নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয়ের সূর্য ওঠে
রক্ত লাল টকটকে তাজা রক্ত রঙে চমকে ওঠি!
প্রতিদিন সংবাদ শিরোনামে মনে হয় স্বদেশ আবারো রনাঙ্গন
চলছে যুদ্ধ! গণতন্ত্র রক্ষার যুদ্ধ! মুক্তির যুদ্ধ! স্বাধীনতার যুদ্ধ।
বাক স্বাধীনতার যুদ্ধ! ন্যায় বিচারের যুদ্ধ!
ইতিহাস কি একই পথে ঘোরে? একাত্তর থেকে বর্তমান!
ক্লাইভ থেকে ইয়াহিয়া চেয়েছিল দাবায়া রাখতে বাঙালীরে
হত্যা, ভয়, দমন, পীড়ন, জুলুমে - পারে নাই। সাত মার্চ
এক অঙুলীর ইশারায় বাঙালী ঝেটিয়ে বিদায় করেছিল।
মুক্তির শ্বাস না নিতেই চমকে ওঠে বাঙালী
পিঠে স্বৈরাচারিতার দীর্ঘশ্বাস চল্লিশ না পেরুতেই!
চাবুকের বদলে চেতনার দোহাই আর উন্নয়নের গণতন্ত্রের
ককটেল মিক্সচারে আত্ম-স্বীকৃত স্বদেশী স্বৈরাচারী শোষক ।
বাংলার দিনলিপিতে কলংকের আখরে লেখা হয়
গুম খুন, ধর্ষন আর বিচারহীনতার কুখ্যাত ইতিহাস
নিব্বাক অসহায়ত্বে নিরুপায় আমজনতা! বোবা কান্নায় ভারী বাতাস!
সুবোধ পালিয়ে বেড়ায়!
ধ্রুবতারার দিশায় চলে নাগরিক- মুক্তির আশে
তিতুমীর, ক্ষুদিরাম, সূর্যসেন এ মাটিরই সন্তান
আত্মঘাত থেকে বাংলা মাকে বাঁচাবে বলে
মাটি কামড়ে পড়ে থাকে নিয়মতান্ত্রিকতার প্রতিষ্ঠায়-
এবারের লড়াই সত্য আর মিথ্যার, ন্যায় আর অন্যায়র
সুন্দর আর অসুন্দরের। অস্ত্র নয় বুলেট নয়
ব্যালট যুদ্ধের অপেক্ষায় কোটি যোদ্ধা! অসম মাঠ।
অন্ধ দলান্ধতার কালপট্টি চোখে প্রশাসন, সব উপেক্ষা করেই।
এবার তোমার সময় হে যোদ্ধা
মুক্তির মাসে বিজয়ের মাসে
বিজয়ের সূর্য উঠবে তোমার হাতে
একাত্তরের চেতনায়, জাগো। বাংলা মা ডাকছে তোমায়।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি
বিজয় দিবসের শুভেচ্ছা
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
নীলপরি বলেছেন: আপনার লেখনীর এই রণসজ্জা ভালো লাগলো কবি ।
+++++
শুভকামনা
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি
ভাল লাগা প্লাস আর শুভকামনায় কৃতজ্ঞতা
বিজয়ের অন্তহীন শুভেচ্ছা
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
হাবিব বলেছেন:
আমিই বাংলাদেশ জন্ম আমার উনিশ শ' একত্তরে
লাখো শহীদের রক্তে ভেসে ফিরেছি আপন ঘরে
আপনি কবিতার প্রান পুরুষ, সত্যিই........
১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আমিই বাংলাদেশ
চেতনায় ছুঁয়ে যায় যে সত্য
জাগিয়ে তোলে প্রাণ নিত্য
আমাতেই শুরু আমাতেই শেষ
আমিই বাংলাদেশ।
টুপি খোলা অভিবাদন আপনার আন্তরিক প্রকাশে।
বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
মাহমুদুর রহমান বলেছেন: মন ছুঁয়ে গেল।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ মাহমুদুর রহমান
কৃতজ্ঞতা অফুরান।
বিজয়ের শুভেচ্ছা
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬
শিখা রহমান বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা কবি।
কবিতাটা ভালো লেগেছে। শেষ স্তবকটা মন ছুঁয়ে গেলো।
ভালো থাকুন বিদ্রোহী কবি। শুভকামনা নিরন্তর।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এবার তোমার সময় হে যোদ্ধা
মুক্তির মাসে বিজয়ের মাসে
বিজয়ের সূর্য উঠবে তোমার হাতে
একাত্তরের চেতনায়, জাগো। বাংলা মা ডাকছে তোমায়।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় সব্যসাচী লেখক
বিজয়ের শুভেচ্ছা।
অন্তহীন শুভকামনা রইল
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: যুদ্ধের শেষ নেই...
প্রতিনিয়ত শুরু হয় নতুন যুদ্ধ.....
রক্তের ওপর রক্তে মাটি হয়ে যায় লাল.....
তবুও এ লড়াই চলতেই থাকে...
জীবনের শেষ মূহুর্তেও চলে লড়াই...
তাই তো যুদ্ধের শেষ নাই....
সুন্দর এ কবিতায় একরাশ ভালোলাগা....
১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন কাব্যে
এ যুদ্ধের শেষ নেই। আলো আর আঁধারের, সত্য আর মিথ্যার
ন্যায় আর অন্যায়ের, পশুত্বের আর বিবেকবানের এ যুদ্ধ নিত্য।
সত্য, সুন্দর ন্যায় আর আলোয় বিবেকের পথেই যেন থাকতে পারি সবসময় এই প্রার্থনা।
অনুপ্রানীত হলাম ভায়া
বিজয়ের শুভেচ্ছা অফুরান
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১
অপু দ্যা গ্রেট বলেছেন:
কিন্তু ছেলে ডাকলে কি হবে
আজ যে সব কিছুই ক্ষমতার দখলে । শোষিতেরা আজ উঠে দাঁড়াবে কিভাবে । তাদের জন্য তো কোন জায়গা নেই ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অপু দ্যা গ্রেট
আবু ইসহাকের জোক গল্পটা পাঠ্যে পেয়েছিরেন? কি?
প্রান্তিক কৃষক জোতদারদের জোকের মতো রক্ত শোষনের প্রতিবাদে যখন জেগে উঠে
কিছুই নেই। কিছুই ছিলনা, থাকে না- দেয়ালে পিঠ ঠেকা ছাড়া
একটাই অস্ত্র সাহস!
আর তার ডায়লগটা আমার খুব মনে ধরেছিল -
এমনেও মরছি অমনেও মরছি- আজ আহজি বাইর করুমনে
চল যা থাকে কপালে!
শোষিতের জায়গাটা ওখানেই। আত্ম জাগৃতির।
বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা রইল ভায়া
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমাদের সমস্যাটা হচ্ছে এক হতে না পারা ।
৭১ এর পর আমরা আর এক হতে পারিনি ।
এটা আমাদের ব্যর্থতা । আমরা এখন শরীরের একটা অঙ্গের মত দুভাগে থাকি ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
বৃটিশ চলে গেছে। কিন্তু তাদের ডিভাইড এন্ড রুল পলিসি আমরা ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করছি
বৃহৎ অমঙ্গল করেই।
ক্ষুদ্র দলীয় বৃত্তবদ্ধতার বলয় ভেঙ্গে বৃহত জাতি স্বার্থে একমত হ্ওয়া সময়ের দাবী।
এর মাঝে ইন্ধন আছে লোভী হায়েনাদের যারা কেবলই ব্যাক্তিস্বার্থে জিইয়ে রাখে হিংসা, বিদ্বেষ, স্বার্থ
পরতা।
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
রাজীব নুর বলেছেন: চমৎকার একটি কবিতা ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর ভায়া
বিজয় দিবসের শুভেচ্ছা রইল
১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২
ইসিয়াক বলেছেন: অনেক ভালো
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
বিজয়ের শুভেচ্ছা রইল
১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪
সাইন বোর্ড বলেছেন: জানিনা, অামরা সত্যিই কোনদিন বিজয়ের স্বাদ পাবো কিনা, যেখানে অাম জনতার সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে ।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: জানতে হবে অধিকারের সাধ সাধ্য সীমা
জানাতে হবে সুতীব্র চিৎকারে
স্বৈরাচার সীমানা পেরিয়ে গেছে
স্বাধীনতার দোহাই দিয়েই স্বাধীনতা হরণ!!!
কি বিস্ময়!
ইতিহাস স্বাক্ষী অধিকার কেউ সেধে দেয়না। কেড়ে নিতে হয়, আদায় করে নিতে হয়!
অনেক অনেক ধন্যবাদ ভায়া
বিজয়ের শুভেচ্ছা
১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮
ঢাবিয়ান বলেছেন: আসম আব্দুর রব আজ বলেছেন ''জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হচ্ছে, অভিযোগ করে রব বলেন, ‘জয় বাংলা স্লোগান আমরা দিয়েছি। হামলার জন্য জয় বাংলা স্লোগান হয়নি।’
আরেকটি মুক্তিযুদ্ধ ছাড়া এই খুনে স্বৈরাচারের হাত থেকে রেহাই পাবার কোন প্রকার সম্ভাবনাই দেখা যাচ্ছে না।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদকে ট্যাগিং করা হয়েছে ক্ষুদ্র দলান্ধ মানসিকতায়!
অথচ বঙ্গবন্ধুর ভাষনের ভিডিও গুলো দেখুন সেই একাত্তর থেকে পরবর্তী ভাষনগুলোতে-
বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগানে মূখর জাতির পিতার সামনেই।
একাত্তরের মুক্তির প্রেরণার শ্লোগান আজ স্বৈররাচারী আক্রমনের শ্লোগানে বদলে গেছে।
যেমন বদলে গেছে দল আর তাদের চেতনা!
একাত্তরের চেতনার দোহাই দিয়ে স্বৈরাচারিতা জায়েজ করতে চায়!
স্বাধীনতার চেতনাইতো এই- স্বৈরাচারিতাকে প্রশ্রয় না দেয়া।
মুক্তিযুদ্ধ চলছে চলবে। স্বৈরাচারিতার সমর্থন কখনো মুক্তিযুদ্ধের চেতনা নয়।
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: বিজয় দিবসে শ্রদ্ধা ।
বাস্তবে মনে হল যেন লড়াইয়ের ময়দানে নেমে পড়েছি। দ্রোহ কবিতার পরতে পরতে ++++
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবিভাইকে।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ প্রিয় পদাতিক দা'
হুম বাস্তবিক এক কঠিন লড়াই চলছে।
অসম লেভেল প্লেয়িং ফিল্ডে থেকেও স্রেফ আত্মঘাত আর গৃহযুদ্ধ থেকে জাতিকে রক্ষা করতেই নিরবে মার খেয়েও হজম করছে আমজনতা।
রুখে দাড়ালে - পলকে রক্তাক্ত সোনার স্ব-দেশ। হায়েনার চেতনায় যারা কলংকিত করছে মুক্তিযুদ্ধকে তাদের জন্য করুনা।
ইতিহাসের আস্তাকুড়েই ঠাই হবে তাদের।
সময়ের স্রোত দেখা যাক কোথায় নিয়ে যায় আমজনতার ভাগ্যকে।
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১১
অক্পটে বলেছেন: প্রিয় কবির জন্য দিলাম বিজয়ের এই দিনের শুভেচ্ছা। কবিতা পাঠে মনে হলো আরেকটি যুদ্ধে নেমে পড়ার সময় হলো হলো। আমাদের নেমে পরতে হবে অন্যায়কে রুখে দেবার জন্য।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃনা তারে যেন তৃণ সম দহে
সেইতো চেতনা।
মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে স্বৈরাচারিতা!
একি!
মুক্তিযুদ্ধইতো আমাকে শেখায় মাথা উঁচু করে চলতে
বহুদল, বহুমতে শ্রদ্ধার সাথে মিলেমিশে চলতে।
মুক্তিযুদ্ধের চেতনাইতো শেখায় - আইয়ুব ইয়াহিয়ার মতো বিনা নির্বাচনে ক্ষমতা আকঁড়ে থাকতে চাইলে
মুক্তির যুদ্ধ করতে। অধিকার আর স্বাধীনতা যখন ২৫শে মার্চের মতো পুলিশ আর বন্দুকের নল দিয়ে কেড়ে নেবার চেষ্টা করা হয়
তখন রুখে দাড়ানোইতো স্বাধীনতার চেতনা।
আজ এ অন্যয়কে না রুখলে, কাল আপনার সন্তান আপনাকে কাপুরুষই বলবে!
বিজয় দিবসের শুভেচ্ছা
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৭
ঢাবিয়ান বলেছেন: জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার আজ।ইশতেহারের বিষয়ে ফ্রন্টের অন্যতম শীর্ষ সমন্বয়ক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ইশতেহারে আমাদের অন্যতম গুরুত্ব থাকবে কৃষক, যাতে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়। ঢাকার মানুষও যেন ন্যায্যমূল্যে পণ্য পায়। সবদিকে সামঞ্জস্য রাখা হবে।
আমরা এমন ইশতেহার দেব যাতে নিম্নবিত্ত, মধ্যবিত্তরা বেশি উপকৃত হন।নির্বাচনে এইবার ঐক্যফ্রন্টের জয় হলে, বিজয়ী হবে কোন দল নয়, বিজয়ী হবে এই দেশের সাধারন জনগন।
স্বৈরাচার উৎখাত না হওয়া পর্যন্ত অবিরাম চলতে থাকুক কবির আগুনঝড়া কবিতা।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশতেহারতো বেশ সময়ানুপাতিক হল বলেই মনে হল।
বাস্তবায়ন করতে পারলে মন্দ হয়না। আর সময়ের প্রয়োজনে আরো পরিবর্তন বদলের প্রয়োজন হবে
সেটা সময়ে আপটুডেট করা যাবে হয়তো। যদি সকলে এ ইশতেহারের পক্ষে রায় দেয়।
হৃদয়ের দায়বদ্ধতাই প্রেরণা। সাথে আপনাদের অনুপ্রাণ তো প্রাণ হয়ে আছেই
শুভেচ্ছা ভায়া।
১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
আপনার দারুন তারুন্য ছুঁয়ে গেল ভায়া
অল্প সময়ের উপস্থিতিতে মাতিয়ে গেলেন সবােইকে
১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
হাবিব বলেছেন:
বিদ্রোহী দা......
আপনার প্রো পিকটা অসাধারণ লাগছে.......
২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আড়াল থেকে যখন আলোয় এসেই গেলাম- তবে আর ভিন্ন ছবি কেন?
দিয়ে দিলুম প্রিয় স্কেচটাই!
শ্রদ্ধেয় সৈয়দ লুৎফুল হক স্যার এঁকেছিলেন মাত্র ৫-৭ মিনিটে!
মুগ্ধ হয়ে চেয়েছিলাম আপনাপানে
আপনার ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগলো
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভায়া
১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: ভাল খেলোয়াড়েরা অসম মাঠের তোয়াক্কা করেনা, তারা সাধ্যমত খেলে যায়। নীতি, কৌশল আর শ্রম ঠিক থাকলে বিজয় এসে তাদের পা ধরে সেলাম করে।
ডিসেম্বর বাঙালীর জন্য পৌষ মাস, বিজয়ের মাস। এ মাসে বাঙালী হারতে জানেনা।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন বলেছেন প্রিয় সিনিয়র
রেসলিং রিংয়ে কোন অনুকম্পার স্থান নেই! ফাইট ইজ দা ওয়ান এন্ড অনলি স্পিরিট
বিজয়ের মাসে বাঙালীর বিজয়ের প্রত্যাশা রইল
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
রাকু হাসান বলেছেন:
বেশ কাব্যিক অনুভূতি দিলো আমায় । দারুণ আহবান । কবিতা ভালো লেগেছে । আপনি খুব ভালো লিখেন ।
২০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭
ল বলেছেন: চাবুকের বদলে চেতনার দোহাই।।।
দারুণ লেখা আপনার।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+