নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

বুনো বালিকার খোঁজে!

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩



সোনালী রোদ আসেনা আর
গ্রীন হাউজ ইফেক্টে; রোদেও বড্ড ভেজাল
আলট্রা ভায়োলেট রে বড় বেশি মিশে থাকে
ভালবাসায় প্রতারণার মতো!

হঠাৎ বৃষ্টি হয়ে
তুমি ভাসিয়ে দিলে-
চৈতালী দাহ, যেন
এক চুমুক কুলফিতে প্রাণ জুড়াল,

ভালোবাসা, শুভেচ্ছা শুভকামনায়
হাতির ঝিলের ঘ্রাণ !! খিড়কি দুয়ার সব বন্ধ
সোনার গায়ের সুখঃ কৃত্রিম সৌগন্ধ !
কর্পোরেট মেকি হাসির মতো

কতদিন দেখিনা সেই লাজুক হাসি
আত্মাতে আবেশ দেয়া, অবশ করা
অস্তিত্বের মর্মমূলে কাঁপন ধরানো
বন্যতা চোখের তারায়- - - - - -

মন সেই বুনো বালিকার খোঁজে!
তুমি জানো- সে কই?




ছবি কৃতজ্ঞতাঃ গুগল

মন্তব্য ৬৫ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৮

বিজন রয় বলেছেন: বালকেরা কি বুনো হবে?

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুনো না হলে কি আর মন বনে হারায় ;)

অনেক অনেক ধন্যবাদ বিজন দা'
শুভেচ্ছা অফুরান

২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭

হাবিব বলেছেন: খোঁজেন খোঁজেন। পেয়ে যাবেন। পাশে পাশেই আছে কোথাও হয়তো।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সেকি ভাই যায়রে ধরা
সে যে গুপ্ত, অধরা
:)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হঠাৎ বৃষ্টি হয়ে
তুমি ভাসিয়ে দিলে-
চৈতালী দাহ, যেন
এক চুমুক কুলফিতে প্রাণ জুড়াল,

...........................................................................
ভালবাসা এমনই হবে, হঠাৎ বৃষ্টির মতো ভাসায়ে নিয়ে যাবে ।
...........................................................................

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
অনুভবের গহনে এমনিতো হয় :)

অনেক অনেক ধন্যবাদ পাঠে মন্তব্য আর দারুন বুনো বালিকার ছবিতে :)

৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৭

শিখা রহমান বলেছেন: বাহ!! বুনো বালিকা অধরা বলেই যে এমন সতেজ, এমন অকৃত্রিম। অধরা বলেই সে শ্রাবণ হয়ে ঝরে। তাকে খুঁজে পাবে না কবি!! তার বাস শুধুই কল্পনারাজ্যে, অলীক ভালোবাসায়।

কবিতায় একটু হাহাকার, একটু নেশা, আর একটু অস্থিরতা!! ভালো লেগেছে।

শুভকামনা বিদ্রোহী। বুনো বালিকা ধরা দিক কবির স্বপ্নে!!

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বুনো বালিকা ইশ্বরের মতো!
আপনারে লুকিয়ে রাখে গল্প কাব্যে কথকতায় ;)
ঐ যে ঐ সুদূরে, কল্পরাজ্যে.... অলিকতায়
সপ্তাকাশে আরশে আসীন সত্যর মতো!

সন্ত ফিরে চায় আপনাপানে-
ইশারায় নয় দাত্রীর আঙুলে মধ্যমার আত্ম ইশারায়!
বুনো বালিকা লুকায়- সলজ্জ হাসিতে এক পলকায় :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা। আপনার দারুন প্রাণবন্ত মন্তব্যের প্রতিক্রিয়া দেখুন
আরেক কাব্যের জনম দিয়ে দিল :)
অনুপ্রাণীত করা মন্তব্য আর প্রেরণায় কৃতজ্ঞতা।
শুভকামনা অফুরান

৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭

আখেনাটেন বলেছেন: হাতির ঝিলের ঘ্রাণ পড়ছি আর হাসছি; হাসছি আর পড়ছি ভৃগু দা।

হাতির ঝিলের ঘ্রাণে যদি ভালোবাসার শুভেচ্ছা দেওয়া নেওয়া হয়, দেশে মনে হয় প্রেমিক-প্রেমিকা খুঁজে পাওয়া যাবে না।

কারণ................হা হা হা.................পচা পানির দুর্গন্ধ........হা হা হা। তবে বদ্ধ ঘরে এই ঘ্রাণ প্রতারক প্রেমিক-প্রেমিকাদের নাকে চেপে ধরলে মন্দ হত না। : :P

প্রথম স্তবকটিক দারুন লেগেছে।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
স্বার্থক তবে লেখনি। আপনি হেসেছেন!

মেকি ভালবাসা বাহ্য দেখতে সোনার গায়ের বদ্ধ রুমের মেকি সুগন্ধের মতোই আড়ালে
হাকিকতে তা মুক্ত প্রকৃতির সে অসহনীয় গন্ধের মতোই!
মুখোশের আড়ালে মেকিত্বের ঘ্রাণ ;)

শেষটুকুর টান কি মনের গহনে;) বদ্ধ করে রেখেছেন ;) গহনে গোপনে
হা হা হা

অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা

শুভেচ্ছা অন্তহীন

৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বালিকা এ কবিতা শ্রবণে নিজে থেকেই ধরা দিবে! বুনো বালকদের আর কষ্ট করতে হবে না! ;)


ভালোলাগা প্লাস+++++

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই কি?

বালিকারা অত সহজ নয়, তায় আবার বুনো বালিকা ;)

ভালোলাগা আর প্লাসে অনুপ্রানীত হলাম।
শুভেচ্ছা

৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: হারিয়ে গিয়েছে সে গহীন অরণ্যে,
পাবে না তারে; বৃথা খোঁজাখুঁজি তার জন্যে।
মন কি আর মানে বারণ, আশায় বাঁচে;
মনে হয় সে জনায় কাছাকাছিই আছে।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

সাধুদা' কাব্য জবাবে আশা বুনে গেলেন :)

সেতো থাকে সবচে কাছে, তাইতো বুজী সে সবচে অধরা!

অনেক অনেক ধন্যবাদ সাধু দা'
শুভেচ্ছা অনেক অনেক

৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

মাহমুদুর রহমান বলেছেন: বাহ,চমৎকার কবিতা লিখেছেন।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে প্রীত হলাম :) অনুপ্রাণীততো বটেই

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
সহজ সরল ভাষা।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজিব নুর :)

সহজতা অনুভবে সার্থকতা :)
শুভেচ্ছা রইল

১০| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৪

নীলপরি বলেছেন: বাহ! অনন্য শব্দ চয়ন । কবিতা ভালো লাগলো ।++++

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগা আর প্লাসে ধন্যবাদ ও কৃতজ্ঞতা :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

১১| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ সুমন দা'

শুভেচ্ছা অফুরান

১২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

কাছের-মানুষ বলেছেন: এই কবিতা শুনে বালিকা না এসে আর পারবে না!

আহা এরকম কবিতা লেখতে পারলে বালিকাদের লাইন লাগিয়ে দিতাম পিছনে।
++

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কি যে বলেন ভায়া!
লাইন লাগলে কি আর এমন কাব্য লেখা লাগতো ;)
হা হা হা

অনেক অনেক ধন্যবাদ। অনুপ্রানীত করা মন্তব্যে কৃতজ্ঞতা :)
শুভেচ্ছা শুভকামনা অন্তহীন

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪

জাহিদ অনিক বলেছেন: বুকের মধ্যেই দাপিয়ে বেড়ায় এক বুনো ভাল্লুক-
কে তাকে শান্ত করবে - বুনো মেয়ে ছাড়া।

কবিতায় ভালোলাগা

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কবি!

একেই বলে কবি! :)

বুনো ভাল্লুক কে তাকে শান্ত করবে - বুনো মেয়ে ছাড়া।

মন্তব্যে প্রীত হলাম।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

ওমেরা বলেছেন: আকাশের চাঁদ ধরা দেয় না , জলে থাকে জলপরী সেও ধরা দেয় না,বুনো বালিকাও অধরাই থাকবে ।সাধারন কাউকে খোঁজেন পেয়ে যাবেন।
কবিতা ভালো হয়েছে।

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
সবাই বনলতার কাছ থেকেউ বুঝি শিখেছে অধরা হবার মন্ত্র ;)

অনেক অনেক ধণ্যবাদ
শুভেচ্ছা অন্তহীন

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
গুগুলে সার্চ দিয়ে দেখেন সে কোথায় !! ;)


কবিতা ভালো লিখেছেন।।

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশশশশশ

আগে কইবেন না! ;) গুগল মামুরে দিয়া খুইজা পাইলে কি আর কোবতে লেখা লাগতো!
বুনো উল্লাসে মাতোয়ারা হয়ে হয়তো অন্য কিছুর জন্ম হয়ে যেতো :P
=p~
অনেক অনেক ধণ্যবাদ ভায়া:)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩২

কাওসার চৌধুরী বলেছেন:



আপনার কবিতার জন্য এজন্যই অপেক্ষায় রই, চমৎকার ভাবা শৈলী আর সুখপাঠ্য।

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: চমৎকৃত, বিস্মিত, মুগ্ধ, অভিভুত - - -

আরো শব্দও বুঝি কম পড়ে যাবে ভায়া খুশি প্রকাশ করতে।
এক কথায় এত অনুপ্রেরণা আপনি ছড়া আর কে দিতে পারে?

হ্যাটস অফ অভিভাবদন প্রিয় ভায়া:)
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা অফুরান

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মুগ্ধতা জানিয়ে চম্পট,
কবির জেল্লায় কিছু কইতেও ডর লাগে...........

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভায়া তোমার ছড়ার জেল্লার কথা কইনা বুঝি ;)
ছন্দের যাদুকর
তুমি যে সামুর
কেনা জানে তুমি
কথা যাদুকর :)

অনেক অনেক ধন্যবাদ
করেছ কাব্য পাঠ
মন্তব্যে ছড়িয়ে জেল্লা
ঋনি তুমি করে গেলা :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৫

স্বপ্ন কুহক বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: মুগ্ধতা জানিয়ে চম্পট,
কবির জেল্লায় কিছু কইতেও ডর লাগে...........


ভাইজান কি করির কথা বিশ্বাস যাইও না । সে শর্ট কাটে ভাগা দিছে

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

বুবু যখন বলেছে
মাথা পেতে নিয়েছি :)
কপি পেষ্টে শর্টকাট
কার পাতেতে পেয়েছি :P

হা হা হা

অনেক অনেক ধন্যবাদ বুবু
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৯

স্বপ্ন কুহক বলেছেন: য়ারি, ২০১৬ রাত ১০:০১ ০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আদম হওয়া কি সোজা কথা?
দু-পেয়ে জীবের ছড়িছড়ি অগণন
আদম কোথা?
আহাদের দম যার
এক অদ্বীতিয় অখন্ডতার
সমর্পিত আত্মায় স্বত্তায়
পরমের পরে!

ভোগের বাজারে নাম বেঁচে
হাওয়া মা জননীরে লয়ে
কতইনা স্বেচ্ছাচার!

যদি সত্যি মেলে আদম
যদি হতে পারো হাওয়া
পেয়ে যাবে গন্ধমে
ফিরে যাবার টিকিট
চক্রের বাইরে মুক্তির দুনিয়ার।


মনে আছে এই লেখার কথা ?

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সেকি ভোলা যায়?

ভাববাদ তো আমার অস্তিত্ব!
আর এই সহজতার আবেগ সহজিয়া প্রকাশ
সহজ জনার তরে - -
আমারে আমি খুজে ফিরি আমার আপন পরে!

গভীর অনুভবে কৃতজ্ঞতা। ডালের পাঁচফোড়নের মতোই মাজে মাঝে
ঢু মারতে হয় আটপৌড়ে অনুভেবও :)
হা হা হা

২০| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮

মলাসইলমুইনা বলেছেন: আপনার এই কবিতাকে আমি একটা বিদ্রোহী কবিতা হিসেবেই দেখতে চেয়েছিলাম প্রথমে ।।বলেইতো দিলেন জীবন যন্ত্রণার কথা লাইনেই -
সোনালী রোদ আসেনা আর
গ্রীন হাউজ ইফেক্টে; রোদেও বড্ড ভেজাল
আলট্রা ভায়োলেট রে বড় বেশি মিশে থাকে
ভালবাসায় প্রতারণার মতো!

তার পরেও এই অমোঘ নিয়তির দমবন্ধকরা পরিবেশের বদ্ধ শহরে বুনো বালিকা খোঁজার দুঃসাহসিক স্বপ্নের জন্য একটা ভীষণ স্বাপ্নিক মন লাগে । সেই স্বাপ্নিক মনের খোঁজ কবিতায় ছড়িয়ে দেওয়াতেই কবিতাটার বিদ্রোহী ভাবটা থেকে ভালোবাসার চাওয়াটা অনেক বেশি আশায়, উৎকণ্ঠায় (কিছুটা মনে হলো) আর ভালোবাসার অনিক আলোয় আঁকা হয়ে গেলো আর সেই সাথে কবিতায় জন্য ভালোলাগাও হয়ে গেলো অনেক অনেক ।

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিভুত। মুগ্ধ! প্রীত!

আপনার বিশ্লেষনে যেন নিজেকেই নিজে আয়নায় দেখতে পেলাম :)
এমন মন্তব্যই বুঝি লেখার গহনে প্রেরণার বীজ হয়ে লুকিয়ে থাকে জনম জনম - -
অভিবাদন ভায়া :)
হৃদয়ের কুঠুরিতে বাঁধাই করে রাখলাম -এ দারুন বিশ্লেষনী কাব্যালোচনা।

অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন :)

২১| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: চারিদিকে নেই হারাদের মাঝে কবির একমাত্র ছোট্ট চাওয়া বুনো বালিকার খোঁজে নির্ভেজাল বড় আকুতির মুগ্ধতার চিহ্ন রেখে গেলাম। ++ ++

শুভকামনা প্রিয় কবি ভাইকে ।

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক ভায়া :)

মুগ্ধতা আর প।রাসে তো ভেসে গেলাম :)
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

২২| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
বুনো বালিকা কে মনের বনে খুজেঁছেন তো !!

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এতক্ষনে না কহিলা সুজন
যাহা করিছে মনে কূজন

হা হা হা

হুম মনের বনেই খুঁজতে হয় বৈকি!

অনেক অনেক ধন্যবাদ মনিরাপু :)
অফুরান শুভেচ্ছা আর শুভকামনা

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬

ভ্রমরের ডানা বলেছেন:




বেদনার নীল সমুদ্রমেখলা ভালবাসার ঢেউ এই অভাগার বিরান বালুতটে একই প্রশ্ন তুলে গেল! কবিদের সাথে মিল একই পথে চলার......



এই কবিতা তাই বলছে আমায় কানে কানে!

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন! গহন অনুভবে মুগ্ধতা :)
কবিরাই পারে শুনতে হৃদয়ের এ আকুতি - - -

:)

অনেক অণেক ধণ্যবাদ ভায়া
শুভে্চা অন্তহীন

২৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

মাশরেকী বলেছেন: আপনার কবিতায় শব্দের ভিন্নমাত্রার গাঁথুনিতে বিষয়বস্তু গুছালো জীবন, কর্ম ও কাঙ্ক্ষিত জগত ভাবিয়ে তোলে। মনে হয়- শৈশব থেকে আমাকে তা হওয়ার চর্চা করার উচিত ছিলো। কিন্তু ফেলে এসেছি.. ..!

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ও কৃতজ্ঞতা

অনুপ্রানীত হলাম।
শুভেচ্ছা আর শাভকামনা রইল অন্তহীন

২৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় কবির ভাই গতকাল আপনার কমেন্টটি পাওয়ার পর বহুবার চেষ্টা করেছি কিন্তু ওই পেজটি পাওয়া যাচ্ছে না দেখাচ্ছে
। তুই অন্য পোষ্টগুলি যথারীতি দেখাচ্ছে । জানিনা এ সমস্যাটি কবে মিটবে বা আদৌ মিটবে কি না ।
এ কারণে আপনাদের ব্লক বাড়িতে এসে আমার সমস্যাটির কথা জানিয়ে যাওয়া।

অফুরান শুভকামনা ও ভালবাসা রইল।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন কৃতজ্ঞতা আর ধন্যবাদ অবহিত করায় ।

আপনার সমস্যা কেটে যাক। পরের পোষ্টে কি সব ঠিক মতো হচ্ছে?
শুধু মরীচিকা ৬তেই কি সমস্যা? না অন্য পোষ্টেও?
মডুদের সদয় দৃষ্টি আকর্ষিত হোক।

অনেক অণেক ধন্যবাদ প্রিয় পদাতিক ভায়া

২৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি ভাই ,

প্রতিমন্তব্যে আবার আসা । শুধুমাত্র পর্ব 6 এর সমস্যাটা হচ্ছে । যে কারণে আপনিসহ আরো চারজনের কমেন্টের কোন উত্তর দিতে পারছি না। অন্য পোষ্টগুলি কোন সমস্যা নেই । মরীচিকার সপ্তম পর্ব দুই তিন দিনের মধ্যে দিয়ে দেব ইনশাল্লাহ।

দোয়া করবেন । আপনার জন্য রইল করুনাময়ের কাছে প্রার্থনা ।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিমন্তব্য আবার এসে কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন।

হুম। বিষয়টি আপনার সমস্যা জানান বিভাগ ব্যবহার করে অবহিত করুন।
আর বিভিন্ন পোষ্টে আলোচনা যদি মডুদের চোখে পড়ে থাকে আশা করি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

দারুন সিরিজ দিয়ে মাতিয়ে রেখেছেন ব্লগকে আমাদের সবাইকে :)
শুভকামনায় কৃতজ্ঞতা আবারো।
দয়াল আপনার প্রতি অন্তহীন কৃপা করুন।

২৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সঠিক সময়ে সে ধরা দিক। এই কামনা করি। সময় গেলে সাধন হবেনা। লালন সাই কয়।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

এতো ধরা অধরা
এই আছে এই নাই
তারে কোথা খুঁজে পাই

;)

অনেক অনেক ধন্যবাদ

২৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৫

মুহম্মদ নিজাম বলেছেন: দারুণ ! রোম্যান্টিক ভাবনা, পড়ে আরাম পেয়েছি !

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

মন্তব্যে উৎসাহিত হলাম :)
শুভেচ্ছা অনেক অনেক

২৯| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:



অনুভবের বৈজ্ঞানিক ব্যাখ্যা চমৎকার। হঠাত প্রেম আসে, ভাসিয়া লইয়া সমুদ্রে ফেলায়! নোনা ঢেউয়ে শুধু তুমি কই, তুমি কই!!

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে অনুপ্রাণীত হলাম।

অনেক অনেক ধন্যবাদ ভ্রাত:)

শুভেচ্ছা অন্তহীন

৩০| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: সূর্যের অতি বেগুনি রশ্মিকে ভালবাসার প্রতারণার সাথে তুলনা করলেন? হ্যাঁ, দুটোই ক্ষতিকর তো বটেই!
বুনো বালিকারা মনের বনেই সুন্দর! অরণ্যপ্রেমী বালকেরা সেখানেই তাদের সন্ধান করুক!

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুটোই ক্ষতিকরতো বটেই, ওজন স্তর ক্ষয়ে গেলে ;)

হুম, মনের বনেই বাস - বালকের সন্ধান তো সেখানেই :)

অনুভবের গভীরে গিয়ে কবিতার স্বাদাস্বদনের মজাই আলাদা
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র :)
শুভেচ্ছা অন্তহীন

৩১| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

ফেনা বলেছেন: আমাকে খুজতে বলিয়েন না, পরে কিন্তু আপনি পাবেন না।

সুন্দর কবিতা।

জানাও ডট কম এ দিতে অনুমতি চাইছি। জানাবেন।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
এতো একের নয় এককের সন্ধান!
একজন পেলেই সকলে পাওয়া হয়ে যায় ;)

অনেক অনেক ধন্যবাদ ভায়া্

জানাও ডট কমের লিংকটা মন্তব্যে রেখে গেলে দেখতে পাবো খন :)

৩২| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

ফেনা বলেছেন: বুনো বালিকার খোঁজে!

২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

পেইজ ওপেন হলেও কন্টেন্ট এর স্থানে ৪০৪ এরর শো করেছ!!!!!!

শুভেচ্ছা

৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

ফেনা বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.