নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

একনু ভাব, দুয়নু প্রেম তৃষা

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

। ভাব ।

ভাবতো ধার কর্জে মেলেনা বৈষ্টুমি
ভাব পরাণের ভেতর থেইক্যা আসে
ভাব জাগতে হয়
জাগাইতে হয়;

চাতক তৃষ্ণায়
পরাণ যখন --
ছটছট ছটফট করে;

মুক্তির তিয়াসে
মন আকুলি বিকুলি করে
সব থাকিও কিছু না থাকার শুন্যতা-

পরান পাখি খালি কান্দে আর কান্দে
একেলা সেই কান্দন
কেউ দেখেনা:
আপনা বিনা !

শুন্যতা আর হাহাকারের
সেই মহা সুমুদ্দুর
পারি দিলে পরে:
ভাবের উদয় হয় !


। প্রেম তৃষা ।

সমুদ্র তৃষা লয়ে
নদী তীরে হাহাকারে
তৃষ্ণা বাড়বে বৈ কমবে না!

হে প্রেম পিয়াসী
প্রেমের সে-ই সমুদ্রে ডুব দাও
যেখানে প্রেমই জলের কণা!



ফটো ক্রেডিট: গুগল

মন্তব্য ৭৫ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ম্যালা দিন পর আজ ফের সম্মিলিত মেধা তালিকায় ১ম হৈলেম হে প্রিয় কবি

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ কি করি ভায়া যে! :)

হা হা হা

এবার তবে মিষ্টি খাওয়ান ;)

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা অন্তহীন

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবিতার সাহিত্য মান নিয়ে কথা বলার যোগ্যতা ধৃষ্টতা কোনটাই আমার নেই। রস্বাসাদনের চেষ্টা করেছি মাত্র। এখনো চেষ্টা করেই যাচ্ছি। আপনার কবিতা সহজে বুঝা কি যার তার কম্মো?

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে তো ষোল আনাই মিছে লেখা লেখি !!!
পাঠকই যদি ব্যার্থ হয় লেখক তবে বেশি ব্যার্থ ;)

আপনার ছড়া কিন্তু সহজেই বুঝতে পারি:)
হা হা হা

৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখা হিসেবে পড়তে হয়, কিন্তু হালকা কথার পদ্য বলেই মনে হয়

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জেনে কৃতার্থ হলাম ভায়া :)

অনুভবের গভীরতা যার যেমন পাঠে স্বাদাস্বাদন তাঁর তেমনই হয়!

মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ

৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'জাগিছে, সাঁই তোমার জাগিছে' সংলাপখানি মনে পড়িয়া গেলো
বলুনতো কে? কবে? কোথায়? কেনো? ;)

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো বিশাল ধাঁ ধাঁ!!!

মাথা চুলাকনোর ইমু কনে???

৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুণ্যতা আর হাহাকারের মহা সমুদ্দুর পারি দিলে পরে ভাবের উদয় হয়_
আরি বাহ, কি সুন্দর কথাগো
সাধু সাধু

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এইেতা !
খুলে গেছে ভাবনার দুয়ার
অনুভবে নেই বাঁধা আর

সাধু সাধু ভ্রাত:)

মাথা নোয়ানো অভিবাদন ভায়া :)

৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভিগুদা, খবর ভালো?

লাইক দিলুম

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদের শুভকামনায় পরমের কৃপায় ভাল :)

কৃতজ্ঞতা
শুভেচ্ছা আর শুভকামআ অফুরান

৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: তবে তো ষোল আনাই মিছে লেখা লেখি !!!
পাঠকই যদি ব্যার্থ হয় লেখক তবে বেশি ব্যার্থ ;)
আপনার ছড়া কিন্তু সহজেই বুঝতে পারি:)


কারণ আগডুম ছড়া বুঝতে বন্কিম হওয়া লাগে না, কিন্তু একজন ভৃগু হতে বন্কিম গুলে খাওয়া জরুরি.........

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!

মাথা ঘুরান্টি মারিচ্ছে দাদা'

অমন করে কয়োনা বাছা ! শেষে বেলুন ফাটিয়ে গেলে অকাল প্রয়ান ঘটিবেক :P

আপনাদের দোয়া আর শুভকামনা লয়েই পথ চলা। গুটি শুটি পায়ে চলছি-
সবসময় শুভকামনার আশায়

৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: এতো বিশাল ধাঁ ধাঁ!!!
মাথা চুলাকনোর ইমু কনে???


হতাশ হৈলেম কবি, চ্যাংড়া 'পাপ্র'কে শুধিয়া দেখুন চুটকিতে কহিয়া দেবে..........

৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা প্রিয় কবি ভাই এতদিন তাহলে আপনি এর লগে আসেন নি ? এখনও দেখছি মজে ক্ষীর হয়ে গেছে। বেস্ট উপভোগ্য হলো।

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর লইজ্জ্বা দিয়েন না!

আসলে হয়েছে কি অফিসের প্রতিষ্ঠা বার্ষিকীর চাপ, খানিকটা উদাসীনতা, শুন্যতা চেপে বসেছিল!
আজ প্রিয় সিনিয়র (খায়রুল আহসান) ভায়ার ফোনে যেন জেগে উঠলাম
উনার করকমলে বিনম্র শ্রদ্ধা।
ব্লগের বাইরেও এই আন্তরিকতাটুকু যে কি অসীম মূল্যবান শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়।

উপভোগ্যতায় রাধুনি কৃতজ্ঞ হয়েই থাকে :)
হা হা হা
অনেক অনেক ধণ্যবাদ প্রিয় ভায়া

আপনার সিরিজে চোখ কিন্তু ঠিকই রেখেছি! মন্তব্যে খরা ছিল।যাই বর্ষন করে আসি :)

১০| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নজসু বলেছেন:



অনুভবে রয়ে গেল একরাশ দীর্ঘশ্বাস।
কবিতা ভালো লাগা।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুজন ভায়া :)

দীর্ঘশ্বাস টুকু অনুপ্রেরণা হয়ে রইল ;)
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

১১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: আপনি সামনে থাকলে বলতাম,কবিতা কিচ্ছু বুঝিনি। এখন প্রতিটা লাইন আপনি বুঝিয়ে দেন।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এমন সহজ সরল লাইনেও এ আক্ষেপ! জলদি চলে আসুন
লাইেন লাইনে বুঝে যাবেন - আর জিভ কেটে বলবেন যাহ! এই সহজ জিনিষটা ধরতে পারিনি কেনু ;)
হা হা হা

ভাব জন্মের যাতনা একনুতে

আর প্রেমের মৌলিক গভীরতা ২য়টিতে
প্রেম না খুঁজে প্রেম হয়ে যাওয়ার গভীরতা

১২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

হাবিব বলেছেন: ভাই, অনেক দিন পরে হলেও আপনার দেখা পেয়ে ভালো লাগছে.......

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অত্যন্ত প্রীত এবং আনন্দিত বোধ করছি।
আমিও আপনাদের মিস করেছি। লগইন না হলেও প্রতিদিনই সামু খোলা থাকতো একটা ট্যাব-এ :)

অনেক অনেক ধন্যবাদ
অন্তহীন শুভেচ্ছ

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ লেখা ।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুভবে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: সুন্দর এবং +।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুমন দা' ভাল আছেন নিশ্চয়ই।

প্রীত এবং অনুপ্রানীত হলাম দাদা

অনেক অনেক শুভেচ্ছা

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: সাধনা ও সিদ্ধি প্রেমের তালিমে আত্মদর্শন ! :P

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় গুরু!

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অন্তহীন

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:





কবিতায় পরাণ ভাব পাচ্ছি। ভাব ধরিয়ে দেয়!

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যের পরাণ ছোঁয়ানুভবে মুগ্ধতা
প্রীত অনুপ্রানীত হলাম ভায়া

অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আর শুভকামনা :)

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কবি ভায়া

প্লাসে অনুপ্রানীত হলাম। শুভে্ছা অন্তহীন

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

মায়াবী ঘাতক বলেছেন: অসাধারণ লেখা। পড়ে ভালো লাগলো। +++

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনপ্রাণীত হলাম ভায়া :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা

১৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভায়া, প্রেমের সেই সমুদ্রে ডুব দিন/ যেখানে প্রেম্লি জলের কণা!
কী পবিত্র প্রকাশ, কী মুগ্ধতা ভরা সুবাস!
প্রিয়ে, অসাধারন আপনার প্রকাশ

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে মুগ্ধ, প্রীত, অভিভুত!

অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা

শুভেচ্ছা আর শুভকমানা অন্তহীন

২০| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

তারেক ফাহিম বলেছেন: চমৎকার শব্দচয়ন।

পাঠে ভালোলাগা প্রিয় কবি।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

ভাল লাগায় অনুপ্রাণ পেলাম :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

২১| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ২ নং টা বেশি ভালো লেগেছে। ছোট ছোট কাব্য-কবিতা বরাবরই আমাকে মুগ্ধ করে৷

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

২২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাব আর প্রেমের কবিতা ভালো লাগল ভৃগু ভাই।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
ভাললাগায় অনুপ্রাণ ছড়িয়ে গেল :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

মুসাফির নামা বলেছেন: এটাকে সুর দিয়ে গানে রুপান্তর করলে বেশি স্বার্থক হবে।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও! দারুন ভাবনা

করবে কে?

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

শুভেচ্ছা অফুরান

২৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:





মেলা কষ্ট করি মাথায় ঢুকাইতে হইছে

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা~
আপনার কষ্টে কষ্টিত হইলাম!

আরো সহজ সরল সুন্দরের অঙ্গীকারে ;)
হা হা হা
অনেক অনেক ধন্যবাদ ভায়া :) শুভেচ্ছা রইল

২৬| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

ডঃ এম এ আলী বলেছেন: ধর্মীয় তত্ত্ব ও কাব্যিক রসসিদ্ধির সুসামঞ্জস্য সমাহারে প্রেমবিষয়ক পদে কবিতাটিতে ঐশী মহিমা ও আধ্যাত্মিকতার রূপক আরোপ করেছেন সুন্দরভাবে ।একা একা প্রেম হয়না দুহোর প্রয়োজন । তাইতো বিধাতা সৃষ্টি করলেন জগত সংসার । তত্ত্বভিত্তিক রাগাত্মিকা চরন গুলিতে গুহ্য প্রেম সাধনার কথা বলা হলেও কবিতার কথাগুলি সরলতা হারিয়ে দুর্বোধ্য হয়ে উঠেনি ।
সাধনভজন সংক্রান্ত কাব্যিক রচনায় সাহিত্যগুণের প্রকাশ বেশ কঠীন হলেও এখানে তা ফুটে উঠেছে দারুনভাবে ।
প্রেম, চৈতন্যলীলা, ধর্মতত্ত্ব প্রভৃতি অঙ্গীভূত হওয়ায় কবিতাটি বাংলা ভাষার চর্চা ও প্রকাশ ক্ষমতাকে অনেক গুণ বৃদ্ধি করেছে বলেই মনে হল । ধর্ম, আধ্যাত্মিকতা ও ঐশী প্রভাব-প্রতিপত্তিতে ভারাক্রান্ত যুগন্ধিক্ষনে দেখা যায় এ কবিতা গুচ্ছটি প্রেম পাগল মানুষের মনের কথাই বলছে। ধন্যবাদ সার্থক একটি কবিতাগুচ্ছ উপহার দেয়ার জন্য ।

শুভেচ্ছা রইল

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হেটস অফ অভিবাদন প্রিয় ড: এম এ আলী ভায়া :)

আপনার ঋদ্ধ মন্তব্যে কবিতা সার্থক। শুধু অনুপ্রেরণা নয় আরো অনেক অনেক শুদ্ধতার এবং ভাবনার
গভীরে স্নান করিয়ে আনে এমন মন্তব্য। আরো দায় এবং আরো প্রতিশ্রুতিশিল কিছু সৃষ্টির প্রেরণা যোগায়।
আয়নায় নিজেকে স্ব-মূল্যায়িত করতে অনুঘটক হিসেবে শক্তি দেয়।

আপনার প্রত্যাবর্তনে পুরো সামু ব্লগের সাথে আমিও যারপর নাই আনন্দিত। খুশি।
আবার দূর্ঘটনার কথা শুনে ব্যাথিত, চিন্তিত।
শুভকামনা আর দোয়া রইল- দ্রুত পরিপূর্ন সুস্থ হয়ে উঠূন। আল্লাহ আপনাকে
অনেক অনেক বেশী হায়াতে তৈয়াবা দান করুন। যাতে অনেক অনেক বেশী কিছু পেতে পারি আপনার কাছ থেকে!
শিখতে পারি! জানতে পারি। সকলেই ঋদ্ধ হতে পারি অনেক অনেক বেশি ।

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

২৭| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

এস এম ইসমাঈল বলেছেন: বড় জটিল এই প্রেমের খেলা, কখনো তা থাকে ভাবে, কখনও আশ্রয় নেয় শরীরে, আবার কখনও ভর করে তা হৃদয়ের গভীরে।
শুভ কামনা হে কবি।

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সাধক কবি :)

শুভেচ্ছা অন্তহীন

২৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

ব্লগার_সামুরা বলেছেন:

সাম্প্রতিক মন্তব্যে দেখে আসলাম। নিরাশ হতে হয়নি।
উচ্চমার্গীয় কাব্য।

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে প্রীত এবং অনুপ্রাণীত হলাম।

শুভেচ্ছা এবং শুভকামনা অফুরান :)

২৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

আখেনাটেন বলেছেন: অাধুনিক বৈষ্টুমীরা কি এত এত ভাব বোঝে ভৃগু দা? ইন্সট্যান্ট দরকার সবকিছু। লালনও গেছে আমাদের অধুনা বিষ্টুদের ভাব গহীনে বৈষ্টুমীদের ঢুবে মরাও মনে হয় উধাও হয়েছে। ;)

ভালো লাগল মেটাফিজিক্যাল লেখা। :D

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তা যা বলেছেন ...

ডিজিটাল লালন হয়ে যান, আর বৈষ্টুমিদের ডুবের আনন্দ শেখান ;)

অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা শুভকামনা অন্তহীন

৩০| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

করুণাধারা বলেছেন: কি বুঝলাম! ঠিক বুঝলাম তো!

কবিতা ভালো লেগেছে। ছবিগুলোও কথার সাথে একেবারে মানানসই হয়েছে।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিলকুল ঠিক!

ছবিতা যখন ব্যাখ্যা করেছে কবিতা ;) ঠিক হতেই হবে :)
হা হা হা

অনেক অনেক ধন্যবাদ প্রিয় করুনাধারা
শুভেচ্ছা রইল অন্তহীন

৩১| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাবের সমুদ্রে তৃষা নিয়ে দিলেম ডুবসাঁতার।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ সাধু দা যে!

ডুব সাতার দিয়ে অনুপ্রাণীত করলেন অনেক অনেক :)

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

৩২| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,





ভাবতো ধার কর্জে মেলেনা বৈষ্টুমি
ঈশশশশশশশশশশ যদি মিলিতো তাইলে কর্জ করি হৈলেও একখান প্রেমতৃষ্ণা জাগান যাইতো! নগদা নগদ জাগাইন্ন্যা ক্ষ্যমতা যে নাইরে বাজান!
ভাব পরাণের ভেতর থেইক্যা আসে বইলাই তো বাজান, পোড়া মনডায় পিরিতি আইজতক আর ঘর বানাইলো না! অহন দুবলার চরে বইসে পরান পাখি খালি কান্দে আর কান্দে আর আছাড়ি পাছাড়ি খায়!

দারুন!




২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

পরানডা জুড়ায়া গেল
কেঠায় কয় ভাব নাইক্যা ;) খালি খুঁচা দেওন যা বাকী
ভাবতো খেজুর রসের লাহান টপটপাইয়া ঝড়ব ;)

অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জিএস ভায়া :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

জুন বলেছেন: ভৃগু আপনার লেখা কবিতা পড়ে যেমন ভালোলাগলো তেমন মজা পেলাম সহ ব্লগার আখেনাটেন আর আহমেদ জী এসের মন্তব্য পড়ে। এই সময়েই বলতে হয় কেয়া বাত, কেয়া বাত :)
+

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হুম উনাদরে মন্তব্যে বলতেই হয় কেয়া বাত, কেয়া বাত :)

অনেক অনেক ধন্যবাদ জুনাপু :)

ভাবে ফল্গুধারা বইবে
যতদিন এ ভুবন রইবে
হয়তো প্রকাশের ধরন বদলে যাবে
:)

৩৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর !!
ভাব টা বেশি ভাবের :)

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হুম
অনেক অনেক ধন্যবাদ মনিরাপু :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

৩৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

নীলপরি বলেছেন: এমন কবিতার সাগর পেলে ডুবতে সবাই চায় । দুটো কবিতাই অসাধারণ । সেই সাথে শিরোনামও অনবদ্য ।
++++++
শুভকামনা

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর এমন মন্তব্য পেলে বারবার লেখনির সাগরে ডুবে মরতে ইচ্ছে হয় :)

নামের বিষয়টি খেয়াল করায় কৃতজ্ঞতা। শব্দ নিয়ে খেলা করার সামান্য চেষ্টা;)

অনেক অনেক ধন্যবাদ নীলপরি
শুভেচ্ছা অফুরান

৩৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: লেখক তো সাগরে ডুবেই গেছে, আমি এখন কিছু বললেই কি, না বললেই বা কি? ;)

অনেক আগেই লেখাটি পড়ে লাইক দিয়ে গিয়েছিলাম, তখন ভীষন ব্যস্ত ছিলাম, তাই এখন মন্তব্য করছি।

লেখার টোনটা ইন্টারেস্টিং, "থেইক্যা", "কান্দন" পড়ে মনে হল অন্য চরিত্রে অভিনয় করছেন কবি। ১ নাম্বারটিই বেশি ভালো লেগেছে। ২ নাম্বারটি অসম্পূর্ণ, খাপছাড়া মনে হলো! যেন লিখতে লিখতে শেষ না করেই পোস্ট হয়ে গিয়েছে। জানিনা হয়ত আমিই বুঝতে পারিনি ওটুকু।

ভালো থাকুন।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ সখি যে!

আহ কত্তদিন পর! খুঁজে পুরোনো কবিতায় মন্তব্যে কৃতজ্ঞতা

২ নম্বরটি খাপছাড়া মনে হওয়া কবির ব্যথৃতা বৈকি!
তবে অনুভবে একটু টেনেটুনে ফিল করলে মনে হয় মাত্রা ভিন্নতা পাবে।
অসীম তৃষা নিয়ে হাহাকার না বড়িয়ে প্রেমের জলকনা হয়ে যাওয়াতেই প্রেমিকের পূর্নতা!
এই ছিল থিম। সখির মতামত বলে কথা!
পুন: বিন্যাসের ভাবনা মাথায় রইল :)

অন্তহীন শুভেচ্ছা আর শুভকমনা জনম জনমের :)

৩৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: ভাব এর শেষ স্তবকদুটো অসাধারণ হয়েছে।
প্রেম তৃষা এর দুটো স্তবকই ভাল লেগেছে।
দুটোর জন্য দুটো প্লাস + + :)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)

অনুভবে কৃতজ্ঞতা, লেখার স্বার্থকতা!
প্লাসে ভক্তি ভরা শুভেচ্ছা :)

শুভকামনা সবসময়

৩৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

খায়রুল আহসান বলেছেন: ৯ নং প্রতিমন্তব্যে যে শ্রদ্ধা প্রকাশ করেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তীক্ষ নজরে এড়ায়না কিছুই:)

কৃতজ্ঞতা অন্তহীন।
সত্যি আপনার নাড়া দেয়াতেই যেন ঝিমধরা ভাবটা কেটে গেল!
না হলে হয়তো আরো হপ্তা পেরিয়ে যেত আনমনেই!
আবারো ভক্তি ভরা শুভেচ্ছা আর শুভকমানা প্রিয় সিনিয়র :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.