না ভোলে কে ? কে এমন পুঙ্গব, কামদেবে নাহি বশে ? এমন ভালোবাসা বাসি টাই তাই মুছে দিতে পারে যতো শোক-তাপ-খরা।
জয়তুঃ শীতের ওম খুঁজে ফেরা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দারুন মানে দারুন

অপেক্ষায় ছিলাম কবিতা সমৃদ্ধ করা মন্তব্যের :)
আশা পূর্ণ হলো অবশেষে :)

অসূর্যস্পর্শা প্রিয় আহমেদ জিএস ভায়া আর গভীর ভালবাসায় বুকে জড়িয়ে নেয়া আহমেদ জিএস ভায়া
উভয়টাতেই মুগ্ধতা বাড় শৈনে শৈনে :)
জয়তু: মন্তব্য

অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা

৩৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,



ও...হো..হো! নীলপরি আর আপনার মন্তব্য ও প্রতিমন্তব্য যে ভালো লেগেছে, তা বলতেই ভুলে গেছি!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা নজরে আর স্মরণে ভালবাসার গভীরতায় :)

শুভেচ্ছা পুন:পুন:

৩৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

নীল আকাশ বলেছেন: পাশে সরিয়ে রেখে গুম খুনের আতংক
এসো ভালোবাসি
ভুলে যাই সব শঙ্কা
কামনার আগুনে পুড়িয়ে দিই সব দু:সহ স্মৃতি
তপ্ত ঠোঁটে ডুব দিয়ে
ভুলে যাই রিমান্ডে জলতেষ্টার কষ্ট
তোমার উষ্ণ আদরে মুছে যাক
ডান্ডাবেরির শীতল স্মৃতি!।

কতটা ভালো লাগলে একজন একই পোষ্টে এই নিয়ে সাত বার ফিরে আসে, শুধুই পড়ার জন্য সেটা আমি লিখে বুঝাতে পারব না। আপনার উপরের লাইন কয়েকটা আমার আজ পর্যন্ত পড়া অন্যতম সেরা কবিতার লাইন।
আমি এটা প্রিয়তে রাখলাম ঘুরে ঘুরে বার বার পড়ার জন্য। আমার মাথা একদম নষ্ট করে দিয়েছেন।
প্রিয় কবি, আপনার জন্য রইল সশ্রদ্ধ শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন।
শুভ কামনা রইল!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: টুপি খোলা অভিবাদন এমন স্বহৃদ, সুহৃদ ভায়ার জন্যে :)

বিস্মিত, অভিভূত, মুগ্ধ :)
সত্যি আপনার ভাললাগার রকম দেখে আপ্লুত ভায়া :)
অনেক অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা!

আমার কাব্য জীবনের পাওয়া সবচে স্মৃতিময় মন্তব্য হয়ে রইল আপনার আন্তরিক
হৃদয়োৎসারিত অকপট ভাললাগা আর ভালবাসার কথাগুলো :)

আবারো অন্তহীন ধন্যবাদ শুভেচ্ছা আর শুভকামনা ভায়া





৩৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২০

নীলপরি বলেছেন:
@আহমেদ জী এস -- ধন্যবাদ স্যর ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ধন্যবাদ আপনাকেও নীলপরি :)

৪০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রমানিক দা :)

অনুপ্রাণীত হলাম :)

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

৪১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

অপু দ্যা গ্রেট বলেছেন:






চলো কামোনায় ডুবি
প্রচন্ড শীতে ওম খুজি তোমাতে


বাস্তবতা আর প্রেম দুটোই আমার জন্য কেমন জানি নিষ্ঠুর হয়ে উঠেছে । তবে কবিতার বাস্তবতা ও বিদ্রোহী ভাবটা একটুও কমেনি ।

তাতে বরং বেড়েছে তৃষ্ণা ।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

আপনার জন্য শুভকামনা অফুরান

অন্তহীন শুভেচ্ছা রইল

৪২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

জুন বলেছেন: কঠিন শব্দে লেখা কবিতায় সহজ ভালোলাগা ভৃগু ।
+

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপু :)

কাঠিন্যের পর্দা না নিলে বত্রিশ সাতান্নর ভুই আছে না :P হা হা হা

ভাললাগায় অনুপ্রাণ পেলাম
অনেক অনেক শুভেচ্ছা

৪৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

কালীদাস বলেছেন: হার্ডকোর পলিটিক্যাল কবিতা :| বাট সিরিয়াসলি বস, শুধু টাইটেল এবং লাস্টের ছবিটা দেখে কেউ কমেন্ট করলে নির্ঘাত নতুন সেক্স পজিশন মনে করবে (আস্তাগফিরুল্লাহ) :P

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

হার্ডকোর মন্তব্যে সফটকোর আনন্দে হাসলাম অনেক ক্ষন ;)

মিনিট পাঁচেক ব্রেইন ষ্টর্মিংএর পর নামটা পেয়ে সত্যি নিজে সন্তুষ্ট হয়েছিলাম বটে।
আর সত্য বলা মহাপাপের দেশে বসেতো সহজ সত্য বলা রক্তস্নানের নিমন্ত্রন! ছাড়া কিছু নয়!
তাই পৃথিবীর আদিমতম সংস্কৃতির কোলেই আশ্রয় নিলাম আরকি :)

হা হা হা নাউজুবিল্লাহ পড়াই যায়! দ্বিতীয় স্তবকেই ছি: ছি: মেখে নিয়েছিতো!

৥ এবার বলেন এত্তদিন পর এলেন! খুশি হবো না অভিমান করবো!
ঐ জন্মান্তর সিরিজটার শেষ পর্ব ভাবনায় এলেই আপনার কথা মনে আসে:)
ব্লগধুলি দেয়ায় কৃতজ্ঞতা
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা। শুভকামনা অফুরান।

৪৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

কালীদাস বলেছেন: ব্যস্ততা আমাকে ছুটি দেয় না!! আরও ১০/১২ দিন ব্লগে থাকতে পারব আশা রাখি। এর মধ্যে লিখে ফেললে পড়ে ডুব মারতে পারতাম আরকি ;)

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

আন্তরিকতায় প্রীত ও কৃতজ্ঞ
এতো আমার পরম পাওয়া

আন্তরিক চেষ্টা থাকবে ভায়া:) দোয়া করবেন।

৪৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১০

বলেছেন: অসাধারণ কবি!!!


সেলুট !!


মুগ্ধতা

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
প্রীত, আনন্দিত অভিভূত :)

মুগ্ধতা টুকু ছুঁয়ে গেল ভায়া

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

৪৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: যারা এ সরকারী দলকে সমর্থন করছে তাদের সকল পূণ্যির ভাগীদার তারা তেমনি তাদের পাপের ভাগিদারও তারা। প্রতিটি খুনের প্রতিটি গুমের প্রতিটি দূর্ণীতির তদ্রুপ প্রতিটি কল্যানেরও। যে রাস্তা দিয়ে আমরা হাটি তার বাজেট আমেরিকার রাস্তার চেয়ে বেশি!!! এতো বাজে রাস্তা এখানে আবার শ্রমের মূল্য সবচেয়ে কম!! এটা কি দূর্ণীতি নাকি উন্নয়ন বলবেন??

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি ভায়া :)

ক্রোধকে প্রশমিত করলেই নান্দনিক প্রতিবাদ আসে ;)
মহাকালে এরচে বড় বড় স্বৈরাচারিতা গেছে! ভুক্ত ভোগীদের কষ্ট আরো কষ্টের আরো যাতনার গেছে!
যাতনা থেকেই আসে প্রতিবাদ। ব্যাক্তি থেকে সামষ্টিকতায় তা প্রভাবিত করার আগে ধৈর্যের সাথে মোকাবেলা করুন।
কৌশলের সাথে মুক্তি পথ খুঁজুন! একজন বঙ্গবন্ধুর অঙুলি হেলনে সারা বাংলা জেগেছিল- পথটাতো কম ধৈর্য আর কষ্টের ছিল না।

বাঙলার আরেক নাম বুঘলকপুর বা চির বিদ্রোহের দেশ! সো আশাহত হবার কিছু নেই কবি।
আর কবিরাইতো আশার স্বপ্নের বীজ রুয়ে দেবেন :)

৪৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গুরু, কেমন আছেন?


বিদ্রোহী এ কবিতাটি পড়েছিলাম পোস্ট হওয়ার কিছুক্ষণ পরই। তাও ফ্রেন্ডের মোবাইল দিয়ে। ওয়াইফাই না থাকায় কিচ্ছু কইতে(বলতে) পারিনি!


আপনার কবিতার টানে মনে হয় কালিদাস দা আর দূরে থাকতে পারলেন না! ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদের দোয়া :)

সাথে সাথেই পড়েছেন তাতেই খুশি। তখন কিচ্ছু কইতে পারেন নাই ;) এখনতো পারছেন
হা হা হা

কালীদাস দা গুরুজন।
উনার ব্লগধূলি, মন্তব্য আমার জন্য অনেক পাওয়া

উনাদের জমানা আপনার দেখেননি মনে হয়!
দারুন শ্রদ্ধার্হ, গুনি সব ব্লগারের সেকি উচ্ছল সময় - - -

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা রইল



৪৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কেমন আছেন সেটা তো কইলেন না?

কোন সমুদ্রের খবর টবর পেলেন?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

নিজের মাঝেই সপ্ত সমুদ্রের পারাবার
বাহিরে আর কি খুঁজব
নিজেতেই নিজে চেয়ে দেখি বিস্ময়ে
কত ক্ষুদ্র এ ব্রহ্মান্ড!

আছি ভাল ভায়া । ধন্যবাদ অনেক অনেক :)

৪৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

রাকু হাসান বলেছেন:

ওরেহ বাব্বাহ .....এত ভালো কবিতা এখনও পড়িনি আমি :( । আপনার ব্লগে এসে খুব ভালো হলো । অতি মূল্যাবান কবিতা লিখলেন ,কবিতার ভাব,উপস্থাপন ভঙ্গি সব কিছুই মননে যেন ছোঁয়া দিলো আমায় ।পদাতিক ভাইয়া,নীল আকাশ,নীলপরি আপু ,আহমেদ জী এস স্যার খুব ভালো মন্তব্য করেছেন । আসবো তাহলে মাঝে মাঝে আপনার ব্লগে কবিতা পড়তে ,সময় সুযোগ করে । শুভকামনা জানবেন ।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আপনার আন্তরকিতাটুকু ছুঁয়ে গেল :)

এমন আন্তরিকতা পেলে লেখা যায় অন্তহীন

অপেক্ষায় থাকবো আপনার ঋদ্ধ মন্তব্যে

৫০| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

হাবিব বলেছেন:




বছর বিদায় নিচ্ছে.......
কিছু লিখুন........

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
হুম
কৃতজ্ঞতা ভায়া স্মরন করায়

শুভেচ্ছা আর শুভকামনা সবসময়

৫১| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,





নতুন বছরের মিষ্টি শুভেচ্ছা.............

শুভেচ্ছা.............

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যািপ নিউ ইয়ার প্রিয় আহেমদ জি এস ভায়া :)

সরি ফর লেট

শুভেচ্ছা অফুরান - - - -

৫২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮

মাহের ইসলাম বলেছেন: বাস্তবতা ভুলে থাকার ভালো দাওয়াই বের করেছেন।

শুভ কামনা রইল, ভালো থাকবেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বিপ্লব যখন দূরপরাহত কিছুতো চাই বেঁচে থাকার অবলম্বন!
প্রতিবাদের নূন্যতমটুকুই হোক পর্দায় :)

শুভকামনা অন্তহীন

৫৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

ফেনা বলেছেন: অসাধারণ। অনেক বেশি ভাল লাগা।

কবিতাটি জানাও ডট কম এ বিবার অনুমতি চাইছি। জানাবেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফেনা :)

প্রকাশিত হলে লিংক শেয়ার কইরেন। দেখব খন :)

শুভেচ্ছা আর শুভকামনা রইল

৫৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

ফেনা বলেছেন: উল্টাসনে ঋ দর্শনে – বিদ্রোহী ভৃগু

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া!

লিংক কাজ করছে না!!!!! :((

৫৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

ফেনা বলেছেন: Click This Link

৫৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬

ফেনা বলেছেন: এবার চেক করে জানাবেন প্লিজ।
উল্টাসনে ঋ দর্শনে – বিদ্রোহী ভৃগু

৫৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতাটা প্রিন্ট করে দরজায় টাঙিয়ে রাখবো বলেছি। খুব শিগ্রী ছবি পোস্ট করবো। আপনার কবিতায় শব্দের ব্যবহার অসাধারণ লাগে আমার কাছে।
এতো গভীর ভাবে চিন্তা করেন কিভাবে জানি না।
বেশি বিশ্লেষনে যাবো না। ভালো থাকবেন। আপনার দর্শন পেতে ইচ্ছে হয়।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিকতায় মুগ্ধ, আপ্লুত!

ধন্যবাদ দিয়ে এ কৃতজ্ঞতা প্রকাশের নয়। তোলা রইল বুকে বুক মেলাবার।
পৃথিবীটা গোল। দর্শন হতে কতক্ষন। ব্লগ দিবসে এলেইতো হয়ে যেত ;)

হয়ে যাবে খন
হঠাৎ কখন :)

অনেক অনেক শুভকামনা ভায়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.