নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গঙ্গারিডই থেকে বাংলাদেশ
ক্ষমতার উত্থান পতনের ঢেউ আছড়ায় নিত্য
বিম্বিসার, শশাঙ্কের আলোর পাশাপাশি
মাৎসানায়ের কালো চক্রাবর্তনের ইতিহাস বারংবার!
গোপাল সিরাজ মুজিব মুক্তির মাইলফলক
ইতিহাসের গতি ঘুরে যায় বারবার মুক্তির আশায়।
রক্তাক্ত প্রাসাদ, জনপদ, অলি গলি
গণতন্ত্র পলাতক। প্রাণ খুঁজি-্ শ্মশানে কবরে।
অথচ স্বপ্নগুলো কত সহজ সরল ছিল -
‘ওগগার কত্তা গাইক ঘিত্তা দুগ্ধ সজুক্তা
মোইলি মচ্ছা নালিত গচ্ছা দিজ্জই কান্তা খা(ই) পুনবন্তা।’
কলাপাতায় গরম ভাত, গাওয়া ঘি,
মৌরালা মাছের ঝোল এবং নলিতা(পাট)শাক
যে স্ত্রী নিত্য পরিবেশন করতে পারেন তাঁর স্বামী পুণ্যবান।
আজও স্বপ্নরা ঘুরপাক খায় তেমনি সরলতায়
নিশ্চিত মোটা ভাত ডাল শাকেই খুশি আজো সুবোধ
অথচ শংকা নিত্য তাড়িয়ে বেড়ায় অতীতের মতোই;
রাজা আসে রাজা যায়- স্বপ্নরা ঝলসে ওঠে
হেডলাইট আলোয় পথপারের ক্ষনিক ঝলকে
ন্যাংটি থেকে টাই; চেতনায় তেলাপোকা তত্ত্ব!
আমরা সবাই রাজা- চেতনায় জেগেছিল একাত্তর
স্বপ্নরা আরেকবার ঝলকে উঠেছিল মুক্তিআশে
চল্লিশ না পেরুতেই হাহাকার!
মাৎসানায় ঘিরে ধরে দলান্ধতায়
গুম, খুন, মামলা- অধরাই রয় সত্য
তেলাপোকা তত্ত্বে মাথা গোঁজকরে পালিয়ে বাঁচে সুবোধ!
##
@গঙ্গারিডই = বিসি দু হাজার বছর আগের বাংলার প্রাচীন নাম
@ ওগগার কত্তা গাইক ঘিত্তা দুগ্ধ সজুক্তা
মোইলি মচ্ছা নালিত গচ্ছা দিজ্জই কান্তা খা (ই) পুনবন্তা।
অর্থাৎ-
কলাপাতায় গরম ভাত, গাওয়া ঘি, মৌরালা মাছের ঝোল এবং নলিতা (পাট) শাক যে স্ত্রী নিত্য পরিবেশন করতে পারেন তাঁর স্বামী পুণ্যবান। বাৎসায়ন থেকে জানা যায় যে, প্রাচীন বাংলার পুরুষেরা লম্বা নখ রাখতেন এবং যুবতীদের আকৃষ্ট করার জন্য নখে রং লাগাতেন। তবে নারীরা চোখে কাজল লাগাতেন। সমসাময়িক কবি মাঞ্চাধর থেকে নীহার রঞ্জন রায় আরো উলেখ করেছেন যে, ঠোটে লাক্ষারসের আলতা এবং খোপায় ফুল গুঁজে দেওয়া ছিলো তরুণীদের বিলাস-ব্যসনের প্রধান অঙ্গ ।
(প্রাচীন বাংলারইতিহাস থেকে সংকলিত)
http://www.kanakpkfolk.info/পà§à¦°à¦¾à¦à§à¦¨-বাà¦à¦²à¦¾à¦°-à¦à¦¾à¦·à¦¾/
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর্কিওপটেরিক্স
দারুন কাব্যময়তায় তুলে ধরলেন অনুভবের সাতকাহন!
স্বাধীনতার মায়াময় স্বপ্নময় কাম্যতার নান্দনিক প্রকাশে ভাললাগা।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
হাবিব বলেছেন: অসাধারন
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাবিব স্যার
অন্তহীন শুভেচ্ছা রইল
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪
অগ্নি সারথি বলেছেন: আজো স্বপ্নরা ঘুরপাক খায় আর পালিয়ে বেচে যায় সুবোধ!
ভালোবাসা ভৃগু!
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
আপনার গেট টুগেদার উদ্যোগ সফল হোক
সম্পন্ন সুবোধ এখন এসাইলামের খোঁজে হা হা হা
অসহায় সুবোধ নিরুপায়
শুভেচ্ছা অফূরান
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্বাধীনতা আমার প্রিয় স্বাধীনতা। ভৌগলিক এবং মানচিত্রে আঁকা স্বাধীনতা পেলেও আত্ম এবং ব্যক্তিকেন্দ্রিক স্বাধীনতা এখনো অর্জিত হয়নি।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই চার হাজার বছর আগে যেমন আজো তেমনি লড়াই বর্তমান
মাঝে কিছু আলোকিত সময় আর অন্ধকার পাশাপাশি
এখনো তেমনি!
স্বাধীনতার স্বাদ হোক সবার ।
শুভেচ্ছা অন্তহীণ
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
কাওসার চৌধুরী বলেছেন:
মা, দেখ দেখ, ঐতো স্বাধীনতা!
তোমায় কত জিজ্ঞেস করেছি-
স্বাধীনতা কি? স্বাধীনতা মানে কি?
যাকে মোরা আটচল্লিশ বছর থেকে খুঁজছি!
তুমিও বুঝিয়েছ ঢের, দিয়েছ আশ্বাস।
কিন্তু কোথায় যেন জড়তা, কোথায় যেন ভ্রান্তি।
তোমার ঘুরিয়ে পেচিয়ে ডিপ্লোম্যাটিক উত্তর ছিল
যা আমার কৌতূহলের সীমানা ছুঁতে পারেনি!
আজো …!!
চমৎকার কবিতা, দারুন ছন্দ আর হৃমদয়ের হাহাকার। যোগফল রঙিন ফানুস। ++++
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্য মন্তব্যে আপ্লুত ভায়া
চল্লিশ কই সেই চার হাজার বছর আগে থেকে খুঁজে এলাম
শুভ আর অশুভের সেই একই দ্বন্ধ!
মায়েরা বর্গীদের ভয়ে দেখিয়ে ঘুম পাড়াত মনে আছে নিশ্চয়ই!
আর ছেলেরা ঘুমিয়ে গেলে বর্গীরা সব লুটে নিত! মা হতো পেরেশান
আজো সব লুট হয়ে যায়- স্বদেশী চেহারায় আপন পতাকা তলে
বিচারের বানী নিভৃতে কাঁদে
প্রধান বিচারপতি যখন পালাতে বাধ্য হয়- আমজনতার আর বিচারের স্থান থাকে কই!
রঙিন ফানুসের কান্নাই হয়তো ইতিহাসে মাইলফলক হয়ে রবে, দু:সময়ের স্বাক্ষ্য হয়ে।
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: এমন কবিতা প্রিয় ভৃগুদার পক্ষেই লেখা সম্ভব!
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: টুপি খোলা অভিভাবদন অধমে বিশাল ভরসায়
অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অন্তহীন
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রাচীন বাংলার থিমের উপর কবিতাটি অসাধারণ লাগলো। যদিও পরের দিকে শুধু প্রাচীন থাকেনি, তার সঙ্গে আধুনিক মিশলের এক অদ্ভুত তেলাপোকার গন্ধ পেলাম। সব মিলিয়ে ব্যতিক্রমী কবিতাটিতে মুগ্ধতা। +++++
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা প্রিয় কবিভাইকে।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রাচীন থেকে বর্তমান লড়াই সেই একই
শুভ আর অশুভের
আর আমজনতার সুশিল গংয়ের তেলাপোকা তত্ত্বে বাঁচার আকুতি
মৃত্যুতে সমাপনি তবু বাঁচার নামে আপোষের তত্ত্ব
বিষয়ানুভবে ভাললাগা। প্লাসে কৃতজ্ঞতা প্রিয় পদাতিক দাদা
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সংশোধনীতে
ধন্যবাদ বিনয়ী অনুরোধে
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
জাহিদ অনিক বলেছেন: আহা কবি!
কত সাধ করে লিখেছেন স্বাধীনতার নানা স্বাদের পঙক্তি!
কে পড়বে! আর কেইবা করবে ধারণ এই কাব্য!
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!
অমন মন্তব্যে পেলে লেখায় বুদ হয়ে ডুবে থাকতে মন চায়
সূর্য আলো দেয় সকলে- জলকনায় ধারন করে সাজে রংধুনে রংয়ে
কবির হৃদয়ে ধারন করেছে যে আক্ষেপ তাতেই ধন্য কবি
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা কবি।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
মনোমুগ্ধকর।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাঝীব নূর
অন্তহীন শুভেচ্ছা জানবেন।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: মানুষের কাছে গণতন্ত্রের কি দাম আছে?
একজন মানুষ মরলে আমরা যতটুকু কষ্ট পাই গণতন্ত্র নস্যাৎ হলে তার চেয়ে বেশি কষ্ট পাওয়া উচিৎ।
গণতন্ত্র রক্ষায় সবোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তু থাকা উচিৎ।।।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন।
কিন্তু চেতনার এই অংশটুকুতে আমজনতাকে আফিম ঘোরে রাখা হয়!
তাদের প্রয়োজনে স্বার্থবাদীরা কেবলই স্বার্থউদ্ধারের সিড়ি হিসেবে ব্যবহার করছে! গণতন্ত্রের নামকে। আমজনতাকে~
আমজনতা হাতির মতো-নিজের শক্তি সম্র্পকে বেখবর! অসচেতনতা, অশিক্ষার, লম্বা কানে ঢেকে নিজের বিশাল বপু দেহই দেখতে পারছেনা!
ফলে রাজনীতিবিদ নামে দুষ্টু মাহুতের দল যা খূশি তাই করছে তাদের কাঁধে চড়েই!
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০১
ল বলেছেন: বাহ!
বেশ চমৎকার লিখেছেন মুগ্ধতা রেখে গেলাম।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা টুকা অনুপ্রাণ হয়ে জেগে রইল মনের মনিকোঠায়
অনেক অনেক ধন্যবাদ ল
শুভেচ্ছা অফুরান
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৬
সোহানী বলেছেন: সুবোধরা এতো বেশী ক্লান্ত যে মোটা ভাত না কেন গায়ে কাপড়টুকু না থাকলেও তাদের কোন কিছুতেই মাথা ব্যাথা নেই কারন তাদের বোধশক্তি প্রায় বিলীনের পথে।
অনেকদিন পর স্বরুপে দেখে ভালোলাগছে বিগু.............
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
গুম, খুনের ভয় আতংকে প্রায় মৃতবৎ!
বিপ্লবের বাঁশীওয়ালা নিঁখোজ! মৃত প্রাণে বিপ্লবী প্রাণের সঞ্চারিবে হ্যামিলণের বাঁশিওয়ালা কই???
স্বরুপ প্রত্যায়নে প্রীত হলাম! মাঝে মাঝৈ পাঁচফোড়ন দিতে হয়! নইলে আবার একঘেয়ে লাগবে
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪
সুমন কর বলেছেন: ধুর ! এতো কঠিন লিখলে হবে....!! ভাগ্যিস নিচে অর্থ ছিল.....
দারুণ এবং ইউনিক।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অনেক অনেক ধন্যবাদ সুমনদা'
প্রীত এবং অনুপ্রানীত হলাম।
শুভেচ্ছা অন্তহীন।
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
নীলপরি বলেছেন: মমতার রঙে এঁকেছেন ইতিহাসকে । ভালো লাগলো কবি ।
++++
শুভকামনা
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নিলপরী
বাংলার চারহাজার বছরের ইতিহাসে দেখি অধরা স্বাধীনতার আকাঙ্খা একই রকম
উত্থান পতনের ঢেউ বারবার ছুঁয়ে গেছে
আমাদের লেখনিতে রয়ে যাবে আমাদের সময়! আমাদের ইতিহাস।
শুভেচ্ছা অন্তহীন
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার লিখেছেন ।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সনেট কবি
অন্তুহীন শুভেচ্ছা রইল
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
শামসুর রাহমানের কবিতার কথা মনে পরছে ,
স্বাধীনতা তুমি,
রবী ঠাকুরের অজর কবিতা অবিনাশি গান
স্বাধীনতা তুমি,
ঝাকড়া চুলের বাবরি দোলানো
সৃষ্টি সুখের উল্লাসে কাপা
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
সে এক কালজয়ী অনন্য কাব্য। অতুলনীয়।
মহাকালের ধারায় আমাদের স্বাধীনতার স্বপ্ন যে অধরাই রয়ে যায়
তাকেই ফোটানের চেষ্টা করেছি।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: একটা কবিতা পোস্ট করেছি...
একটু দেখবেন
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আচ্ছা
১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০০
নতুন নকিব বলেছেন:
দারুন কবিতা। মুগ্ধতায় আচ্ছন্ন হওয়া কথামালা।
কেমন আছেন? খোঁজ খবর নিতে পারছি না অনেক দিন।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
আলহামদুলিল্লাহ ভাল।
এই যে স্মরণ করেছেন তাতেই কৃতজ্ঞতা।
অনেক অনেক শুভেচছা আর শুভকামনা
১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
অনল চৌধুরী বলেছেন: অাপনিও কি ইতিহাস নিয়ে পড়েছেন?
২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: না দাদা!
আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়া! কবিতার জন্য পড়তে হয়েছে বটে
অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা অন্তহীণ
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: স্বাধীনতা শুধু একটি শব্দ নয় এটি একটি প্রেরণার নাম,শক্তির নাম....
স্বাধীনতার জন্যই যুগ যুগ ধরে চলে কোলাহল, রাহাজানি...
তবুও তা প্রেয়সীর মনের মতোই অধরাই থেকে যায়....
এতকিছুর পরেও মানুষের স্বাধীনতা চাই...
যেমনটা দেখা যায় খাঁচায় বন্দী পাখির ডানা ঝাপ্টানোয়....
মুক্তির জন্য আকুলিবিকুলি করে হৃদয়....
তবুও কি কবিতার মতোই স্বাধীন মানবকূল??
প্রশ্নটা রয়ে যায়.... কালের আবর্তনে....
সুন্দর কবিতায় কিপ্যাডের লেখাময় ভালোলাগা....