নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকেলে অনলাইনে ঢুকতেই হোচট খেলাম।
লঞ্চের কেবিন থেকে ব্লগার জুলভার্ন ‘নিখোঁজ’ খবরের শিরোনাম দেখে।
লঞ্চের কেবিন থেকে ব্লগার জুলভার্ন ‘নিখোঁজ’
পাঠকদের সুবিধার্থে হুবহু সংবাদটি তুলে ধরছি -
শীর্ষ নিউজ, ঢাকা: লেখক ও ব্লগার জুলভার্ন দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের অভিযোগ, গত শনিবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাট থেকে পিরোজপুরগামী একটি লঞ্চে উঠেন হুমায়ূন কবির। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
জুলভার্ন নামে সামহোয়্যারইন ব্লগ ও অন্যান্য ব্লগ সাইটে লেখালেখি করলেও তার আসল নাম হুমায়ূন কবির। রাজধানীর গ্রিনরোডে পরিবার নিয়ে তিনি বসবাস করেন। একইসঙ্গে সার্জিক্যাল ইকুইপমেন্টের ব্যবসার সঙ্গে জড়িত।
ওই ঘটনায় হুমায়ূন কবিরের পরিবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৯৮২) করেছেন।
হুমায়ূন কবিরের স্ত্রী মৌসুমী কবির গণমাধ্যমকে জানান, পিরোজপুরের উদ্দেশে গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রিনরোডের বাসা থেকে সদরঘাট যান হুমায়ূন। সন্ধ্যা সাড়ে ৭টায় লঞ্চটি ছাড়ার কথা ছিল। রাত ৮টার দিকে ফোনে চেষ্টা করে সেটি বন্ধ পান। এরপর যতবার চেষ্টা করা হয়েছে, মোবাইল ফোন বন্ধই রয়েছে।
নিখোঁজের ছেলে আহমেদ ইমতিয়াজ শুভ গণমাধ্যমকে বলেন, ‘বাবার কোনো সন্ধান না পেয়ে শনিবার রাতেই আমরা শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৯৮২) করেছি। তবে দু’দিনেও তারা বাবার কোনো সন্ধান দিতে পারেনি।’
জিডির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু সরকার গণমাধ্যমকে বলেন, ‘জিডির পরপরই আমরা তদন্ত শুরু করেছি। নিখোঁজ হুমায়ূন কবিরের কললিস্ট চেক করেছি। তিনি নিজের মোবাইল ফোন থেকে সর্বশেষ ঘটনার দিন দুপুর দেড়টার দিকে এক আত্মীয়ের সঙ্গে কথা বলেছেন। তখন তিনি বাসাতেই ছিলেন।’
তিনি বলেন, ‘এরপর হুমায়ূন কবির আর মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলেননি। তার সর্বশেষ লোকেশন কোথায় ছিল জানার চেষ্টা চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ব্লগার জুলভার্নকে তুলে নেওয়ার অভিযোগআইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ব্লগার জুলভার্নকে তুলে নেওয়ার অভিযোগ
জুলভার্ন নামে এক ব্লগারকে রাজধানীর সদরঘাটের লঞ্চ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। জুলভার্নের আসল নাম হুমায়ূন কবির। গত শনিবার (২৭ অক্টোবর) বিকালে তিনি সদরঘাট থেকে একটি লঞ্চে করে পিরোজপুরের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা ছিল। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার স্ত্রী মৌসুমী কবির রাজধানীর শেরে বাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৯৮২) করেছেন।
শেরে বাংলানগর থানার এসআই সুধাংশু সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা বিষয়টি অনুসন্ধান করে দেখছি।
হুমায়ূন কবীরের স্ত্রী মৌসুমী কবির বলেন, ‘শনিবার বিকাল সাড়ে তিনটার পর থেকে তার মোবাইল বন্ধ হয়ে আছে। আমরা পরে খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি লঞ্চের কেবিন থেকে তাকে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি নিয়ে গেছে। কিন্তু তাকে কে বা কারা কোথায় নিয়েছে এর কিছুই আমরা জানি না।’
আজ সকালে মোস্তফা কামাল পলাশ ভায়ার পোষ্ট দেখেতো রীতিমতো শংকিত বোধ করছি।
তবে কি তিনি নিঁখোজ হননি?
তুলে নেয়া হয়েছে?
এ রহস্যের দ্রুত সমাধান এবং আইনের সুস্ঠু প্রয়োগের মাধ্যমে ঘটনার সত্যাসত্য বেরিয়ে আসুক।
যদিও উনি অভিমানে দীর্ঘ দিন সামু থেকে দূরে এবং উনাকে ফিরিয়ে আনবার জন্য ফিরে আসবার জন্য আমি সহ অনেকই অনেক পোষ্ট দিয়েছি/দিয়েছেন
.. জুলভার্ন ফিরে আসুন!!
জুলভার্ন ভাইয়ের ব্লগীয় মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
জুলভার্ন ভাইয়াকে বলছি...
সামুতে উনি ফিরুন বা না ফিরুন আমরা উনার নিরাপদ ঘরে ফেরার প্রার্থনা করছি।
সুস্থ ভাবে উনি ফিরে আসুন উনার পরিবারের কাছে। আমাদের কাছে।
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিরাপদে সুস্থ ভাবে উনি ফিরে আসুন এটাই কামনা
২| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: সত্যি ঘটনাটা দুঃখজনক, জুলভার্ন ভাইয়ের জন্য শুভ কামনা রইলো, উনি যেখানেই থাকুন নিরাপদে থাকুন ।
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: উনি যেখানেই থাকুন নিরাপদে থাকুন ।
সকলের শুভকামনা রইল উনার জন্য
সুসংবাদের অপেক্ষায় পরিবার সক আমরা সকলে।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮
পদ্মপুকুর বলেছেন: কি বলেন?
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি এমনি চমকে গেছি আমি নিজেও!
যতদিন ব্লগে ছিলেন উনার সাথে একটা ভাল ইন্টারাকশন ছিল! যদিও দীঘদিন বিরত ছিলেন এবং লেখা একসময় সব ড্রাফট করে ফেলেন। পোষ্টও দিয়েছিলাম ফিরে আসার আহবান জানিয়ে আরো অনেকের মতো।
উনার নিরাপদ, সুস্থ ফিরে আসার প্রার্থনা রইল
৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১
পদ্মপুকুর বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা। দোয়া করি যেন উনি দ্রুত ফিরে আসেন।
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন এবং উনাকে ফিরিয়ে দিন উনার পরিবার বন্ধুবান্ধব, স্বজন সকলের কাছে।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২
করুণাধারা বলেছেন: প্রতিদিন ঘর থেকে বেরোনোর পর আবার ফিরে আসা মনে হচ্ছে একটা অস্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। স্বাভাবিক ব্যাপার এটাই, প্রতিদিন কিছু মানুষ ঘর থেকে বেরোবে, তারপর আর তাদের খুঁজে পাওয়া যাবে না..
দোয়া করি উনি নিরাপদে পরিবারের মাঝে ফিরে আসুন। আপনাকে ধন্যবাদ সংবাদটা শেয়ার করার জন্য।
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি যেমন নেই তেমনি ঘর থেকে বেরিয়ে ঘরে ফেরাও অনিশ্চিত হয়ে গেছে!
খুবই কষ্টকর! তীব্র যন্ত্রনার। মরে গেলে মনকে বোঝানো যায়- প্রকৃতির বিধান আগে- বা পরে একদিনতো যেতেই হবে!
কিন্তু নিরুদ্ধিষ্ট হলে তা বেশি যাতনার।
আপনার দোয়া কবুল হোক।
আমরাও উনার নিরপদ, সুস্থ প্রত্যাবর্তনের দোয়াই করছি।
৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২০
সাইন বোর্ড বলেছেন: ভয়ংকর একটা খারাপ সংবাদ, সুস্থ্য একটা মানুষ বাসা থেকে বের হবার পর তার অার কোন খোঁজ না পাওয়া খুবই উদ্বেগ এবং উৎকন্ঠার বিষয় । অাশা করি, তিনি যেন সুস্থ্য শরীরে তার পরিবারের কাছে ফিরে অাসে ।
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মৃত্যুর চে বেশি যাতনার এ হারিয়ে যাওয়া!
আমাদের সকলেই আশাই তাই -তিনি যেন সুস্থ্য শরীরে তার পরিবারের কাছে ফিরে অাসেন ।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক ঘটনা। আশা করি পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে এবং সম্পন্ন সুস্থ অবস্থায় উদ্ধার করবেন পাশাপাশি নিখোঁজ বা অন্তর্ধান যাই হোক রহস্য উন্মোচন হবে হবে।
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই তাই।
আমরাও আশা করছি তেমনি হোক।
দ্রুত উনার সুস্থ অবস্থায় উদ্ধার হয়ে ফিরে আসুন পরিবারে।
৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
ভয়ংকর খারাপ খবর, পরবর্তি খবরাখবর জানাবেন।
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি । অবশ্যই।
আপনারাও কেউ যে কোন মাধ্যমে কোন খবর পেলে দয়া করে কমেন্টে আপডেট জানিয়ে দেবেন।
পোষ্টে যুক্ত হয়ে যাবে।
উনার সুস্থ নিরপদ প্রত্যাবর্তনের প্রার্থনা রইল।
৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৫
টিয়া রহমান বলেছেন: আল্লাহ্!
উনি যেখানেই থাকুক ভালো থাকুক আর নিরাপদে ফিরে আসুক।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: উনি যেখানেই থাকুন ভালো থাকুন আর নিরাপদে ফিরে আসুন -এই প্রার্থনাই করছি।
১০| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬
রাকু হাসান বলেছেন:
ভাইয়া এই নিকটি একদিন পেয়েছিলাম । আজ পুরো ব্যাপারটা জানলাম । পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ । কিন্তু শঙ্কা কাজ করছে । আল্লাহ্ নিরাপদে রাখুক । দোয়া রাখছি ।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: শংকিত সকলে। উনার পরিবার। বন্ধু, স্বজন, আত্মীয় আমরা ব্লগারগণ। সকলেই।
আল্লাহ্ নিরাপদে রাখুক । দোয়া রাখছি । এটাই সকলেই প্রার্থনা।
ভালো থাকুন আর নিরাপদে ফিরে আসুন
১১| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জুলভার্ন ভাইয়ের জন্য শুভ কামনা রইলো,
উনি যেখানেই থাকুন নিরাপদে থাকুন ।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন ব্লগারের জন্য সকল ব্লগারের হৃদয়ে একই প্রার্থনা।
ভালো থাকুন আর নিরাপদে ফিরে আসুন।
১২| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
উম্মে সায়মা বলেছেন: উনি সহি সালামতে ঘরে ফিরে আসুক এই দোয়া করি।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন।
১৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
বাকপ্রবাস বলেছেন: ফিরে আসুক এটাই চাই অন্য কিছুনা
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ভালো থাকুন আর নিরাপদে ফিরে আসুন এটাই সকলের চাওয়া।
১৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
ঢাবিয়ান বলেছেন: কি ভয়ঙ্কর!!! হাওয়ায়তো মিলিয়ে যেতে পারে না জলজ্যন্ত একজন মানুষ। এখন পর্যন্ত তার সন্ধান না পাওয়াটা খুব উদ্বেগজনক।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সত্যি আতংকের বিষয়। নিরপাদ ঘরে ফেরাটাও যেন ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে।
আশাকরি আইনপ্রয়োগকারী সংস্থা দ্রুতই উনার সন্ধানে সফল হবেন।
এবং জুলভার্ন ভায়া ফিরে আসবেন তাঁর পরিবারের কাছে।
১৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
নতুন বলেছেন: তিনি বাসা থেকে লঞ্চে পৌছানোর আগেই? না কি উনি লঞ্চে পৌছে ছিলেন....
ব্যবসায়ীদের কারুর সাথে ঝামেলা ছিলো কিনা?
আশা করি নিরাপদে ফিরে আসেবেন।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রশ্নতো অনেক। আশা করি কর্তৃপক্ষ সবদিক বিশ্লেষন করেই সন্ধানে সফল হবেন।
আপনার সাথে একমত সকলেই - আশা করি নিরাপদে ফিরে আসেবেন।
১৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
শায়মা বলেছেন: হায় হায় !
ভাইয়া তাড়াতাড়ি ফিরে আসুক আমিও এটাই চাই।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমার কথাই সত্য হোক শায়মাপু
তাড়াতাড়ি ফিরে আসুন জুলভার্ন ভায়া
১৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সুমন কর বলেছেন: দুঃখজনক ঘটনা। দ্রুত ঘরে ফিরে আসুক........
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দ্রুত ঘরে ফিরে আসুক........ সুস্থ এবং নিরাপদ।
সকলের প্রার্থনা পূর্ন হোক।
১৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭
রাজীব নুর বলেছেন: হায় হায়----
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই - সকলের মনই অমন ফিল করছে!
প্রার্থনা করুন যেন দ্রুত এবং সুস্থ ফিরে আসেন পরিবারের কাছে।
১৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪১
হাবিব বলেছেন: ঘটনাটা দুঃখজনক, জুলভার্ন ভাইয়ের জন্য শুভ কামনা রইলো, উনি যেখানেই থাকুন নিরাপদে থাকুন ।
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: উনি ফিরে আসুন আপনা পরিবারের কাছৈ নিরাপদে সুস্থ ভাবে।
২০| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪
নজসু বলেছেন: উনার নিরাপদে ফিরে আসার অপেক্ষায়।
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা সকলেই একই অপেক্ষায়।
আল্লাহ যেন উনাকে সুস্থ নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেন সেই প্রার্থনা।
২১| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের পৃথিবীতে থাকার সময়টা ক্রমেই কমে আসছে...
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই বেদনাদায়ক!
আল্লাহ যেন উনাকে সুস্থ নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেন সেই প্রার্থনা।
২২| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১:০০
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
প্রথমে ব্লগার কান্ডারি অথর্ব গুম ও গুমের ৭ দিন পরে মিডিয়ার প্রচন্ড আলোচনার পরে প্রানে বেঁচে যাওয়া ও পুলিশ কর্তৃক গ্রেফতার দেখানো
এর পরে ব্লগার শের শায়রি গুম ও গুমের ৭ দিন পরে মিডিয়ার প্রচন্ড আলোচনার পরে প্রানে বেঁচে যাওয়া ও পুলিশ কর্তৃক গ্রেফতার দেখানো
এবারে ব্লগার জুলভার্ন গুম। জালভার্ন ভাই এর এই গুম যদি মিডিয়ায় আলোচনা না হয় তবে নিশ্চিত করেই বলা যায় তার পরিনতি হবে গুম হয়ে যাওয়া হাজারও সাধারণ মানুষের মতো। হয়ত কোন এক রাস্তার পাশে পড়ে থাকবে হাত-পা বাঁধা একটি লাশ যার বুক ও পিঠ থাকবে বন্দুকের গুলিতে ঝাঝড়া যেমন করে গত কয়েক বছরে দেশের মাঠ-প্রান্তরে প্রতিদিন সকালে ২/৪ টা করে লাশ খুজে পাওয়া যায়।
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই দু:সহাবস্থার অবসান হোক।
নিরপদ মৃত্যু চাওয়ার মতো নিরাপদে ঘরে ফেরার দাবীওকি তালিকায় উঠাতে হবে মনে হচ্ছে!
আমরা ক্রমেই প্রচন্ড রকম অসহনশিল হয়ে যাচ্ছি কি? জাতিগত ভাবেই!
ভিন্নমত, ব্যবসায়িক প্রতিদ্বন্দিতা বা যে কোন মোকাবেলায় কাপুরুষোচিত আচরণ হল প্রতিপক্ষকে মেরে ফেলা, বা গুম করে ফেলা
বা তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে দমানোর চেষ্টা!
আগে বীরত্ব ছিল শৌর্যে, বীর্য্যে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে বিজয়ী হওয়াতে
এখন ভীরু, কাপুরুষেরা পিছনে ছুরি মারার মতো গুম, খুনের মতো ঘৃন্য পথে চলে!
যে কারণেই হোক যেভাবেই হোক আশা করি আল্লাহ উনাকে সুরক্ষিত রাখবেন।
নিরাপদে সুস্থ ফিরে আসুন পরিবারে। সকলের মতো এই শুভকামনা
২৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৮
অন্তরন্তর বলেছেন: ব্লগার জুলভার্ন সুস্থ শরীরে তার পরিবারের নিকট ফিরে আসুক এই প্রার্থনা করি।
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মতোই আমাদের সবারো একই প্রার্থনা।
২৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২০
মনিরা সুলতানা বলেছেন: ঠিক এভাবে কাণ্ডারি অথর্ব ব্লগার শের শায়েরি ও নিখোঁজ হয়েছিল
ভাইয়ার নিরাপদে ফিরে আসার প্রার্থনা করছি।
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইয়ার নিরাপদে ফিরে আসার প্রার্থনা করছি।
আপনার প্রার্থনা যেন আল্লাহ কবুল করেন।
২৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫৫
কাওসার চৌধুরী বলেছেন:
শুনে কষ্ট পেলাম। আশা করি, তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। আমরা চাই গুণী এ মানুষটি আমাদের মাঝে ফিরে আসুন শীঘ্রই। পরিবার আশংকা মুক্ত হোন এই কামনা রইলো।
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরাও তেমনি আশঅ করতে চাই। সুস্থতা আর স্বাভাবিকতার।
গুণী এ মানুষটি আমাদের মাঝে ফিরে আসুন শীঘ্রই। পরিবার আশংকা মুক্ত হোন এই কামনা রইলো।
আপনার প্রার্থনা আল্লাহ কবুল করুন।
২৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:২৩
মলাসইলমুইনা বলেছেন: কি বলবো বুঝতে পারছি না । সামুতে উনি ফিরুন বা না ফিরুন আমরা উনার নিরাপদ ঘরে ফেরার প্রার্থনা করছি। আমিন।
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
সেটাই ভায়া। জুলভার্ন ভায়া সুস্থ, নিরাপদ প্রত্যাবর্তনের শুভকামনা, প্রার্থনা, দোয়া রইল।
২৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৮
খায়রুল আহসান বলেছেন: পিলে চমকে ওঠার মত কথা, ভীষণ ভয়ঙ্কর! দিনে দিনে গুমের সংখ্যাটা মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে!
দোয়া করছি, মহান রাব্বুল 'আ-লামীন আল্লাহতা'লা যেন ওনার হেফাজত করেন এবং দ্রুত সুস্থ শরীরে ওনার পরিবারের নিকট ফিরিয়ে দেন!
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই তাই!
এক মাৎসানায় সময় পেরুচ্ছে স্ব-দেশ!
গণতন্ত্র আজ নির্বাসনে। সুবোধ পালিয়ে বেড়ায়! প্রধান বিচারপতি স্ব-পদে থাকতে পারেন না।
আমজনতার অবস্থা সহজেই অনুমেয়!
সকল স্বৈরাচারের পরিণতি হয় ঘৃনায়, করুন এবং দু:খজনক।
কিন্তু ইতিহাসে তবু বারবার তারা ফিরে ফিরে আসে একই পথে একই পরিণতির অপেক্ষায়।
উনার সুস্থ নিরাপদ প্রথ্যাবর্তনের জন্য দোয়া করছি, মহান রাব্বুল 'আ-লামীনের নিকট।
২৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৫
মেহবুবা বলেছেন: বাংলাদেশ প্রতিদিন রাস্তায় পড়ছিলাম তখন জানলাম এ খবর ।
উদ্বিগ্ন হচ্ছি ।
উনার একটা প্রতিষ্ঠান আছে যেখানে এতিমদের লেখাপড়া করানো হয়, সহায়তা করা হয়।
আল্লাহ্ উনাকে সুস্থ আর স্বাভাবিক অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিক সেই দোয়া করি ।
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: উনার একটা প্রতিষ্ঠান আছে যেখানে এতিমদের লেখাপড়া করানো হয়, সহায়তা করা হয়
এমন একজন মহত মানুষও নিরাপত্তাহীন!!!
কোথায় চলেছে স্বদেশ???
আল্লাহ্ উনাকে সুস্থ আর স্বাভাবিক অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিক সেই দোয়া করি ।
আপনার দোয়া কবুল হোক।
২৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২
হাসান কালবৈশাখী বলেছেন:
উনি
উনি সামু ব্লগে ভাল লিখতেন। আমি তার অনেক লেখায় প্রসংসা করেছি।
তাঁর লেখায় বিএনপির দিকে একটু টান থাকলেও কোন রাজনৈতিক কুৎসা বা উলংগ সমর্থন দেখিনি। বরং কিছু লেখায় হাসিনা সমর্থনও দেখেছি।
পাকিস্তান ভ্রমন নিয়ে লেখায় বহুবার স্পষ্ট পাকিস্তান বিরোধী জঙ্গি বিরোধী লেখা ছিল।
গত ৬-৭ বছর আগেই ব্লগে ও সামাজিক মাধ্যমে লেখালেখি ছেড়ে দিয়েছেন। ব্যবসায় মননিবেস করেছেন।
কোন রাজনৈতিক দলে নামও লেখাননি। কোন মামলাও নেই।
এই মামুলি বিএনপি সমর্থনের জন্য কেউ তাকে জানে মেরে ফেলবে! ভাবাই যায় না।
জুলভার্ন ভাইয়ের জন্য শুভ কামনা, সুস্থ শরীরে ফিরে আসুন
উনি যেখানেই থাকুন নিরাপদে থাকুন।
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই, সবচে দু:খজনক হল, ভিন্নমতের প্রতি জিরো টলারেন্স নীতি!
খোদ আওয়ামীলগ থেকে যে কারণে আওয়ামীলগারদেরও রাজাকর ট্যাগ খেতে হয়!
জনাব মনসুরের মুজিবকোট খুলে নেয়া হয়
সেখানে মামুলি কারণও বুঝি বিষফোড়ার মতো হয়ে যায় কখনো কখনো!
সহনশীলতার বিকাশ হোক। ভিন্নমতের প্রতি শ্রদ্ধার নীতি বাস্তবায়িত হোক।
হত্যা, গুম খুনের মাধ্যমে আপাত দমনে সফল হলেও আখেরে ধ্বংসই হয় শুদু!
জুলভার্ন ভাইয়ের জন্য শুভ কামনা, সুস্থ শরীরে ফিরে আসুন
উনি যেখানেই থাকুন নিরাপদে থাকুন।
আপনার প্রার্থনা সত্যি হোক।
৩০| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভেবেছিলাম কোন রম্য । কিন্তু এ যে দেখি বাস্তব।
কি দুঃখ জনক। তিনি ফিরে আসুন নিরাপদে।
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: খবরটা পড়েই চমকে উঠেছিলাম।
অত্যন্ত দু:খজনক। আর পলাশ ভাইযের পোষ্টে আরো বিস্তারিত পাবেন।
দিনে-দিনে ব্লগারদের গুম ও গ্রেফতার লিষ্ট দীর্ঘায়িত হচ্ছে: কান্ডারি অথর্ব < শের শায়রি < জুলভার্ন < এর পরে কি আপনি?
তিনি ফিরে আসুন নিরাপদে।
৩১| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২০
নীলপরি বলেছেন: পড়ে খুবই খারাপ লাগলো । উনি নিরাপদ ও সুস্থ থাকুন । এটাই আশা রাখছি ।
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: উনি নিরাপদ ও সুস্থ থাকুন । এটাই আশা রাখছি ।
আপনার প্রার্থনা পূর্ন হোক।
৩২| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১
জুন বলেছেন: দোয়া করি আল্লাহতা'লা যেন ওনার হেফাজত করেন এবং নিরাপদে পরিবারের মাঝে ফিরে আসেন।
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার দোয়া কবুল হোক।
আল্লাহতা'লা যেন ওনার হেফাজত করেন এবং নিরাপদে পরিবারের মাঝে ফিরিয়ে আনুন।
৩৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৩
টিয়া রহমান বলেছেন: ভাইয়া কি ফিরেছেন বা কোনো খোঁজ পাওয়া গেছে কি?
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখনো কোন খবর পাওয়া যানি।
পাওয়া মাত্রই পোষ্টে আপডেট করা হবে।
৩৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০২
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
পরম করুনাময়ের কাছে জুলভার্ণের নিরাপদ ফিরে আসার প্রার্থনা ..................
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: পরম করুনাময়ের কাছে জুলভার্ণের নিরাপদ ফিরে আসার প্রার্থনা ..................
জ্বি প্রয় আহমেদ জিএস ভায়া- এটাই এখন সবার মনোকামনা!
আল্লাহ উনাকে সু্স্থ নিরাপদ ভাবে ফিরিয়ে দিন।
৩৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১
টারজান০০০০৭ বলেছেন: লক্ষণ ভালো নহে ! সব ব্লগারকেই কি তাহা হইলে ট্র্যাক করা হইতেছে ? ব্লগিং বাদ দিয়া মুড়ি কিনিয়া খাওয়াই ভালো হইবে কিনা বুঝিতেছি না ! চাঁদগাজী কাহুর মতন বিদেশে বসিয়া ব্লগিংই নিরাপদ মনে হইতেছে !
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সম্ভাবনা শতভাগ!
কদিন আগেও ২ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে সামাজিক সাইটগুলোতে নজরদারী শক্তিশালী করণে।
সবাই কি চাঁদগাজি ভায়ার মতো ভাগ্যবান? উন্নততম দেশে বসে ভাবনা হীন নিরাপদ অবসর জীবন পায়?
আমাদের সেই হলিন শাবকের মতোই টিকিয়া থাকিবার লড়াই করিতে হইবে!
জুলভার্ন ভায়ার জন্য দোয়া করুন।
৩৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২
সৈকত জোহা বলেছেন: তিনি কোন পেশায় যুক্ত ছিলেন? যেহেতু নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছে তার মানে নিশ্চয়ই কোন কারণ আছে ?
একজন ব্লগার প্রতি আরেকজন ব্লগারের সিম্পাথি থাকবে সেটা স্বাভাবিক । আপনি তার সম্পর্কে কতটুকু জানেন ?
৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্লগে আমরা সবাই ভার্চুয়াল। হয়তো দু চারজন পার্সোনালী জানা শৌনা থাকে। বাকী সকলের প্রতি ভালবাসা ব্লগার হিসেবেই
তবে তা কোন অংশে কম নয় !
সংবাদে যতটুকু দেখেছি তিনি ব্যবাসায়ী।
৩৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২
সৈকত জোহা বলেছেন: সাহসী সন্তান নামক একজন ব্লগার সম্ভবত নিরাপত্তাবাহিনীর সদস্য আছেন। গত বছর একটা পোস্টে তাকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল। আপনারা তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
৩৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫
শিখা রহমান বলেছেন: খুবই দুঃখজনক ও উদ্বেগজনক!! প্রার্থনা করছি উনি যেন সুস্থ ও নিরাপদভাবে প্রিয়জনদের কাছে ফিরে আসেন।
৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সেই প্রার্থনাই করিছ সবাই।
আপনার প্রার্থনা সত্য হোক।
৩৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩
রিফাত হোসেন বলেছেন: খুবই দুঃখজনক ও উদ্বেগজনক!! প্রার্থনা করছি উনি যেন সুস্থ ও নিরাপদভাবে প্রিয়জনদের কাছে ফিরে আসেন।
ব্লগেও গোয়েন্দা সংস্থার ভাল আনাগোনা আছে ... কিচ্ছু বলার নাই, মুখ বন্ধই রাখতে হবে।
৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। খুবি দু:খজনক।
আপনার প্রার্থনায় সহমত। যেন সুস্থ ও নিরাপদভাবে প্রিয়জনদের কাছে ফিরে আসেন।
সবারই তাই কামনা।
রাত সবসময় থাকে না। এক সময়না এক সময় ভোর হবেই। প্রকৃতির নিয়ম।
৪০| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমরা ক্ষুব্দ, মর্মাহত।।
জুলভার্ণের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করছি।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা ক্ষুব্দ, মর্মাহত।।
জুলভার্ণের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করছি।
কি বলব লিটন ভায়া! নিউজটা পড়ে অব্দি থমকে গেছি।!!!!!!!
দ্রুত কোন ভাল খবরের আশা রইলাম।
৪১| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
অপু দ্যা গ্রেট বলেছেন: আমিও চাই উনি সুস্থ ভাবে ফিরে আসুন ।
তবে মনের ভিতর খচ খচ করে ।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রার্থনা করছি উনি যেন সুস্থ ও নিরাপদভাবে প্রিয়জনদের কাছে ফিরে আসেন।
৪২| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
সুস্থ দেহে ঘরে ফিরুক এই কামনা।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকলেরই এই প্রার্থনা।
আমরাও প্রার্থনা করছি উনি যেন সুস্থ ও নিরাপদভাবে প্রিয়জনদের কাছে ফিরে আসেন।
৪৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
স্বপ্নডানা১২৩ বলেছেন: উনার নিরাপদ প্রত্যাবর্তন হোক - এই প্রত্যাশা।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ আমাদের সকলের প্রত্যাশার প্রতি দয়াবান হোন।
প্রার্থনা করছি উনি যেন সুস্থ ও নিরাপদভাবে প্রিয়জনদের কাছে ফিরে আসেন।
৪৪| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪
লাবনী আক্তার বলেছেন: উনি নিরাপদে যেন বাড়িতে ফিরতে পারে সেই প্রার্থনা করি।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ কবুল করুন।
৪৫| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: খুব দ্রুত ফিরে আসুক। আচ্ছা, আমি তো খবর দেখে পুরাই ভয়ের মধ্যে আছি!
এখন কোন অবস্থায় আটকে আছে বিষয়টা?
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রার্থনা করছি উনি যেন সুস্থ ও নিরাপদভাবে প্রিয়জনদের কাছে ফিরে আসেন।
এখনো আপডেট কিছু জানতে পারিনি।
আপনারা কেউ পেলেও দয়া করে অবহিত করবেন।
৪৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১
টিয়া রহমান বলেছেন: এক সপ্তাহের ও বেশি সময় হয়ে গেল! জুলভার্ন ভাইয়া কি ফিরেছেন?
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: না ভায়া কোন খবর পাইনি।
মনে হচ্ছে নিজ উদৌগেই থানায় যোগাযোগ করতে হবে।
৪৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুবই দুঃখজনক! এখন ওনার কি অবস্থা?
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই তাই।
জানার চেষ্টায় আছি। খবর পেলেই শেয়ারে ইচ্ছে রইল।
৪৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২২
কাওসার চৌধুরী বলেছেন:
কোথায় হারিয়ে গেলেন? প্রিয় কবির কবিতা মিস করছি।
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা।
অভাগারে স্মরনে রাখায়!
রাইাটর্স ব্লকের মতো গালভরা শব্দে অজুহাত দেবোনা।
খানিকটা অফিসের প্রতিষ্ঠা বার্ষিকির ঝামেলা, খানিকটা মনের উদাসী আনমনা পনা
আর এক অসীম শুন্যতাবোধের ঠেলায় একটা বড় সড় গ্যাপ হয়ে গেল।
প্রিয় সিনিয়র খায়রুল ভায়া আজ ফোন করে গুম না হবার নিশ্চয়তা পেয়ে খুশি হলেন আর আমাকেও যেন জাগিয়ে দিয়ে গেলেন।
উনার প্রতি এক আকাশ ভালবাসা
আপনার দারুন কিছু লেখা মিস হয়েছে। আসছি আবার পুষিয়ে নিতে
আপনাদের এই ভালবাসার পর কৃতজ্ঞতায় ঋনি হওয়া ছাড়া আর কোন পথ নেই ভালবাসার দায় শোধিবার
অন্তহীন ভালবাসা রইল।
৪৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩
নীলপরি বলেছেন: সহব্লগার কাওসার চৌধুরী
স্যরের মতো আমিও একই কথা জানতে এসেছিলাম । নতুন কবিতা কোথায় কবি ?
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা প্রিয় নীলপরি
স্যারের কাছে খুলে দিয়েছি হৃদয়ের অর্গল
জেনে গেছেন আসল কারণ-
আপনাদের ভালবাসার ঋণে সত্যি কৃতজ্ঞ। বেঁচে থাকা তখন আনন্দময় হয়ে ওঠে এমন অনুভবে
এই ভালবাসার পর কৃতজ্ঞতায় ঋনি হওয়া ছাড়া আর কোন পথ নেই ভালবাসার দায় শোধিবার
অন্তহীন ভালবাসা রইল।
৫০| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
নতুন নকিব বলেছেন:
জুলভার্ন ফিরে অাসবেন সেই প্রত্যাশায় প্রহর গুনছি।
বহু বার এই পোস্ট পড়েছি। মনেই হয়নি কমেন্ট করিনি।
উদ্বেগপূর্ন বিষয়টি জানিয়ে পোস্ট দেয়ায় ধন্যবাদসহ শুভকামনা।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম সবার একই প্রত্যাশা
অনেক ধন্যবাদ সহমর্মীতায়
৫১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
খায়রুল আহসান বলেছেন: নিখোঁজ ব্লগার জুলভার্ন এর কি কোন সন্ধান মিলেছে? আর কোন আপডেট আছে কি?
পদ্ম পুকুর এর একটা পোস্ট থেকে জানলাম, বিরোধী রাজনীতির সমর্থক হওয়ার কারণে ওনার এক আত্মীয়ও নিখোঁজ হয়েছেন। পরে তার খোঁজ পাওয়া যায়, পুলিশ তাকে ধরে দু'দিন থানায় আটক রেখে পরে চালান করে দিয়েছে।
যেসব পরিবার এসব দুর্ভোগ ও দুঃসময়ের মুখোমুখি, তাদের সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইলো, অন্যায়ভাবে আটককৃতরা যেন দ্রুত মুক্তির পথ খুঁজে পান।
"ওয়া ক্বুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া; আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম"!
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম যারা মূখোমূখি হয় তারা ছাড়া অনুভব করা সত্যি সম্ভব নয়।
আজো কোন আপডেটস নিউজ পাইনি!!
যে কেউ জানলে অনুগ্রহ করে শেয়ারের বিনীত অনুরোধ রইল
আল্লাহ উনার পরিবারকে ধৈর্যধারনের এবং উনাকে পরিবারের কাছৈ ফিরিয়ে দিন। এই দোয়া সবসময়।
৫২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
মেহবুবা বলেছেন: আশা করছি ভাল আছেন উনি ।তারপরেও জানতে পারলে ভাল লাগত ওনার খবর ।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মেহবুবা
আপনার মন্তব্যটা দেখেই আজ সংশ্লিষ্ট থানায় ফোন করেছিলাম। ডিউটি অফিসার বললেন
নির্দিষ্ট আইও ছাড়া কেউ তথ্য দিতে পারবেনা। জিডি নং তারিখ সহ সব তথ্য দেয়ার পরো
আইওর নাম না জানা থাকায় বিশেষ তথ্য জানতে পারলাম না।
যে কেউ যদি কোনভাবে তথ্য অবহিত হোন, অনুগ্রহ করে শেয়ার করার বিনীত অনুরোধ করছি আবারো।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬
সামিয়া বলেছেন: উনার নিরাপদ সুস্থ স্বাভাবিক জীবনের জন্য প্রার্থনা করছি।